নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে যেহেতু আছি , ভাবনা গুলো রেখে যাই...

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি

দাসত্ব

১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ

দাসত্ব › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী মগজের গোবর গন্ধি উৎপাদন : মেজর জিয়ার কাছে কর্ণেল বেগের চিঠি , সাথে শেখ মুজিবীয় বোনাস

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫





সৈয়দ বোরহান কবির কে আওয়ামী লীগের ১৯৯৬ এর কমেডি আমল থেকে চিনতাম।



কমেডি আমল বলার কারন সেই সময়ে বিটিভি নানা প্রকার আওয়ামী রংগ রসে ভরপুর ছিলো।

জাতির বিবেকের কাছে কয়েকদিন পর পরই প্রশ্ন রাখতেন সেলিম ওমরাও খান নামের এক ভাঁড়। বড়ই বিনোদন পূর্ন ছিলো সেই অনুষ্ঠান।



সেইসব বিনোদনের স্মৃতিময় দিনগুলোতে সৈয়দ বোরহান কবির কিছুটা সমঝদার ছিলেন বলেই মনে হয়েছিলো।



কারন পরিপ্রেক্ষিত নামের অনুষ্ঠান।

তবে শুনেছিলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবের ভাগনে বোরহান কবির "পরিপ্রেক্ষিত"র পরিপ্রেক্ষিতে বেশ ভালো টাকা আয় করেছিলেন সমাজের নানা ধরনের ২ নম্বরদের স্ক্যান্ডাল ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে।



কিন্তু কথায় বলে - "আওয়ামী মগজ" , ইহা এক বস্তু বটে জগৎ সংসারে !



সে কারনে আওয়ামী মগজ ধারী বোরহান কবির সাহেবও নয়া কমেডি পয়দা করেছেন সাংবাদিক নামের কমেডিয়ান নাইমুল ই খানের পত্রিকায়।



সেই কমেডি টি হলো ১৯৭১ 'র ২৯ শে মে পাকিস্তান আর্মির কর্ণেল বেগ মেজর জিয়াউর রহমানকে চিঠি লিখেছেন , সেই দুর্লভ চিঠি সৈয়দ সাহেবের হাতে এসে পৌছেছে।



সেই চিঠিতে কি লেখা রয়েছে :



Major Zia Ur Rahman, Pak Army, Dacca



We all happy with your job. We must say good job! You will get new job soon.



DonÕt worrie about your family. Your wife and kids are fine.



You have to be more carefull about major Jalil.



Col. Baig Pak Army



May 29. 1971



আমাদের সময়ের লিংকটি এখানে



কথায় বলে একেতো নাচুনে বুড়ি , তার ওপর ঢোলের বাড়ি !

সেই ঢোলের বাড়িতে ব্লগ ফেসবুকের আওয়ামি নাচুনেরা লুংগিতে কোঁচ মেরে বদন খিঁচে নাচছে।



তা আসুন আওয়ামী মগজের এই অনুর্বর উৎপাদন কেমন গোবরের ন্যায় তথা গরুর মলের ন্যায় গন্ধ ছড়াচ্ছে সেটা দেখি :



[১]

বলদ সবাই কে বলদ ভাবে।

কারন বলদ ভাবে বলদের বুদ্ধিই দুনিয়াতে বুদ্ধির সর্বোচ্চ স্কেল।

আসুন এই আওয়ামী বলদিয়া প্রোডাক্টের সবচেয়ে বড় অসংগতিটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই।



পৃথিবীর ইতিহাসে যখন শত্রুপক্ষের ভেতরে নিজেদের স্পাই ঢোকানো হয় সেই স্পাই এর সাথে যোগাযোগ করা হয় সাংকেতিক ভাষায়।



আই রিপিট - আমি আবার বলছি - সাংকেতিক ভাষায়



কোন অবস্থাতেই সেটা এমন কোন কোন ভাষাতে লেখা হবে না যেটাতে প্রাপক এবং প্রেরকের পরিচয় , মেসেজের আসল বক্তব্য ৩য় কোন ব্যক্তির বোধগম্য হয়।



মিলিটারি ইন্টেলিজেন্স সম্পর্কে ন্যুনতম জ্ঞান যার আছে তাকে এটা বোঝানোর কিছু নাই।



আওয়ামী বলদিয়া মগজের এই জিয়া বিষয়ক ফ্যান্টাসি প্রোডাক্টে পাকিস্তান আর্মির চর জিয়াকে তার বস কর্নেল বেগ এমন ভাবে চিঠি লিখেছে যে জিয়া , বেগ , জলিল সবার পরিচয় ফাঁস হয়ে গেছে !



জিয়া - জলিল - বেগ সবার পরিচয় উদ্দেশ্য ফাঁস করে দেয়া ইতিহাসের অনেক প্রশ্নের জবাব দেয়া (!) এই কাঁচা হাতের আওয়ামী জালিয়াতি প্রোডাক্ট দেখলে সাব-রেজিস্ট্রার অফিস কিংবা দেওয়ানি আদালতের সামনে ঘোরাঘুরি করা টাউট বাটপাড় দালালরাও মুচকি হাসবে ।







[২]

না হয় বুঝলাম সবার নাম পরিচয় ফাঁস করে দিয়েছে।

দিয়েছেই যখন সব ফাঁস করে তখন দেখুন চিঠিটি লেখা হয়েছে কি কাগজে।



একটা চিরকুটে।



পদবী - নাম - সরাসরি বোধগম্য একটি মেসেজ লেখা হয়েছে চিরকুটে যেটা লেখার কথা ছিলো পাকিস্তান আর্মির অফিসিয়াল প্যাডে , যেখানে থাকবে পাকিস্তান আর্মির মনোগ্রাম।



একটি অফিসিয়াল মিলিটারি চিঠি কিভাবে লেখা হয় সেটা দেখুন নীচে :





ছবিটি বড় করে দেখুন



এবার দেখুন ইংরেজী বিষয়ক রসকষ :

" worrie" "carefull"

কর্নেল সাহেবের ইংরেজী বানানের বলিহারি !

নিজের নামের আগে কর্নেল লিখেছে ক্যাপিটাল লেটারে - Col. একই সংগে সংক্ষিপ্ত (অ্যাব্রিভিয়েটেড)



অথচ জলিলের বেলায় স্মল লেটারে মেজর সম্বোধন - major , তাও আবার এলাবোরেটেড বা পূর্ন রূপে।



জিয়ার বেলায় আবার ক্যাপিটাল লেটার- Major

গ্রামারের কথা তো বাদই দিলাম।



একেই বলে আওয়ামী মগজের প্রোডাক্ট !



[৩]

হাসিনা কালকে দাবী করেছে - এই বেগ নাকি কোন এক আসলাম বেগ !

দ্বিতীয়ত এই বেগ নাকি একজন কর্নেল।

তৃতীয়ত এই বেগ তার সারনেম লিখেছে Baig।



এবার দেখুন ১৯৭১ এর লিবারেশন ওয়ারে যে ২০০ জন পাকিস্তানি আর্মি , নেভী এবং এয়ার ফোর্স অফিসার সক্রিয় ছিলো এবং যাদের নাম ওয়ার ক্রাইম তালিকায় ছিলো তাদের কে...



১৯৭১ লিবারেশন ওয়ারে অংশ নেয়া পাকিস্তান সশস্ত্র বাহিনীর ২০০ জন অফিসারের তালিকা যারা ১৯৭১ যুদ্ধাপরাধ কেসের প্রাইম কনভিক্ট





১৯৭১ লিবারেশন ওয়ারে অংশ নেয়া পাকিস্তান সশস্ত্র বাহিনীর ২০০ জন অফিসারের তালিকা যারা ১৯৭১ যুদ্ধাপরাধ কেসের প্রাইম কনভিক্ট



এবার বেগ সারনেমের কাউকে খুজে বের করার জন্য পিডিএফটা ওপেন করে CTRL + F5 চাপুন।

সার্চ ব্ল্যাংক পপড হবে।

Beg কিংবা Baig লিখে সার্চ করুন।



এই তালিকায় একজন মাত্র বেগকে / Beg খুজে পাওয়া যায়।

মেজর পদবীর আনোয়ার বেগ।

তালিকায় তার অবস্থান ১০৪ নং।

493 PA 6554 Major Mirza Anwar Beg 88 ORD COY



আর বেইগ কিংবা Baig সারনেমের পাওয়া গেছে একজনকে।

হাস্যকর যেটা সেটা হোলো -

এই Baig হলেন একজন এয়ারফোর্স অফিসার।

তালিকায় তার অবস্থান ১৯৬।

পদবী গ্রুপ ক্যাপ্টেন।

65484 PAF 1069 Gr.Cpt. M.A.Majid Baig PF Dacca



অন্যদিকে এই ভুয়া আওয়ামী লীগের নিজের জালিয়াতি করে লেখা এই চিঠির বেগ নিজের সারনেম লিখেছে Baig।

তাহলে ফার্স্ট নেম 'আসলাম' নামধারী কর্নেল পদবীর লোকটা আসলো কোথা থেকে ?



[৪]

বেগম খালেদা জিয়া পাকিস্তান আর্মির হাতে বন্দি হন ২ রা জুলাই , ১৯৭১।

তার আগে জিয়ার স্ত্রী সন্তান কোথায় আছে সেটা পাকিস্তান আর্মি লোকেট করতে পারে নাই।



সত্য মিথ্যা যাচাই করতে চান ?

অলরাইট !



স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র

খন্ড ১৫

সম্পাদনায় হাসান হাফিজুর রহমান


















২৯ শে মে তেই খালেদা জিয়ার খবর এই (গায়েবী) বেগ ব্যাটা জানলো কিভাবে ?





[৫]

সবচেয়ে বড় ভুয়ামিটা হলো জলিলের সাথে জিয়াকে মিশিয়ে ফেলা।

আমরা জানি আওয়ামী রাজনীতিতে জিয়া , জলিল , মীর শওকত , কাদের সিদ্দিকি এরা সবাই চক্ষুশুল , কারন এদের মুক্তিযুদ্ধে ভ্যালায়ান্ট রোল, আবার একই সংগে প্রো রাইট।



সেকারনে জিয়া কে শুধু জলিল কেন , মীর শওকত আর কাদের সিদ্দিকীর খেয়াল রাখতে বলাও সম্ভব ছিলো এই ভুয়া চিঠিতে।



মেজর জলিল যুদ্ধ করেছেন সাউথ বেঙ্গলে। অন্যদিকে জিয়া যুদ্ধ করেছেন মূলত ইষ্টার্ণ ফ্রন্টে। তাছাড়া জলিলকে ৯ নম্বর সেক্টরের দায়িত্ব দেয়া হয় জুলাই ১৭, ১৯৭১ সালে। এর আগ পর্যন্ত জলিল কোন সেক্টরের দায়িত্বে ছিলো না। জিয়ার সাথে তার কোন যোগাযোগ - পূর্ব পরিচয়ের বিষয় বাদ ই দিলাম।

ফেসবুকের এই নোটটা পড়তে পারেন চাইলে - Click This Link





[৬] নীচের ছবিটি দেখুন :







মনে পড়ছে ?



