![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ্ কাউকে দেননি। আল্লাহ নিজেই ইসলামকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন (সূরাহ্ হিজর, ১৫/৯)। সমস্যা হলো আপনারা ইসলামকে রক্ষা করার দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন। যার কারণে আপনার ভাষায় এত বিদ্বেষ পরিলক্ষিত হচ্ছে। মুসলিম কখনো ইসলামকে রক্ষা করার দায়িত্ব নিয়ে মাঠে নামেনা। মুসলিমগণ মাঠে নামে আল্লাহ্’র সন্তুষ্টির জন্য আর নিজের পিঠকে রক্ষা করার জন্য। কিছু কিছু উদ্দেশ্য আছে খাস্ আবার কিছু কিছু উদ্দেশ্য আছে আ’ম। যে দায়িত্ব আল্লাহ্ আপনাকে দেননি তা নিয়ে আপনি/আপনারা কেন কামড়া-কামড়ি করছেন, তা মুসলিমদের বোধগম্য হচ্ছে না।
আগে আল্লাহ্’র হাবলের সাথে একমত হন। নিজের আক্বিদাহ্ শিরকমুক্ত করুন। আপনারা এখনো বিভক্তির শিরকের মুধ্যে ডুবে আছেন (সূরাহ্ বাক্বারাহ্, ২/১৩৫), সূরাহ্ রূম, ৩০/৩১-৩২)।
আল্লাহ্ খিলাফাহ্ দেয়ার শর্ত দিয়েছেন (১) ঈমান (আক্বিদাহ্), (২) সৎকাজ (সূরাহ্ নূর, ২৪/৫৫)। শিরকমুক্ত ঈমান না হলে খিলাফাহ্’র পাবেন না।
©somewhere in net ltd.