নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে যেহেতু আছি , ভাবনা গুলো রেখে যাই...

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি

দাসত্ব

১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ

দাসত্ব › বিস্তারিত পোস্টঃ

মাত্র এক সপ্তাহের ভেতরে ৩ দিন নিউইয়র্ক টাইমসের লীড নিউজ বাংলাদেশ : প্রসঙ্গ সাভার দুর্ঘটনা

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:১১





এই নিয়ে মাত্র ১ সপ্তাহের ভেতরে ৩ দিন নিউইয়র্ক টাইমসে বাংলাদেশ গার্মেন্টস ধসে পড়ার ঘটনাটা লীড নিউজ। টানা ৫ দিন এই খবর নিউইয়র্ক টাইমসের প্রথম পাতায়।



ডিজনিল্যান্ড বলে দিয়েছে - বাংলাদেশ তাদের তালিকা থেকে বাতিল।

কানাডার ক্রেতাদের অনেকে বাতিল করেছে , অনেকে এখনো ভাবছে।





সিএনএন এ মিথ্যা কথা বলতে গিয়ে ধরা খেয়ে চরম অপমানিত শেখ হাসিনা। ক্রিশ্চিয়ান আমানপুরের হাতে ধরা খাওয়া সেই ইন্টারভিঊটির ভিডিও





পোপের নিউজটা নীচে দেখুন , সারা দুনিয়ায় ছড়ায়া পড়সে -- রয়টার্স, গার্ডিয়ান, সিএনএন, বিবিসি, এবিসি, এনবিসি, আলজাজিরা, দা অস্ট্রেলিয়ান, দা টাইমস , ডেইলি মেইল, হাফিংটন পোস্ট...



পোপের কন্ডেমশনের পর ইউরোপে এখন মার্কেট পুরা যাবে।



[১]

দা অস্ট্রেলিয়ান



[২] এন বি সি চ্যানেল



[৩]

এবিসি নিউজ



[৪]

আইরিশ নিউজ



[৫]

ব্রিটেনের গার্ডিয়ান



[৬]

রয়টার্স



[৭]

আল জাজিরা



[৮]

বিবিসি



[৯]

দা টেলিগ্রাফ





মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৬

চৌধুরী_সাহেব বলেছেন: আরেক সর্বনাশের শুরু হল আরকি! এই শিল্পটা ধ্বংস হয়ে গেলে দিনশেষে সেই আমরা বাংলাদেশীরাই ক্ষতিগ্রস্থ হব! নিজের ভালো পাগলেও বোঝে, খালি আমরাই বুঝি না...

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৪৮

দাসত্ব বলেছেন: অতি লোভে তাতি নষ্ট।
গার্মেন্টস এর ব্যবসা করে যারা গরীবের রক্ত চুষে কোটিপতি হতে চায় ১ বছরে তাদের শাস্তি হওয়া দরকার।

কিন্তু জীবনতা আরো দুর্বিষহ হবে গরিব শ্রমিকগুলার।
আহ !

২| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৫০

ধ্রুব মহাকাল বলেছেন: শিখ হাঁচিনার স্বপ্ন পূরণ হচ্ছে ।
ভালো তো ;-(;-(

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৪৯

দাসত্ব বলেছেন: ভালো না ?
ভালো তো

৩| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:০০

নীল জানালা বলেছেন: "তথাকথিত পার্শবর্তী বন্ধুপ্রতীম দেশটা" সব কাজ নিয়া নিবে। আমরা যেহেতু আকাজ করতেই বেশি ভালোবাসি তাই বন্ধুটা আমাদের সব কাজের দায় থেকে মুক্তি দিবে। সবচে বেশি খুশি হবেন শেকাসিনা, যিনি ঐ "তথাকথিত পার্শবর্তী বন্ধুপ্রতীম দেশটা"র স্বার্থরক্ষাকেই উনার একমাত্র পবিত্র দায়িত্ব মনে করেন। না করে উপায় কি? ক্ষমতাতো আর এমনিতেই টিকে থাকেনা?!! এর চাইতে ভালো ছিল যদি আমরা ঐ "তথাকথিত পার্শবর্তী বন্ধুপ্রতীম দেশটা"রই অংশ হতাম।

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫০

দাসত্ব বলেছেন: পার্শ্ববর্তি বন্ধুপ্রতিম !
এই হারামির বাচ্চাদের পাশে থাকা আর সাপের গর্তে থাকা এক কথা

৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:০২

মরু বালক বলেছেন:


ও..হ ....

