নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে যেহেতু আছি , ভাবনা গুলো রেখে যাই...

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি

দাসত্ব

১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ

দাসত্ব › বিস্তারিত পোস্টঃ

তেঁতুল নিয়ে টক সত্য : হাততালি পেয়ে ফ্রডগতিশীল জাতে ওঠার আগে আয়নায় নিজেকে দেখুন তো

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৪





পৃথিবীতে কিছু সত্যি আছে যেগুলো অনুচ্চারিত থাকে।

তার একটা হল - পৃথিবীতে অন্যতম জনপ্রিয় বিষয় কি ?





যৌনকলা এবং পর্ণ গ্রাফী।

মানতে চান বা না চান - এটাই সত্য।





যারা এগুলো নিয়ে চেচামেচি করতেসে তারা কোন মহাপুরুষ কিংবা মহামানবী না।

এরকম বহু মহাপুরুষ আছে যারা খাবার টেবিলে খুটে খাওয়া মোরগ আর বিছানায় হালুম বলে ঝাপিয়ে পড়া বাঘ।

মেয়েরাও এগুলা জানে।

হুমায়ুন আহমেদের একটা মুভি - সম্ভবত 'দারুচিনি দ্বীপ' - সেখানে নায়িকাকে তার চাচী নায়িকার বিয়ের পাত্র প্রসঙ্গে শুচিবায়ু দেখানোয় খোঁচা মেরে বলেছিলেন -



'তোমার বাপ- চাচারাও কোন রসগোল্লা না , তোমার জামাইও কোন রসগোল্লা হবেনা।'

ইংগিতটা কোনদিকে সেটা সহজেই বোধগম্য।



মেডিকেল সায়েন্সেও নাকি এটা আছে - মেয়েদের বডি ফ্লুইড / হরমোন নাকি অ্যাসিডিক , আর ছেলেদের বেলায় এটা নাকি বেসিক।



এই যে রোমান্সের কেমিস্ট্রি নিয়া কত হাহা হিহি - গুজুর গুজুর - ফুজুর ফুজুর দিনরাত চলতেসে অফলাইনে- অনলাইনে , নাটকে - সিনেমায় - সেটা শুধু মেন্টাল কেমিস্ট্রি না, শারীরিক কেমিস্ট্রিও।





ইংলিশ ফুটবল টিমের এক্স কোচ সুইডিশ সভেন গোরান এরিকসন এক বাঙালি লন্ডনি মেয়ে ফারিয়া আলমের সাথে সম্পর্কে জড়িয়েছিলো।

ফারিয়া ইংলিশ ফুটবল ফেডারেশনে চাকুরিরত ছিলো।

সেই ঘটনাটা নিয়ে ব্যাপক ফলো আপ হয়েছিলো।



পরিস্কার মনে আছে - সেই ফারিয়া আলম বুড়া এরিকসনের সাথে তার যৌন সম্পর্কের বর্ণনা দিতে গিয়ে এক ক্লোজ বান্ধবীকে বলেছিলো - হি ইজ স্টিল সুগার !



আমাদের দেশের ফ্রড গতিশীলরা ফারিয়া'র এই মন্তব্যকে কিভাবে দেখবেন ?

তার যৌন জীবনের অধিকার , তার ব্যক্তিগত যৌনানুভুতি , তার হেন তেন।

কোন মানবপ্রাচীর হবে না ?

হবে না কোন সম্মিলিত প্রতিক্রিয়া ?



শফী হুজুর পুরুষরা মেয়েদেরকে দেখে কিভাবে কামাতুর হয় প্রতিদিনের জীবনে সেটা নিয়ে কথা বলতে গিয়েই তেতুলের প্রসংগটা এনেছেন।

যদিও আমি এ ধরনের শব্দচয়নের সাথে একমত নই।

কিন্তু বাস্তবে যে এমনটাই ঘটে নারীর প্রতি পুরুষের যৌন কামনায় সেটা কিন্তু মিথ্যা না।



মনে করিয়ে দেই - 'পদ্মা নদীর মাঝি' চলচ্চিত্রে কুবের প্রচন্ড ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রীকে বলে -'পোলা বিয়ানির লাইগা জন্মাইছোস, পোলা বিয়াবি , কোন কতা নাই'।







নটরডেমে বাংলার জনপ্রিয় ম্যাডাম মার্লিন ক্লারা পিনেরো পড়ে পড়ে শোনাতেন বই থেকে।

এই ডায়ালগটা বলার সময় ম্যাডামের মুখ কালো হয়ে গিয়েছিলো , বিটলা পোলাপানের তো - সেই কি হাহা হিহি !

আজ থেকে ১ যুগেরো বেশী সময় আগের ঘটনা , এখনো মেমোরিতে ফ্রেশ।



মানিক বন্দোপ্যাধ্যায় কি এই সংলাপটা তার উপন্যাসে লিখে নারীর অবমাননা করসেন নারীকে পোলা বিয়ানোর মেশিন বানিয়ে ?

বাকি বাস্তব জীবনটাকে তুলে আনসেন ?

ঠিক যেভাবে পদ্মা পাড়ের জেলেজীবনে জেলেনীরা শুনে থাকে তাদের স্বামীর কাছ থেকে ?



শফী হুজুর যেটা বলসেন তেঁতুল নিয়ে , এরচেয়ে রসালো মন্তব্য বাংলাদেশের পুরুষরা (রিফাইন্ড ভদ্রলোক , আর চাষাখাসা চার্লিশ লোকজন যাই বলেন) করে থাকেন নিজেদের ভেতরে আড্ডায় সেক্সুয়াল টিকা টিপ্পনিতে।

শুধু বাংলাদেশের পুরুষরা না , সারা পৃথিবীর পুরুষদেরই একি অবস্থা।





কুলাংগারপনায় ভর্তি আওয়ামী লীগ।

ইডেনের হলে লীগ নেত্রীর দয়ায় সিট পাবে , অথচ তাপসকে শয্যাসুখ দেবেনা - এমনটা হয় না বলতে গেলেই।

ময়মনসিংহ আনন্দমোহনের ঘটনাটা মনে আছে ?

আওয়ামীলীগের পাছা ঢাকার জন্য দালাল পত্রিকায় লিখেছে শ্লীলতাহানি।

কিন্তু আসলে কি ঘটেছিলো ?

অনুষ্ঠানের মাঝখানে লাইট নিভিয়ে প্যান্ডেল ভেঙ্গে অন্ধকারে মহিলাদের উপর ঝাপিয়ে পড়েছিলো সোনার ছেলেরা।

ধর্ষণ ইন্সটিংক্টে জোর করে চুমু খাওয়া , শরীর হাতড়ানো , ব্রেস্ট ফন্ডলিং এর ঘটনা ঘটেছে।

অনেক মহিলা লজ্জায় চেপে গেসেন সেদিনের ঘটনাটা।





জাবির মানিকের ১০০ রেপ তো কোন আগের আমলের ঘটনা।

মাত্র কয়েকদিন আগে ক্লাস ফোরের মেয়ে রেপড হয়েছে যুবলীগ নেতার হাতে।

ঐ মেয়ে সুইসাইড করেছে।

বলে শেষ করা যাবেনা এসব কুলাঙ্গার লীগের নারীদেহের প্রতি হায়েনা আক্রমণের ঘটনা।

শেখ হায়েনার অনুসারী বলে কথা।

এত এত ঘটনা - যে মনে রাখাই দায়।



কোন সুশীল কবে কোথায় সম্মিলিত প্রতিক্রিয়া জানিয়েছে ?



