নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে যেহেতু আছি , ভাবনা গুলো রেখে যাই...

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি

দাসত্ব

১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ

দাসত্ব › বিস্তারিত পোস্টঃ

কানে তুলা দিয়ে কঠোর অবস্থানে থাকুন : প্রথম আলো বোবা সেজে থাকা শত্রু , জনকণ্ঠের চেয়েও বিপদজনক

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬





প্রসঙ্গ : সংলাপ বিষয়ক সোজা অংকে বিএনপি নেতাদের ভুল এবং প্রথম আলোর ম্যানুইভারিং প্রচেষ্টা



[১]

সংলাপ বিষয়ক সোজা অংকে বিএনপি নেতাদের ভুল:



সম্প্রতি খালেদা জিয়া যেটা বলেছেন - "এই খুনি সরকারের সংগে কোন সংলাপ নয়"

এটাই হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট অবস্থান।

খালেদা জিয়া'র পর "সংলাপ" শব্দটির ব্যাপারে সবচেয়ে ভালো বলেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি'র সংলাপে - "সংলাপ হতে পারে কেয়ারটেকার সরকারের প্রধান কে হবে সেটা নিয়ে"......



এর বাইরে মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সাহেব - দুজনেই ভুল সুরে কথা বলছেন। সহজ অংকটা মেলাতে ভুল করছেন।



দুজনেই বলছেন সংলাপের পরিবেশ , সরকারের আন্তরিকতা এসব বিষয়ে।

এগুলো কোনভাবেই বিষয় হতে পারেনা।

কোকোনাট কুকিজ না বেলা বিস্কুট খাওয়ানো হবে সংলাপের সময় এটা কোন বিষয়ই হতে পারেনা।

এয়ার কন্ডিশন্ড রুমে না ফ্যান ঝুলানো রুমে সংলাপ হবে - এটা কোন বিষয় হতে পারেনা।

সংলাপ হতে পারে কেবল "কেয়ারটেকার সরকারের চিফ অ্যাডভাইসার কে হবে" তা নিয়ে।



খালেদা জিয়ার কঠোর অবস্থানই সঠিক।

এরপর ইকবাল হাসান মাহমুদ টুকূর বক্তব্য।

সংলাপ বিষয়ে সহজ অংকটা আপনারা না বোঝার কারন কি আমি জানিনা।



হাসিনা জানে ইলেকশন ফেয়ার হলেই সে তার দল সহ ডুববে।

সেটা যেই সরকারের অধিনেই হোক।

এমন তো না যে অবস্থা অবস্থা ১৭-২০ , এখনো আওয়ামী লীগ জিততে পারে।

ওদের অবস্থা শোচনীয়।



ওরা যেহেতু হারবেই - তাহলে কেমন সরকারের অধীনে ইলেকশন হবে সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি ?



ওরা মাথা ঘামাচ্ছে - কারন ওরা ব্যালট বাক্স দখল করবে।

ওরা এখন যত প্রস্তাব দেবে সব ওদের ব্যালট বাক্স দখল করার ধান্দা থেকে।

ভুলেও নমনীয় সুরে কথা বলবেন না।



ওরা ঘাড় ত্যাড়ামো কতদুর করতে পারে করতে দিন।

তাওয়া গরম হচ্ছে।

ওদেরকে আরও "গুন্ডা" চেহারা বের করতে দিন।



যেদিন যাবে সেদিন ওরা জন্মের মত শিক্ষা পেয়েই যাবে।

কঠোর অবস্থানে থাকুন।

ওরা কত খারাপ হতে পারে হতে দিন। মানুষ দেখুক।

তাওয়া গরম হোক।

ধৈর্য ধরে থাকুন। সময় একটু লাগুক। কিন্তু সংলাপ ফংলাপ বিষয়ে "জিরো অ্যাটেনশন" অবস্থানে থাকুন।



সামনে অনেক সুশীল দাদুরা মুখ খুলবে।

এরা সবাই মিষ্টি সুরে কথা বলবে ওদের আওয়ামী নাতিদের পিঠ বাঁচানোর জন্য।

মিডিয়ায় যা ইচ্ছা লিখুক , কঠোর অবস্থানে থাকুন।

কোন মিডিয়াকে ফলো করবেন না ।

বরং মিডিয়া আপনাদেরকে ফলো করুক।

এদের ব্যাপারে কঠোর অবস্থানে থাকুন।



ব্লগের শেষে একজন পাঠকের মন্তব্য উল্লেখ করেছি।

সেটা পড়ে দেখুন।



আই রিপিট -

ধৈর্য ধরে থাকুন। সময় একটু লাগুক। কিন্তু সংলাপ ফংলাপ বিষয়ে "জিরো অ্যাটেনশন" অবস্থানে থাকুন।

যেদিন ওরা যাবে সেদিন জন্মের মত শিক্ষা পেয়েই যাবে।

কঠোর অবস্থানে থাকুন।



[২]

প্রথম আলোর ম্যানুইভারিং প্রচেষ্টা



মাত্রই কয়েকদিন আগে বলেছিলাম - প্রথম আলোর লীগের পক্ষে পলিটিক্স ম্যানুইভারিং এর কথা।

পরপর ২ দিন ওরা নিজেদের চেহারা বের করে দিয়েছে।

১৬ তারিখে সুপ্রিম কোর্ট বারের ইলেকশন রেসাল্ট নিয়ে কোন পাতায় নিউজ করেছে আর আওয়ামী লীগ হারায় কিভাবে মাতম করেছে সেটা আমার আরেকটা ফেসবুক স্ট্যাটাসে দেখুন।

এখানে ক্লিক করুন সেটা দেখার জন্য



মাত্র ঐদিন ১৫ ই মার্চ বিএনপি সম্পর্কে একটা নেগেটিভ নিউজ করেছে।

অন্যদিকে আওয়ামী লীগের ঘাউরামিকে হাইলাইট করতে চেয়েছে।



উদ্দেশ্য - বিএনপিকে নমনীয় , কনফিউসড অবস্থা নেয়া।



খালেদা জিয়া কঠোর অবস্থানে যাওয়ার পরে পরেই ভোল পাল্টে ফেলেছে।

"ম্যাও" সুরে নিউজ করছে , ওদের "সুশীল দাদু"দের কাছে গিয়ে পরামর্শ ছাপাচ্ছে।



কঠোর অবস্থানেই থাকুন।



এমন কি ওরা আজকে ১৮ তারিখের পত্রিকায় পটুয়াখালিতে হরতাল শিথিল বিষয়ে একটা নিউজ করেছে বিএনপির'র পল্টন অফিসে যোগাযোগ না করেই।

একেবারে ১ম পাতায় ১ম কলাম !