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫১

দাসত্ব বলেছেন: ইয়েস , গরিব ভাতে মরে , পানিতেও মরে , ইটের নিচেও মরে

৫| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:২৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: একটা প্রবাদ আছে যে "বোকা মানুষকে ততখনই চালাক মনে হয় যতখন সে চুপ থাকে"

আমাদের প্রধানমন্ত্রী কবে বুঝবেন যে ভূল স্বীকার করলে উনি যতটুকু সম্মান পেতেন তা অস্বীকার করে ঠিক তার দ্বিগুন সম্মানহানী করলেন নিজের ও দেশের।

০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০১

দাসত্ব বলেছেন: তার চালাকি একটার পর একটা ধরা খাইতেসে।

Click This Link আমি একজায়গায় একমত না। এখানে দেশের কোন স্মমানহানি হয় নাই। হোস্নে মোবারকের জন্য মিশরীয়রা কখনো ছোট হয় নাই।

৬| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কয়টা দুর্নীতি বাজ মাথামোটাদের জন্যে আমাদের দেশের রেপুটেশন খারাপ হচ্ছে !
আর আমাদের শ্রমিকদের এবার প্রাপ্য দিতেই হবে!!!!

০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০২

দাসত্ব বলেছেন: আমাদের গরীবগুলা ভাতে মরে , পানিতে মরে , ইটের নীচে থেতলায়া মরে।
আল্লার বিচারও সেই রকম !

৭| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫১

স্বকন্ঠ বলেছেন: এখনো লাশের গন্ধে ভারি সাভারের আকাশ বাতাস ,
অথচ নির্বিকার আমি সমস্ত বোধ পায়ে ঠেলে দ্রুত মিশে যাই নাগরিক জীবনে ,
পেছনে অবিরাম তাড়া করে ফেরে "survival for the fittest"
তবুও দম নিতে খুব কষ্ট হয় আমার!

০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০২

দাসত্ব বলেছেন: হ

৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫৮

মতিচূর বলেছেন:
আমাগো খুশি হওয়া দরকার
আমাগো আইজ সবাই চিনে
বিশ্বের সব প্রান্তে আমাগো নাম জপে
হা হা হা X( X( X( X(

০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০৩

দাসত্ব বলেছেন: আমগোরে তামাম দুনিয়া চিনে।
নিজের দেশের নোবেল প্রাইজ উইনারকে বেইজ্জত করার লাইগা।
একটা বেইজ্জত কে প্রাইম মিনিস্টার বানানোর লাইগা।

৯| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০৪

আমি কবি নই বলেছেন: শেষের শুরু :(। এত মিথ্যা কোনো প্রধানমন্ত্রী বলতে পারেন !!!!

০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:১৮

দাসত্ব বলেছেন: রানা তার দলের লোক না - ১
ঘটনার দিন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেন করসে , তেন করসে - ২
আমিনুল্কে আমরা মারি নাই - ৩
আমিনুল কি কোন শ্রমিক নেতা ছিলো ? - ৪
আমাদের দেশ ফ্রি কান্ট্রি - ৫


১০| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:২২

আমি কবি নই বলেছেন: এমনকি সংবাদ পাঠিকাও হতভম্ব হয়ে গিয়েছিল, একটি দেশের প্রধানমন্ত্রীর আচরন আর কথা বলার স্টাইল দেখে।

০৩ রা মে, ২০১৩ দুপুর ১:১৯

দাসত্ব বলেছেন: শেষে যখন ভিসা না দেয়ার কথা অস্বীকার করলো তখন ক্রিশ্চিয়ান আমানপুর তার মিথ্যা কথায় অবাক হয়ে হাতজোড় করে ফেলসে !