গায়িকা মমতাজ সংরক্ষিত নারী কোটায় এমপি হয়েছে শেখ হাসিনার চয়েসে।

কোন মমতাজ ?

যৌবন আমার লাল টমেটু খ্যাত মমতাজ।







সেই লাল টমেটু ফ্যান শেখ হাসিনার মুখে তেঁতুল নিয়ে বিষেদ্গার !



হরি রাম , রাম হরি !



সৈয়দ শামসুল হক - হুমায়ুন আজাদ নারীদেহকে নিয়ে কি কি যৌন মন্তব্য করেছে বিভিন্ন লেখালেখিতে সেটা কে না জানে ?

পাক সার বাদ পড়ে দেখসেন ?

রসময় গুপ্ত ফেল।

নারী অবমাননার , নারীদেহকে অবমাননার প্রতিবাদে কে কবে কোথায় মানব বন্ধন করেছে হুমায়ুন আজাদের বিপক্ষে ?



কেঁচোর গর্ত খুড়লে তো এ রকম অনেক সাপ বেড়ুবে।



ভারতে রীতিমত কামসুত্র নিয়ে মুভি হয় , রেখা সেখানে তার ছাত্রীকে শেখায় - আর্ট অফ লাভ।

পুরুষকে কিভাবে তৃপ্ত করতে হবে সেই আর্ট।

সেখানে নারী অবমাননা হয় ?

নাকি হয়না ?

ব্যাপক বিনোদনের সাথে শিল্প দর্শন হয় ?





ভারতের কামাক্ষায় যে মন্দির আছে যেটার গায়ে সব যৌনকলা স্ক্লাপচার সেগুলো বানিয়ে কি প্রাচিন ভারতের নারীলোলুপ রাজারা নারীকে উলংগ করেছে ?

নাকি শিল্প চর্চা করেছে ?

নারী অবমাননামুলক বলে সেগুলো কি ভেঙ্গে ফেলা উচিত , না কি প্রাচীন শিল্পকলার নিদর্শন হিসাবে রেখে দেয়া উচিত ?

ভদ্দরজনেরা , কি বলেন ?





মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত অধিকাংশ ভাস্কর্য-ই উলংগ নারী।

সেটা কি শিল্প ?

নাকি নারী অবমাননা ?





মাননীয় প্রধানমন্ত্রী কি জিজ্ঞেস করবেন না মাইকেল অ্যাঞ্জেলো - হুমায়ুন আজাদদেরকে যে -

'উনাদের কি মা বোন নেই , উনারা এমন কথা বলেন কিভাবে , এমন উলংগ নারীর ভাস্কর্য বানান কিভাবে ?'



আপনি জানেন কি ? - আমাদের দেশের বিয়ে এবং স্ত্রীর ভরনপোষনের দায় সংক্রান্ত ফৌজদারি আইনের একধারায় পরিস্কার বাংলায় লেখা আছে - 'নারী দেহ সম্ভোগ' শব্দগুচ্ছ...

মামলার রায়েও এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়।

নারীর দেহকে যে সম্ভোগ করা হয় - এই সহজাত সত্যটা আইনেই স্বীকার করা হয়েছে , লীগাল কোডে ইনসার্ট করা হয়েছে , এবং সেটার জন্য সম্ভোগকারি পুরুষকে কি কি আইনগত দায় / লায়াবলিটি নিতে হবে সেটাও ডিফাইন্ড।



তাহলে আপনি কোন সে মহাপুরুষ - মহাশয় ?



কানা না হয়ে দুই চোখে সমানভাবে দেখে বিচার করেন...

কারন যারে আপনি দেখতে পারেন না তার সব কিছুই বাকা মনে হবে, যারে আপনি দেখতে পারেন তার সব সিধা !

মন্তব্য করবেন তো একটা স্ট্যান্ডার্ডে মন্তব্য করবেন...





তবে আমি বেশ বিরক্ত একটা ব্যাপার নিয়ে।

বড় আলেমদের কথাবার্তা ,লজিক মানুষকে গরমের ভেতরে ঠান্ডা ফীল করায়।

উত্তেজিত করেনা।





ইমাম আবু হানিফার একটা ঘটনা পড়েছিলাম আমার মরহুম তাব্লীগার নানাভাইয়ের এক বইয়ে।

জামাতের সাথে নামাজ পড়লে ইমাম সুরা পড়বেন , বাকিরা শুনবেন - এটা কিন্তু ইমাম আবু হানিফার ফতোয়া ছিলো।

তো এই ফতোয়া দেয়ার পর সে সময় একদল বিক্ষুব্ধ গোত্র আসলো দলবল বেঁধে তার কাছে কৈফিয়ত চেয়ে যে তার এতবড় সাহস হয় কিভাবে এই ফতোয়া দেয়ার।





ইমাম আবু হানিফা এত লোকের চিল্লাচিল্লি দেখে তাদেরকে বললেন - আপনারা সবাই আমার সাথে এইভাবে এক সাথে চিল্লাচিল্লি না করে আপনাদের ভেতরে একজনকে নেতা নির্বাচন করুন , উনি-ই আপনাদের পক্ষ থেকে আমার সাথে এ বিষয় নিয়ে কথা বলবেন , আমি তখন বুঝিয়ে বলবো - কেন আমি এই ফতোয়া দিলাম।



ঐ চিল্লাফাল্লা গোত্রের লোকরা তখন বলল -ঠিক আছে , অমুক আমাদের গোত্রের নেতা , উনি আমাদের পক্ষ থেকে আপনার সাথে কথা বলবেন।



ইমাম আবু হানিফা তখন বললেন - তাহলে তো আপনারা আমার ফতোয়া মেনেই নিলেন !



মামলা ডিসমিস।

ইমাম আবু হানিফা এ কারনেই ইমাম আবু হানিফা।





মুরব্বি আলেম হিসাবে মেয়েদেরকে ভালো কিছু বলবেন তো সেটা ভালো শব্দচয়নেই বলতে পারেন।

মেয়েরা বোকা না।

তারা জানে কোন নারীবাদি মহাপুরুষ তাদের কত শুভাকাংখি।

কোন নলেজেবল আলেম যদি সত্যিই ভালো লজিক দিয়ে বোঝাতে পারেন - তারা আপনাদেরকে ফলো করবে।

ঐসব ফ্রড গতিশীল নারী দরদীরা কেন এত নারীর প্রতি দরদ দেখায় সেটা মেয়েরাও জানে।



কিন্তু এসব তেঁতুল , লালা ঝরে, ছিলা কলা, খোসা ছাড়া আম, মাছি ঊড়ে - এগুলো কি ?



ইমাম আবু হানিফা যদি এফ আর সি এস ডাক্তার হন , তো বাংলাদেশী আলেমরা যারা এই সব তেঁতুল, খোসা ছাড়া আম, ছিলা কলা, মাছি উড়ার একজাম্পল দিয়ে থাকেন তারা হলেন হাতুড়ে ডাক্তার।

আল্লাহর ওয়াস্তে উলটা পালটা ডাক্তারি বন্ধ করেন।

রোগীর মরার দশা হবে তাতে।



আর খাবার টেবিলে খুটখুট মুরগী - বিছানায় হালুম হালুম হায়েনা নারীবাদিরা -



সাধু সাবধান !

