নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

তুমি এসেছিলে

১৭ ই মার্চ, ২০২০ রাত ৮:২৮

তুমি এসেছিলে বারোশো বছরের
বাঙ্গালীর ফিরিয়ে দিতে মান
তুমি পেরেছো ফিরিয়ে দিতে
পারিনি তো আমরা
তোমাকে বাঁচাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তুমি এসছিলে সাম্যের ডাক নিয়ে
ফিরিয়ে দিতে অধিকার
জেলে ছিলে হাসিমুখে
যেনো ভালো থাকি মোরা
স্বাধীনতার ডাক দিয়েছিলে এই অপরাধে
নির্যাতিত হয়েছো বারবার।
সত্যিই বলো কষ্ট পাওনি
নাকি বাঙ্গালিকে ভালো রাখতে
ভুলে গেছো সব কষ্টের ভার।

মা শিশুকে ঘুম পাড়াতে বলতো তখন-
বর্গী এলো দেশে
তুমি এসছিলে সেদিন
আমাদের মাঝে হেসে হেসে।
তাড়িয়েছো বর্গী জীবনের জন্য
স্বাধীন বাংলাদেশ গড়েে
আজ হৃদস্পন্দনে স্মরণ করছে
বিশ্বের প্রতিটি ঘরে ঘরে।

আমরা শোকাহত আমরা লজ্জিত
তোমাকে আজ হারিয়ে
তুমি দেখছো কি আমাদের
তোমার আদর্শে হাত বাড়িয়ে!
লাল সবুজের গড়া পতাকায়
চলছি মহাকাশে বহুদূর
বিনিময় পারবো না কখনো দিতে
খুশিতো! আরোও এগিয়ে নিয়ে যাবো বহুদূর।

সালাউদ্দিন শাহরিয়া
কাব্যগ্রন্থঃ বুকের শহর খালি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: চমতকার।

২| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১২:৫০

নেওয়াজ আলি বলেছেন: Good

৩| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৮:০৫

নৃ মাসুদ রানা বলেছেন: শ্রদ্ধা সহকারে ভালোবাসা নিবেদন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.