আওয়ামী মগজের দুর্গন্ধময় একটি উৎপাদন ছিলো এটি।



৬ নং মইনুল রোডের বাসভবন ছেড়ে খালেদা জিয়া চলে যাবার পর সেই বাসার মাস্টার বেড রুমে [যেখানে খালেদা জিয়া ঘুমাতেন] বেড কর্নার টেবিলের ড্রয়ারে নাকি পর্ন ম্যাগাজিন পাওয়া গিয়েছিলো।



সেসময় তা রাত ৮ টার বাংলা সংবাদে ভিডিও রিপোর্ট সহ প্রচার করা হয়েছিলো।



সেই ড্রয়ারে পর্ন ম্যাগাজিন কিভাবে পাওয়া গেলো সেটা রফিকুন্নবির টোকাইও জানে।



মেজর জিয়ার কাছে প্রেরিত কর্নেল বেগের এই গায়েবী মারফতে প্রাপ্ত চিঠিটি কিভাবে পাওয়া গেলো সেটাও ভেবে দেখুন।

মন্তব্য ১৭৬ টি রেটিং +৬০/-০

মন্তব্য (১৭৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

সামী ..... বলেছেন: :) +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

দাসত্ব বলেছেন: :)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

প‌্যাপিলন বলেছেন: নিশ্চয়ই এইট পাস কর্নেল- তাই ইংরেজি ভাষা এরকম হতেই পারে :D :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

দাসত্ব বলেছেন: এইটা হৈলো গলা ফাটায়া চিল্লানো কর্নেল - হে জিয়া , তুমি আমার লোক যাতে আম জনতা শুনতে পায় :)

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

তাহের নাসিম বলেছেন: chorom vai

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

এরিস আফ্রোদিতি বলেছেন: "বলদ সবাই কে বলদ ভাবে"
একটা অসভ্য দল হয়ে গেছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

দাসত্ব বলেছেন: বলদের দল তারিখ চয়েস করতেও ভুল করসে।
খালেদা জিয়া পাকিস্তান আর্মির ক্যাপটিভিটিতে যান ১ জুলাই।
বেগ চিঠি লিখসে ২৯ শে মে , ৩২ দিন আগে !
হাহাহা , মজায় মজা

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আওয়ামী বুদ্ধিপ্রতিবন্ধীগুলা আর কোনোদিন মানুষ হবে না।
লেখক বলেছেন: জামাতি বুদ্ধিপ্রতিবন্ধীগুলাই সবাইকে বুদ্ধিপ্রতিবন্ধী ভাবে

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আওয়ামী বুদ্ধিপ্রতিবন্ধী এমনি এমনি বলি না? আবাল বোঝ না কথা হইতাছে মেজর জিয়ারে নিয়া, এইখানে জামাত আইলো কই থেকে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

দাসত্ব বলেছেন: ইন্দিরা গান্ধির কাছে লেখা শেখ মুজিবের দুর্লভ প্রেমপত্রও আবিষ্কার হবে কিছুদিনের মধ্যে :P

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

ঘুমকাতুর বলেছেন: দাসত্ব ভাইয়ের পোষ্ট :)

ভাই জিয়া নিয়া কথা বলার রাইট আছে এতে সুশীলেরাও কিছু বলবে না। তবে মুজিব নিয়া বললেই যতো জালা

মুক্তিযোদ্ধাদের অপমান করে মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করা যায় না এটা তাদের বুঝা উচিত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

দাসত্ব বলেছেন: জিয়া নিয়ে কথা বলার রাইট থাকলে মুজিব নিয়া কথা বলার ও রাইট আছে।
অত সুশীলতা পুছার সময় নাই।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: দাসত্ব উপরের কমেন্ট দেখেন এই খানে Click This Link

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

দাসত্ব বলেছেন: দেখলাম , গাবতলীর হাটেও এত বলদের গ্যাদারিং হয়না কোরবানীর মৌসুমে যত বলদ সামুতে গ্যাদার করে।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

ধীবর বলেছেন: এই সব বলে লাভ নেই দাসত্ব ভাই। ইতিমধ্যেই আওয়ামি এক গু এর বাগান এই চিতকুটকে কেন্দ্র করে মজমা বসিয়েছে। যার গুণমুগ্ধ সবাই আবার অপ্রকৃতিস্থ এবং নেশারু বটে। +++

এই পোস্টে কোন কোন হাম্বা উপস্থিত হয়, দেখার জন্য অপেক্ষায় থাকলাম। নইলে এই পোস্ট বার বার রিপোস্ট হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

দাসত্ব বলেছেন: ইতিমধ্যে উনি তাশরীফ রেখেছেন ;)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

রাফসান রাফী বলেছেন: শেখ মুজিব কে যতই সম্মান এবং মার্জিত ভাবে ট্রিট করা হোক না কেন আওয়ামী নাচুনেরা জীবনভর জিয়াকে গালাগালি আর অপমান করেই যাবে সব বলদিয়া মগজজাত জালিয়াতি প্রোডাক্ট নিয়ে হুক্কা হুয়া নেচে।

সে কারনে মাঝেমাঝে ইটের জবাবে পাটকেল মেরে এদের সোজা করতে হয়।


সহমত-----------!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

প্রকৌশলী আতিক বলেছেন: একটা বলদের ব্লগে কমেন্ট করে আসলাম এই মাত্র। বলদ টা মনে হচ্ছে অনেক রিলাক্সড।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

দাসত্ব বলেছেন: বলদ তো সব সময় রিল্যাক্সই থাকে।
মাঝে মাঝে ঢোলের বাড়ি পড়লেই না কেচিয়ে পেচিয়ে নাচে।
একটানা নেচে কাহিল হয় , তখন আবার রিল্যাক্সসেশন করে। :)

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

ডাব্বা বলেছেন: শেখ মুজিব কে যতই সম্মান এবং মার্জিত ভাবে ট্রিট করা হোক না কেন আওয়ামী নাচুনেরা জীবনভর জিয়াকে গালাগালি আর অপমান করেই যাবে - খুব সত্যি। এরা সমালোচনা কোনদিন সহ্য করতে পারেনি, আজো পারে না।

তবে আমি লীগের একটা ব্যাপারে খুব ইমপ্রেসড্‌। সত্যি হোক বা মিথ্যা, দিন বা রাত, সাদা বা কাল, আগুন অথবা পানি, যাই হোক না কেন, হাইকম্যান্ড থেকে হুকুম আসা মাত্র সেটা অক্ষরে অক্ষরে পালন হয়ে যাবে। আর পরম্পরা বিষয়টা এরা ভাল ফলো করে। পরদাদা-বড়দাদা-দাদা-বাবা-হাবা, বংশানূক্রমিক আনুগত্য।

জামাত-শিবির এর মধ্যেও এটা আছে সেই সাথে এদের ভ্রাতৃত্ববোধ টা প্রবল।

এই দুটো দলকেই আমি অতিরিক্ত রকম কাছ থেকে দেখেছি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

দাসত্ব বলেছেন: তা আর বলতে

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা, আপনি যে আজ মাঠে নেমে আসবেন বুঝতে পারিনি। আওয়ামী লীগের এইসব কাণ্ড দেখে কাঁদব না হাসব বুঝতে পারছি না। জিয়াকে ছোট করতে গিয়ে শেখ মুজিবকে আর কত নীচে নামাবে তারা?
ছবিটির ব্যাপারে কিছুই বলার নেই, আম্বারা এখন এটাকে কিভাবে হালাল বানাবে দেখার অপেক্ষায় রইলাম। হয়তো শুনতে পাব, সমস্ত পাক বাহিনীর মাঝে টিক্কা খানই ছিল বাংলাদেশের প্রকৃত বন্ধু।

আর একটা জিনিস,
এই কর্নেল বেইগটা কে?????????????
১৯৭১ এর যুদ্ধাপরাধীর তলিকায় তো কর্নেল বেইগের নাম নেই।
যেখানে ইয়াহিয়া থেকে ছোকরা লেফট্যানেন্টের নামও আছে। বোরহান কবির কি একটি পাক অফিসারের নাম বেছে নিতে এই নামটিই পছন্দ হল, যেটি অফিসারদেড় তালিকাতেই নেই!!
View this link

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

দাসত্ব বলেছেন: হাহাহা , ভালো জিনিস বাইর করসেন , ধান্দাবাজী কি চালাইলেই চলে ?
সেই দিন কি আর আছে ?

মুক্তিযুদ্ধের সর্দারগিরি এখন আর হালে পানি পায়না।
মানুষ ও ডিগ আউট করে সত্য জানার জন্য।

আসলেই তো -

এই কর্নেল বেইগটা কে?????????????
১৯৭১ এর যুদ্ধাপরাধীর তলিকায় তো কর্নেল বেইগের নাম নেই। যেখানে ইয়াহিয়া থেকে ছোকরা লেফট্যানেন্টের নামও আছে। বোরহান কবির কি একটি পাক অফিসারের নাম বেছে নিতে এই নামটিই পছন্দ হল, যেটি অফিসারদেড় তালিকাতেই নেই!!

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: ৬৭ বছরের মহিলার ঘরে পর্ণ ম্যাগাজিন আওয়ামী চূড়ান্ত নোংরামির বহিঃপ্রকাশ । পাকি চামচামি করার জন্য স্বাধীনতার ঘোষণা দেয়া লাগে না, রাজাকার, আলবদর , আলসাম বাহিনী ঘটন করলেই হয় । স্বাধীনতা চলাকালীন সময় সরকার ঘটন করতে পারলেও, টিকটিকির কলিজার আওয়ামী নেতারা স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই । ষড়যন্ত্রের জাল বুনে শহীদ জিয়াকে খলনায়ক আখ্যায়িত করে আওয়ামীলীগ তার বাকশালি রুপ আবার সকলের সামনে উন্মোচিত করলো । জাতীয়তাবাদী জনতাকে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেয়ার জন্য একসাত হওয়ার বিকল্প নেই । +++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

দাসত্ব বলেছেন: বলদ গুলো কিছুদিন পরে আরেকটা ধাক্কা খাবে।
ওয়েট করেন।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

শামিল কায়সার বলেছেন: এহ...
বলদগুলার কপালে ঝাঁটার বাডি দিছেন। তবে কথা কি, বলদের কাজই হাম্বাহাম্বা করা। এর থেকে বেশি যোগ্যতা এগুলার নাই। :D
পোষ্টে +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

দাসত্ব বলেছেন: :)

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

সবুজ মেঘ বলেছেন: ভাবছি, চিঠিটা কোন কুরিয়ারে আসছে যে আসতে মাত্র ৪২টা বছর সময় লাগলো!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

দাসত্ব বলেছেন: হাহাহা , ভালো মজা পাইলাম :)

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

আজরাঈল আমি বলেছেন: তুমার শনি ঘোরে। আম্বালীগ তুমারে পাইলেই খাইচে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

দাসত্ব বলেছেন: হেহেহে , দিন বহুত পাল্টাইসে।
যেইসব দিনে আওয়ামীরা এই ব্লগে সর্দারী-মাস্তানী-রংবাজি করতো সেই সব দিনে একাই এগুলাকে ধরে ধরে আছাড় দিসিলাম।

এখনতো পরিস্থিতির উন্নতি হইসে

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনি জানেন কি না জানিনা একটা তথ্য এখানে উল্লেখ করা জরুরী মনে করছি:


রাজাকারের পোলা নাইমুল ইসলাম তার পত্রিকাটির ৬০~৭০% শেয়ার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের কাছে বিক্রি করে দিয়েছে।

আওয়ামী ইতরদের টাকায় চলা কোন পত্রিকা জিয়ার নামে এই রকম একটা খবর ছাপাবে এতে আশ্চর্যের কি আছেন বলেন দেখি???