মন্তব্য ১০৯ টি রেটিং +৪৩/-০

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২২

দর্পন বলেছেন: জটিল অপ্রিয় সব বাক্য

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭

িলপু_িসলেট বলেছেন: আর খাবার টেবিলে খুটখুট মুরগী - বিছানায় হালুম হালুম হায়েনা নারীবাদিরা - সাধু সাবধান !

জটিল পোষ্ট------সময়ের সেরা পোষ্ট++++++++++

লেখক-কে ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬

আলোর সন্ধানে বলেছেন: এক কথায় অস্বাধারন। এগুলো বললেই হাম্বাদের শরীর চুলকায়। তাই ইনাদের দরকার পাগলা মলম।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনি লিখা শুরু করার আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে মাওলানাকে ডিফেন্ড করতেই হবে।

আপনি কি ওনার পুরা ওয়াজ শুনেছেন। বিশেষ করে শেষের কথাগুলো -যেগুলো উনি বলেছেন চট্টগ্রামের আন্চলিক ভাষায়।
একটা কথা উনি বলেছেন তাঁর ওয়াজে-
বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলেরা সব বীর্য নষ্ট করে ফেলে বলে ওদের আর সন্তান হয়না আর এরপর আসে আমার কাছে ফুঁ নিতে"।

আপনি যাদের কথা বললেন- ওরা কেউ ছবি, গান দিয়ে ধর্মের ফেরি করেনি।
উনারা ফেরি করেছেন। নারীর বিরোধীতা করবেন আবার নারীনেত্রীর সাথে মিটিং করবেন।
প্রিয় নবী সাঃ বলেছেন- গ্যান অর্জন করা ফরজ। নারি পুরুষ সবার জন্য।

এরচেয়ে ডাইরেক্ট কথা আর নেই।

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দিন, সৎ, সুন্দর পথে চলার তওফিক দিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৭

দাসত্ব বলেছেন: [১] শফি হুজুর খালেদা জিয়ার সাথে কোন দিন-ও মিটিং এ বসেন নাই। বছর দুইয়েক আগে বরং শেখ হাসিনা শফি হুজুরের সাথে মিটিং এ বসছিলো।

[২] আমি এখানে মাওলানাক ডিফেন্ড করার জন্য লিখি নাই সেটা আমার শেষের অংশটাতে পরিস্কার।
আমি যে যেই কথা বলা বলতেসে সে সেটা বলার উপযুক্ত কিনা সেটা চোখে আঙুল দিয়ে দেখাইলাম মাত্র।

[৩] ধর্ম ভেরী করা মানে কি ?
তাহলে ধর্ম বেত্তা ক্যামনে হবে ?
আপনাদের খুশী মত ?
মানুষকে ইসলামিক ব্যাপারে স্পিচ / ইস্ট্রাকশন দেয়াই তো আলেমদের কাজ।

বাংলাদেশের অধিকাংশ হুজুর-ই আলেম হিসাবে হাতুড়ে ডাক্তার ক্যাটেগরিতে।
এরা রোগ সলভ না করে রোগ জটিল করে ফেলে সেটা এক বাস্তবতা।

৫| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮

স্পেলবাইন্ডার বলেছেন:


দাসত্ব ভাই, আল্লামা শফী বাংলাদেশ তথা উপমহাদেশের একজন বুযুর্গ আলেম। উনি যা বলেছেন বুঝে শুনেই বলেছেন। উনি যেভাবে উপমা প্রয়োগ করেছেন এটা তাঁর ব্ক্তব্যের শ্রোতাদের দৃষ্টিকোণ থেকে বিচার করলে কোন ভুল খুঁজে পাবেন না। আমাদের পবিত্র কুরআন ও হাদিসের ভাষা প্রায় দেড় হাজার বছরের পুরনো। আল্লামা শফি সেই কুরআন ও হাদিসের আলোকেই বক্তব্য দেন। আমরা নিশ্চয়ই আশা করতে পারি না, উনি তেতুঁলের উদাহরণ না দিয়ে কেএফসি চিকেন বা ক্যাডবেরির উদাহরণ দিবেন। এবং নারীদের নিয়ে তাঁর যে দৃষ্টিভঙ্গি সেটা আজকের যুগে পশ্চাতপদতা মনে হলেও ওটাই ইসলামের বিধান। নাস্তিক ও ইসলামবিদ্বেষীরা স্বয়ং আল্লাহ, রাসূল ও কুরআন, হাদিসের ভুল বের করে বিভ্রান্তি ছড়ায়। সেখানে আল্লামা শফি একজন রক্তমাংসের মানুষ মাত্র।

আসলে আওয়ামীলীগ সিটি করপোরেশন নির্বাচনে হেফাজতে ইসলামের তথা ধর্মপ্রাণ মুসলিমদের শক্তিমত্তা বুঝতে পেরেছে। দেশের সাধারণ জনগণ হেফাজতে ইসলামের উপর রাতের অন্ধকারে চালানো হত্যাযজ্ঞ যে ভালভাবে নেয়নি সেটাও আওয়ামীলীগ বুঝতে পেরেছে। তাই জাতীয় নির্বাচনের আগে আল্লামা শফি তথা হেফাজতে ইসলামকে জনগণের সামনে বিতর্কিত করার প্রয়াস হিসেবেই এসব করা হচ্ছে। এগুলো করে কোন লাভ হবে না।

আপনি আল্লামা শফিকে ডিফেন্ড করতে গিয়ে অনেক নোংরা লোকজনের উদাহরণ টেনে এনেছেন। ফেসবুকেও দেখলাম একই কাজ করা হচ্ছে। ঐসব জ্ঞানপাপীদের সাথে একজন আলেমকে তুলনা করার কোন দরকার আছে কি?


অ.ট.- গোলগাল মারলেন ক্লারা পিনেরো ম্যাডামের নাম অনেকদিন পর শুনলাম। আরেকজন বাংলা ম্যাডাম ছিলেন প্রমীলা ভট্টাচার্য যিনি বিটিভিতে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তবে সবচেয়ে মজার লোক ছিলেন গ্যাব্রিয়েল মানিক গোমেজ স্যার। এক হৈমন্তী পড়িয়েছেন তিন মাস ধরে.....এক লাইন পড়েন আর ভিন্ন গল্প শুরু করেন... :)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

দাসত্ব বলেছেন: নাহ , এসব উলটাপালটা টার্ম ব্যবহার করে উপদেশ দেয়ার চাইতে না দেয়াই ভালো। তাতে আরো ব্যাপারটা আগলি হয়ে যায়।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

দাসত্ব বলেছেন: মানিক গোমেজের ক্লাস আমরাও পাইসি।
প্রমিলা ম্যাডামেরটা পাই নাই।

৬| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১

ক্যাচালবাজ বলেছেন: কি বোজাতে চাইলেন? যাদের লালা পড়েনা তাদের নিয়ে কি বললেন খেয়াল করেছেন !!

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

দাসত্ব বলেছেন: কি বুঝাতে চাইলেন - আমিও বুঝলাম না।

৭| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৩

মো: আজিজ মোর্শেদ বলেছেন: সুন্দর লিখেছেন। আমার কথা হল শফী সাহেবরে নিয়া শুধু চিল্লাইতে হবে কেন, চিল্লাইলে সবাইরে নিয়া চিল্লা।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

দাসত্ব বলেছেন: বাদ দেন , এসব কানারা কখন কেন কোনটা নিয়ে চিল্লায় আমার জানা আছে।
এভিডেন্স আর প্রপার রিজনীং দিয়া ধরলে মাইঙ্কা চিপায় সিধা করে ফেলা যায়।
ব্যাপার না।

চোরের মুখে যেমন ধর্মের কথা মানায় না, সেই রকম কেউ নিজেকে আলেম দাবি করলে তার মুখেও উলটা পালটা কথা মানায় না।

৮| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৪

আমাজোন বলেছেন: জটিল বলেছেন..........