অথচ এত হাই সার্কুলেশনের একটা পত্রিকা একটা স্ট্যান্ডার্ড অনুসরন করতে হয় , তারা সেটা করেনি।

ইচ্ছাকৃত ভাবে , কারন ওরা নিউজটা করবেই।

আই রিপিট - ইচ্ছাকৃত ভাবে , কারন ওরা নিউজটা করবেই।



বিএনপি'র কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগ করেই এরকম নিউজ করতে হয়।

কিন্তু ওরা সেটা না করে একেবারে ১ম পাতার ১ম কলামে ছাপিয়েছে।

আমি গ্যারান্টি দিচ্ছি - বিএনপি অফিস থেকে ওদের কাছে প্রতিবাদ পাঠালে সেটা ওরা প্রথম পাতায় ছাপাবেনা।



এই পত্রিকা বিএনপি'র জন্য জনকণ্ঠ থেকেও বেশী বিপদজনক।

জনকণ্ঠ সবাক শত্রু , প্রথম আলো বোবা সেজে থাকা শত্রু।



সামনে আরও দেখতে পাবেন - এদের পলিটিক্স ম্যানুইভারিং এর ধানাই পানাই।

দিনদিন খুল্লাম খুল্লা হবে।

ওরা গরু ঠেলে আওয়ামী লীগের ক্ষেতে পাঠানোর চেষ্টা করে যাবে।



তৃনমূল থেকে হাইকমান্ড - এই পত্রিকার ব্যাপারে সাবধান থাকুন।

ওদের একটা দাড়ি - কমাকেও পাত্তা দেবেন না।

সামনে এরা অনেক "সুশীল দাদু"দের কলাম , মতামত ছাপাবে।

কানে তুলা দিয়ে কঠোর অবস্থায় থাকুন।





ব্লগের শেষটা করছি একজন পাঠকের মন্তব্য দিয়ে -



"খালেদা জিয়ার অনমনীয় কঠোর অবস্থানে মানুষ খুশী। খালেদা জিয়া কঠোর অবস্থানে থাকলে মিডিয়া এক সময় না এক সময় দালালি বাদ দিয়ে বিএনপি'র দিকে ঘুরবে।"

মন্তব্য ১০২ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

মদন বলেছেন: মিডিয়া ই শুধু নয়, পুরো বাঙ্গালি জাতি লাঠিতে সোজা। ভদ্রতাকে এরা সব সময়েই দুর্বলতা মনে করে।

আপনি মানব বন্ধন করেন, সবাই হাসবে।
আপনি জ্বালাও পোড়াও করেন, সবাই আপনাকেই ভোট দিবে।

সমস্যা আমাদের মানসিকতায়, পত্রিকাতো এই মানসিকতার দূরে নয়।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

দাসত্ব বলেছেন: হুম , আওয়ামী লীগ ভদ্রতাকে দুর্বলতা মনে করে।
এইটা একটা পারফেক্ট ছোটলোকের দল।

২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

হুমায়ুন তোরাব বলেছেন: hum

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

দাসত্ব বলেছেন: সেটাই

৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

নেয়ামূল হক বলেছেন: বিএন পিকে ঠিক করতে হবে জনতা কি চায়? এবং সে দিকেই মনযোগ দিতে হবে কে কি বলল তাতে বিএনপি পাবার বা যাবার নেই।
জনতা তাদের সম্পদের নিরাপত্তা চায়।
জনতা কর্মসংস্থান চায়।
চাদাবাজীদের হাত থেকে মুক্ত হতে চায়।
পুলিশের হাত থেকে মুক্তি চায়।
ছাত্ররা ক্যাম্পাস ফিরে পেতে চায়।
প্রশাসনকে আওয়ামী দাশ হিসেবে নয় রাস্ট্রের সেবক দেখতে চায়।
শুধু ব্যাডরুম না পুরু দেশকে ঘাতক মুক্ত চায়।
মুসলমান মসজিদে নামাজ পড়তে চায়, হিন্দুরা মন্ডপ-মন্দিরের নিরাপত্তা চায়।
দক্ষিন পদ্মা চায়।
ব্যাবসায়ীরা ছয় লেনের মহাসড়ক চায়।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

দাসত্ব বলেছেন: চায় , যা যা বলসেন সেটাই চায় মানুষ

৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
কানে তুলো আর চোখে কাল চশমা।
শুধু আমারদেশ ও মানবজমিন পড়বো!

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

দাসত্ব বলেছেন: মানুষের চেহারার ভাষা পড়তে বলসি , পেপার না।
তা প্রথম আলো না পড়তে বলায় (হাতে নাতে প্রমান সহ ওদের শয়তানি ধরিয়ে দেয়ার পরও) আপনার আপত্তি হওয়ার কারন ?

৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সংলাপের জায়গায় নেত্রি হিসাবে খালেদা জিয়ার অবস্থান যেমন ঠিক আছে তেমনি মহাসচিব হিসাবে ফকরুলের বক্তব্য খুব ভুল হচ্ছে বলে মনে হয় না। সব সময়ই একটা স্পেস রাখা ভালো। যেমন মানিকগঞ্জে খালেদা জিয়ার বক্তব্য মোটেও ঠিক ছিল না, একই বক্তব্য যদি ফকরুল দিতেন তাহলে বিষয়টা টেকনিক্যাল হতো।

প্রথম আলোর আওয়ামী প্রেম অনেক পুরোনো। প্রথম আলোর শুরু থেকে প্রতি তিনটি সংখ্যায় অন্তত একটিতে কোন না কোন পাতায় বি.এন.পির দলীয় কোন্দলের খবর পাবেন, সেটা দেশের প্রত্যান্ত কোন পাড়া কমিটির হলেও তারা ছাপবে।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

দাসত্ব বলেছেন: [১]
মহাসচিব হিসাবে ফকরুলের বক্তব্য খুব ভুল হচ্ছে বলে মনে হয় না। সব সময়ই একটা স্পেস রাখা ভালো।

মোটেই একমত নই।
স্পেস থাকবে কেয়ারটেকারের চীফ কে হবে সেটা আলোচনা করার জন্য।
এরবাইরে আর কোন কিছুর জন্য স্পেস রাখা যাবেনা।

[২]
যেমন মানিকগঞ্জে খালেদা জিয়ার বক্তব্য মোটেও ঠিক ছিল না,

সম্পূর্ন ভুল বললেন।
"নাস্তিক" বলার ব্যাপারে ভুল আছে। কিন্তু সেটা ১ % ও না মোট ভাষনের।
মানিকগন্জ্ঞে উনার বলা বাকি প্রতিটা পয়েন্ট ১০০% পারফেক্ট।
ঈগল আই শট ছিলো !

