নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমাদের দিন গুলো

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২০

এখন মাস্ক পড়া নিজের ইচ্ছাই সচেতন ও অসচেতন ব্যক্তি বর্গ ছেড়ে দিয়েছেন, যদি তাদের সরাসরি বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় তারা কেউ লাজুক হেসে, কেউ হত বিহব্বল হয়ে কেউ খানিকটা হু কেয়ার ভাব নিয়ে এই মতামত প্রকাশ করেন যে তারা জেনে বুঝেই মাস্ক পড়া ছেড়ে দিয়েছেন, নাকে মুখে ত্যানা পেঁচাইতে আর তাদের ভাললাগে না কাজেই এই বিষয়ে তারা আর কারো হুকুম কিংবা কথা শুনতে ও নারাজ। উনারা কি হুকুমের গোলাম নাকি? অথবা কারো ঘরেরটা তারা খেতে যান যে অন্য লোকদের কথা শুনতে হবে? দুনিয়াতে আসছেন একা যাবেন একা মরনেরে ভয় কি? সিক্রেট ব্যাপার হল এদের ভেতর পঁচানব্বই শতাংশের করোনা হয়ে গেছে এবং উনারা ভাবছেন একবার হলে আর হয়না এবং এদের এত ইমিউনিটি বেড়ে গেছে যে উনারা এখন শক্তিশালী এলিয়েন।

রুলস আমরা কজন গুটি কয়েক পাবলিকরা মেনে চলি যাদের এখন পর্যন্ত আল্লাহ্‌ সুস্থ রেখেছেন কিন্তু ইমিউনিটি বেড়ে যাওয়া সদস্যগন কদিন সুস্থ থাকতে দেবেন আল্লাহ্‌ মালুম, এরা তো অবুঝ শিশু নাদান পারিন্দে মাস্ক ছাড়া কথা বলতে বলতে হাঁচি কাশি দিয়ে ভাব ধরবেন কিছুই না, কথা বলতে বলতে ছয় ফিট দূরত্ব মানি মানি করতে করতে তিন ইঞ্চির দুরত্তে চলে আসবেন, তাদের আনা খাবার খেতে না চাইলে বলবেন সুস্থতা আল্লাহর হাতে খাবারে কিছু না যদি আমার দেয়া খাবার নাই খাবেন তবে আপনি অহংকারী এবং আমারে অবহেলা করতেছেন।
এখন সরকার যেমন সব তুলে দিয়েছেন তেমনি গায়ের জোরে জ্বরে পরেও স্বাভাবিক কাজ কর্ম করতে বাইরে বেরুচ্ছেন, অনেকে বলছেন আরেহ দুনিয়ায় করোনা বইলা কি কিছু আছে নাকি এটা সিজনাল জ্বর, টেস্ট করে লাভ কি অযথা কতগুলা টাকা নষ্ট রিপোর্ট তো নেগেটিভ আসবে জানা কথা।

আবার অতিরিক্ত সচেতন ব্যক্তিগন যারা এই করেন সেই করেন মাস্ক ২৪ ঘণ্টার মধ্যে ২৫ ঘণ্টা পড়ে থাকেন, গরম পানি ছাড়া অন্য কোন পানি মাত্রই বিষ, ভাতের সাথে ডালের বদলে লেবু খাবেন কয়েক শতাধিক ইত্যাদি ইত্যাদি উপদেশ দিয়ে বেড়াইছেন এরাই আক্রান্ত হচ্ছেন বেশি বেশি এদের এই সব থেকে তো শিক্ষা নেয়া উচিৎ সো অফ দিয়ে সব খানে সুবিধা করা যায় না যাদুধন ।

আমি তো এই সকল অদ্ভুত মানুষ ও পরিস্থিতিতে ৮ মাস গা বাঁচিয়ে চললাম এভাবে আর কতদিন করোনা মুক্ত থাকবো আল্লাহ্‌ মালুম।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩১

জাহিদ হাসান বলেছেন: ৮ মাস ধরে স্কুল-কলেজ সব বন্ধ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশের শিক্ষার্থীদের। বিদেশে বসে দেশের জন্য খুব মায়া লাগে। আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে।

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৮

সামিয়া বলেছেন: ইনশাআল্লাহ

২| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: এভাবে আর কতদিন অজীবন ------------ মনে হচ্ছে আপু

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৯

সামিয়া বলেছেন: হুম :(

৩| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৩

নেওয়াজ আলি বলেছেন: জানি না সমানে কি হবে। করোনা সব এলোমেলো করে দিয়েছে। হতাশা কষ্ট ভয় দৌড়াতেছে

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৯

সামিয়া বলেছেন: আসলেই

৪| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: আমি মাস্ক পড়ি। বাইরে গেলেই মাস্ক পড়ি। নিয়মিত হাত ধুই ঘরে বাইরে। কিছু মানুষ মাস্ক পড়ছে না। সাবান দিয়ে হাতও ধুচ্ছে না। তাদের ধারনা আল্লাহ কপালে যা লিখে রেখেছেন তাই হবে।

আমার ধারনা খুব শ্রীঘই করোনা বিদায় নেবে। আর কত!!! ৮/৯ মাস তো হলো।

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২০

সামিয়া বলেছেন: হুম আপনার শেষ কথাটি সত্য হোক। ধন্যবাদ।

৫| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



জাতির মাঝে কি পরিমাণ মানুষ ইডিয়ট, সেটা মাপা সোজা হয়ে গেছে

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৮

সামিয়া বলেছেন: আসলেই

৬| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮

আমি সাজিদ বলেছেন: আমি বার বার কোয়ারেন্টাইন করতে করতে অধৈর্য্য হয়ে যাই মাঝে মাঝে

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮

সামিয়া বলেছেন: কিছু করার ও তো নাই

৭| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪১

আকন বিডি বলেছেন: গত কয়েক দিন যাবত অসহায় লাগছে। একটু মুক্ত বাতাসের জন্য।

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৫

সামিয়া বলেছেন: এই সমস্যা আমাদের সবারই হচ্ছে, গ্রামে রিলেটিভ থাকলে ঘুরে আসতে পারেন, ওইদিকে মাস্কের ব্যবহার নেই চেনেই না অনেকে :)

৮| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম আপনার শেষ কথাটি সত্য হোক। ধন্যবাদ।


ভালো থাকুন। সুস্থ থাকুন।

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪

সামিয়া বলেছেন: আপনিও ভালো থাকুন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.