|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

আমার আকাশে মেঘ 
উড়ে উড়ে ধুসর 
বাতাসের চাপে যায় সরে, 
সেখানে 
পরক্ষনেই 
জমাট বাঁধে 
নতুন মেঘ। 
মেঘে মেঘে কেটে যায় দিন।। 
সূর্যের আলো ঢাকা পড়ে থাকবেই। 
চিরকাল!! 
চিরকাল আমার আকাশ ভর্তি মেঘে,   
শান্তি ঢাকা পড়ে থাকবেই।
 ৩১ টি
    	৩১ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:১২
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:১২
সামিয়া বলেছেন: আমারও মন টা ভালো নেই, হুমম মন খারাপ মন খারাপে কাটাকাটি ।  
  
 
২|  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:২০
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:২০
বিজন রয় বলেছেন: তাহলে তো ভালই, আমি চাই সবসময় আপনার মন খারাপ থাকুক তাহলে সুন্দর সুন্দর কবিতা পাবো।
আপনার মনে মেঘ আসুক, মেঘ চলে যাক, এভাবেই চক্র চলতে থাকুক।
হা হা হা ..........
অশেষ শুভকামনা রইল।
৩|  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:২৩
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:২৩
রুদ্র জাহেদ বলেছেন: বিষণ্ণ কবিতায় বিষণ্ণতা দূরীভূত।দারুণ কবিতা
  ১৫ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৫
১৫ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৫
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ জাহেদ
৪|  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:৩৩
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:৩৩
সিনিয়ার মোফিজ বলেছেন: দারুণ কবিতা
  ১৫ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৬
১৫ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৬
সামিয়া বলেছেন: ধন্যবাদ  ধন্যবাদ
 ধন্যবাদ 
৫|  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:৪৪
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:৪৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কবিতা ভালো লাগল বলেই মনটা খারাপ হয়ে গেল!! ++
  ১৫ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৭
১৫ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৭
সামিয়া বলেছেন: তুহিন হুম হুম 
৬|  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:৫৩
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:৫৩
শায়মা বলেছেন: যেমনি ছবিতা তেমনি কবিতা আপু!!!!!!!!! 
  ১৫ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৯
১৫ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৯
সামিয়া বলেছেন: comment পড়ে তো মন ভালো হয়ে গেল, অনেক অনেক ধন্যবাদ 
৭|  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:৫৯
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:৫৯
কল্লোল পথিক বলেছেন: 
বাহ!চমৎকার কবিতা।
  ১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০০
১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
৮|  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৫:০৯
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৫:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: এত ছোট কেন?
  ১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০১
১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০১
সামিয়া বলেছেন: অল্পতেই বলা হয়ে গেল যে 
৯|  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৫:২৯
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৫:২৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ.....!
চমৎকার লিখনি ....!
ভালো লাগলো কবি। এগিয়ে যান, শুভাশিস রইল।
  ১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০২
১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০২
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ  
 
১০|  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৫:৩৩
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৫:৩৩
আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া  , 
এভাবেই মেঘে মেঘে বেলা বাড়ে । বিরহী দিন তাই কাঁদে, ঝরে বৃষ্টি হয়ে । 
কবিতায় কিছু ছন্দ বা অন্ত্যমিল থাকলে আরো লাবন্যময়ী হয়ে উঠতে পারতো । সে সুযোগ ছিলো । 
শুভেচ্ছান্তে । 
  ১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০৫
১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০৫
সামিয়া বলেছেন: সুন্দর বলেছেন, ছন্দের মিল খুব important মনে হয়নি, আসলে একেকজন এর choice তো একেক রকম, তাই নয় কি?? ভাল থাকবেন, ধন্যবাদ।
১১|  ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৫:৪৬
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৫:৪৬
*পড়ুয়া* বলেছেন: সুন্দর কবিতা। কাব্যিক ভাবটা ভাল ছিল, ছন্দের মিল অবশ্য কম। ওভারঅল, ভাল লাগলো। 
  ১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০৬
১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০৬
সামিয়া বলেছেন: ধন্যবাদ 
১২|  ১৪ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:১৩
১৪ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৬:১৩
কবীর বলেছেন: আমার আকাশে মেঘ 
উড়ে উড়ে ধুসর 
বাতাসের চাপে যায় সরে, 
সেখানে 
পরক্ষনেই 
জমাট বাঁধে 
নতুন মেঘ।  
এত মেঘের বাড়ি কোথায়??
সুন্দর হয়েছে।
  ১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০৮
১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০৮
সামিয়া বলেছেন: হাহাহা মেঘেদের বাড়ি আমার মাথার উপর!! :/ :/
অনেক ধন্যবাদ।
১৩|  ১৪ ই জুন, ২০১৬  রাত ১১:১৯
১৪ ই জুন, ২০১৬  রাত ১১:১৯
অশ্রুকারিগর বলেছেন: শায়মা আপুর মত বলে গেলাম যেমন সুন্দর ছবিতা তেমন সুন্দর কবিতা   
 
ছবি দেখেই ব্লগে ঢুকলাম, তারপর কবিতা পড়লাম।
  ১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০৯
১৫ ই জুন, ২০১৬  রাত ৮:০৯
সামিয়া বলেছেন: ভালো লাগলো  comment পড়ে, অনেক  অনেক ধন্যবাদ 
১৪|  ২৩ শে জুন, ২০১৬  দুপুর ২:১৮
২৩ শে জুন, ২০১৬  দুপুর ২:১৮
কবীর বলেছেন:  হাহাহা মেঘেদের বাড়ি আমার মাথার উপর!! 
আমারে কিছু ধার দিবেন?
  ২৬ শে জুন, ২০১৬  সকাল ১১:১৫
২৬ শে জুন, ২০১৬  সকাল ১১:১৫
সামিয়া বলেছেন: সব নিয়ে নেন। আমি বেঁচে যাই। @ শাহরিয়ার কবীর
১৫|  ২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:২৬
২৯ শে জুন, ২০১৬  সকাল ৯:২৬
আর. এন. রাজু বলেছেন: চিরকাল আমার আকাশ ভর্তি মেঘে, 
শান্তি ঢাকা পড়ে থাকবেই।
খারাপ লাগলো আপনার জন্য।
কিন্তু যতটুকু খারাপ লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে আপনার বলা কবিতাটা। +++
  ২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:৪৩
২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:৪৩
সামিয়া বলেছেন: আমার তো কমেন্ট পড়েই মন টা ভালো হয়ে গেলো, থ্যাঙ্ক ইউ রাজু।
১৬|  ২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:৪৬
২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:৪৬
আর. এন. রাজু বলেছেন: কমেন্ট পড়ে আপনার ভালো লাগলো এতেই আমার খুশি।
  ২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:৫৩
২৯ শে জুন, ২০১৬  সকাল ১০:৫৩
সামিয়া বলেছেন:  
  
  
 
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:০৮
১৪ ই জুন, ২০১৬  বিকাল ৩:০৮
বিজন রয় বলেছেন: বিষণ্ণতা আর মেঘের সাথে গভীর সম্পর্ক আছে বোধহয়।
কবিতা ভাল লাগল বলেই মনটা খারাপ হলো।
++++