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৩

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৯| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
দারুণ লেখা।

দারুণ শিরোনাম।

প্রগতিশীল (ফ্রডগতিশীল), (Fraudগতিশীল) - শব্দটি খু-উ-ব মজা পেলাম। আপনার আবিষ্কার হলে হ্যাট্‌স্ অফ্।

আওয়ামী ভন্ডামী, লু্চ্চামী হাস্যরসের মাধ্যমে যেভাবে তুলে ধরেছেন তার জন্য প্লাস।


+++

ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

১০| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

জগ বলেছেন: ++++++++++++

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

১১| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৭

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
শফি সাহেবের সাথে যা' হচ্ছে তা' নিছক আওয়ামী পলিটিক্স। নোংরা পলিটিক্স।

৫ সিটির নির্বাচনে হারার অন্যতম কারণ ধরা হয় এই হেফাজত। তাই গায়ের ঝাল মেটানো।

আগামীতে বি.এন.পি-ই পাবে তাদের ভোট। তাই আরও মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ।

কী পারেনা আওয়ামী লীগ???

কিছুদিন আগেও ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক ও ড. আবদল্লা মো. তাহেরর সাথে শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভীর গোপন সমঝোতা বৈঠকের কথা পত্রিকার চোখ ফাঁকি দিতে পারেনি।

আওয়ামী রাজনীতি হচ্ছে পুরোটাই এরশাদ। তারও অধম। বিশ্ব বেহায়ার চাইতেও অধম।

ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২১

দাসত্ব বলেছেন: হুম

১২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২০

অরণ্য আরণ্যক বলেছেন: হেফাজতের সাথে কোন ভাবেই ঠিকতে পারছেনা, আর তাদেরকে বাগেও আনতে পারছেন। তাই শেষ পর্যন্ত রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। যেভাবে গাজীপুর নির্বাচনে মানান কে করলো

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২২

দাসত্ব বলেছেন: মামলা সেখানে সবাই জানে।

১৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

যেই তেঁতুল দিলেন পুরাই টক, অনেকের এত টক সইবে না।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

দাসত্ব বলেছেন: ;)

১৪| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩২

কলাবাগান১ বলেছেন: আপনি যাদের কথা বললেন- ওরা কেউ ছবি, গান দিয়ে ধর্মের ফেরি করেনি।
উনারা ফেরি করেছেন। নারীর বিরোধীতা করবেন আবার নারীনেত্রীর সাথে মিটিং করবেন।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

দাসত্ব বলেছেন: তবে উনারা নারী মর্যাদা - সম্মাননা ইত্যাদি ফেরী করে বেড়ান।
আর ধর্ম ফেরী ক্যামনে করে আর ধর্ম প্রচার ক্যামনে করে - জানার খুব ইচ্ছা।
একটু ব্যাখ্যা দিয়ে যায়েন কাইন্ডলী।

১৫| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩

একাকী বাংলাদেশি বলেছেন: নিজেই ঠিক করে রেখেছিলাম লিখবো তার আগেই আপনি লিখে দিলেন তাও সমস্যা নাই আমি আবার লিখবো। যদিও দুটি লেখাই খুব কাছাকাছি হবে

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

দাসত্ব বলেছেন: ওকে

১৬| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

কাফের বলেছেন: গল্পের বইয়ে খুজলে মাদারফাকার ধরনের শব্দ পাইয়া যাবেন তো ওয়াজের মধ্যে এই ধরনের শব্দ গুলাকেও জায়েজ করে দেন!

আপনেতো শুধু তেঁতুলের ব্যাক্ষা দিলেন!

ক্লাস ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব কইরতে পারে মত।!

গার্মেন্টসে মেয়ে রা জেনা কইরা কইরা টাকা রোজগার করতেসে!

এখন খুজে খুজে বের করেন এই ধরনের কথাবার্তা আর কে কে বলছে বা কোথায় কোথায় আছে!!

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯

দাসত্ব বলেছেন: এইখানে তেঁতুলের বিষয়টা কথা হইসে।
ট্র্যাকে থাকেন।
আর ক্লাস ফোর ফাইভের লেখাপড়ার ঐসব ফালতু কথাও ধুয়ে ফেলমু।
আই অলরেডি টোল্ড দে আর ওয়ে বেলো ইমাম আবু হানিফা লেভেল।
কিন্তু সেটা নিয়েতো এই ব্লগ না।

১৭| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

বিষণ্ণ বালক বলেছেন: "শফীর বক্তব্য বিকৃত মানসিকতার বললেন বিশিষ্টজনেরা" (লিঙ্কঃ Click This Link) । আসুন এতে স্বাক্ষরকারী "খেলারাম খেলে যা" খ্যাত লেখক সৈয়দ শামসুল হক-এর কিছু উচ্ছিস্থ থুক্কু "উৎকৃষ্ট" সাহিত্যকর্মের সাথে পরিচিত হই-

যখন দু’স্তন মেলে ডেকে নিলে বুকের ওপরে,
স্বর্গের জঘন খুলে দেখালে যে-দীপ্তির প্রকাশ,
তখন কী হলো আমি কোন্ ভাষে বলবো কী করে?
মুহূর্তেই ঘুচে গেলো তৃষিতের অপেক্ষার ত্রাস।
(‘ভালোবাসার রাতে-২’)
----------------------------------------------
বৃষ্টিও বৃষ্টি তো নয় - জরায়ুর রক্তিম ক্রন্দন।
আজ তিনদিন থেকে অবিরাম, ক্ষান্তি নেই তার।
নিষেধ পতাকা লাল, পতাকায় শরীরী স্পন্দন
তবুও তবুও জাগে, জাগে ইচ্ছা সেখানে যাবার।
শত বাধা সত্ত্বেও থামতে পারে না কামুক পুরুষ। দুজনের দেহ ছিঁড়ে বের হয় দুধ-পূর্ণিমা। আর তা নেমে আসে স্তনের চূড়ায়। বাড়তে থাকে কামনার জ্বর। আর জ্বরতপ্ত হাত কুড়ায় কামনার ফুল। এ টান শুধু এক পক্ষের নয়। সমানতালে দুজনের। অবশেষ ভেঙে যায় বাঁধ -
তবে ভিজে যাক সব, বৃষ্টি থাক, এসো ভিজে যাই -
জ্বরের আগুনে দেহ লাল বৃষ্টিধারায় ভেজাই॥
(‘ভালোবাসার রাতে-২৯’)
-----------------------------------
আমি তোমার যতটা দেখি, তা ভালো;
যা দেখি না, সম্ভবত তা আরো ভালো।
এবং মাঝরাতে ইচ্ছার আলো
ঐ সব ভেবে হয় ভীষণ জোরালো॥
(‘এক আশ্চর্য সঙ্গমের স্মৃতি-৮’)

(সৈয়দ শামসুল হক লিখিত "ভালবাসা রাতে" কাব্য গ্রন্থ হতে সংগৃহীত)

কই কোনদিন তো দেখিনি এইসব নিয়ে নারীবাদী বা প্রগতিশীলদের রাস্তায় নামতে, মানববন্ধন করতে?

