নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সকল পোস্টঃ

ফুল কেন প্রিয়

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

সালাউদ্দিন শাহরিয়া

দেখতে যেমন সুন্দর লাগে
বিষণ মন ঘ্রাণে জাগে
তাইতো ফুল হয় প্রিয়।

শাপলা ভাসে পানিতে যখন
ঝিলমিল করে পাপড়ি তখন
তাইতো ফুল হয় প্রিয়।

ভালোবাসতে লাগে গোলাপ
প্রেমের শুরু হয় প্রলাপ
তাইতো ফুল হয় প্রিয়।

ফুল যখন...

মন্তব্য৫ টি রেটিং+১

স্বপ্নের বাড়ি সিলেট

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

সালাউদ্দিন শাহরিয়া

সবুজে সবুজে ঘেরা যেন চারপাশ
বাংলার অমূল্য ধন,
মৃদু বাতাসের মায়াবী ছোয়াতে
হারিয়ে যায় মন।

খোদার অপূর্ব সৃষ্টি জাফলং
দেখলেই ঠাণ্ডা অন্তর,
স্বচ্ছ পানিতে ঝিকমিক করে
হীরক পাথর।

লালাখাল আর লোভাছড়ার
আছে চা বাগান,
বিছনাকান্দির পাথর কোয়ারী
রাতারগুলের বাগান।

রাজা রাম...

মন্তব্য১ টি রেটিং+১

নেতার ডাকে

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

সালাউদ্দিন শাহরিয়া

নেতা গড়লো কোটি টাকার
স্বপ্নঘেরা বাড়ি,
মারামারি কর্মী করলো হলো
জগত পাড়ি।

নেতা এসে সেল্ফি তুললে
কাঁদোকাঁদো চোখ,
মায়ে কান্দে জাদু যে শেষ
খালি হলো বুক।

বাবার টাকায় লেখাপড়া
ঘুরাঘুরি সব,
নেতার ডাকে মরলে এসে
ভয় পেলোনা রব।

পিতার স্বপ্ন মাতার...

মন্তব্য৮ টি রেটিং+১

এই বয়সে প্রেম

০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

সালাউদ্দিন শাহরিয়া

একা জীবন সুখের জীবন
থাকেনা প্যারা,
তাইতো আমি সুখে আছি
কেউ করেনা ঝেরা।

প্রেম যে করা এই বয়সে
তার ক্ষেত্রে মানায়,
একটু বেশি তেজ আছে
লোকজনকে জানায়।

বেগার কিংবা বাবার টাকা
একটু কমাতে,
প্রেমের আরশ একটু বসে
খেলা জমাতে।

প্রেম করা...

মন্তব্য১ টি রেটিং+০

শীতের সকাল

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২

২০১৭ সালের সর্বশেষ কবিতা
সালাউদ্দিন শাহরিয়া

ভোর বেলা উঠিয়া আমি
শুনি দোয়েলের গান,
শীতে কেঁপে কৃষকেরা
ধান কাটতে যান।

আব্বুর সাথে নামাযে যাই
চুপি চুপি হেটে,
বাগানের ফুল গুলো
ডানা মেলে ফোটে।

বাবুই আর হলদে পাখি
কিচিরমিচির করে,
অন্ধকারে কুয়াশাগুলো
আস্তে আস্তে...

মন্তব্য২ টি রেটিং+০

শীতের সকাল

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১

২০১৭ সালের সর্বশেষ কবিতা
সালাউদ্দিন শাহরিয়া

ভোর বেলা উঠিয়া আমি
শুনি দোয়েলের গান,
শীতে কেঁপে কৃষকেরা
ধান কাটতে যান।

আব্বুর সাথে নামাযে যাই
চুপি চুপি হেটে,
বাগানের ফুল গুলো
ডানা মেলে ফোটে।

বাবুই আর হলদে পাখি
কিচিরমিচির করে,
অন্ধকারে কুয়াশাগুলো
আস্তে আস্তে...

মন্তব্য০ টি রেটিং+০

নাস্তিক আর মুক্তমনা

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সালাউদ্দিন শাহরিয়া

মুক্তমনা মানে ইসলাম বিরোধী
সন্ত্রাসী সংগঠন,
এখানে যারা কাজ করে তারা হয়
নাস্তিক মানে ডন।

নাস্তিক মানে আমরা জানি
ধর্মহীন ব্যক্তি,
ইসলাম ছাড়া অন্যধর্মের মূর্তিকে
করে তারা ভক্তি।

তাসলিমা নাসরিন আর মুফা ষাঁড়
দেয় যত...