---- শাহবাগের তরুণদের পরিচয় সর্ম্পকে খালেদা জিয়া আরও বলেন...

"তারা নিরপেক্ষ ছেলে নয়। সব আওয়ামী লীগ ঘরানার লোকজন। সরকার একদিকে তাদের লালন করছে; অন্যদিকে আমাদের সমাবেশে হামলা করে পণ্ড করে দিচ্ছে। অফিসের সামনে সমাবেশ করতে দিচ্ছে না। দলের অফিস ভেঙে তছনছ করেছে। ১৫৪ জনকে ধরে নিয়ে গেছে। এই কি পুলিশের কাজ? "

"ওরা ওদের সব কুকর্ম ধামাচাপা দেয়ার জন্য , মানুষের দৃষ্টি ওদের কেলেংকারি [শেয়ারবাজার , পদ্মা সেতু , , বিডিয়ারএর ৫৭ জন অফিসারের হত্যা , হল্মার্ক , ডেস্টিনি , সাগর রুনি , বিশ্বজিৎ সহ অনেক অরাজনৈতিক হত্যা , গুম খুন , ফ্রি করিডোর , তিস্তার পানি নাই , টিপাইমুখ ] থেকে সরানোর জন্য এই নাটক চালাচ্ছে টাকা পয়সা , গাড়ি , মাইক , পুলিশ , খানাপিনা সব দিয়ে।"

"ওরা মন্দির পাহারা দিতে পুলিশ পাঠায় না , কিন্তু মসজিদের গেটে তালা দিয়ে পুলিশ দিয়ে বন্দি করে রাখে" ------

[৩]
প্রথম আলোর শুরু থেকে প্রতি তিনটি সংখ্যায় অন্তত একটিতে কোন না কোন পাতায় বি.এন.পির দলীয় কোন্দলের খবর পাবেন, সেটা দেশের প্রত্যান্ত কোন পাড়া কমিটির হলেও তারা ছাপবে।

১০০ % সহমত।
এটা আমি নিজেও অভজার্ভ করসি গত ৩ বছর ধরে।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

গেস্টাপো বলেছেন: আম্লিগের দিন শেষ
সব দলই এক রকম এক
কিন্তু আওয়ামী লীগে নেস্টিক আর সন্ত্রসিরা বেশী
নেস্টিকদের জন্যই এইবার আওয়ামী লীগে ভোট দেব না

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২

দাসত্ব বলেছেন: নাহ , ইনশাল্লাহ , এবারের বিএনপি বাংলাদেশকে পজিটিভ ডিরেকশনে ঠেলবে।
আমরাই ঠেলা দিবো।

৭| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

হবু ইঞ্জিনীয়ার বলেছেন: জনকণ্ঠ সবাক শত্রু , প্রথম আলো বোবা সেজে থাকা শত্রু।--- সহমত

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

দাসত্ব বলেছেন: সাথেই থাকুন।

৮| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

নেয়ামূল হক বলেছেন: হাবিবুর রহমান কোন অতীতের কথা বলতে চান? উনি কি হাওয়া ভবন বা বিএনপি শাষনামলের দুর্নীতির ব্যাপারে বলতে চাচ্ছিলেন? উনারতো জানার কথা ছিলো এসরকারের আমলে ১৭ জন দলীয় বিচারপতি নিয়োগ দিয়েছে। দ্বাসত্ব নিশ্চিত করার জন্য এদের সবাই ছিল ছাত্র জীবনে থার্ড ক্লাস। এত কিছুর পর কয়টা দুর্নীতির মামলার রায়ে বিএনপি দুর্নীতি করেছে বা দুর্নীতির সাথে সংশ্লিটতা প্রমান হয়েছে।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

দাসত্ব বলেছেন: বিএনপি' অধিকাংশ লোক যে পজিশন পাওয়ার জন্য বিএনপি করে সেটা ওদের তোতলামি দেখলে বোঝা যায়।

আওয়ামী লীগের বিপক্ষে এতএত কিছু , বিএনপির পক্ষে এতকিছু - এরা এগুলা সাজায়া গুছায়া বলতেই পারেনা।

সামান্য রিসার্চ যদি থাকতো দলের জন্য!
খালি চেহারা দেখাও আর খালেদা জিয়ারে বোঝাও - আমি অমুক টক শোতে গেসি।

৯| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

অরিয়ন বলেছেন: প্রথম আলো বরাবরের মতোই নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। তারা গনতন্ত্র বিকাশের অন্তরায়। তাদের সাথে তাল মিলিয়ে মিথ্যাচার করে যাচ্ছে অন্যান্য সুশিল নামধারি মিডিয়া। যেমন আজকে সমকাল হেড লাইন নিউজ করেছেন --

"কী চান খালেদা" লোটন একরাম লিখেছেন --
'আসলে কী চান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া? তিনি কি চলমান রাজনৈতিক সংকট নিরসন করে দেশে শান্তি ও স্থিতিশীলতা চান না? চাইলে সংকট সমাধানে সরকারের সঙ্গে সংলাপ সরাসরি প্রত্যাখ্যান করে কীভাবে বললেন, প্রয়োজনে আরও প্রাণহানি ঘটবে! গতকাল সারাদেশের সচেতন মানুষের মধ্যে ঘুরপাক খেয়েছে এ প্রশ্নগুলো। সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বিরোধীদলীয় নেতার এ ধরনের মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক। একই সঙ্গে তারা বিরোধীদলীয় নেতার এ বক্তব্যকে নিছক 'রাজপথের বক্তব্য' মনে করে তার 'অবস্থান পরিবর্তন' করবেন বলে বিশ্বাস করেন। তারা আবারও বলেছেন, বর্তমান মহাসংকট উত্তরণের একমাত্র পথ নিঃশর্ত সংলাপ।'(সংক্ষিপ্তাকারে)