বুঝতে হবে- "ডালমে কুছ কালা হ্যায়"

সবকথার শেষ কথা "কৃষ্ণ করলে লিলাখেলা আমি করলে পাপ"

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

দাসত্ব বলেছেন: অন্যের দোষ নিয়ে বড় কথা বলা তার সাধে যে নিজে সাধু।

১৮| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

কলম.বিডি বলেছেন: বস!

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

দাসত্ব বলেছেন: অ্যাস ইউ ফিল ফাইন টু সে

১৯| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

মদন বলেছেন: “মাঠে ঘোড়া আর ঘরে বউকে বিশ্বা নেই”- লিও টলস্টয়

“মেয়েরা সাধারণত এতই খারাপ যে, ভাল এবং মন্দ মেয়ের মধ্যে কোন পার্থক্যই করা যায় না”- লিও টলস্টয়

“কম বয়েসী মেয়েরা হলো রসগোল্লার মত যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে”-শংকর

“পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে তার মাঝে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা”-মেনানডার

“পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর মেয়েরা শয়তানের খেলার সামগ্রী, মেয়েরা সন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু নয়”-নেপোলিয়ান

“গর্ভবতী নারী দেখতে অনেকটা গর্ভবতী পশুরই মতো”-হুমায়ন অজাদ

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১

দাসত্ব বলেছেন: আই নো অলরেডি।

২০| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

চায়না০০৭ বলেছেন: আরে ভাই ক্ষেমা দেন ভাবসাধক শফি হজুরের গেলেমান তাই পক পক করব.............. কারন এগো মা বোন কে এরা তেতুল ভাবে ......
তাইতো ৭১ এরা নিজের মা বোন দের অন্যের হাতে তুলে দিতে একটু ও ভাবে নাই।

ভাবসাধক সাথেশফি এর মা এর জাইয়া আমার জিগাইতে মন চায়
আপনারে আপনার পোলা তেতুল মনে করে....................আপনার অভিমত কি?????

২১| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

চায়না০০৭ বলেছেন: আরে ভাই ক্ষেমা দেন, শফি হজুরের গেলেমানরাই পক পক করব.............. কারন এগো মা বোন কে এরা তেতুল ভাবে ......
তাইতো ৭১ এরা নিজের মা বোন দের অন্যের হাতে তুলে দিতে একটু ও ভাবে নাই।

যারা শফির পক্ষে তারা ও সাথে শফি এর মা এর জাইয়া আমার জিগাইতে মন চায়
আপনারে আপনার পোলা তেতুল মনে করে....................আপনার অভিমত কি?????

২২| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

একজন ঘূণপোকা বলেছেন: লালা ঝরে কথা বলে শফি জুহুর ভুল করেননি। এই নারিবাদিরাই রাস্তা ঘাটে মেয়ে দেখে বলে, পুরা মাল রে মামা একটু সাক করতে পারতাম।


খেয়া ঘাট বলেছেন: আপনি লিখা শুরু করার আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে মাওলানাকে ডিফেন্ড করতেই হবে।

আপনি কি ওনার পুরা ওয়াজ শুনেছেন। বিশেষ করে শেষের কথাগুলো -যেগুলো উনি বলেছেন চট্টগ্রামের আন্চলিক ভাষায়।
একটা কথা উনি বলেছেন তাঁর ওয়াজে-
বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলেরা সব বীর্য নষ্ট করে ফেলে বলে ওদের আর সন্তান হয়না আর এরপর আসে আমার কাছে ফুঁ নিতে"।

হ্যা অনেকে উনি পাশ করা লোক তাদের কাছে যায় দোয়া নিতে, আবার অনেকে তাদের দিয়ে মিলাদ দেয় যেন তাদের সন্তান হয় আর সেই মিলাদে কেদে কেদে বুক ভাষায়।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

দাসত্ব বলেছেন: নো , উনি অবশ্যই ভুল বলসেন।
দিস ম্যানার অ্যান আলেম ক্যান্ট সে।


২৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

একজন ঘূণপোকা বলেছেন: লালা ঝরে কথা বলে শফি জুহুর ভুল করেননি। এই নারিবাদিরাই রাস্তা ঘাটে মেয়ে দেখে বলে, পুরা মাল রে মামা একটু সাক করতে পারতাম।


খেয়া ঘাট বলেছেন: আপনি লিখা শুরু করার আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে মাওলানাকে ডিফেন্ড করতেই হবে।

আপনি কি ওনার পুরা ওয়াজ শুনেছেন। বিশেষ করে শেষের কথাগুলো -যেগুলো উনি বলেছেন চট্টগ্রামের আন্চলিক ভাষায়।
একটা কথা উনি বলেছেন তাঁর ওয়াজে-
বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলেরা সব বীর্য নষ্ট করে ফেলে বলে ওদের আর সন্তান হয়না আর এরপর আসে আমার কাছে ফুঁ নিতে"।

হ্যা অনেকে উনি পাশ করা লোক তাদের কাছে যায় দোয়া নিতে, আবার অনেকে তাদের দিয়ে মিলাদ দেয় যেন তাদের সন্তান হয় আর সেই মিলাদে কেদে কেদে বুক ভাষায়।

২৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

কাফের বলেছেন: আগে কেউ কেউ নারীদের নিয়া আপত্তিকর মন্তব্য করলে ঐ সময় তার প্রতিবাদ করা হয় নাই বইলা এখন করা যাবে না কেন?!

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫

দাসত্ব বলেছেন: সেটা তো বলি নাই।
সব সময় করা যাবে।
তবে কথাটা বলার - প্রতিবাদ জানানোর রাইটটা তার যে আসলেই সাধু।
ভুয়ারা কেন এত চিল্লাফাল্লা করতেসে।

অটো শো গুলাতে যে মডেলগুলাকে গাড়ির সাথে দাড়া করায়া রাখে - তখন তো এদের বিবৃতি দেখিনা।

২৫| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

হিজবুল বাহার বলেছেন: অপ্রিয় সত্যগুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ ।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

২৬| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭

অর্ণব আর্ক বলেছেন: আগে এই কুত্তার বাচ্চাদের বিচার হোক। শ্লার মাইনক্যার হোক, রবিগুরু কবীন্দ্রনাথ টেকুরের হউক.. তাপর তিন টেকার শফি হুজুরের পেছনে লাগা হউক..
“কম বয়েসী মেয়েরা হলো রসগোল্লার মত যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে”-শংকর

“পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে তার মাঝে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা”-মেনানডার

“পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর মেয়েরা শয়তানের খেলার সামগ্রী, মেয়েরা সন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু নয়”-নেপোলিয়ান

“গর্ভবতী নারী দেখতে অনেকটা গর্ভবতী পশুরই মতো”-হুমায়ন অজাদ

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

দাসত্ব বলেছেন: কুত্তার বাচ্চা বাছলে গাঁ উজাড় হয়ে যাবে

২৭| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

কাফের বলেছেন: জনাব, অর্ণব আর্ক
আপনাদের কলিজার টুকরা আল্লামা শফির নারীদের নিয়ে দৃষ্টিভঙ্গি ও কথাবার্তা ঐ কুত্তার বাচ্চাদের মতই!
একটু খেয়াল কইরা গালি কিন্তু উনারও লাগে।

২৮| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

উচ্ছল বলেছেন: তেঁতুলতত্ত্ব নিয়ে কোন কথা নাই।
হুজুর যা বলেছেন ঠিক বলেছেন।
কিন্তু কথা অন্য জায়গায়।
একজন মেয়ে শুধুমাত্র ক্লাস ফোর পর্যন্ত পড়বে, ডাক্তার হতে পারবেনা কিংবা গার্মেন্টসে কাজ করতে পারবেনা। এটা অত্যান্ত অজ্ঞতা এবং ক্ষুদ্র জ্ঞানের পরিচায়ক।
মুসলিম মহিলা ডাক্তার যদি না থাকে তবে উনার ফ্যামিলির নারী মেম্বারদের অসুস্থতা বা প্রসববেদনার সময় কি উনি পুরুষ ডাক্তারের সামনে নারীর দুপায়ের মাঝের অংশ পরীক্ষা নীরিক্ষা করার অনুমতি দিতে চান???