১১| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:০১

নীল_সুপ্ত বলেছেন: ভাল তো ? আমাদের সু-প্রতিবেশী দেশের দীর্ঘদিনের মনঃবাঞ্ছনা পূর্ণের পথে এক ধাপ এগিয়ে চলেছে !!!

০৩ রা মে, ২০১৩ দুপুর ১:১৯

দাসত্ব বলেছেন: ভালো তো !
ভালো না ?

১২| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:১০

নেয়ামূল হক বলেছেন: লজ্জা নামক মানবীয় গুনের সাথে হাসিনার পরিচয় আছে নাকী? জানতে ইচ্ছে করে।

০৩ রা মে, ২০১৩ দুপুর ১:২০

দাসত্ব বলেছেন: উনাকে দোষ দিয়ে লাভ কি ?
উনার মুরিদদের লাজলজ্জা আছে কিনা সেটা দেখেন !

নাইলে মিছা কতাই কইসে , ইংলিশ তো কইতে পারসে !
মানীর মান আল্লায় রাখে !

১৩| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৩৫

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
সাম্রাজ্যবাদিরা কখনোই বাংলাদেশের ভাল চাইবেনা।

তাদের সাথে তালে তালে এদেশের কিছু কুলাংগার নিজ দেশের পাছা মাইরা হইলেও ক্ষমতায় যেতে চায়

১৪| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৪২

হুমায়ুন তোরাব বলেছেন: কিছু বলার নাই

১৫| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:১০

কামরুল হাসান শািহ বলেছেন: সিএনএনকে ঠিক কি কারণে ভিসা দেওয়া হলো না জানিবার মুনচায়।
আমাদের সরকার কি লুকাচ্ছে? পারমানবিক বোম টোম বানাচ্ছে নাতো?

বুবুর মিথ্যা শুনিয়া ক্রিশ্চিয়ান আমানপুরে যেভাবে ওয়াও ওয়াও করলো এইটা দেইখ্যা মজা পাইছি

১৬| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৫৯

দুরন্ত-পথিক বলেছেন: শেখ হাসিনা র এবার সোনায় সোহাগা।কারণ একে একে গারমেন্টস দূরঘটনায় বাংলাদশীদের লস হইছে কিনতু শেখের মেয়ের বন্ধু েদশতো লাভবান হবে।আর উনি কাজ করেন তাদের জন্য যারা এই দেশের কখনই ভাল চায়নাই। এই জন্যই রানার মত লোকেরা শিল্পপতি হয় আর করমীরা মারা যায় যারা আমাদের দেশের জন্য কাজ করছে।কয়েক দিন পর হয়তো শেখ হাসিনা নতুন করে ঘোষনা দেবেন যে রানা দেশ প্রেমিক।

১৭| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

রাসেল মেটামোরফোজ বলেছেন: এবার বুজলাম পাড়ার মুরুব্বীরা কেন শেখ হাসিনাকে 'শেষ হাসিনা' বলে!!

১৮| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৫২

তাহিতি তাবাসুম বলেছেন: আপনাকে একটা প্রশ্ন যদিও মনে হয় না জবাব পাবো।শেখ হাসিনা প্রচুর মিথ্যা কথা বলেন,তার পেছনে লেগে থাকার এত এনার্জি আপনি কোথা থেকে পান???
আর একটা ব্যাপার খেয়াল করলাম,শেখ হাসিনা প্রচুর মিথ্যা বলে ও অন্যায় করে কেমন করে জানি পার পেয়ে যায়,যেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয় না।

১৯| ০৭ ই মে, ২০১৩ ভোর ৬:১৭

মিতক্ষরা বলেছেন: আর একটা ব্যাপার খেয়াল করলাম,শেখ হাসিনা প্রচুর মিথ্যা বলে ও অন্যায় করে কেমন করে জানি পার পেয়ে যায়,যেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয় না।

@তাবাসুম, উনার পক্ষে রয়েছে মিডিয়ার আশীর্বাদ। তাই উনার পুলিশ বাহিনী ঘুমন্ত মানুষ খুন করলেও মিডিয়া উনার প্রশংসায় থাকে শতমুখ।

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

রবিন একা বলেছেন: কী যে কমু তাই খুজতেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.