তারা কি জানেনা খালেদা জিয়া কি চায়। হলুদ মিডিয়ার কথাবর্তায় মনে হয় দেশের যত অস্থিতিশিলতার জন্য দায়ি খালেদা জিয়া। কিন্তু তত্বাবধায়কের মতো মিমাংসিত বিষয়টি বাতিল করে বর্তমান সরকারই দেশে অস্থিতিশিল পরিবেশ সৃস্টির জন্য দায়ি। এই ব্যাপারে তারা কিছু বলতে চায় না। সারাদেশের সচেতন মানুষের কথা বলে তারা মানুষকে ধোকা দেয়। কিন্তু সারাদেশের সচেতন মানুষ এখন বিএনপি'র প্রতি আস্থাশীল এবং এই সরকারের পতন চায়। তাই বিএনপি'র উচিত এসব মিডিয়াকে ঘোষনা দিয়ে বয়কট করা।

হলুদ সাংবাদিকতাই বর্তমানে অস্থিতিশীল পরিবেশের জন্য দায়ি। তারা সাধারন জনগনের নিকট বেঈমান হিসেবে চিন্হিত হয়ে থাকবে।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

দাসত্ব বলেছেন: নাহ , লোটন একরামরা ফিডার খায়! তারা কিছু জানেনা !
সময় আসুক।
শুয়োরের বাচ্চা সাংঘাতিক সবগুলারে বাদুর ঝুলা ঝুলায়া পেটানো হবে।

এই লোটন একরাম হারামজাদা কোন পত্রিকায় লিখসে এটা ?
নিশ্চয়ই সমকাল ?
গোলামের পোলা সারোয়ারের পত্রিকা ?
এই হারামজাদা ২০০১-২০০৬ আমলে বিএনপি থেকে অনেক সুবিধা নিসে।

আমি যে জন্ডিস রোগী পেটাতে বলি সেটা কি এমনে বলি ?
সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন

আমি বলসি না - আওয়ামী সুশীল দাদুরা "ট্যাফো" শুরু করবে।
কথা ফলতে সেকেন্ড সময়ও লাগেনাই।


১০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

ক্ষুধিত পাষাণ বলেছেন: ওদেশ্বে মিডি অতীতেও বিএনপি বান্ধব ছিলনা, এখনও নাই এবং ভবিষ্যতেও থাকবেনা-কাজেই মিডিয়া নিয়ে চিন্তার কিছু নাই।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

দাসত্ব বলেছেন: সামনে এগুলার খবর আছে।
হুম , এই জন্ডিস রোগা টিকটিকি নিয়ে ভাবার কিছু নাই।

১১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: গত সফল কাউনসিলগুলোর পরেও আবার অনেক গুলা পকেট কমিটি হইছে উপজেলায় ! মনে করি এটা দলের সাংগঠনিক চড়ম ব্যার্থতা :( এটা আশা করিনি :(

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

দাসত্ব বলেছেন: পজিটিভ গুলা দেখেন। ঐগুলা সামলানো হবে সামনে।

১২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: পরামর্শ গুলো ভালো বলেছেন । সঠিক বিশ্লেষন ।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: মিডিয়া নিয়ে ভাবার বা দুশ্চিন্তার কোন কারন নেই ওরা কখনও বিএনপির ভাল চাইনি , ভবিষ্যতেও চাইবে না ,,, নেত্রীর বক্তব্যে পুর্ণ সহমত রেখেই বলছি . আপনি কঠর থাকুন দয়া করে পিছিয়ে পরবেন না এখান থেকে ,, আপনার উপর বিএনপি তথা দেশের সকল জনগন তথা বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করছে ,,,

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

দাসত্ব বলেছেন: আপনি কঠোর থাকুন দয়া করে , পিছিয়ে যাবেন না এখান থেকে ,, আপনার উপর বিএনপি তথা দেশের সকল জনগন তথা বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করছে ,,,

১৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

বিজ্ঞান বলেছেন: ২০০১ সালের নির্বাচনের পূর্বে আগা চোঃ দ্বারা কলাম লিখাত "একুশ শতকের বটতলায়" মনে আছে কি???


সেখানে নির্বাচনের ১/২ মাস পূর্বে লিখেছিল যে আওয়ামীলীগ ১৮০ টা সিট পেতে যাচ্ছে নিশ্চিত ভাবে। ফলাফল টাইনা টুইনা ৫২টা। নিজের শশুরবাড়ীর এলাকা রাংপুরের পিরগন্জেও জিততে পারেন না বঙ্গবন্ধুর কন্য এমনই তার জনপ্রীয়তা =p~ :P :P


মাইরের ভয়ে এরা এখনই এলাকায় যাওয়া বাদ দিয়েছে।

"সংলাপ ফংলাপ বিষয়ে "জিরো অ্যাটেনশন" অবস্থানে থাকুন।"

এটাই হলো সব কথার শেষ কথা।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

দাসত্ব বলেছেন: মাইরের ভয়ে এরা এখনই এলাকায় যাওয়া বাদ দিয়েছে।

"সংলাপ ফংলাপ বিষয়ে "জিরো অ্যাটেনশন" অবস্থানে থাকুন।"


এটাই হলো সব কথার শেষ কথা।

১৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

এস এইচ খান বলেছেন: দেশের গেলবারের ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার " দেশ বাঁচাও মানুষ বাঁচাও " আন্দোলনের মুল সুর তাঁর কর্মী সমর্থকরা সর্বপরি দেশের মানুষ বুঝতে ভুল করে আজ তার খেসারত দিচ্ছে কড়ায় গন্ডায়!

অনুরুপ, খালেদা জিয়ার এবারের এই কঠোর অবস্থানের মুল সুর যদি দেশের মানুষ আবারও বুঝতে ভুল করে তবে আমি নিশ্চিত দেশ দীর্ঘমেয়াদী অন্ধকারে নিমজ্জিত হবে এবং সে ক্ষেত্রে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা এ মূহুর্তে মুশকিল!

এখানে একটি বিষয় যেটি ৫ নং কমেন্টে @ বাবু>বাবুয়া>বাবুই বলেছেন। হ্যাঁ, আলোচনার একটি জানালা অন্তত খোলা রাখা উচিৎ কিন্ত সেটি কার সংগে? বর্তমান আওয়ামী লীগের সংগে? আমিতো মনে করি তাদের এই আলোচনা নামের প্রেম প্রেম খেলা স্রেফ সুযোগমত নির্জনে নিয়ে গিয়ে আরেকবার গণ ধর্যণের নোংড়া খায়েশ!