তবে আপনাকে ধন্যবাদ ব্লগীয় ইতরদের জন্মদিনের পোশাক পড়িয়ে দেবার জন্য সেই সাথে অনকেদিন পড়ে সামু ব্লগে পোষ্ট দিতে দেখে। আওয়ামী ইতর গুলো ভাবে যে এরা যা লিখবে মানুষ তাই চোখ বন্ধ করে খাবে।









০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

দাসত্ব বলেছেন: আসলে ইলেকশন যতই আগায়া আসতেসে ততই এদের নাচুনে আচরন প্রকট হইতেসে।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

দাসত্ব বলেছেন: আমার নেটের স্পীড খুবই হাই। কিন্তু সামু লোড হতে প্রচুর সময় নিতেসে। ক্রোম থেকে ব্রাউজ করতেসি, তারপরও।
সমস্যা কি সামুর কিনা জানিনা।
এ কারনে মন্তব্যগুলো রিপ্লাই করতে পারতেসিনা এখনই

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

টয় বয় বলেছেন: আওয়ামীলীগের এই নোংরামী স্বভাবটা ওদের সভানেত্রী থেকে শুরু করে রাস্তার হকারের মধ্যে অতি মাত্রায় বিদ্যমান|

ব্লগের অনেক জাতীয়তাবাদীকে দেখি সুশীল সাইজা আওয়ামী ব্লগারদের সাথে ভাঁজ খায়| আমি সেই সুশীলতায় নাই| আওয়ামী কুত্তাদের সামনে পাইলেই লাথি মারতে হবে|

একজন কর্নেল তার নিজের ও স্পাইয়ের নাম ঠিকানা দিয়া চিঠি লিখলো এবং সেই চিঠি ৪২ বছর পর একেবারে ফ্রেস চকচকে লেখা সহ পাওয়া গেল বোরহান কবিরের মত দালালের হাতে !!!!!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

দাসত্ব বলেছেন: ইলেকশন সামনে আসতেসে।
এখন ওদের প্রতিটা ১৯ এর জবাব ২০ এ দিতে হবে।
সুশীলতার চুড়ি পড়ে থাকলে আওয়ামী লীগ খেদানো লাগবে না।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

ঠোঁটকাটা বলেছেন: হায়রে আম্লীগ!!! মানুষ হ! মানুষ হ!

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: খাসা হয়েছে ব্রো।।, প্লাস দিয়ে গেলাম।।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

ঘুমকাতুর বলেছেন: @মোস্তফা কামাল পলাশ ভাই কি কারণে রাজাকার পুত্র নাইমুল ইসলাম খাপোটা এক বীর মুক্তিযোদ্ধা নিয়া বাজে কথা রটায় তা সহজেই বুঝা যায় বাপের হইয়া বদলা লইতাছে।
কিন্তু আম্বালীগ নামধারী কেউ যখন এই কথা নিয়া লাফায় তখন সন্দেহ হয় এদের পিতাও কি...?

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

ভারসাম্য বলেছেন: আওয়ামী বলদামি এখন আর ব্লগ-ফেইসবুকে ভাত পাইবোনা। মাগার এইসব নিয়া কাম্রু-হানিফ আর তাদের নেত্রী মাঠে ময়দানে ঠিকই বোলচাল চালাবে।

তয় সমস্যা হইল বাংলার অধিকাংশ মানুষ এখন আর আম্বা বলদ আর তাগো নেত্রীর কথার এক পয়সা দামও দেয়না। আফসোস!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

দাসত্ব বলেছেন: ওদের এখন হেড লাইন দরকার পদ্মায় রাম থাপ্পড় খাওয়ার পর থেকে।
যেন তেন প্রকারেন।

কিন্তু যাই হেড লাইন বানায় - বলদামী ধরা পড়ে :pp

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: বাল!
বাল!!
বাল!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

দাসত্ব বলেছেন: ইয়েস , উহা একটি বাল প্রোডাক্ট

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

বাতায়ন এ আমরা কজন বলেছেন:
এরা কী জনগণকে এখনও এতটা বলদ ভাবে?
সত্যিই আশ্চর্য্য !!!!!!!!!!!!!!!!!!!!!

এদের মাথায় যে আল্লাহ কবে ঘিলু দিবে (আদৌ দিবে বলে মনে হয়না) !

--- আমরা সাধারন জনগণকি সত্যিই এতটা বলদ ?
সবার কাছে প্রশ্ন রইলো ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

দাসত্ব বলেছেন: বলদ সবাই কে বলদ ভাবে।
কারন বলদ ভাবে বলদের বুদ্ধিই দুনিয়াতে বুদ্ধির সর্বোচ্চ স্কেল।

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

প্রজন্ম৮৬ বলেছেন: উর্দু লীগ করা একটা মেন্টাল ডিসঅর্ডার।

-- এই রোগ হইলে মানুষ অস্বাভাবিকভাবে নির্লজ্জ্ব এবং হিপোক্রেটিক হয়ে যায়, যেমন উর্দু নাম ধারন করে, রাজাকার পরিবারে আত্মীয়তা করে মুক্তিযুদ্ধের চেতনা বেঁচতে বাঁধে না।

-- এই রোগ হইলে রোগী সময়ের হিসাব ভুলে গিয়ে হিন্দি সিনেমা'র স্টাইলে অতীতে বসবাস করা আরম্ভ করে, অতীত ছাড়া কোন আলোচনা বা ইস্যু এদের থাকে না।

-- রোগী স্বভাবে ছ্যাচড়া হয়ে যায়, সভ্য সমাজে অগ্রহনযোগ্য টাইপের ইস্যুতে প্রতিপক্ষকে আক্রমন করে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

দাসত্ব বলেছেন: হুম , রাইট টার্ম - ছ্যাচড়ামী - এগুলার সঠিক সংজ্ঞা ছ্যাচড়ামি

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

হুমায়ুন তোরাব বলেছেন: ki jani vai.....
fal2 rajnity vlo lge na.

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

দাসত্ব বলেছেন: কি জানি ভাই এর কি আছে?
এটা তো হাস্যকর জালিয়াতি , কাঁচা হাতের কাজ।
আপনাদের মত সোজা টাইপ মানুষকে মফিজ বানানোর জন্য ই তো এরা এই সব ভুয়া নিউজ করে।

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

হুমায়ুন তোরাব বলেছেন: ki jani vai.....
fal2 rajnity vlo lge na.

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: চরম দিছেন দাসত্ব ভাই :)
শেখ মুজিব কে যতই সম্মান এবং মার্জিত ভাবে ট্রিট করা হোক না কেন আওয়ামী নাচুনেরা জীবনভর জিয়াকে গালাগালি আর অপমান করেই যাবে সব বলদিয়া মগজজাত জালিয়াতি প্রোডাক্ট নিয়ে হুক্কা হুয়া নেচে।
সে কারনে মাঝেমাঝে ইটের জবাবে পাটকেল মেরে এদের সোজা করতে হয়।

পোস্টে পিলাচ ,,, ভাই আপনাকে নিয়োমিত চাই ,,, পিলিজ লাগে :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

দাসত্ব বলেছেন: আসলে পদ্মা সেতুতে চুনকালি মাখার পর এদের একটা নয়া হেড লাইন দরকার ছিলো।

নিলো একটা বানায় ককটেল পত্রিকা বায়োস্কোপ নিউজ ছাপায়া।
শুনলাম আমাদের সময়ের ৬০ % শেয়ার নাকি এখন যুবলিগের সভাপতি ওমর ফারুকের।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

একাকী বাংলাদেশি বলেছেন: বুলড্রোজার ইজ কামব্যাক।

কো্থায় থাকো তুমি বস? জাতির এ দুর্দিনে তোমার ঘুম এ যে বড় অন্যায়। হা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

দাসত্ব বলেছেন: নিজেই বুল ডজড অবস্থায় আছি নানা কারনে ব্যক্তিগত জীবনে :(

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

আমি বীরবল বলেছেন: গাধা পিটাইলেও নাকি মানুষ হয়-কিন্তু আওয়ামী জানোয়ারদের কোনো কিছুতেই মানুষ বানানো সম্ভব নয়!

পোস্টে প্লাস।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

দাসত্ব বলেছেন: বলদের মগজ - গন্ডারের চামড়া- কচ্ছপের খোল- ৩ টাই একই ধাচের জিনিস

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

ব্লাক উড বলেছেন: অনূর্বর আওয়ামী মস্তিস্কের বিকৃত ফসল :(( :((

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

দাসত্ব বলেছেন: হুম

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

জাতির বিবেক বলেছেন: আমামী মগজ
ভালো করে দেখলে এখানে ও আওয়ামি মগজ পাওয়া যাবে। ৩টা তারিখ এ এক!! কি মজা! শালা আওয়ামিলীগ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

দাসত্ব বলেছেন: চোখ থাকতে কানা বলে একটা কথা আছে।
এর উদাহরন কারা সেটা বুঝে নিন।
৯৭ এ কারা ক্ষমতায় ছিলো সেটা তো আমরা সবাই জানি।

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

মেঘের ছোট ছেলে বলেছেন: আপনার পোস্টের অপেক্ষায় ছিলাম, এবং পেয়েও গেলাম! আওয়ামি ছাগুদের উদ্দেশ্যে আসলে তেমন কিছু বলার নাই। ছাগল দিয়ে যতোই হালচাষ করা হোক, ছাগল সারা জীবন ছাগলই থাকবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

দাসত্ব বলেছেন: ধন্যবাদ এমদাদ

৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

মিত্রাক্ষর বলেছেন: খেক হাচ্চিনার কাওমাও শুনলে মনে হয় দেশটাই উনার একার আর আম্মিগের জন্মই হইসে বি.এন.পির সমালোচনা করার জন্য। ;) ;) ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

দাসত্ব বলেছেন: "আমার বুয়া হইসে খালেদা জিয়া স্টেডিয়ামে যাওয়ায় বাংলাদেশ হাইরা গেসে"
"উনি ভারত গেছেন তেল মারতে"
"কৃষ্ঞ আইলা রাধার কুন্জ্ঞে ফুলে পাইলা ভ্রোমোরা"

বলুন তো উপরের ৩ টি বাক্য কার অমর বানী ?

সংকেত : উনি একজন প্রধানমন্ত্রী , এবং নারী

৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

এ.ডি.এম শাফী বলেছেন: ওই ফালতু হাস্যকর জিনিসটা আজকে ভোরেই সামুতে আবিষ্কার করছি,কিন্তু কমেন্ট করার রুচিটা পর্যন্ত হয়নি! এটা এতটাই হাস্যকর আর উদ্ভট বানোয়াট জিনিস যে প্রতিক্রিয়া পাওয়ারও যোগ্য নয়,জাস্ট ইগনোর করা উচিত!
আর নাইমুল ইসলাম একটা চিজ বটে,বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এতটা সস্তা সাংবাদিক আগে কখনো দেখা যায়নি! এই নাইমুলকে নিয়ে সামুতে ফিউশন ফাইভের একটা ধারাবাহিক আছে,পোস্টগুলো খোঁজা দরকার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

দাসত্ব বলেছেন: নাইমুল তো আছেই ককটেল সাংবাদিকতায়।
তার উপর আমাদের সময়ের ৬০ % শেয়ার নাকি যুবলীগের সভাপতি ওমর ফারুকের।

৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ ভাই জিয়া একমাত্র সেরা চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা আর মুজিব কোথাকার কে! দেশের শত্রু। শালা ভুদাই শালা। আপনে প্রোডাক্টটা যে কমদামি জাতীয়তাবাদী সেইটাও বুইঝা লন। জিয়ার নামকে যে মুখে নিয়া কলার উঁচা করেন, সে ঘোষণা দিছে মুজিব এর পক্ষে! তার হয়ে! নিজে ঘোষণা দেয়নি! সেই ঘোষণা সেইদিন পদে যে থাকত তাকেই দিতে হত। আর সেই জিয়া নিয়া কোন বড় বড় কথা আর মুজিব কোন বালের বাল! আপনি আওয়ামীলীগরে ভুল প্রমান করেন, আমার যায় আসেনা। মুজিবরে নিয়া একটা ফালতু কথা কইলে. X( X( X( X(
খোলেদা আফার ইতিহাস সবাই জানে, বেকার ছিঁড়া কাঁথা টানাটানি কইরা ঢাকা তো যাইবই না আরও লজ্জা বের হইয়া জাইতে পারে।

মুজিবরে সম্মান করতে না পারলে জিয়া কোন বালের বাল? জিয়াকে তথাকথিত স্বাধীনতার ঘোষক বলাও আর কোনোদিন হইত না, বাংলায় ফটর ফটর করাও আর হইত না, সেই মুজিব না থাকলে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

দাসত্ব বলেছেন:

মুজিব যে টিক্কা খানকে সম্মান করলো এটা নিয়ে কি করা যায় বলেন তো ?

