নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কাপ চায়ে তোমাকে চাই বলা ছেলেটার ও একটা চাকরি থাকেনা। তখন সে বেকার থাকে, একটা সময় তার বেকারত্ব ঘুচে, কিন্তু পূরণ হয়না একসাথে চা খাওয়াটা !! একটা সময় মনে হয় বীরদর্পে চলতে থাকা মানুষ গুলোকে কেউ থামাতে পারবেনা। কিন্তু এমন একটা সময় আসে বালি কণার মতো ছোট্র একটা ভুলের কারনেও তার দর্প চূর্ন বিচূর্ণ হয়ে যায় !!
একটা ঘটনা কিংবা যে-কোন বিষয় নিয়ে আপনার বিশ্বাস টইটম্বুর, বিশ্বস্ততার পাহাড়টা খুব বিশাল। কিন্তু যা কখনো ভাবেননি কিংবা কল্পনাও করেননি, হুট করে ঐ বিশ্বস্ততার সাথে অবিশ্বাস্য কিছু ঘটে যাবে আপনার অজান্তেই। আদতে যখন যা ঘটে, যা ঘটছে, যা ঘটবে সবকিছুই সত্য, হয়তো সেটা আমরা মেনে নিতে পারিনা, কিংবা বিশ্বাসযোগ্য হয়না। কিন্তু ঘটে যাওয়া ব্যাপারটা, ঘটনাটা সত্য। ঘটনার সাথে জড়িত ব্যাক্তিত্ব আপনার কাছে মিথ্যা হলেও সেটা যখন ঘটে তখন তা সত্য !!
দ্যাটস হোয়াই, উই সেইড- লাইফ ইজ ফুল অফ সার্কাস এন্ড আনপ্রেডিক্টেবল !!
২| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১২:২৪
কামাল১৮ বলেছেন: এই কথাগুলো কি অভিজ্ঞতা থেকে বলছেন।সবার অভিজ্ঞতা যে এক হবে এম না।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১২:০৩
ঢাকার লোক বলেছেন: It's so true! এরূপ আচমকা অনাকাঙ্খিত ঘটনাবলী আছে বলেই জীবন বৈচিত্রময়। নয়তো জীবন এক নতুনত্বহীন পুরানো রেকর্ড বারবার শোনার মতো একঘেয়ে হয়ে উঠতো !