বুঝতে হবে, গণজাগরণ মন্চ নামের খেলাটির নপথ্যের জারিজুরি ফাঁস হওয়ার পর দিশেহারা সুকা চকোত্তিরা আবার নতুন ফ্রন্টে মাঠে! মুরগিয়ালা শারিয়ার এখন বাংলার চালাবী যে কিনা এখন আমেরিকাকে এখানে আসার আহব্বান করছে! ইন্দুশয়তানী বিজেপি লংমার্চ করতে চায় ঢাকার উদ্দেশ্যে! আর সরকার সীমান্ত খালি করে বিজিবি পুলিশকে নিজ দেশের জনগনের বিরুদ্ধে দাঁড় করিয়েছে!! অতএব খালেদা জিয়ার সময়ের সঠিক এই অনড় অবস্হান থেকে সরে দাঁড়ানোর কোন সুযোগ নেই সেটি দেশের আপামর জনসাধারণ যত দ্রুত বুজতে পারবে ততই কল্যাণ।

পোস্টে +

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

দাসত্ব বলেছেন: কিন্ত সেটি কার সংগে? বর্তমান আওয়ামী লীগের সংগে? আমিতো মনে করি তাদের এই আলোচনা নামের প্রেম প্রেম খেলা স্রেফ সুযোগমত নির্জনে নিয়ে গিয়ে আরেকবার গণ ধর্যণের নোংড়া খায়েশ!

১৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

সরোজ রিক্ত বলেছেন: খালেদা জিয়ার অনমনীয় অবস্থান ঠিক আছে।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

দাসত্ব বলেছেন: ১০০ তে ১০০ ভাগ ঠিক আছে

১৭| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

শ।মসীর বলেছেন: আলো যখন আপনার বন্ধু হবে তখনও বুঝবেন কোন ঘাপলা আছে ।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

দাসত্ব বলেছেন: একদম খাঁটি কথা বলসেন।
এরা বন্ধুর ভাব ধরা , আচরন করা মানেই বিপদের লক্ষন

১৮| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

সাইফুল ইসলাম রুবেল বলেছেন: শুধু আমার দেশ আর নয়া দিগন্ত পড়ব।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

দাসত্ব বলেছেন: মানুষের চেহারা পড়েন।
ঐটাই যথেষ্ট

১৯| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
পর পর আপনার এবং আপনাকে নিয়ে লিখা বেশ কিছু পোষ্ট পড়লাম ,
সাথে মন্তব্যের জবাব গুলো ও --- অবাক হয়েছি ---মাসের পর মাস স্টিকিতে
থাকা পোষ্ট ও সাধারণত এত বার শেয়ার হয়না ---বলতে বাধ্য হচ্ছি আপনার
পোষ্ট গুলো জাতীয়তাবাদী মনস্কদের উজ্জীবিত যথেষ্টই করছে ---পোষ্টে প্লাস এবং
শেয়ার দেওয়া হলো --- আর ও বেশি করে সম সাময়িক বিষয়ের উপর এমন পোষ্ট আসুক ----

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

দাসত্ব বলেছেন: অনেক ধন্যবাদ।
মেইনস্ট্রিম মিডিয়া জন্ডিস রোগী বাটপাড়ে ভরে গেসে।
সে কারনে মানুষ বিকল্প মিডিয়ায় চোখ রাখে।

২০| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

একজন ঘূণপোকা বলেছেন: আলু মামা মজা দেখায়

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

দাসত্ব বলেছেন: হ , মামা নিজেও মজা দেখবে সামনে !

২১| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫

২০১৩ বলেছেন: yes কুত্তা should be proper entertained

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

দাসত্ব বলেছেন: ঝেড়ে কাশেন , আধাআধি না

২২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: চুশিল এজেন্ট দাদুদের কলাম পড়া বাদ দিসি অনেক আগেই
আর একটু চোখ কান খোলা রাখলেই কোন সত্য আর কোনটা বানোয়াট সেটি নিজেরাই জানতে পারি...
আর চোখ কান তো সবসময় যথারীতি খোলা আছেই.. :)
যথারীতি অনবদ্য পোষ্ট দাসত্ব ভাই +++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

দাসত্ব বলেছেন: ধন্যবাদ অসামাজিক।
চুশীল দাদু গুলার মত জাউরা কানা বাংলাদেশে ২য়টা নাই

২৩| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

কাঠুরে বলেছেন: "খালেদা জিয়ার অনমনীয় কঠোর অবস্থানে মানুষ খুশী। খালেদা জিয়া কঠোর অবস্থানে থাকলে মিডিয়া এক সময় না এক সময় দালালি বাদ দিয়ে বিএনপি'র দিকে ঘুরবে।"

একমত।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

দাসত্ব বলেছেন: একমত

২৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩

আমি তুমি আমরা বলেছেন: প্রথম আলো একটা দুচির ভাই।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

দাসত্ব বলেছেন: তা আর বলতে।

২৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

রাসেল মেটামোরফোজ বলেছেন: শ।মসীর বলেছেন: আলো যখন আপনার বন্ধু হবে তখনও বুঝবেন কোন ঘাপলা আছে ।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

দাসত্ব বলেছেন: ১০০ % খাটি কথা

২৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসল কারণ;

ইন্কলিং অফ অ্যান আইসকোল্ড কন্সপীরেসী : প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লাটভাই কে ?

Click This Link

শুধু মতি মিয়া নয় মাহফুজ আনাম সহ অনেক ছুপা ভাকু বুদ্ধিজীবি বিএনপির পিঠে ছুরি মারতে চায়। দাসত্ব ভাইকে অনুরোধ রইল সুযোগ মত বাকীদের বিষয়েও পোষ্ট দেন।

ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

দাসত্ব বলেছেন: মতি - মাহফুজদের পিঠে চুলকানি পাতা ২য় দফা ঘষে দেয়া হবে।
এর বাইরেও বহু কায়দা আছে ওদেরকে ধরার। ;)

২৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

উমাইর চৌধুরী বলেছেন: পোস্টে ++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

দাসত্ব বলেছেন: অনেক ধন্যবাদ

২৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

একজন নিশাচর বলেছেন: পোস্টের সাথে পুরোপুরি সহমত।

এই পত্রিকা বিএনপি'র জন্য জনকণ্ঠ থেকেও বেশী বিপদজনক।
জনকণ্ঠ সবাক শত্রু , প্রথম আলো বোবা সেজে থাকা শত্রু।
- চরম বলেছেন।

+++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

দাসত্ব বলেছেন: দিনকে দিন এটা খুল্লাম খুল্লা হবে।
এটা জনকন্ঠ.২ ভার্সন।
জনকন্ঠ খুল্লাম খুল্লা করতে যায়া ফেল মারসে , এরা রেখে ঢেকে করতেসে।

২৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯

রবি_জল বলেছেন: জন্ডিস আলোর আরেকটা চালাকি হল হাম্বাদের সমাবেশে লোকজন কম হলে পুরনো ফাইল ছবি আপলোড করা আর বিএনপির সমাবেশের লোকজন বেশি হলে শুধু মঞ্চের ছবিটা আপলোড করা!!!