অফটপিক : স্বাধীনতার ঘোষনা নিয়ে বাকোয়াজি না করলেই খুশী হবো। বাংলাদেশে ২য় কোন বান্দা নাই যার কাছ থেকে আমাকে জানতে হবে স্বাধীনতার ঘোষনা কে কিভাবে দিয়েছিলো।

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

কেনজিয়া বলেছেন: চমৎকার পোস্ট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৩৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

টুনির জামাই বলেছেন: হাম্বাদের ুটু জালিয়ে দেবার জন্য এই পোস্ট ই যথেষ্ট।বোরাহন যে লীগের পেইড জার্নালিস্ট(!) সেটা কে না জানে?

তবে এসব বিনুদুন দেখে মাঝে মধ্যে পুলকিত হই এই ভেবে যে বিএনপি কে ঠেকানোর জন্য সত্য কিছু না পেয়ে বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে ওরা।

দিক্ভ্রান্ত ভাকুর টারে ভারতের বর্ডারের দিকে মুখ করে একটা ঠেলা দেন আর সাথে একটা জপমালা দিয়ে দেন যাতে লীগের নাম জপতে জপতে ঐপারে চলে যায়।

৪০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

ঠোঁটকাটা বলেছেন: @দিকভ্রান্ত*পথিক, "সেই ঘোষণা সেইদিন পদে যে থাকত তাকেই দিতে হত।" মানে কি? জিয়া মুজিবের কোন পদে ছিল? আমি তো জানতাম জিয়া পাকিস্তান সেনাবাহিনীর মেজর ছিল। আর এরকম মেজর তো একটা দুইটা ছিল না। তাইলে অন্য মেজররা কেন ঘোষণা দিল না? জিয়া কি মুজিবের মুখপাত্র ছিল?

আমি জিয়া বা মুজিব কারো ভক্ত নই। কিন্তু হিপোক্রেসি দেখলে প্রশ্ন করি। প্লিজ উত্তর দিন।

৪১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জিয়াকে অশ্রদ্ধা করার আমার মোটেই আগ্রহ নাই, জামায়াতিদের পুনর্বাসন করে উনি মহান কাজ করেছেন, উনার বউ বাচ্চাও করতেছে। সেটি নিয়েও জাতীয়তাবাদদের কিছু বলা যাবেনা(আপনারাই কন এইরকম)

আওয়ামীলীগ করিনা, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ধারন করি, আর তাই, খুব খিয়াল কইরা, মুজিবরে অসম্মান করতে যাবেন না, ছিটা আপনাদের গায়েই লাগবে।

আশা করি সবাই যার যার জবাব পেয়ে গেছেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

দাসত্ব বলেছেন: ভাই আপনি তো দারুন জ্ঞানী মানুষ !

যুদ্ধের পর জামায়াতের রেজিস্ট্রেশনশ হইসে কবে জানেন ?
হাসিনা আপার বড় ভাই ঘাগু রাজাকার এরশাদের (যার অফিসিয়াল দায়িত্ব ছিলো মুক্তিযুদ্ধে যোগ দেয়া বাঙালী অফিসারদের কোর্ট মার্শালে ফাঁসিতে ঝোলানো) সময়ে।

আপনি আসলেই মজার মানুষ।
আমি একটা ছবি আপলোড করলাম , সেখানে দেখা যাইতেসে স্বয়ং শেখ মুজিব একজন বিশেষ ব্যক্তিকে করমর্দনের মাধ্যমে সম্মান করতেসেন।

এখানে মুজিবকে অসম্মানের কি পাইলেন ?!

৪২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আর হ্যাঁ, বাংলাভিশনে যদি জই থামুন খবর পড়ে, সেটাকে তবুও বাংলাভিশনের খবই বলা হবে। জই থামুনের খবর বলা যায়না।

৪৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "একাকী বাংলাদেশি বলেছেন: বুলড্রোজার ইজ কামব্যাক।

কো্থায় থাকো তুমি বস? জাতির এ দুর্দিনে তোমার ঘুম এ যে বড় অন্যায়।"

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

দাসত্ব বলেছেন: দেখি , আবার লেখালেখি শুরু করবো।

৪৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

উদাসীফাহিম বলেছেন: শেখ মুজিব কে যতই সম্মান এবং মার্জিত ভাবে ট্রিট করা হোক না কেন আওয়ামী নাচুনেরা জীবনভর জিয়াকে গালাগালি আর অপমান করেই যাবে সব বলদিয়া মগজজাত জালিয়াতি প্রোডাক্ট নিয়ে হুক্কা হুয়া নেচে।

সে কারনে মাঝেমাঝে ইটের জবাবে পাটকেল মেরে এদের সোজা করতে হয়।

সহমত-----------!!

kintu oti shushil BNP netara ta korena,,,
ar apnar likhati fb te share dilaam

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

দাসত্ব বলেছেন: বেশী সুশীল হতে নাই।

৪৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছবি দিয়া দুনিয়া উদ্ধার? বাকি ঘটনা উধাও? গোলাপি আফা যে ডেইলি মার্কা মারা রাজকারদের সাথে রোমান্টিক ফটোসেশন করতাছে তার কি!

শেখ মুজিব কে যতই সম্মান এবং মার্জিত ভাবে ট্রিট করা হোক না কেন আওয়ামী নাচুনেরা জীবনভর জিয়াকে গালাগালি আর অপমান করেই যাবে সব বলদিয়া মগজজাত জালিয়াতি প্রোডাক্ট নিয়ে হুক্কা হুয়া নেচে।

সে কারনে মাঝেমাঝে ইটের জবাবে পাটকেল মেরে এদের সোজা করতে হয়।

শেখ মুজিব আর আওয়ামীলীগকে এক পাল্লায় মাপবেন না, জ্ঞান এর কুৎসিত রুপ তাইলে বের হয়ে পরবে। জামায়াতিদের লালন জিয়াই করেছে। তাদের পুনর্বাসন সহ তার ক্ষমতায় আসার পথ কিলিয়ার করে একে অপরকে ভালই সারভিস দিয়েছে তারা।

আওয়ামীলীগ সরে গেছে মুজিবের দেশ প্রেমের রাজনীতি থেকে, কিন্তু বিএনপি অটল আছে, গাদ্দারি ও পাকি প্রীতির রাজনীতিতেই। আর কি কমু? জাতীয়তাবাদএর মুখে পিছা মারি, যারা জামায়াতকে বুকে ধরে আদর দেয় তাদের মুখ আমার স্যান্ডেল।


৪৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

উদাসীফাহিম বলেছেন: a ek ajob deshe bash korsi amra.....nastik humayun azad taslimara dhormoke gali dite parbe.muslimder jaan MUAMMAD (SA) ke galite dite paare tar.blogg e tuludhunu kore nastik gulu..............kintu sheikh mujib er birudde kisu bola jabena....sheikh mujib ki manush silo na debta chilo????

৪৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উদাসীফাহিম @ শেখ সাহেব সাধারণ একজন মানুষ, তবে উনার সাথে অন্তত জিয়ার তুলনা চলেনা। আজ বাংলা ব্লগ লিখতেছি এটাতেও উনার প্রতি সবচেয়ে বেশী কৃতজ্ঞতা দেখানোর আছে। বাকি সব নাহয় বাদই দিলাম।

৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

উদাসীফাহিম বলেছেন: sheikh mujib ar ziake ekmallay amra mapina...ekjon bertho shashoker kokhonoi sofol shashok ziyar tulona hote parena

৪৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

উদাসীফাহিম বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: উদাসীফাহিম @ শেখ সাহেব সাধারণ একজন মানুষ, তবে উনার সাথে অন্তত জিয়ার তুলনা চলেনা। আজ বাংলা ব্লগ লিখতেছি এটাতেও উনার প্রতি সবচেয়ে বেশী কৃতজ্ঞতা দেখানোর আছে। বাকি সব নাহয় বাদই দিলাম।

bhai shunen ekhaane abeger bishoy....apnara jokhon ordhek manusher posonder netake niye kutukti koren.tokhon sheikh saber ondhokar gulu bolar dhorkaar pore.....shongsod a oslil kotha shuru koresilo shekh selim..ta ektana cholsilo.tar por BNP jodi shekh mujiber gulu na bolto taile ta bondho hotona........apnar adorshik pitar proti apnader abeg jemon ashe...temoni amader adorshik netar proti amader abeg tar cheye kom noy................eta bujte hobe,,,,,ar amra kokhonoi age theke sheikh mujiber birudde bolina....karon amra mone kori jatiyoneta jara otit hoyesen tader niye kutukti noy...............kintu aaj porjonto ekti AL er neta dekhlam na .je dhosh minute boktobbo diyese.tar modde 6 minute ziya khaleda tarekke gali chara shes korese..........ete buja jay.medhahinrai AL chalachche.........era srijonshil kisu parena tuta pakhir moto Hasina ke khushi korar jonno galitai bese ney.ar hasinao khushi tader mp montri baniye dey

৫০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

একাকী বাংলাদেশি বলেছেন: দিকভ্রান্ত পথিক আসলেই দিক হারায় ফেলছে। নিক এর জন্ম ৩ মাস। এর মধ্যেই দেখি ভালো মুখ চালু হইছে। আর হাম্বালীগের দালাল অমি পিয়ালের অনুসারি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

দাসত্ব বলেছেন: উনি আসলে দিকভ্রান্ত , উনারে দিক খুজে পাইতে সাহায্য করেন।
আর বেদিশা কৈরেন না

৫১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

ম.র.নি বলেছেন: @দিকভ্রান্ত*পথিক :ভাই সেন্টিম্যান্ট থাকা ভাল, এক্সট্টিম অবস্থা বর্জনীয়।শেখ সাহেব মিডিয়ার টুটি চেপে ধরেছিলেন, জিয়াই মিডিয়াকে উন্মুক্ত করে।তাই জিয়া না থাকলে সামুও থাকতো না এটা বলা অন্যায় হবে না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

দাসত্ব বলেছেন: হাহাহা , ভালো কথা মনে করায়া দিলেন

৫২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

উদাসীফাহিম বলেছেন: ম.র.নি বলেছেন: @দিকভ্রান্ত*পথিক :ভাই সেন্টিম্যান্ট থাকা ভাল, এক্সট্টিম অবস্থা বর্জনীয়।শেখ সাহেব মিডিয়ার টুটি চেপে ধরেছিলেন, জিয়াই মিডিয়াকে উন্মুক্ত করে।তাই জিয়া না থাকলে সামুও থাকতো না এটা বলা অন্যায় হবে না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
লেখক বলেছেন: হাহাহা , ভালো কথা মনে করায়া দিলেন

eta to chinta korinai

৫৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বুঝলাম, কিন্তু পার্থক্য তো রয়েই যায়। মুজিব আদর্শিক নেতা যুদ্ধ করে, আর জিয়া আদর্শিক নেতা জামায়তকে লালন আর পুনর্বাসন করে, আর খালেদা জিয়া সেরা নেত্রী জামায়াতিদের বুকে ধরে রেখে।

আপনাদের জন্যে তালি বাজাতে ইচ্ছে করে। আর কিচ্ছু বলব না। আমার ভাষা নাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

দাসত্ব বলেছেন: মুজিব আদর্শিক নেতা যুদ্ধ করে !!! ??
ভাই উনি তো ৯ মাস জেলেই বন্দি ছিলেন , যুদ্ধ করলেন কখন ?


৫৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

ঠোঁটকাটা বলেছেন: @দিকভ্রান্ত*পথিক, "সেই ঘোষণা সেইদিন পদে যে থাকত তাকেই দিতে হত।" মানে কি? জিয়া মুজিবের কোন পদে ছিল? আমি তো জানতাম জিয়া পাকিস্তান সেনাবাহিনীর মেজর ছিল। আর এরকম মেজর তো একটা দুইটা ছিল না। তাইলে অন্য মেজররা কেন ঘোষণা দিল না? জিয়া কি মুজিবের মুখপাত্র ছিল?