দেশের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে গার্মেন্টসে কাজ না করার পক্ষপাতি শফী হুজুর।
উনার মতে পরিবারের পুরুষ কাজ করে উপার্জন করবে। কিন্তু অত্যান্ত দরিদ্র পরিবার শুধু পুরুষের উপার্জনে কি করে তার বাড়ি ভাড়া, সন্তানদের শিক্ষার ব্যয় ভার বহন করবে। আর কোন ফ্যমিলিতে যদি পুরুষ অসুস্থ কিংবা অক্ষম থাকে তবে তো সাড়ে সর্বনাশ।
তবে গার্মেন্টসে কোন অনৈতিক কাজ না হতে পারে সেদিকে সতর্কতার কথা শফি হুজুর বলতে পারতেন।

স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অবৈধ মেলামেশার দিকে যে ইঙ্গিত দিয়েছেন সেটাও নির্দেশ করেছে ভুল জায়গায়।
শিক্ষানীতির ইসলামী দৃষ্টিকোন তুলে ধরতে পারতেন। ঢালাও ভাবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার কথা বলা যেত। এই ধ্বজভংগ সমস্যার সৃষ্টি যেন না হয় তার বৈজ্ঞানিক দিকনির্দেশনা কাম্য ছিল। মাথা ব্যাথা তাই বলে মাথা কেটে ফেলার তো কোন নিয়ম নেই।

মা যদি শিক্ষিত না হয় তবে সে কিভাবে সন্তানকে উত্তম শিক্ষা দেবে? কি করে সে সত্য মিথ্যার পার্থক্য পরবর্তি প্রজন্মকে দেখিয়ে দিয়ে যাবে?? জাহেলিয়াতের মোকাবেলায় ইসলামের সুমহান আদর্শ কি প্রকারে প্রচার করতে হবে এটাতো শিশুরা মায়ের কাছ থেকেই প্রথম শিখবে।

কওমি আজো কওমিই থেকে গেল।
আশার দিক- বাস্তবতার মুখোমুখি হয়ে আজ তারা বুঝতে পারছে ইসলাম শুধু মাদ্রাসার কম্পাউন্ডের চার দেয়ালের বাইরে আসলে কি পরিমান শিক্ষা, ত্যাগ, ধৈর্যের পরিচয় দিতে হয় এবং বতিলের কোন রুপের মোকাবেলা করতে হয়।

যারা দীর্ঘ ৭০ বছরের অধিক সময় ধরে বর্তমান সমাজের প্রেক্ষাপট গবেষণা করে ইসলাম কায়েমের সুচিন্তিত পদ্ধতি প্রয়োগ করছেন তাদের কাছ থেকে আসলেই জাতির আরো কিছু এখনো শেখার বাকি আছে।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

দাসত্ব বলেছেন: হী ইজ নট অ্যা গুড ডক্টর

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

দাসত্ব বলেছেন: হী ইজ নট অ্যা গুড ডক্টর

২৯| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮

হুমায়ুন তোরাব বলেছেন: অনেক দিন পর ব্লগে ভাল একটা লিখা পরলাম । সিম্পলি অসাধারন ।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

দাসত্ব বলেছেন: ধন্যবাদ হুমায়ুন তোরাব

৩০| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪১

শুভখান বলেছেন:

খুব জানতে মন চায় ইসলাম ধর্মে বিধর্মীদের সাথে বিবাহর ক্ষেত্রে যে নিয়ম মেনে চলার বিধান রয়েছে এবং মেনে না চললে যে সেই সম্পর্ক আর বৈবাহিক সম্পর্ক হিসেবে থাকেনা, তখন সেটা হয়ে যায় ব্যাভিচার। এমন নিয়ম মেনে না চলে বিয়ে হয় যে মুসলিম পরিবারে সেই পরিবারের কাছে জাতি কি করে তেঁতুলের মর্ম বোধগম্য হবে গুরু।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

দাসত্ব বলেছেন: অত কথা টানার প্রয়োজন নাই।
এরা কত নারীর প্রতি সম্মানে টলটল সেটা সবাই জানে !

৩১| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫

একজন পথশিশু বলেছেন: @ কাফের,

টাঙ্গাইলে বান্ধবির সহায়তায় ছাত্রীর গণধর্ষণ, সাভারে বান্ধবির সহায়তায় গণধর্ষণ হওয়ার সময় কই আছিলি কার গুয়ার তলে লুকাইছিলি তোরা। কয়ডা নারী সঙ্ঘঠন রাস্তায় নামসিল? কয়জন প্রতিবাদ জানিছিল? ওহহ তোগ কাছে তো রেপ কোন ব্যপার না। রেপের বিচার চাইলেতো আর খবরে নাম ঊডে না,
তখন নারী অবমাননা হয় নাই????
প্রভা আর চৈতির পর্ন বাইর হইলে পুলাপাইন রাস্তাঘাটে যেভাবে আলোচনা করে! তখন নারী অবমাননা হয়না?
কবি নারীর দেহরে নিয়া যখন অশ্লীল কথা কয় তখন কার গুয়ার তলে লুকাস ????????
কামের কাম কিছুই করতে পারস না হুদ্দাই চিল্লাস।

৩২| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫০

বাবুআনা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

দাসত্ব বলেছেন: থ্যাংকস

৩৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫০

মুহাম্মাদ আলী২ বলেছেন: কাফের এবং কলাবাগান দুইটাই হিন্দু।ওদের গদাম দিয়া পোস্ট থিকা বাহির করে দেন

আর পোস্ট ভাল্লাগছে।পিলাচ +++++++

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

দাসত্ব বলেছেন: হাও ডু ইউ নো ?

৩৪| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২২

সাইলেন্ট কিলার বলেছেন: +++++

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৩৫| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

একিউমেন০৮ বলেছেন: +++++

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৩৬| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১

অর্থহীণ বলেছেন: +++++++++++++++

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৩৭| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭

নেয়ামূল হক বলেছেন: দাসত্ব ইন ফর্ম। +
শেয়ার্ড

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪

দাসত্ব বলেছেন: থ্যাংকস ফর শেয়ারিং

৩৮| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সুশীলতার আড়ালে আসলে ইসলাম বিদ্বেষ! নাইলে শুকরের দল রাসুল(সাঃ)কে অবমাননা করা মত প্রকাশের স্বাধীনতা ও তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে জায়েজ করতে চায়। ভন্ডর দল।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

দাসত্ব বলেছেন: ট্র্যাকে থাকেন।
জানি কে কোনটা কেন বলে।
আপাতত ট্র্যাকে থাকেন

৩৯| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: অনেক দিন পর অসাধরন একটি লেখা পড়লাম ,,,
ধন্যবাদ দাসত্ব ভাই অপ্রিয় কিছু সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্য ...