ঠেঙানোর সময় আসছে সামনে, জন্ডিসের টিকা দিতে হবে ।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

দাসত্ব বলেছেন: হেহেহে , একেবারে খাঁটি জিনিস ধরসেন।
আগের কোন একটা ব্লগে জানি কাকে এই বিষয়ে একটা কমেন্ট রিপ্লাই দিসিলাম।

লাস্ট খালেদা জিয়া যখন বরিশাল গেসেন সেটা ছিলো গত ২০ কি ২৫ বছরের মধ্যে সবচেয়ে বড় মহা সমাবেশ।
অবিশ্বাস্য ! - হারামজাদারা নিউজটা করসে পেছনের পাতায় , একটা ছবিও ছাপায় নাই।

৩০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

ShusthoChinta বলেছেন: সুবিধাবাদী আর ব্যবসায়ীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হল এই প্রথম আলো,এককথায় সুশীল পত্রিকা! দেশের টপক্লাস সব ধান্দাবাজদের নিয়ে একটা গোষ্ঠিই তৈরি হয়েছে এই মিডিয়াগ্রুপটাকে ঘিরে,সবকিছুর মধ্যেই এরা বেবসা খোঁজে,আর এদের বেবসার প্রধান মূলধন হল আমাদের মুক্তিযুদ্ধ! এই মূলাটাকে সামনে রেখে এতো সুন্দর শৈল্পিক উপস্থাপনা করে এই গোষ্ঠি যে আমাদের দেশের দ্রুত বর্ধনশীল বলদা নব্য সুশীলরা হা করে গেলে এদের রিপোর্ট আর কলাম,আর বিনা দ্বিধায় বেদবাক্যের মতো বিশ্বাস করে,মূলত এইখানেই প্রথম আলোর জনপ্রিয়তার রহস্য লুকিয়ে।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪

দাসত্ব বলেছেন: এটা জনকন্ঠ.২
জনকন্ঠ প্রজেক্ট মার খেয়ে যাওয়ার পর "র" প্ল্যান চেন্জ্ঞ করসে।
ওরা এখন লতিফুর রহমান কে থার্ড পার্টি বানায়া প্রথম আলোকে চালাইতেসে।

একটু রয়ে সয়ে চলতেসে যাতে সার্কুলেশন খারাপ না হয়।
এখন থেকে এই পত্রিকাকে জনকন্ঠ.২ বা জনকন্ঠ ভার্সন ২ ডাকুন।

৩১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মুদ্রার এক সাইড যেমন মতি অপর সাইড মাহফুজ। প্রায় দুই বছর আগে এই মাহফুজরে নিয়া একটা পোষ্ট দিছিলাম;

"কেন বিএনপি ভারতের কাছে বাংলাদেশের ইজ্জত বিকিয়ে দিলনা" মাহফুজ আনামের আফসোস!


Click This Link


এখানে গেলে দেখবেন ভাকু ও একজন সুশীলের হা হুতাশ ;)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪

দাসত্ব বলেছেন: পরে পড়তেসি।

৩২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

স্পেলবাইন্ডার বলেছেন:


প্রথম আলো চিরকালই আওয়ামী-বাম-নাস্তিকদের পত্রিকা। প্রথম আলো চাইছে যেভাবেই হোক বিএনপির শক্ত অবস্থানকে দূর্বল করা। পাঠকদের সচেতন করার দায়িত্ব কিন্তু আমাদের মত ব্লগারদেরও।

পোস্টের সাথে একমত দাসত্ব ভাই।

নিচের পোস্টটি দিতে এসে আপনার এই পোস্ট চোখে পড়ল-

যে কারণে প্রথম আলো একটি মাচো দৈনিক-১ !

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৯

দাসত্ব বলেছেন: প্রথম আলো চাইছে যেভাবেই হোক বিএনপির শক্ত অবস্থানকে দূর্বল করা।

সেটা ওরা ভালো মানুষের বেশ ধরেই করে।
এটাই সবচেয়ে বিপদজনক।
ওদের কে "র" লং টার্মে সেট করসে।
অ্যান্টি ইন্ডিয়া ফোর্স গুলোকে নিয়ে ডান বাম খেলা।
ওদের বিগ ফিশ - বিএনপি।
সেটা হতে দেয়া হবেনা ।
এই জোব্বা পরা গাদ্দারের গ্যাং টাকে একদিন কারওয়ান বাজারের অফিস ঘেরাও করে জন্মের মত মারা হবে।

৩৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪১

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: খালেদা জিয়ার অনমনীয় কঠোর অবস্থানে মানুষ খুশী। খালেদা জিয়া কঠোর অবস্থানে থাকলে মিডিয়া এক সময় না এক সময় দালালি বাদ দিয়ে বিএনপি'র দিকে ঘুরবে।

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

দাসত্ব বলেছেন: ১০০ % কনফার্ম

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮

দাসত্ব বলেছেন: মিডিয়া শুধু খালেদা জিয়া নন , পাবলিকের মাইরের ডরেই ঘুরবে।

৩৪| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২২

দুরন্ত-পথিক বলেছেন: আর যাই হোক বিএনপি কে আর নমনীয় হতে দেয়া যাবেনা।ভাল পরামরশ দিয়েছেন।

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮

দাসত্ব বলেছেন: কোনভাবেই যাবেনা। মোমেন্টাম শুধু বাড়াতে হবে এখন

৩৫| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৪

বুরি বলেছেন: প্রথম বাল নামের পত্রিকাটা অনেক আগেই পড়া বাদ দিছি

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯

দাসত্ব বলেছেন: এটা কে এখন থেকে শুধু "দৈনিক সেয়ানা জনকণ্ঠ" নাম দিয়ে ডাকুন।
আর কোন নাম না।

৩৬| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

আমি সাজিদ বলেছেন: দাসত্ব ভাই,

আমি বিএনপির বর্তমান কর্মকান্ড সমর্থন করি না।২০০১-২০০৫ সালে এরা দেশকে চ্যাম্পিয়ান বানাইসে দুর্নীতিতে।এইট পাশ নেত্রী কে আমি মানি না।মিস্টার টেন পারসেন্ট কে আমি মানি না।বিএনপির সময় জঙ্গিবাদ বেড়ে যায়।লীগ ভালো না,আমি মানি।
কিন্তু বিএনপি লীগের চেয়ে খারাপের দিক দিয়ে কোন অংশে কম না।