আমি জিয়া বা মুজিব কারো ভক্ত নই। কিন্তু হিপোক্রেসি দেখলে প্রশ্ন করি। প্লিজ উত্তর দিন।

৫৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইসব, এইটা সেন্তিমেনট না, লজিক, জিয়া কবে আর মুজিব কবে? দেশ স্বাধীন আগে নাকি জিয়ার প্রেসিডেন্ট হওয়া আগে? মুজিব না থাকলে না জিয়া "অন বি হাফ অফ ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান" ঘোষণা দিতে পারতেন, না দেশ স্বাধীনের পরে পেছনের পথে চেয়ারে বসতে পারতেন। সেন্তিমেনট এটাকে বলে ভাই, আপনাদেরটাকে। আগে তো মুজিব দেশ স্বাধীনের ক্রেডিট নেবে, তারপরে জিয়াকে মিডিয়া স্বাধীনের ক্রেডিট দেন।

৫৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

ঠোঁটকাটা বলেছেন: প্লিজ ত্যানা প্যাচায় এড়ায় যাবেন না। আমার প্রশ্নগুলোর সরাসরি উত্তর দিন। আমি আপনারই পোস্ট থেকে উদ্ধৃতি দেয়েছি।

৫৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠোঁটকাটা I DID ANSWER YOU

বাংলাভিশনে যদি জই থামুন খবর পড়ে, সেটাকে তবুও বাংলাভিশনের খবই বলা হবে। জই থামুনের খবর বলা যায়না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

দাসত্ব বলেছেন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যদি খবর পড়া হয় তাহলে সেটাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবরই বলা হবে , মুজিবের খবর / জিয়ার খবর এইসব বলা হবেনা।

না কি বলেন ?

৫৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি বিশাল জ্ঞানী। জ্ঞানী, আমাকে ক্ষম ক্ষম।

আমি বলেছি পাঠক নিয়া, আপনি বলেন মাধ্যম নিয়া।

গুরু, বাঁচাও আমারে!! =p~ =p~ =p~ =p~ =p~

৫৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

ঠোঁটকাটা বলেছেন: @দিকভ্রান্ত*পথিক, এটা সরাসরি উত্তর হল না। যাই হোক আমি আম্লীগ এর কারো কাছে যুক্তিপূর্ণ আচরণ কখনই পাইনি। শেখ মুজিব ছিল বাঙ্গালীর নেতা। আন্দোলনের প্রধান তিনিই থাকবেন এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যেভাবে তাকে পুজো করা শুরু করেছেন! তিনি ভুল করতে পারেন না। তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। খুবই হাস্যকর করে তুলছেন ব্যাপারটা।

৬০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন:
৩নং ছবির বিষয়ে আমার সন্দেহ আছে , মনে হয় না একজন প্রাক্তন মহিলা প্রধান মন্ত্রি আর যার বয়স ৬৫ + তার রুমে এসব থাকবে । অতি উৎসাহি কিছু ব্যাক্তির কাজ এটা । :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

দাসত্ব বলেছেন: হায় হায় ভাই , এটা কি বললেন -" সন্দেহ আছে " ?
সন্দেহ থাকার কি আছে ?
এই কাজ কে করসে সেটা তো রফিকুন্নবির টোকাই ও জানে !

ব্লগে কাউকে , কোন সিন্ডিকেটকে ভয় পান ?
সাহস করে সোজা সাপ্টা বলতে ভয় পান যে ৩ নং ছবিটা আওয়ামী দুর্গন্ধময় উৎপাদন ?
তাতে করে সাইবার মাস্তানরা উত্যক্ত করবে- সেই ভয় ?

৬১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

সবুজ মেঘ বলেছেন:

দিকভ্রান্ত*পথিক বলেছেন: .... মুজিব আদর্শিক নেতা যুদ্ধ করে, ....


খাইছে! দেশ স্বাধীন হউনের পরে এক বিশিষ্ট রাজাকারকে বগলে কইরা পাকিস্তানে দাওয়াত খাইতে গেছিল মুজিব, সেই কথা কি বেহুদা প‌্যাচাল পারনেওয়ালারা ভুইলা গেছে .... !!!


দোষ খালি জিয়ার, আর মুজিব যে রাজাকারগো বগলের গন্ধ শুইকা বেড়াইতো সেইটা কিছু না। এরাই হউলো শেখ মুজিবের তথাকথিত অবৈধ সন্তান।

৬২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

হাছুইন্যা বলেছেন: কিছু বুদ্ধিপ্রতিবন্ধী পোলাপাইন এই জিনিসটা মাথায় নিয়ে ফেরী করতেছে। কমনসেন্স সব সুধাসদনে জমা দিয়ে আসছে সম্ভবত। কিছু ডাবল স্ট্যান্ডার্ড শুশীলও আছে সারাদিন জিয়াকে গালাগালি করতো, পাকিস্তানের সমর্থক বলতো আজকে দেখি তাদের মুখ দিয়ে বেরোচ্ছে এতদিন তারা নাকি জিয়াকে অনেক সম্মান করতো এই চিঠি দেখে তারা আহত হইছে। হাসি আসে এদের নাটক দেখলে /:) /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

দাসত্ব বলেছেন: কিছু বুদ্ধিপ্রতিবন্ধী পোলাপাইন এই জিনিসটা মাথায় নিয়ে ফেরী করতেছে। কমনসেন্স সব সুধাসদনে জমা দিয়ে আসছে সম্ভবত।
এতদিন তারা নাকি জিয়াকে অনেক সম্মান করতো এই চিঠি দেখে তারা আহত হইছে।

৬৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ছাত্রলীগ, যুবলীগ, ব্লগ লীগ দিয়া আর কুলাইতে পারতাছে না আপায় শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী জেএমবি লীগ =p~ =p~ =p~


জেএমবির সদস্যরা আ.লীগের কমিটিতে


"রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটিতে চরমপন্থী ও জেএমবির সদস্যদের রাখার অভিযোগ উঠেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তাঁর অনুসারীরা ওই কমিটিগুলো প্রত্যাখ্যান করে পাল্টা কমিটি গঠন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য মাস দুয়েক আগে উপজেলা কমিটি বিভিন্ন ইউনিয়ন কমিটিকে নির্দেশ দেয়। এসব কমিটি গঠনের জন্য ইউনিয়ন সভাপতি ও সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়। এরপর বিভিন্ন ওয়ার্ডে কমিটি করা হয়।
দলীয় ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডে সভাপতি করা হয়েছে শাহীন আলমকে। তিনি পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলু খাঁ জেএমবির হামলায় নিহত সাজুড়িয়ার আবু তালেব হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি একাবর আলীও পুলিশের তালিকায় চরমপন্থী। ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহাবুর রহমানও পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সাজিল ও ৯ নম্বর ওয়ার্ডের রফাতুল্যাহর বিরুদ্ধেও চরমপন্থীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে রয়েছে। তাঁদের বিরুদ্ধে এসংক্রান্ত অভিযোগে সাধারণ ডায়েরি রয়েছে।"

সুত্র: দৈনিক প্রথমআলো, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি | তারিখ: ০৪-০২-২০১৩

৬৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

চনচল বলেছেন: অনেক দিন পরে গর্জে উঠেলন .........................
অনেক ভাল লাগলো.........................
গঁাধা গুলোকে মানুষ করেন ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

দাসত্ব বলেছেন: ভাই , হালকা একটু আওয়াজ দিলাম , গর্জন টর্জনের কিসু নাই।

৬৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

একাকী বাংলাদেশি বলেছেন: ৩ মাস ১ সপ্তাহ। পোস্ট ১৬৪।


বুঝা যায়। কুইক রেন্টাল, পদ্মা সেতু আর রাশিয়া থেকে অস্ত্র কেনা থেকে পাওয়া কমিশন কোন কাজে ব্যায় হয়।

৬৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: ভাই যুদ্ধকালের চিরকুট বিনিময়ও কি আর্মি টু আর্মি হয়?





যাই হউক,একটা ব্যাপার জানেন?আওয়ামিলীগের এক নম্বর দালাল এবং মুক্তিযুদ্ধ ব্যবসায়ী অমি রহমান পিয়ালও বলছেন এই চিঠি ভুয়া।উনি বলেছেন:


ভোরে দৈনিক আমাদের সময় অনলাইন ভার্সনে (মূল পত্রিকা নাইমুল ইসলাম খানের আমাদের অর্থনীতি) জিয়াউর রহমানকে লেখা পাকিস্তানী কর্নেল বেগের একটা চিরকুট ছাপিয়েছে সৈয়দ বোরহানউদ্দিন কবিরের বরাতে। এটি নিয়ে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিলো বিস্ময়বোধক। ভাই-বন্ধু অনেকেই এর সত্যতা কেমন হতে পারে তা নিয়ে প্রশ্ন করলেও এড়িয়ে গেছি নিশ্চিত হতে পারিনি বলে। তবে সংশয় জেগেছে। এতদিন আমরা জেনেছি জেনারেল জামশেদকে লেখা জিয়ার চিঠি...র কথা, যেখানে তিনি নাকি স্পষ্ট হুমকি দিয়ে বলেছিলেন, আমার স্ত্রীকে যদি স্পর্শ করো তাহলে....। চিঠিটা দেখার সৌভাগ্য হয়নি আমার। এবং ঢাকা সেনানিবাসে বন্দী খালেদা জিয়াকে নিয়ে যেতে মেজর জেনারেল নূরুল ইসলাম শিশুর ছোটভাই মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সানিকে আগরতলা থেকে পাঠিয়েছিলেন জিয়া। এটাও বেশ প্রচলিত গল্প। কিন্তু খালেদা যেতে অস্বীকৃতি জানান। ওরকম যুদ্ধাবস্থায় ঠিক কিভাবে খালেদাকে আগরতলা নিয়ে যাওয়া হতো সেটাও একটা রহস্য বটে। মানে কিছু ক্ষেত্রে আমরা উত্তেজনার বশে কমনসেন্সও হারিয়ে ফেলি।

আমাদের সময়ের উল্লিখিত চিঠিকে লেখক জিয়া যে আইএসআইর চর ছিলেন তার অকাট্য প্রমাণ বলে বর্ণনা করেছেন। এবং এতদিন যা ছিলো নেহাতই অনুমান, তার প্রামাণ্য দলিল মিলেছে বলেও উল্লসিত কেউ কেউ। কিন্তু আমি সেই দলে যোগ দিতে পারছি না। কেনো সেটা পরে বলছি। তার আগে বলে নিচ্ছি জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের শুরুতে সন্দেহ করার মতো ঘটনাবলী প্রচুর ছিলো, সন্দেহ বলতে এটা নয় যে তিনি পাকিস্তানীদের হয়ে চরের কাজ করছেন, বরং সন্দেহ ছিলো তিনি ঠিক মন লাগিয়ে বা অতটা আন্তরিকতার সঙ্গে লড়ছেন না। মোটামুটি ৭-৮ দিনের রাইফেল চালানোর ট্রেনিং নিয়ে স্রেফ আবেগকে সঙ্গী করে স্বাধীনতার লড়াইয়ে নামা যোদ্ধাদের কাছে এমনটা মনে হতেই পারে। কিন্তু ভুলে যাওয়া চলবে না জিয়া ছিলেন থরো প্রফেশনাল একটা সেনা অফিসার। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে জীবিতদের জন্য সর্বোচ্চ বীরত্বের পদ হিলাল ই জুরাত পেয়েছিলেন। তার যুদ্ধ কৌশল তাই গতানুগতিক হওয়ার কথা নয়।