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

দাসত্ব বলেছেন: পলায়া থাকলে জেলের ভেতরে আটকানো ছবি কেন ? :|

৪০| ১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০১

এই আমি সেই আমি বলেছেন: তা ভাইজান কি বিয়ে করছেন ? না করলে ফোর ফাইভের উপর যাইয়েন না , ভাবী আপনার টাকা পয়সার হিসাব রাখতে পারলেই চলবে । আর বিয়ে করে ফেললে ভাতিজিরে ফাইভের উপর পড়াইয়েন না ।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

দাসত্ব বলেছেন: নাহ , বিয়া করি নাই।
ক্যান , ফোর ফাইভের উপরে যামুনা ক্যান ?

আমি কি কইসি যে ঐ ফোর ফাইভের টপিক আমি সাপোর্ট করসি ?

এই পোস্টে যেটা নিয়া কইসি সেটা নিয়ে কথা কন।

৪১| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩১

শিপন মোল্লা বলেছেন:

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

দাসত্ব বলেছেন: আমার কিছু যায় আসেনা।
আমি এম্নেও পুছিনা।

৪২| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৫

ননদালীনাজ বলেছেন: +++++++++++++
অনেকদিন পর দারুণ লেখা। +++++++++

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫২

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৪৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫১

একজন ঘূণপোকা বলেছেন: আবুশিথি ভাই এটা কি দিলেন দেইখা তো পুরা টাস্কি খেয়ে গেলাম।

৪৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৬

দাসত্ব বলেছেন: বাকী কমেন্টগুলোর রিপ্লাই ইনশাল্লাহ পরে দিবো।
কিপ অন টাচ

৪৫| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫৭

ম.র.নি বলেছেন: ভাই, শফি হুজুর খারাপ বলে নাই, সত্য কথা তিতা কইরা কইছে।তয় একটু ভুল আছে, যারা পুরুষ সমকামী তদের কিন্তু লালা পড়বে না, ঐ হুমোরাই শফি হুজুরের কথার বিরুধীতা করছে।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

দাসত্ব বলেছেন: কথা কি বলতে চাইসেন সেটা আমিও জানি।
তবে উল্টাপালটা ভাবে কইলে তো হইবো না।

অ্যাপেন্ডিক্সের অপারেশন কি কসাই'র ছুরি দিয়ে করবেন নাকি ?

৪৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৫

চলতি নিয়ম বলেছেন: সমকামী হেফাজতি শিক্ষক আটক: রোববার রাতে নির্যাতিত শিশু ছাত্র আব্দুল্লাহ বিন আক্তারের মামাতো ভাই আব্দুল লতিফ কওমী মাদ্রাসার হেফাজতী শিক্ষক সমকামী মোহাম্মদ তানভীরকে আসামী করে মামলা করলে রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করেন পুলিশ। মামলা নং ১৫, নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারা তাং ১৪/০৭/১৩ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে রমজানের প্রথম রাতে শিক্ষক মোহাম্মদ তানভীর নির্যাতিত শিশু ছাত্র আব্দুলস্নাহ বিন আক্তার (৯)কে তার শয়ন কক্ষে ডাকেন । আব্দুল্লাহ শিক্ষকের কাছে গেলে সমকামী হুজুর তাকে কু-প্রস্তাব দেয় তাতে আব্দুল্লাহ রাজি না হলে ওই রাতেই মোবাইল চুরির অপবাদ দিয়ে বে-ধড়ক মারপিট করে পিলারের সাথে বেঁধে রাখে তানভীর হুজুর। X( X(

আর কিছুই বাকি থাকলো না =p~

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

দাসত্ব বলেছেন: তো , কি হইসে ?

৪৭| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৮

রামন বলেছেন:
পোস্ট পড়ার পর অবাক হলাম এই জন্য যে, যা ভেবেছিলাম হয়েছে তার উল্টা। যাইহোক আবেগ ও বেদনা ভরাক্রান্ত মন নিয়ে হলেও হুজুরকে সমর্থন করা থেকে বেরিয়ে আসতে পেরেছেন দেখে ভালো লাগলো।

বাস্তবিক পক্ষে হুজুরের বয়ান ছিল অযৌত্তিক, অশ্রাব্য, সমাজবর্জিত এবং নোংরা। নিঃসন্দেহে বলা যায় বক্তা হিসেবে হুজুরের শব্দভাণ্ডারে শ্রুতিমধুর বাক্যের যথেষ্ট ঘাটতি আছে। একটি ধর্মীয় মজলিশে যেখান থেকে মানুষ ইসলামের দীন সম্পর্কে শিক্ষা লাভ করবে এমন একটি স্পর্শকাতর স্থানে তো দুরের কথা নিজ বাসগৃহের অন্দর মহলেও এই ধরনের অকথ্য আলাপচারিতা করা উচিত নয় যদি না সে নিম্ন স্তরের গাড়ল, বেদে ও জোলা শ্রেণীভুক্ত হয়ে থাকে।

যাইহোক কাচ ভাঙ্গলে যেমন জোড়া দেয়া সম্ভব নয় তেমনি উনার বাক্য বর্ষণে নারী পুরুষ সর্বস্তরের মানুষের ভিতর যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটিও সারবার নয়। এখন আপনারা যারা তার অনুসারী রয়েছেন অন্তত ইসলামের স্বার্থে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে হুজুর কি স্বপদে বহাল থাকবেন নাকি চলে যাবেন। ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬

দাসত্ব বলেছেন: আমার মনে আবেগ ফাবেগ থাকেনা সাধারনত।
সুতরাং শুরুর খোঁচাটা লাগে নাই।

মাঝখানের প্যারা আমিও আমার মত করে বলসি।

৪৮| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮

ম.র.নি বলেছেন: সরি দাসত্ব ভাই আপনার পোস্টে অন্য ব্লগারদের উদ্দেশে কিছু বলছি:::বেশ কিছুদিন আগে কাওরান বাজার অথবা কোন এক্টা জায়গায় এক আওয়ামিলীগ ঠিকাদার তার বাসায় নিজ 'পুরুষ সন্গী'দ্বারা খুন হয়।ঔ ঠিকাদার নাকি নিয়মিত নিজের বাসায় তার 'পার্টনার'কে নিয়ে রাতজাপন করত।ইহা সত্য ঘটনা যারা নিয়মিত দেশের পত্রীকা পড়েন তারা জেনে থাকবেন, ধারা উপধারা কেস নম্বর উল্লেখ করে তা সত্য প্রমান করার প্রয়োজন নেই। আমার বক্তব্য ছিল সত্যিকারের মর্দ লোক মেয়ে দেখলে 'লুলিত' হবেই আর যেগুলি 'লুলিত' হবেনা ঐগুলি সহজ কথায় 'গে'।পুরুষ তাদের জন্য তেতুলের মত।ঐসব 'গে'রাই শফি হুজুরের কথার বিরুধীতা করছে।

অনেকে গার্মেন্সের মেয়েদের নিয়ে করা শফি হুজুরের কথার নিন্দা করছে।তারা কি কেও কখনো গার্মেন্সের ঐ মেয়েদের ভালো করে চেনে?আমি নারায়ংন্জে থাকি, যা দেশের অন্যতম গার্মেন্টস শিল্প নগরী।আমি জানি কি ঘটে, কি হয়, তাদের কিভাবে 'ট্রিট' করা হয়।১০০% খারাপ না, আবার ১০০% মেয়েরা ভালোও না।ফ্যাক্টরীতে গেলে এমনও বলে থাকে 'পছন্দ কর কোনডা লাগবো, লয়া যা তর লগে'।আর ফ্যাক্টরীর ভিতরে কাজের বা কর্মচারীদের 'কাল্চার' নিয়ে বিস্তারীত না-ই বা বল্লাম।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬

দাসত্ব বলেছেন: সমস্যা নাই

৪৯| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

চলতি নিয়ম বলেছেন: তেতুল বুড়োর কথার জবাবে এক চ্যানেলে একজন গার্মেন্টস শ্রমিককে বলতে শুনলাম - উনারা নিজেরাই সমাজের বোঝা, কোনো উতপাদনশীল কাজে পরিশ্রম করে উপার্জন করতে হয় না, উল্টো সমাজেরটা খেয়ে আবার উল্টাপাল্টা ফতোয়া দেয়...