যারা এই দুই দলের তাবেদারি করে তাদের উদ্দেশ্য আমার খারাপ মনে হয়।

মাইন্ড খাইয়েন না।আপনাদের মত মানুষ যদি দেশের রাজনীতি প্রবাহের উপর বিরোধিতা করতেন আমি অনেক খুশি হতাম।
ক্ষমতা আর পরিবার তন্ত্রের অযোগ্যদের রাজনীতি নিয়ে এই প্রজন্ম অনেক ভাবে।অনাস্থা প্রকাশ করে।দিন দিন এইটা বাড়ছে।বিস্ফোরণ হবে অচিরেই।সেদিন সুবিধাবাদী তাবেদার( উভয় দল) আর ধর্ম ব্যবসায়ীরা পালাতে পারবে না।


কাজেই সাধু সাবধান।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

দাসত্ব বলেছেন: আওয়ামী লীগকে খুশী করে কথা বলে লাভ নাই।
নিজেকে আরও খাদে ঠেলা হয় তাতে

৩৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

মাজহারুল হুসাইন বলেছেন: আমি সাজিদ@ ১৯৯৬-২০০১ সালের পার্ফম্যান্সে প্রথম ২ বার দেশকে চ্যাম্পিয়ান বানাইসে দুর্নীতিতে আমাদের ১৩ ডিগ্রি পাওয়া নেত্রি । ফ্যান চালু হলে তা বন্ধ করতে সময় লাগে । বিএনপি দেশকে সেই দূর্ণিতির খাদ থেকে তুলে নিয়ে আসছে ।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

দাসত্ব বলেছেন: হুম..

৩৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:১১

মাজহারুল হুসাইন বলেছেন: আমি সাজিদ@ বিএনপির সময় জঙ্গিবাদ বেড়ে যায়। >>>এটাও ঐ ফ্যান থিওরি । জেএমবি দেশে সংগঠন করেছে ১৯৯৭ সালে । তারা উদিচির বোমা, রমনা বটমূলে বোমা, নারায়নগন্জে বোমা মেরেছে আওয়ামীলীগের আমলে । কিন্তু আওয়ামীলীগ এর কোন বিহীত করেনি । বরং বিএনপি র‌্যাব গঠন করে জঙ্গিবাদের লাগাম টেনে ধরেছিল ।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

দাসত্ব বলেছেন: এক্স্যাক্টলী।
১৯৯৭ তে এগুলা শুরু হইসে

৩৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৪

দন্ডিত বলেছেন: আপনার পোস্ট মনোযোগ দিয়ে পড়ি। ভালোই লাগে। দিনে দিনে সবাই যুদ্ধংদেহী হয়ে উঠছে।


শুধু এই পোস্ট নয়, আপনার শেষ কয়েকদিনের পোস্ট পড়ে আমার মূল্যায়ন নিম্নরুপঃ

১) বাংলাদেশে উদার গণতান্ত্রিক রাজনীতি কোনদিনও আসবে না। এর প্রমাণ চান? ওয়েল গত ১০ বছরে দুই পার্টি বিরোধীদল নির্যাতনে চ্যাম্পিয়ন ছি। সামনেও এর কোন পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারন দেখতেছি না। সামনের বার বিএনপি আসবে। ধরেন আগামী বছরের নভেম্বরে যদি বাইচা থাকি, আপনের পুস্টে এসে জিজ্ঞাসা করুমনে "কি ভাইজান উদার গণতন্ত্র আইসে?" আপনি বলবেন না আসার জন্যে আওয়ামী গুণ্ডারাই দায়ী ইত্যাদি। বটমলাইন হচ্ছে উদার গণতন্ত্র আসবে না। এই দেশে হায়েস্ট পাচবছর অপেক্ষা করলেই ক্ষমতা পাওন যায়। সরকার গুলো এতই ব্যর্থ কেউই দুই টার্মে থাকতে পারবে না।

২) আমাদের দুই পার্টির পার্থক্য পুরাই বায়বীয়। তাদের অর্থনীতি, পররাষ্ট্র নীতি(ভারত নীতি মনে রাইখাই বলতেছি, বিম্পি আজ পর্যন্ত ভারতের সাথে কোন ইস্যু সমাধান করতে পারে নাই। একবার দেশ তেলে ভাসতেছে ফতোয়া দিয়া গ্যাস বেচনের ট্রাই নিছিল, কিন্তু ভারতে সাথে অমিমাংসিত কিছুই সমাধান করতে পারে নাই), প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত নীতি( বিম্পি এশিয়া এনার্জি, নাইকো, আম্লীগ টাল্লো অক্সিডেন্টাল। কারন এইগুলা আনে যারা তাদের জুতা চাটতে আমাদের দুই দলই সমান আগ্রহী)।

এই দলের দেশ সম্পর্কিত কোন নীতিতেই অমিল নাই। অমিল শুধু বায়বীয় বিভিন্ন জিনিসে।

ট্রানজিট টিপাইমুখ নিয়া ইদানিং বিম্পিকে কিছু বলতে শুনি না। আপনেরে চ্যালেঞ্জ দিলাম বিম্পি আমলেই ট্রাঞ্জিট হবে, আর তার প্রতিবাদে হয়ত আম্লীগ হরতাল দিবে। এতই নির্লজ্জ আমাদের রাজনৈতিক দলগুলা।

Click This Link

৩) সত্যি কথা কি মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে রাজণৈতিক দলের এক্টিভ সমর্থক হওয়া পাপের বিষয়। আপনি আশা করছেন বিম্পি বাংলাদেশকে পজিটিভ ডিরেকশানে নিবে? চ্যালেঞ্জ করলাম নিবে না। একই থাকবে বাংলাদেশের ইস্যুগুলো। একইরকম দুর্নীতি, নতজানু পররাষ্ট্র নীতি, লুটেরা সরকার হবে বিম্পি।

৪) নির্বাচন জিনিস্টাই তুলে দেওয়া দরকার। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল নামের কলংক। দুই দল ভাগ বাটোয়ারা করে দেশ চালালে সাধারন মানুষ শান্তিতে থাকতে পারে।

৫) সবাই এখন হার্ডলাইনে। ভালোই লাগে। এটা খুবই পেইনফুল, সাড়ে ছয় জিডিপি গ্রোথের একটি দেশ কিভাবে নিজেরাই ধবংস হয়ে যায়।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

দাসত্ব বলেছেন: পরে উত্তরটা দিতেসি।
অনেকগুলা পয়েন্ট বলসেন। পয়েন্ট বাই পয়েন্ট উত্তর দিবো আশা রাখি