তারপরও প্রশ্ন তোলার মতো ঘটনা একেবারে কম নেই। যাকে মেরে জিয়ার বিদ্রোহ শুরু সেই লে. কর্নেল জানজুয়া কেনো রাতের পোষাকে ছিলেন (জিয়ার স্মৃতিকথা অনুসারে) সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ অপারেশন সার্চ লাইট শুরু হয়েছিলো গোটা দেশজুড়ে, পাকিস্তান সেনাবাহিনীর প্রতিটি অফিসার ও সেপাই যখন ব্যাটল ড্রেসে, জানজুয়া কেনো নাইটড্রেসে ঘুমাবেন? এরপর চট্টগ্রামের প্রতিরোধে মেজর রফিককে সহায়তা না দিয়ে অষ্টম বেঙ্গল নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের নামে পটিয়া চলে যাওয়া। ২৭ তারিখ সন্ধ্যায় কালুরঘাটে আসা এবং ক্যাপ্টেন অলিকে কমান্ড দিয়ে পরদিন আবার চলে যাওয়া একেবারে রামগড়। পথে হাফিজ জুটমিলের বিহারীদের হত্যা, নারীদের নিয়ে যাওয়া এবং ধর্ষণ পরবর্তী হত্যা এরকম কিছু মানবতাবিরোধী ঘটনা তার দলের বিরুদ্ধে উঠেছিলো। মুজিবনগর সরকার যখন প্রথমবার ৮টা সেক্টর ভাগ করে যুদ্ধক্ষেত্র তখন জিয়াকে দেওয়া হয়েছিলো এক নম্বর সেক্টরের দায়িত্ব।

কিন্তু শুরু থেকেই তার ব্যর্থতা পীড়াদায়ক হয়ে দাড়ায় মুক্তিবাহিনীর জন্য। কামালপুর বিওপি কয়েকবার আক্রমণ করেও ব্যর্থ হন তিনি। অবশ্য কামালপুর এমনিতেই দূর্ভেদ্য ছিলো, তাহের যা পরে দখল করেন নভেম্বরে এসে। তবে শহীদ ক্যাপ্টেন সালাহউদ্দিন মমতাজ প্রায় সফল হয়ে গিয়েছিলেন, তার কোম্পানি পাকিস্তানী বাংকারে ঢুকে পরে হাতাহাতি লড়েছে, গুলি ছিলো না তাদের। জিয়া ব্যাকাপ দিতে ব্যর্থ হয়েছিলেন তাদের বরং উল্টো অভিযোগ করেন যে সুলতান মাহমুদের হঠকারি সিদ্ধান্ত ছিলো এটা। এরপর জিয়া সেক্টরের দায়িত্ব ছেড়ে সেনাবাহিনীর দায়িত্ব নেন, তাকে দেওয়া হয় একটি ব্রিগেডের দায়িত্ব।অক্টোবরে জিয়া ছাতকে অপারেশন শুরু করেন তার জেডফোর্স নিয়ে, সেখানেও বিপত্তি। মুক্তিবাহিনীর পজিশনের ঠিক পেছনে ছত্রিবাহিনী নামে পাকি কমান্ডোদের। তিনশতাধিক অফিসার ও যোদ্ধা লড়াই ছেড়ে পালায়। অত্যন্ত অপমানকর এ ঘটনার পর জিয়াকে বরখাস্ত করার পদক্ষেপ নিয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানী। কিন্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন সেটা ঠেকান। যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত রামগড়ে জেডফোর্সের হেডকোয়ার্টারেই থাকতে হয় জিয়াকে, নামে মাত্র অধিনায়ক হয়ে। তবে এর মধ্যে কোনোটাতেই তাকে আইএসআই এজেন্ট ভাবার মতো উপলক্ষ্য মেলেনি। বলা হয় ’৭৫ পরবর্তী সময়কার কথা এবং জিয়ার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যক্রম নিয়ে। রেসকোর্সের যে জায়গায় বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন, যেখানে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পন করেছে সেটাকে শিশুপার্ক বানানো। দালাল আইন বাতিল করা, যুদ্ধাপরাধীদের পুনর্বাসিত করা,বঙ্গবন্ধূর খুনীদের কূটনৈতিক দায়িত্ব দিয়ে পুনর্বাসিত করা বলে শেষ করা যাবে না।

কিন্তু এত কিছুর পরও এরকম একটা চিরকুট দিয়ে জিয়ার চরিত্রহানী মানতে পারছি না আমি। হু ইজ কর্নেল বেগ? পুরা নাম কি? কোথায় ছিলেন তিনি? আমি তো এনামে কাউকে পেলাম না। জিয়াকে চিরকুট যদি লিখবেনই সেটা লিখতে পারেন জেনারেল মিঠা, নট সাম কর্নেল। আর জিয়া আইএসআইর এজেন্ট নতুন করে হওয়ার নয়। আইএসআইর একজন অফিসার ছিলেন তিনি, যেমন ছিলেন খালেদ মোশাররফও। জিয়াকে চিরকুট পাঠালে একজন প্রফেশনাল এজেন্ট সেটা যত্ন করে রেখে দিবেন ডায়েরির ভাজে, যাতে ঘটনার বিয়াল্লিশ বছর পর বোরহান কবির সেটা খুজে পেয়ে পত্রিকায় তুলে দেবেন। জনগণ কি এতই ইডিয়ট?

দৈনিক আমাদের অর্থনীতির এই নতুন ইতিহাস তৈরির মধ্যে তাই আমি চক্রান্তের গন্ধ পাই। আমরা নিশ্চয়ই ভুলিনি তথাকথিত বাংলা লিকসের কথা। দেলোয়ার হোসেন সাঈদীর কয়েকটা সেক্স টেপ বাজারে ছেড়ে আলোড়ন তোলা সেই গ্রুপটি এখন ইতিহাস। এই টেপের কথা মিডিয়ায় একটি পত্রিকাতেই এসেছিলো, সেটা আমাদের সময় অনলাইন (আমাদের অর্থনীতি)। এরপর তারাই আবার প্রতিবেদন ছেপেছে ভয়েস চেঞ্জিং সফটওয়ার দিয়ে এমন টেপ বানানো সম্ভব। তো আমাদের অর্থনীতি যদি জিয়াকে নিয়ে এমন চিঠি ছাপে, তার মানে কালপরশু আরেকটি তথ্যবহুল প্রতিবেদন আসবে এই চিঠি ভুয়া ছিলো তা প্রমাণ করে। আর তারপর এর দায় চাপানো হবে সরকারের ঘাড়ে। তাদের ষড়যন্ত্র হিসেবে। আর তাতেই ওয়াশিংটন টাইমসে দেশ বিক্রি করে চিঠি লেখা খালেদা জিয়া, যুদ্ধাপরাধীদের দোসর বিএনপির পায়ের নীচের হারানো জমিন কিছুটা হলেও ফেরত আসবে। অন্তত এমনটাই এই চিঠির পেছনে কারণ বলে আমি মনে করি।

আফসুস, আমরা মরি নাই এখনও।

Click This Link

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

দাসত্ব বলেছেন: এই তো লাইনে আসছেন , তো যেসব নাচুনে এখনো নাচতেসে তাদের নাচ থামাতে বলেন।

আমরা বললে তো থামাবেনা।
নইলে ইন্দিরা গান্ধির কাছে শেখ মুজিবের গোপন দুর্লভ প্রেমপত্রও আবিস্কার হবে কয়দিন পর।
নোংরামি নোংরামি বাড়ায় , থামায় না।

৬৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মাহির কাবির বলেছেন: Shek mujib naki jatir pita ???!!!!!??!?!?!?!?!

ami manlam,kin2 mne ek2 khochkhoch krce,asSa jamayat shibir jara kre tarao to jatir e ekta onso..

tar mane sheik saheb jamayat shibirer o pita.!!!!!
ki jani vai kisu bujhta c na..

jamayat shibirer pita k kivabe follow krte hoi amar jana nai,keu jodi ek2 bolten valo hoto......

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

দাসত্ব বলেছেন: কথা অন্যদিকে নিতেসেন কেন ?
আপনি কি নিয়ে কমেন্ট করসেন আর পোস্ট কি নিয়ে ?

৬৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সরোজ রিক্ত বলেছেন: শালার আওয়ামী লীগ আওয়ামী লীগই থেকে গেল, মানুষ হইলো না।

এনিওয়ে, চুদভ্রান্ত*পথিক কোত্থেকে উদয় হইলো, কাকে কি বলতে হয় জানে না!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

দাসত্ব বলেছেন: এরা এটাও বিশ্বাস করে পদ্মাসেতু বাতিল হওয়া ড: ইউনুসের ষড়যন্ত্র

৬৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ছোট নদী বলেছেন: পোস্টে প্লাস।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৭০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়রে বাআল!!!!!!!

আর কত নীচে নামবে তারা।
নিজেদের ক্রমাগত ব্যর্থতাকে ঢাকতে চমক দেয়া ঘটনা সৃষ্টি করে আর কত কাল সত্য লুকানো যাবে।

তারা যদি, হয়তো আর মনে হয় দিয়ে যেমন গালগল্প রচনা করে বেড়ায়- সেখানে তাদের কথিত আওয়ামী যোদ্ধাদের যুদ্ধের ইতিহাসতো কলকাতার পতিতা পল্লিতে!!!!!

আমজনতা যারা লুঙ্গি পড়ে জানবাজী রেখে যুদ্ধ করেছেন তারা কোন দলের নন।
তারা দেশের সোনার সন্তান।

কিন্তু ২৩শে মার্চ পর্যন্ত পাকি প্রধানমন্ত্রী হতে চাওয়া জাতির পিতার অনুসারীদের প্রলাপ বাধ্য করে কঠিন সত্যকে উচ্চারন করাতে।
পৃথিবীতে এমন আর কোন সেনাপতি পাওয়া যাবে কি যিনি পুরা জাতিকে অসহায় রেখে নিজে কারাবরণ করছিলেন?

ইতিহাসবোদ্ধারা জানলে জানাবেন।

যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে তাদের নতুন খেলা যে র'র প্লান তাতো আকল জ্ঞানের সামান্য ব্যক্তিও বোঝে...

প্রকৃত বিচার চাইলে সিমলা চুক্তি নিয়ে একটা কথাও উঠছেনা কেন?
ড. কামালতো দিব্য বেঁচে বর্তে আছে!

কোন প্রেক্ষাপটে জাতির পিতা যুদ্ধের ক্ষত না শুকাতেই সেই ভুট্রোর সাথে করমর্দন করেছিলেন???
জাতির পিতাকে হত্যার পর আওয়ামীলীগের যারা ক্ষমতা দখল করে লাশ সিড়িতে রেখে ক্ষমতার শপথ নিয়েছিল- তাদের চোখ বুঝে এড়িয়ে নাক বন্ধ করে খোজে জিয়াকে!!!!!
যারা বঙ্গবন্ধুকে ফেরাউন বলেছিল, চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল তাদের কোলে নিয়ে আসে শহীদ জিয়ার কুৎসা করতে!!!!!!

আজ ৪২ বছর পর যারা আবেগের এক কান্দি ধরে চিক্কুর পারতেছে তারা সেই সত্যকে কি জানে?
না মানে?
তবেতো বলতেই হয়- বাঁশের চেয়ে কঞ্চি বড়!!!


আজা তারা খুচরা আবেগ নিয়ে দেশপ্রমিক হয়ে যায়- একজন প্রকৃত দেশপ্রমিক, একজন বীরউত্তমকে ব্যবচ্ছেদ করতে বসে - এক রঙা চশমা দিয়ে!!! -অবশ্য শাস্ত্রেই আছে
অল্প বিদ্যা ভয়ংকরী
জুতারে কয় আলমারী!!!

তাদের ক্ষেত্রে এমনটা ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ কই?

চলমান ৪ বছরের মহা ব্যর্থতাকে আড়াল করতেই তারা গলগল্প আর আবেগ ঢিল মেরে জাতিকে ব্যস্ত রাখছে- যাতে চলমান বর্তমান আড়ালে চলে যায়!!!!
এই কৌশল আর কত ????

