নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

বিবিধ

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৪:১৯



রতনে রতন চিনে, মানিকে চিনে মানিক, শূয়োরে চিনে কচু,কুকুরে চিনে হাড়। আমাদের পূর্ব পুরুষগন অত্যন্ত শক্তিশালী সুন্দর সুন্দর পঙক্তিমালা আমাদের জন্য প্রবচন করে গিয়েছেন এই জন্য যে, প্রবচন গুলো কোন সমস্যার পেছনের কারন চট করে ধরে ফেলার একটা উপায় বের করার সহজ পদ্ধতি।

সব মানুষ সবাইকে সমান রকম পছন্দ করেননা কম বেশি থাকেই, দেখা যায় যে; কোন ব্যক্তি একজনকে যে কারনে অপছন্দ করেন সেই একই কারন‌ওয়ালা অন্যজন তার খাস পছন্দের লোক। যে দোষী হবার কথা সে আসলে ফেরেসতা হয় আর যে দোষ জিনিসটার চক্র থেকে দূরে ছিল সেই প্রধান আসামি।

ভেতরে বাহিরে অন্তরে অন্তরে খারাপ কিছু না থাকা সত্ত্বেও একদল মানুষ পেছনে নেগেটিভ কথা বলবার জন্যই থাকে, এদের জীবনে এটাই একমাত্র ডিউটি; সাথে থাকা খাওয়া ঘুম ফ্রি‌। আরো আছে বছর বছর ইনক্রিমেন্ট! প্রমোশন! উন্নয়ন। আহা সুখের জীবন।

ছবি: ইয়োলো থেকে তুলেছি

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: মানুষকে কোনো দোষ দিতে হয় না। মানুষ বড় দুঃখী।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৩

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা

২| ০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



সমাজের অবস্হা বুঝে মানুষের আচরণ বদলায়।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৫

সামিয়া বলেছেন: তা তো অবশ্যই

৩| ০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: মানুষের আচরণ নির্ভর করে প্রয়োজন ও সুযোগ-সুবিধার ওপর। যেখানে মানুষের প্রয়োজন বেশি সেখানে সহনশীলতাও বেশি। প্রয়োজনীয় লোকের সাত খুন মাফ হয়ে যায় এজন্য।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৬

সামিয়া বলেছেন: হুঁ ঠিক বলেছেন

৪| ০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল মন্ধের একটা মানদন্ড থাকতে হবে।নাহলে আমরা তুলনা করবো কার সাথে।সমাজে কিছু প্রচলিত ধারনা আছে,তবে আপনি যেসব বললেন রতন,শূয়োর,কচু বা কুকুর এগুলো সেকেলে ধ্যান ধারনা।বর্তমান পৃথীবি অনেক এগিয়ে।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৭

সামিয়া বলেছেন: ওগুলো প্রবাদ, আপনার এগোনো পৃথিবী থেকেই আমি বলছি

৫| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা প্রায় সকলেই একই রকম, আবার সকলেই আলাদা আলাদা

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৭

সামিয়া বলেছেন: হুম

৬| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৭:০৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভালো লেগেছে।

০৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪৬

সামিয়া বলেছেন: সত্যি! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.