মন্তব্য১৯ টি রেটিং+৪

ওয়াজ মাহফিল

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সালাউদ্দিন শাহরিয়া

মধুর সুরে ওয়াজ মাহফিলে
ওয়াজ করেন যিনি,
টাকা দাবী আরাম আয়েশ
করেননা তিনি।

হেমন্ত বসন্তের মৃদু হাওয়ায়
চাদর গায়ে দিয়ে,
ভালো খারাপের আদেশ নিষেধ
বুকের ভেতর নিয়ে।

শুরু করেন নবীন প্রবীন
নতুন করে আমল,
ক্ষমা চান...

মন্তব্য৩ টি রেটিং+০

করো এখন পণ

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৬

সালাউদ্দিন শাহরিয়া

অভাবে স্বভাব নষ্ট
বলে যেই জন,
জ্ঞান বুদ্ধি কম বলে
তিনি মূর্খ হন।

মনীষীদের জীবনি দেখলে
অভাব অনটন,
তারপরেও দান করেছেন
বিশ্বের বড় ধন।

রাসূল ছিলেন মহাগুনী
ছিলোনা নাতো ধন,
তারপরেও জয় করেছেন
বিশ্ববাসীর মন।

স্বপ্ন তুমি বড় দেখো
হবে বড় জন,
সেবায়...

মন্তব্য২ টি রেটিং+০

গরিব মানুষ শীতে কেমনে বাঁচে

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

সালাউদ্দিন শাহরিয়া

শীতকালে মহানিশায় কোমল কাথা ছাড়ো
ধরণীটার একটু অংশ ঘুরে ঘুরে দেখো,
আছে কেমন অনায়াসে গরিব দু:খি মানুষ
কাঁপছে কেমন শীতে তারা দেখো একটু দেখো।

ঘুমে ঘুমে লম্বা রাত মিনিট খানিক গেলো
গরিবেরা মিনিট মানে...

মন্তব্য১ টি রেটিং+০

জিকির

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯

সালাউদ্দিন শাহরিয়া

আবেগে সে দিলো লাফ
ওয়াজ মাহফিলে,
জিকির নাকি হিন্দি ডেন্স
বুঝেনা তার দিলে।

আল্লাহ প্রেমে জিকির কেমন
আছে কিতাবে,
জিকির যদি করতে হয়
করো সেভাবে।

জিকির মানে মাথা নাড়িয়ে
লাফ দিয়ে নয়,
প্রতি কাজে আল্লাহকে স্মরণ
করলে জিকির হয়।

মন্তব্য৩ টি রেটিং+০

বিজয়ের কিছু কথা

১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

সালাউদ্দিন শাহরিয়া


ফোটা ফোটা রক্ত ঝরে গায়ে
দাউ দাউ করে জ্বলছে আগুন গাঁয়ে,
তবুও অস্ত্র হাতে বিজয় নিয়ে আসবে তারা
ভয় আর প্রাণকে তারা বিলিয়ে।
ছোট খোকা মায়ের কূলে ডাকছে আব্বু বলে
ঐখানেতে মায়ে...

মন্তব্য০ টি রেটিং+০

বিজয়ের মাস

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪



লাখো শহীদের রক্তের বিনিময়ে মোরা
পেয়েছি বাংলাদেশ,
আজে সেই বিজয়ের মাসে তাদের প্রতি
দোয়া করি বেশ বেশ।

--------- সালাউদ্দিন শাহরিয়া ---------

মন্তব্য১ টি রেটিং+০

ভালো হতে বাঁধা

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

সালাউদ্দিন শাহরিয়া

ভালো যারা থাকতে চায়
পবিবেশ বাঁধা দেয়,
তাই বলে কি চেষ্টাকে
করবে তুমি হেয়।
...
টাকা ধারে শুধের চার্জ
আনতে তুমি বাধ্য,
ভালো হয়ে চলতে গেলে
করতে হবে যুদ্ধ।
...
হারাম ছাড়া কোন কিছু
পাওয়া মুশকিল,
কোর্টের হাজিরায় টাকা...

মন্তব্য১ টি রেটিং+০

কাল মানে পরকাল

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

সালাউদ্দিন শাহরিয়া

কাল থেকে শুরু করবো আমি
পড়বো শুধুই পড়া,
আজকে একটু বিনোদন করি
পড়ি ছন্দ-ছড়া।
ছন্দ-ছড়ার নামে আমি বাকি
রাখলাম পড়া,
এখন আমি ভিডিও দেখি
কিসের ছন্দ-ছড়া।
কাল পড়বো বলে আমি প্রতিদিনই
ধরি নতুন বাহানা,
কালটা আমার পরকাল হবে
আজই...

মন্তব্য৪ টি রেটিং+১

১০১১১২

full version

©somewhere in net ltd.