৪২ বছর আগের ইতিহাস অবশ্যই ব্যবচ্ছেদ হবে- চলুন শুরুটা করি চলতি ৪ দিয়ে!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

দাসত্ব বলেছেন: চলমান ৪ বছরের মহা ব্যর্থতাকে আড়াল করতেই তারা গলগল্প আর আবেগ ঢিল মেরে জাতিকে ব্যস্ত রাখছে- যাতে চলমান বর্তমান আড়ালে চলে যায়!!!!
এই কৌশল আর কত ????

৭১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

বাংলার জেমস বন্ড বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৭২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

আসফি আজাদ বলেছেন: বলার তেমন কিছু নেই। আমাদের মানসিকতা অত্যন্ত নীচু পর্যায়ে পৌঁছে গেছে, সেখান থেকে সব কিছুই করা জায়েয!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

দাসত্ব বলেছেন: কারেকশন : আমাদের না , আওয়ামী দের

৭৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

অনিক আহসান বলেছেন: ৪২ বছর আগে বল পয়েন্ট কলমে লেখা চিঠি ! =p~
তাও আবার রনাঙ্গনে পাঠানো সেই চিরকুটের কাগজ এখনো এতো পরিস্কার আছে! বয়সের কোন ছাপ পরে নাই কাগজে! আবার মাত্র একটা ভাজ!! নাহ আরো ক্রিয়েটভ কিছু আশা করছিলাম।

মিনা ফারহা আরো ৬ বছর আগেই এই আইএসআই থিওরী উদ্ভাবন করছেন। এখন এতো দিন পরেও কাজের এই কোয়লিটি হতাশাজনক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

দাসত্ব বলেছেন: বলদ কি আর এমনে বলসি ?
সাব রেজিস্ট্রার অফিস আর দেওয়ানি আদালতের টাউট বাটপাড়ও হাসবে এই সব বলদ মার্কা জালিয়াতি দেখে

৭৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হাম্বা লীগ আর ছাগুগুলো দিন দিন একে অপরের সাথে ুন্দাুন্দি করতে করতে চরিত্রও এক হয়ে যাচ্ছে। /:)
ছাগুরে জিগাইলে বলে, 'আমি শিবির করি না, তয় তারা লীগ-দলের চেয়ে ভালো।'

এদিকে হাম্বাগুলারও দেখি একই অবস্থা,
আমি হাম্বা বা কুত্তা নই, কিন্তু হাম্বালীগ স্বাধীনতাবিরোধীদের প্রশ্রয় দেয় না।
শেখ হাসিনার মেয়ের জামাইয়ের কথা আসলে বলে, উনি স্বাধীনতাবিরোধী হলেও মানবতাবিরোধী অপরাধ করেন নি।
১৯৯৬ এ নিজামির কোলে নেত্রীর ছবি দেখে বলে হাসিনা ভুল করেছে কিন্তু শেখ মুজিব করেনি।
আর মুজিবের এইরকম যুগান্তকারী ছবি আর দিস্তায় দিস্তায় ভুলের ইতিহাস জানাইয়া দিলেই বলে, খামোশ উনারে নিয়া একটাও কথা বলবি না। আম্লীগ আমার রক্তে আছে, বেশী কিছু কইলে চাপাতি দিয়া কুপাইবাম।

আজকে যদি খালি জিয়ার সাথে টিক্কা খানের এমন একটা ছবি বের হইত, বিএনপি'র আর রাজনীতি করা লাগতো না দেশে। আর হাম্বার দল কি সুন্দর এইটারে খালেদা জিয়ার ছবির সাথে ব্যাল্যান্স করে ফেলল। X(( X((

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

দাসত্ব বলেছেন: "আজকে যদি খালি জিয়ার সাথে টিক্কা খানের এমন একটা ছবি বের হইত, বিএনপি'র আর রাজনীতি করা লাগতো না দেশে"- তা আর বলতে

৭৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

সবুজ ভীমরুল বলেছেন: আম্বালীগের ছানা গুলারে ভাল কইরা মাসুদ রানা পড়তে হবে। তাদের গল্প বানানানোও যোগ্যতা নাই।

যেই ছাত্রলীগ ভারতের "মাওলানা আবুল কালাম আযাদে'র ছবি নিয়ে রাজাকার বিরোধী মিছিল করে তাদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

দাসত্ব বলেছেন: হাহাহা , এক্স্যাক্টলী , ব্লগটা লেখার আগে আমারো একই কথা মনে হইসিলো-"আম্বালীগের ছানা গুলারে ভাল কইরা মাসুদ রানা পড়তে হবে। তাদের গল্প বানানানোও যোগ্যতা নাই।"

"যেই ছাত্রলীগ ভারতের "মাওলানা আবুল কালাম আযাদে'র ছবি নিয়ে রাজাকার বিরোধী মিছিল করে তাদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।"
---- এইটা তো আরেক বিনোদন

৭৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

বিপদেআছি বলেছেন: স্রেফ বাড়াবাড়ি, কার কোন কাজ কাম নাই, খালি আকাম ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

দাসত্ব বলেছেন: আপনার ধারনা প্রোডাক্ট বলদ মার্কা হলেও উদ্দেশ্য বলদ মার্কা।
এগুলা হচ্ছে শিল্ডিং।কাভারিং। এটেনশন ডাইভার্টিং।
এরা যে একের পর এক রাম থাপ্পড় খাইতেসে দেশ চালাতে গিয়ে সব কেলেকাংরি বাধায়া সেজন্যই এগুলা করতেসে।

৭৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: চটি পড়ে আর পর্ন দেখে আওয়ামীলীগারদের মস্তিষ্ক ছাগুদের লাদির মত হয়ে যাচ্ছে। কি আফসুস /:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

দাসত্ব বলেছেন: হুম

৭৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আবাল বোরহান এসব করে আওয়ামীলিগের ভোট বাড়াবে ভাবতেছে =p~ =p~ পাগলের সুখ মনে মনে =p~ =p~

দাসত্ব ধন্যবাদ আপনাকে। বাংলা ব্লগে শুধুমাত্র বি এন পি পন্থীদের একমাত্র নয় বরং সমগ্র বাংলা ব্লগের ও একমাত্র সত্য ইতিহাস ভিত্তিক লেখালেখির কারনে সব সময়ই আপনার প্রতি শ্রদ্ধা কাজ করে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

দাসত্ব বলেছেন: পাগলের সুখ মনে মনে

৭৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

একজন ঘূণপোকা বলেছেন: লেখক বলেছেন: এই তো লাইনে আসছেন , তো যেসব নাচুনে এখনো নাচতেসে তাদের নাচ থামাতে বলেন।

আমরা বললে তো থামাবেনা।
নইলে ইন্দিরা গান্ধির কাছে শেখ মুজিবের গোপন দুর্লভ প্রেমপত্রও আবিস্কার হবে কয়দিন পর।
নোংরামি নোংরামি বাড়ায় , থামায় না।


++++++++++++++

৮০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

একজন ঘূণপোকা বলেছেন: সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হ্যায়। :D :D :D



ওরা বুঝবে না, টিনের চশমা পরা তো তাই















পেলাস




সোকেসে




সেয়ারড

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

দাসত্ব বলেছেন: টিনের চশমা :P

৮১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

সিরাজ সাঁই বলেছেন:
টাইটেল - Col.
ফার্স্ট নেইম - Baig
মিডল নেইম - Pak
সারনেইম - Army

পোস্টে ++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

দাসত্ব বলেছেন: কেমন আছেন ভাই ?

৮২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

মাহির কাবির বলেছেন: ami kotha ghuramu kn re bhai.....

MAJOR ZIYA k nia jara ei sob kotha ble tader pokrito manosikotar prokash krtei cmnts ta korclam...
bhai ei hamba gavi der mathai polythene e vora,gobor thakleo poche sar hoto,magar polythene tai poicha sar hybar parta ce na,afsus...


mui to mirrakkle dakha bad diye ei sokol hamba-gavir jokaring suni,boroi anondo dayok...
ami w8 krta c kobe Sheikh sahebeR ste indira gandhir prem potro ber hbe,r amra pore pulokito hobo????!!?!?!?!!!!??!!!??

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

দাসত্ব বলেছেন: আপনার এই ইংরেজিতে লেখা বাংলা কমেন্ট পড়ার ধৈর্য নাই।
ফোনেটিকে লেখেন।

৮৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

সিরাজ সাঁই বলেছেন: দাসত্ব ভাই, অনেকদিন পর আবার দেখা হয়ে গেলো। আশা করি ভালো আছেন। পরিবারের অনেকেই একইসাথে অসুস্থ থাকায়, ব্লগে বেশ কিছুটা ইনঅ্যাকটিভ হয়ে পরেছি। আর দেশের অবস্থা তো জানেন। সব মিলিয়ে কিছুটা হতাশ ও বিপর্যস্ত।

সে যাক, যে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক যুদ্ধ আপনি করছেন তাতে আপনার সাফল্য কামনা করি। সাথে আছি, তা বলাই বাহুল্য। অনেক শুভকামনা জানবেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

দাসত্ব বলেছেন: সুস্থ হয়ে ওঠেন , সব দিক থেকে ভালো থাকেন।
আপনার ব্লগ থেকে ঘুরে আসি , দেখি কি কি গান আপলোড করসেন

৮৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: ভাই এই রকম চিরকুত কত আছে আমার খাতের তলায়। ওই গুলান বের করলে ত ..................

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

দাসত্ব বলেছেন: হাহাহা

৮৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: একটা মন্তব্য পড়ে মজা লাগলো ---

আমি আওমীলীগ করি না বঙ্গবন্ধুর নামে কিছু কইলে X( X( X( প্রয়াত মান্না ভাই এর মতো ডাইলগ দিয়ে গেলেন !! =p~ =p~ =p~ =p~ =p~ =p~


জিয়ার অনেক বিতর্কিত বিষয় আছে তেমনি বন্ধবন্ধুরও কিছু আছে - মানুষ তো !! ভূলে উর্দ্ধে উঠবেন কি ভাবে !!


কাদাঁ ছুড়াছুড়ি বন্ধ হোক !! অর্থনীতিক মুক্তির চেতনায় অগ্রগামী হোক বাংলাদেশ !!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২০

দাসত্ব বলেছেন: কাঁদা ছোড়াছুড়ি বন্ধ হোক

৮৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল যার সুবিধা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সাথে রাজাকাররাও বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে শুরু করেছিল তার জন্য জিয়ার সমালোচনা হতে পারে; সেনাবাহিনীতে ও বিমান বাহিনীতে বারংবার বিদ্রোহের জন্য তাকে অত্যন্ত কঠিন ভাবে তা দমন করতে গিয়ে তাড়াহুড়া করে বিচার করতে হয়েছিল যার কারণে অপরাধীদের সাথে সাথে অনেক নিরপরাধ সৈনিকেও ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল তার জন্য জিয়ার সমালোচনা হতে পারে; কিন্তু আমার নিজের বাপও যদি কখনো বলে যে জিয়া পাকিস্তানী সেনাবাহিনী চর হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তবে আমি তাকেও বলব আপনি একজন জন্ম পরিচয়হীন জারজ সন্তান। You are simply a bastard by born.

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

দাসত্ব বলেছেন: মাত্র ৬ বছরের রাজনৈতিক একটা চরিত্র কে মোকাবেলা করতে গিয়ে আওয়ামী লীগ গত ৩১ বছর ধরে গলদঘর্ম , হায় আওয়ামী লীগ!

৮৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

খুব সাধারন একজন বলেছেন: জিয়াউর রহমান একজন মহান মুক্তিযোদ্ধা।
তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্মান নষ্ট করা স্বয়ং আওয়ামীলীগকেই আরো প্রশ্নবিদ্ধ করবে।

বঙ্গবন্ধুকে নিয়েও এমন দশটা কথা প্রচলিত থাকতে পারে, তাতে তিনি ক্ষয়ে যান না।

স্বাধীন বাংলার রাজনীতিবিদ জিয়া আর মুক্তিযোদ্ধা জিয়াকে মিলানো ভুল,
যেমন স্বাধীন বাংলার রাজনীতিবিদ মুজিব আর মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা মুজিবকে মিলিয়ে আজকাল জামাত অপপ্রচার চালায়।

* বেগ এই কথাটা হয়ত সত্যি লিখেছিল।
* হয়ত মুক্তিযুদ্ধকে দুর্বল করার একটা 'গোয়েবলসীয়' হাতিয়ার ছিল ওটা।
* আমরা জানি যুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করার প্রধান হাতিয়ার এই ধরনের চিঠি।
* জিয়া কি এমন কোন চিঠি পাঠিয়েছিলেন?

