![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
একদিন কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো- আমি মুসলিম,
তখন কি আল্লাহ বলবেন- দূর হও, দূর হও?
হে গাজা, হে ফিলিস্তিন আমাদের ক্ষমা করে দিও—
আমরা ফতোয়ার বেড়াজালে পথহারা পথিক,
আমরা ক্ষমতার মোহে মুসলিম নামের ফাসিক।
হে ভারত, হে উইঘুর আমাদের ক্ষমা করে দিও—
আমরা কট্টর হয়ে আমিত্ববোধে ঐক্যবিনষ্টকারী,
আমরা স্বপ্নদেখা অদূরদর্শী ঘোড়ার সওয়ারি।
কোথাও শোনা যায় কান্নার আহাজারি, কোথাও বিস্ফোরণ,
জিন্দালাশের মিছিল যেন চলছে আমরণ।
ছবি সংগৃহীত
২| ০৬ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
সাইফুলসাইফসাই বলেছেন: গাজাবাসীর দুঃখ দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে আছে! তাদের জন্য মাঝে মঝে মনে হয় বীর হয়ে যুদ্ধ শুরু করি আর তাদের মুক্ত করি কিন্তু পারি না!
৩| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: মুসলিমরা মূলত দুর্বল।
বিজ্ঞানের কাছে ধর্ম অসহায়।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন খারাপ হয়ে যায় । কত কত ভিডিও আসতেছে নিউজফিডে