স্যালুট... অনেক শিক্ষিত সুশীলের তেনা পেঁচানো বক্তব্যের থেকে আপনার এই সোজাসাপ্টা উপলব্ধির মূল্য অনেক সহস্র গুন বেশী ক্ষুরধার...

৫০| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

এই আমি সেই আমি বলেছেন: উপরের অনেক মন্তব্য কারীর জন্য একটি খয়রাতি উপদেশ আল্লামার কথা অনুযায়ী যারা বিয়া করেন নাই তারা ফাইভের উপর যাইয়েন না , ভাবী টাকা পয়সার হিসাব রাখতে পারলেই চলব । আর যারা বিয়া করছেন ভাতিজিরে ফাইভের উপর পড়াইয়েন না ।

৫১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৮

দন্ডিত বলেছেন: আপনার বাচ্চাকে কোন ক্লাস পর্যন্ত পড়াবেন?

(আপনাকে প্যাচে ফেলার জন্যে নয়, আমার নিজের একটা ডিসকোরর্স আছে এই পুরা ব্যাপারটা নিয়ে। আপনার উত্তর পেলে আমার কথাগুলো বলব।)

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৭

দাসত্ব বলেছেন: ১৬ নাম্বার দেখেন।
ভুল ধারনা নিয়া প্রশ্ন করসেন।

৫২| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: +++++++++++++++++++++++++++++

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৫৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪১

সাইবার অভিযত্রী বলেছেন: @দন্ডিত , আমার মেয়েদের ঘরেই পড়াব, পড়াচ্ছি । তো ?

( কুষ্টিয়া বা অন্য )আদর্শ স্কুলের আদর্শ শিক্ষকদের কাছে দেবার ইচ্ছে নেই ।

ভিখারুন্নেসার মত দেশের সেরা মেয়েদের স্কুল, যেখানে কো-এড নেই সেখানেও দেবার ইচ্ছে নেই, অথবা জাবি র মত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকেও ১০০ হাত দুরে থাকতে চাই। তো ?

কি বলবেন? আমি বর্বর ?
পান্না - মানিক - পরিমলের মত সুশিক্ষিত সুসভ্য হবার আগ্রহ নেই ।

৫৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

বিডি আমিনুর বলেছেন: +++++++++

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৫৫| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

ইসপাত কঠিন বলেছেন: এক দুষ্ট আমেরিকান একবার আমাকে বলেছিলো যে তুমি যদি আমেরিকান মেয়েদের বুকের দিকে আড়চোখে চেয়ে দেখ সে রাগ করবে এবং সেরকম ত্যাড়া হলে তোমার নামে মামলা ঠুকে দিলে অবাক হউয়ার কিছু থাকবে না। কিন্তু যদি তুমি সরাসরি তাকিয়ে বলো 'your boobs are beautiful' সে সেটাকে complements হিসাবে নিয়ে খুশী হওয়ার সম্ভাবনা বেশী। তবে এর বিপরীতও হতে পারে।

আমাদের প্রগতিশীলদের অবস্থা এমন হয়ে যাচ্ছে কি না বুঝতে পারছি না।

আপনার লেখাগুলোর বেশীরভাগই একটি দলে সমর্থন কিংবা ভালো করে বললে দলটির প্রতিষ্ঠাতার প্রতি অনুরাগের কারনে দলটির প্রতি প্রচ্ছন্ন সমর্থনের রেশ থাকলেও আপনার লেখনী ও যুক্তি প্রয়োগ খুব ভালো লাগে। এমনকি অনেক ক্ষেত্রে একমত না হলেও ভালো লাগে।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪

দাসত্ব বলেছেন: কমেন্টটা ভালো লাগসে।
ব্লগে আসার জন্য ধন্যবাদ।

আর - আমার কোন সমর্থন কিংবা অনুরাগ ই প্রছন্ন না।
সবকিসুই সোজা সাপ্টা , ক্রিস্টাল ক্লিয়ার - বাংলায় বলে প্রকট।

৫৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৮

বাংলার হাসান বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

যেই তেঁতুল দিলেন পুরাই টক, অনেকের এত টক সইবে না।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৮

দাসত্ব বলেছেন: সয় নাই অনেকের।
তেঁতুলের ক্লাসে ক্লাসে ফোর ফাইভ চলে আসছে।

৫৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

নৈঋত বলেছেন: ভাইজান, নর্থ ইন্ডিয়ার খাজুরাহো টেম্পলও আছে -_- অশ্লীলসব চিত্রকর্মে ভরা.।

পোস্ট ভালো হয়েছে ++++++

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

দাসত্ব বলেছেন: খাজুরাহো টেম্পল সম্পর্কে কোন ধারনাই ছিলোনা।
গুগল করে দেখি ব্যাপক ধরনের খারাপ অবস্থা।

জানানোর জন্য ধন্যবাদ।

৫৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৩

আমি সাজিদ বলেছেন: তা নাহয় মানা গেলো, কিন্তু গার্মেন্টসে চাকরী করা নিয়ে কি বলবেন ?

এখানেও যুক্তি দেওয়া যায়, পুরুষ শাসিত সমাজে মেয়েদের গার্মেন্টসে চাকরী করা মোটেও নারী মুক্তি না বরং তাদের আবদ্ধ করে রাখা।

কিন্তু যেটা নিয়ে আমার প্রশ্ন, আমি যেটা নিয়ে শফি হুজুরের সাথে একমত না। সেটা হল শিক্ষা।

শফি হুজুর বলেছেন, মেয়েদের ক্লাস ফোর পর্যন্ত পড়াতে।তারপর বিয়ে দিতে।স্বামীর টাকা পয়সার হিসেব রাখার মতো জ্ঞানই মেয়েদের জন্ত যথেষ্ট।

অথচ ইসলাম বলে, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ।তাই না ?

আওয়ামীলীগ শফি হুজুরের কমেন্টকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে।এটা নিরপেক্ষ দৃষ্টিকোনে থাকা যেকোন মানুষ বুঝতে পারবে।


বাই দ্যা ওয়ে, আমি শফি হুজুরের বক্তব্য আংশিক সমর্থন করি।কিন্তু, সবটা আমার দ্বারা সম্ভব না।



১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৭

দাসত্ব বলেছেন: সবগুলা কমেন্টের উত্তর ভালো মত পড়ো।
সেখানেই আন্সার পায়া যাবা।

৫৯| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৯

ভাইটামিন বদি বলেছেন: চ্রম বলছেন.....শফি সাহেবদের মত হুজুরদের উনাদের অবস্থান থেকে আরো অনেক হেকমত সহকারে কথা বলা উচিত। বোঝা দরকার আগের সেই যুগ আর নাই!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.