আমরা একাত্তরের মুজিবকে,
একাত্তরের জিয়াকে আর ফিরে পাব না।
কোটি কোটিবার জন্ম নিয়েও মুজিব জিয়া হতে পারব না।


বরং রাজাকারমুক্তিতে আমাদের জাতীয় একত্রিকরণ চাই।
মহান মুক্তিযুদ্ধের নয়মাসের সময় নিয়ে প্রকাশ্য শত্রুর সম্মুখে সম্ভাব্য শত্রু বানানো ভুল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

দাসত্ব বলেছেন: হুম

৮৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: এহহে কামডা করলেন কি!! অক্করে ল্যাঙডা কইরা রাস্তায় বাইর কইরা দিলেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

দাসত্ব বলেছেন: তাতেও বিশেষ কোন উন্নতির সম্ভবনা নাই , কারন কথায় বলে "ন্যাংটোর নাই বাটপড়ের ভয়"

৮৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

বটতলার টারজান বলেছেন: মুজিবের পক্ষে জিয়া স্বাধীনতা ঘোষণা করল মার্চের ২৬ তারিখ; এই কাহিনীর পরেও কোন আবালে জিয়ার কাছে পাকি দোস্তির চিঠি পাঠাইব ? :-< :-< মাইনসে কি এতই মগা ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

দাসত্ব বলেছেন: সে রকমই তো ভাবে

৯০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৪

শের শায়রী বলেছেন: ব্রো আমি খুব অল্প কিছুদিন ব্লগে, রাজনৈতিক ব্লগ গুলো এড়িয়ে চলি শিক্ষিতদের নোংরামী ভাল লাগে না। আপনার যুক্তি ভিত্তিক লেখা ভাল লাগল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮

দাসত্ব বলেছেন: ধন্যবাদ শায়রী

৯১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

স্পেলবাইন্ডার বলেছেন: রুটিরুজির জন্য নাইমুল-বোরহানরা নিজের মাকে বেঁচে দিতে পারে কোন পল্লীতে....সুতরাং এইসব কীটপতঙ্গ কি বলে তাতে কি এসে যায়?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

দাসত্ব বলেছেন: বোরহান তো আমাদের সময়ের অনলাইন পোস্টে কমেন্ট ব্লক করে রাখসে।
হাহাহা , কি এক মহা সত্যানুসন্ধান , ভয়ে কমেন্ট অফ :P

৯২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

মাহির কাবির বলেছেন: আমি কথা ঘুরামু কেন ??মেজর জিয়া কে নিয়া যারা আবোল তাবোল কথা বলে তাদের গোদাম দিতে কোথা টি বলেছিলাম ।
ভাই এই হামবা গাভি দের মাথায় পলিথিন এ ভরাম,গোবর হলে পোচে সার হতো।দেশ এর উপকার হতো ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

দাসত্ব বলেছেন: হাহাহা , গোবর হলে পচে সার হইতো :P

৯৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মিজানুর রহমান গেল তল,
বোরহান বরে কত জল!
;)

১৯৯৮ সালে আমার মহল্লার এলাকার এক ছেলের থেকে শুনলাম ৭ই মার্চ ৭১এর ভাষণ শেষে মুজিব "জিয়ে পাকিস্তান বলছে"। কিন্তু সে জামাত করে বিধায় বলছি ধূর তুমি মিথ্যুক। এরপর বিচারপিত ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হাবিবুর রহমান এবং লেখক হুমায়ুন আহমেদও একই কথা বললে বালরা বলে হাবিবুর রহমান গোলাম আযমরে বাংলাদেশের নাগরিকত্ব দিছে আর হুমায়ুন আহমেদ সাঈদীর ছেলের বন্ধু, তাই তারা মিথ্যুক। এরা মগবাজার হতে টাকা খায়া জামাতী হইছে। এরপর যখন নির্মল সেন বলল তিনি নিজ কানে "জিয়ে পাকিস্তান বলছে" শুনছে তখন আমি আর শুনিনি যে সেও জামাতী। তবে আমি হাল ছাড়িনি অপেক্ষায় আছি কখন প্রয়াত নির্মল সেনকে জামাতী বলবে ;)

আমি সব সময় বলি ইব্লিশ যে স্কুলের ছাত্র ছিল তার হেড মাষ্টারের শিক্ষিকা হইল হাসিনা। কাজেই এই রকম আওয়ামী ভেল্কি ভবিষ্যতে আরো দেখব।

সামুতে মাঝে মাঝে হলেও একটু নিয়মিত পোষ্টের জন্য দাবী রইল।

অনেক ধন্যবাদ দাসত্ব ভাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

দাসত্ব বলেছেন: পোস্ট ২৭৬ বার নাকি ফেসবুকে শেয়ার হইসে ! কিভাবে সম্ভব ?

৯৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

কাচাঁমরিচ বলেছেন: যদি ভুল না হয়ে থাকে তাহলে "বেগ" নামটা "May Hoo na" বা কোন হিন্দি ছবির কোন এক জেনারেল / কর্ণেল/ মেজর চরিত্র। হিন্দি ছবি আর হিন্দি সিরিয়াল দেখতে দেখতে এদের উর্বর মস্তিস্ক এর চেয়ে আর কত ভাল স্ক্রিপ্ট লিখতে পারবে বলুন????


এ জন্য কোন নাটক বুদ্ধি প্রতিবন্ধিদের দ্বারা রাজনীতির মঞ্চে উপস্হাপন হলে আমি তা থেকে শুধু Comedy টা গ্রহন করি.....


মজাই মজা.... জলিলের বাংলা ছবিতেও এর চেয়ে কম ভুল থাকে তাই এদের মঞ্চায়িত নাটক মিস করবেন না.....


আপনার মুভি রিভিউ অনেক ভাল লাগায় পোষ্টে +++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৯৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

সম্রাট০ বলেছেন: বলদ ভাবে বলদের বুদ্ধিই দুনিয়াতে বুদ্ধির সর্বোচ্চ স্কেল।..
াপনার মত.।.।।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

দাসত্ব বলেছেন: বাংলা লেখা শিখার আগেই কমেন্ট শুরু করসেন ! ? বাহ , আপনি তো ভালোই বলদ

৯৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

বিডি আইডল বলেছেন: এইসব বড় বড় পোষ্ট পড়ি না আজকাল....তবে এইসব নিয়ে ব্লগে ফেসবুকে যেইসব লীগিয় "অনলাইন এক্টিভিস্ট" রা ফালাফালি করে তাদেরকে আমি খানকির পোলা বলে অভিহিত করি আজকাল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

দাসত্ব বলেছেন: ঘেন্না লাগে শু বা দের কে এইসব মিথ্যা কথা বার বার জবাব দিতে

৯৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

অরিয়ন বলেছেন: শুধু লিখতে আর পড়তে জানলেই যে শক্ষিত ও বিদ্যান হওয়া যায় না। তা বাকশালি চাটুকার 'বলদ বোরহান কবীরে'র প্রতিবেদনটি পড়লে বুঝা যায়। এইরকম মাথা নিয়ে জিয়ার সমালোচনা করতে আসে যা সত্যিই বিস্ময়কর।

'জিয়াকে লেখা কর্নেল বেগের চিঠি' শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে- 'জিয়া আসলে ছিলেন স্বাধীনতাবিরোধী পাকিস্তানি হানাদার বাহিনীর এজেন্ট'। পাশাপাশি শুধু 'কর্নেল বেগ' নামের ওই পাকিস্তানি সামরিক অফিসার সম্পর্কে বলা হয়েছে- 'কর্নেল বেগ, পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম কর্তা। সকাল-সন্ধা বাঙালি নিধনের নির্দেশ দিচ্ছেন, ব্লু-প্রিন্ট তৈরি করছেন'।

কিন্তু হতবাক করার মতো বিষয়টি হলো- একাত্তরের গণহত্যা পরিচালনায় যে ১৯৫ জন পাকিস্তানি সামরিক অফিসারের তালিকা সর্বজন বিদিত, তাতে এই 'কর্নেল বেগ' বলে কেউ নেই। বরং যে চারজন কর্নেলের নাম রয়েছে , তারা হল- ফজলে হামিদ, কে কে আফ্রিদি, মোহাম্মদ খান ও মোহাম্মদ মোশাররফ আলী। লক্ষনীয়- ওই চিঠির হস্তাক্ষর, ভাষা, তিনটি শব্দের বানানগত ত্রুটি এবং জিয়াকে পুরস্কৃত করার কর্তৃত্বসর্বস্ব আশ্বাস- সবই অবস্থান বিবেচনায় প্রশ্নসাপেক্ষ বিষয় হিসেবে প্রতীয়মান। বড় বিষয়টি হচ্ছে, আর্মিতে ব্যক্তিগত ও প্রশাসনিক সব চিঠিরই 'ডিও' নম্বর থাকে। এক্ষেত্রে সেটির নম্বরটি কি জানা যায়নি। তাহলেকি যে লোক সকাল-সন্ধা বাঙালি নিধনের নির্দেশ দিচ্ছেন, ব্লু-প্রিন্ট তৈরি করেছেন'-তার সাথে আতাত করে তাকে বাঁচিয়ে দিয়েছে এই মুক্তিযুদ্ধের দোকানিরা ?

কর্নেল জামিল তার বইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেছেন- 'আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে যোগ্যতম ও অকুতভয় যোদ্ধা'।

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানই ছিলেন প্রথম খেতাবপ্রাপ্ত বীর উত্তম। তার সে অবদানটি যথাযথভাবে মূল্যায়িত হয়েছিল বলেই খেতাবটি তাকে দেয়া হয়েছে। জিয়ার দেশ প্রেম নিয়ে কারো সাথে তুলনা করা যায় না ।

বরং সে যদি বলত মুজিব স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে গিয়ে পাকিস্থানের সাথে হাত মিলিয়েছে তাহলেও কিছুটা বিস্বাস যোগ্য হতো। আজকের আওয়ামী লীগ 'কমিউনিস্ট মার্কা' হয়েছে বলেই তাদের এই অধঃপতন ও তাদের মনে প্রচন্ড জিয়া ভীতি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

দাসত্ব বলেছেন: যে বুঝার যে শুরুতেই বুঝে

৯৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

আশফাক সুমন বলেছেন: "নোংরামি নোংরামি বাড়ায় , থামায় না। "- সহ মত ।

ভোট দিলাম এই অসাধারন পোস্টকে ।++++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

দাসত্ব বলেছেন: থ্যাংকস

৯৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

মুহাম্মাদ আলী বলেছেন: ইন্দিরা গান্ধির কাছে শেখ মুজিবের গোপন দুর্লভ প্রেমপত্রও আবিস্কার হবে কয়দিন পর।
নোংরামি নোংরামি বাড়ায় , থামায় না।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~


যাক পোস্ট ভালা হইচে।পিলাচ দিলাম +++++

১০০| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

গৃহন্ডুলে বলেছেন: sotto prokasher jonno dhonnobad

১০১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০৯

শিপন মোল্লা বলেছেন: মুক্তিযোদ্ধা জিয়াকে কলংঙ্কিত করতে চেষ্টা করা মানে মানে আমাদের গৌরবের মুক্তিযুদ্ধের ইতিহাসকেই কলংঙ্কিত করা। বাংলাদেশের জন্মটাকেই কলংঙ্কিত করা । হাসিনা আর আওয়ামীলীগের কি কোনদিন জ্ঞান হবে নাহ ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.