৪০| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০২

দুরন্ত ছেলে বলেছেন: দাসত্ব ভাই জামাত যেন বিএনপি কে ইউস না করতে পারে এই বিষয়ে আপনার কাছে আরও লিখা আশা করছি। আমি ব্লগার না; একজন রিডার। ব্লগে আসি পড়তে। একটা কৌতুক পোস্ট করেছিলাম কিছুদিন আগে যেটা ছিল বিএনপি কে দেয়া আমার মেসেজ। আপনি একটু দেখেন।

এখানে

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১০

দাসত্ব বলেছেন: আরো লিখবো , দু:শ্চিন্তার কিছু নাই।

৪১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩

নাজমুল রনি বলেছেন: ওস্তাদ ,তুমি কোথায় ছিলে,
বেশ দিলে, বেশ দিলে।
আর চলে গেছো সোজা প্রিয়তে।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১০

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৪২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

হাম্বা বলেছেন: নেয়ামূল হক বলেছেন: বিএন পিকে ঠিক করতে হবে জনতা কি চায়? এবং সে দিকেই মনযোগ দিতে হবে কে কি বলল তাতে বিএনপি পাবার বা যাবার নেই।
জনতা তাদের সম্পদের নিরাপত্তা চায়।
জনতা কর্মসংস্থান চায়।
চাদাবাজীদের হাত থেকে মুক্ত হতে চায়।
পুলিশের হাত থেকে মুক্তি চায়।
ছাত্ররা ক্যাম্পাস ফিরে পেতে চায়।
প্রশাসনকে আওয়ামী দাশ হিসেবে নয় রাস্ট্রের সেবক দেখতে চায়।
শুধু ব্যাডরুম না পুরু দেশকে ঘাতক মুক্ত চায়।
মুসলমান মসজিদে নামাজ পড়তে চায়, হিন্দুরা মন্ডপ-মন্দিরের নিরাপত্তা চায়।
দক্ষিন পদ্মা চায়।
ব্যাবসায়ীরা ছয় লেনের মহাসড়ক চায়।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১১

দাসত্ব বলেছেন: সেটাই

৪৩| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৬

বাঁধ ভেঙে যাই....... বলেছেন: প্রথম আলোর এই গেম আপনার একটা লেখা পড়ার পর থেকেই খুব ভালো ভাবেই দেখে আসছি। দুঃখ বিএনপি কেনো তারপরও তাদের মিডিয়া নিয়ে এতো অবহেলা করছে।আপনার লেখা গুলো খুবই উদ্দিপক।সব লেখাই পড়ি। কিন্তু যাদের পড়ার কথা তারা কি পড়ে? অনেক দিন পর ব্লগে আসলাম। লেখার জন্য +

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১২

দাসত্ব বলেছেন: বিএনপির একটা নিজস্ব মিডিয়া রিসারর্চ সেল লাগবে।
জামাত আর আওয়ামী লীগের আছে।
বাশের কেল্লা আর আওয়ামী পেজ গুলার ফাইট দেখলেই বুঝা যায়।
বিএনপি'র হয়ে আমরা কয়েকজন চেষ্টা করতেসি যতদুর সম্ভব হয়

৪৪| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

বাঁধ ভেঙে যাই....... বলেছেন: যদি সত্যিই ”বিএনপি'র হয়ে আমরা কয়েকজন চেষ্টা করতেসি” করে থাকেন, তবে অবশ্যই সাথে রাখবেন।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫১

দাসত্ব বলেছেন: দরকার পড়লে জানাবো

৪৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:২১

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: জনকণ্ঠ সবাক শত্রু , প্রথম আলো বোবা সেজে থাকা শত্রু। :| :| :| :| --- সহমত

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫১

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৪৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

হাছন রাধা করিম বলেছেন: প্রথম আলো শুধু বিএনপির নয় বাংলাদেশেরও শত্রু। মতি-মাহফুজকে রাষ্ট্রদোহিতার কারনে ঝুলানো উচিত।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫১

দাসত্ব বলেছেন: হুম

৪৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

আলী ইমাম বলেছেন: আমাদের দেশের সব রাজনৈতিক দল মুখ দেখানো রাজনীতি করে।বি এন পি এর হাই কমান্ড নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে।সারে চার বছরে মহাসচিব পদ ঠিক করতে পারলনা।ফোকরুলকে আমার কখনই এই পদের জন্য যোগ্য মনে হয় নাই।দেশের সব থেকে বড় ছাত্র সংগঠন ছাত্রদলকে এই কয়েক বছর মনে হইছে শিতনিদ্রায় গেছে।এই সব ঠিক না করতে পারলে বি এন পি র আন্দোলন জামায়াত দিয়ে চালাতে হবে।বেগম জিয়ার অবস্থান সম্পূর্ণ ঠিক আছে।সাংগঠনিক চেইন অফ কমান্ড মনে হয় ভেঙ্গে পরেছে।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

দাসত্ব বলেছেন: মির্জা ফখরুল- ই এই পদের সবচেয়ে যোগ্য।
কিভাবে যোগ্য সেটা আরেক আলাপে বলা যাবে।
বাকিটায় একমত।

ধন্যবাদ

৪৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

ভাবনার মেশিন বলেছেন: লীগ ক্ষমতায় আসতে ১০০০ লাশ ফেলতেও দিধা করবেনা

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫১

দাসত্ব বলেছেন: ফেলুক
মানুষ দেখুক

এরপরে প্রতিধানে ১০০ চাল শোধ কোরতে হবে

৪৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিএনপির ব্লগিং এডভাইজর এর পোস্ট ভালা পাইলাম। :)

তয় শিরোনামটা এভাবে সম্পূর্ণ হইতে পারতো, কানে তুলা দিয়ে কঠোর অবস্থানে থাকুন : প্রথম আলো বোবা সেজে থাকা শত্রু , জনকণ্ঠের চেয়েও বিপদজনক আর আমার দেশ প্রকাশ্য বন্ধু। :#) :#) :#)

৫০| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৮

মিতক্ষরা বলেছেন: অনমনীয় অবস্থান ঠিক আছে। তবে হরতালে যে দেশের মানুষ অতিষ্ঠ। কয়েকদিনের জন্য পস হলে ভাল।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮

দাসত্ব বলেছেন: দেখতে থাকেন , পজ করে করেই আগাবে

৫১| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

সোয়েব সালেহীন বলেছেন: একমত

৫২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০১

গ. ম. ছাকলাইন বলেছেন: খুব সুন্দর সত্য কথা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.