নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনে ইমোশনাল ব্লাকমেইল

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০২

সালাউদ্দিন শাহরিয়া

নির্বাচন আসলে মাথায় টুপি পড়া সংবিধানের কত তম ধারা। না এটি একটি ভোট পাওয়ার জন্য ইমোশনাল ব্লাকমেইল?
আমি প্রায়ই খেয়াল করেছি যে জুম্মার নামাজ পড়ার সময় পায়না। ব্যস্থ আর ব্যস্থ।নির্বাচন আসলে মাথা টুপি জুম্মার নামাজসহ দিনে ইম্পর্টেন্ট মানুষ তথা সাধারণ জনগণের সাথে মাথায় টুপি দিয়ে নামাজ পড়া। আমি মনে এটি নামাজ পড়া আর মাথায় টুপি দিয়ে সুন্নত পালন নয় এটি হলো মুসলিম ও সাধারণ জনগণকে ইমোশনালভাবে ব্লাকমেইল করা। আল্লাহ মাফ করুক। কারণ আল্লাহ ক্ষমাশীল। কিন্তু ভাবতে হবে নির্বাচন পরে মাথায় টুপি আর দেখা যায় না কেনো।

আসলে বাঙ্গালীদেরকে মন জয় করতে টাকা পয়সা, যুক্তি-ফুক্তি কিংবা দুনিয়া সমান সাহায্য করো কাজে আসবেনা। একমাত্র ইমোশনাল ব্লাকমেইল অর্থাৎ ধর্মীয় লেবাস সেজে কাজ করলেই তাদের মন বিজয় করা যায়।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশে জান্নাতুল ফিরদাউস ঐশীকে বলা হয়েছিলো হলিডে কোথায় পালন করবে? সে বললো মক্কায় হজ্ব করবে। আর সবাই হাত তালি দিয়ে তাকে প্রমোট করলো। এটা একটা ইমোশনাল ব্লাকমেইল। কারণ হজ্ব হলিডে ছুটির জন্য না। আর হজ্ব যখন তখন হয়না। জিলহজ্ব মাসের ৯ তারিখে হজ্ব শুরু হয়। যাইহোক উপস্থিত মন জয় করতে পেরেছে জান্নাতুল ফেরদাউস ঐশী।


মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

পদ্মপুকুর বলেছেন: ভালো বলেছেন

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: হা হা হা ..... এদেশে তাহলে সবাই ধর্মকে ব্যবহার করে!!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: সবাই না তবে প্রায় দেখা যায়।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একমাত্র ইমোশনাল ব্লাকমেইল অর্থাৎ ধর্মীয় লেবাস সেজে কাজ করলেই তাদের মন বিজয় করা যায়।
................................................................................................ সহমত
একারনে আমাদের সকলকে সুশিক্ষিত হতে হবে, তাহলে এসব প্রবনতা বন্ধ হবে ।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

বিজন রয় বলেছেন: কি বলেন আপনি?

বাংলাদেশে ৯৯.৯৯% লোক ধর্মকে ব্যবহার করে।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: নির্বাচনটা ভালোয় ভালোয় হয়ে যাক।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

ব্লু হোয়েল বলেছেন: দেশের সাধারণ মানুষকে ধোঁকা দেয়েই মূল উদ্দেশ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.