নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীদের বিচার চাই

যুদ্ধাপরাধীদের বিচার চাই

পাগল হয়ে যাবো

যুদ্ধাপরাধীদের বিচার চাই

পাগল হয়ে যাবো › বিস্তারিত পোস্টঃ

সুফি মিজানুর রহমান মিজান চেয়ারম্যান- PHP গ্রুপ সে সুফি নামধারী ভন্ড, এদের চিনে রাখুন...

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৭

সুফি মিজানুর রহমান মিজান

চেয়ারম্যান- PHP গ্রুপ সে সুফি নামধারী ভন্ড, এদের চিনে রাখুন........

২১শে জানুয়ারি ২০১২॥ ১১:২০ (সকাল)



চট্টগ্রামের নাসিরাবাদের বাসায় ভারতের শিল্পী মিতালী মুখার্জির সাথে হাস্যোজ্জ্বল ইসলামী সিপাহসালার সুফী মিজান। (হাতে তসবি)



বিশিষ্ট শিল্পপতি সুফী মিজান। সবাই কম বেশি চিনে। ছিল পূবালী ব্যাংকের ক্লার্ক। চাপাবাজি আর ধান্দাবাজির মাধ্যমে এখন সমাজের বিরাট ব্যবসায়ী। ইসলামের নামে দেশে যে কয়জন ভন্ডামি আর ব্যবসা করে তার মধ্য এই লোক অন্যতম। দেশে ব্যবসায়ী অনেক আছে কিন্তু এ লোক অত্যন্ত ধুরন্ধর। এটিএনের মাহফুজুর রহমান মাহফুজকে ম্যানেজ করে ইসলামী পোগ্রামের নামে নিজের পরিচিতি বাড়ানোর কাজ করে। এরপর চট্টগ্রামে সাবেক মেয়র মহিউদ্দিনের সাথে চলাফেরার সূত্র ধরে বগলদাবা করে জমিয়াতুল ফালাহ মসজিদ। টাকার বিনিময়ে প্রতি শুক্রবার সে সেখানে গজল গেয়ে শুনায়। হাতে সবসময় একটা তসবিহ রাখে এই ভ-। সে তাসবিহ নিয়ে নর্তকীদের অনুষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় যায়। ক্যাটরিনার ঊরু আর কোমরের দোলন এবং ক্যাটরিনার রসালো নিতম্ব দেখার সুযোগ করে দিতে তার আগ্রহে তার প্রতিষ্ঠান PHP ৫ কোটি টাকার গোল্ড স্পন্সর করে Tri-Nation Big Show নামে ঢাকা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করে।



Tri-Nation Big Show নামে ঢাকা স্টেডিয়ামে হয়ে যাওয়া অনুষ্ঠান। ক্যাটরিনার রসালো নিতম্ব দেখতে ৫ কোটি টাকার গোল্ড স্পন্সর।



মুখে আর চলাফেরায় ধার্মিক লোকটা আবার দেশের কাদিয়ানীদের পৃষ্ঠপোষকও বটে। প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর গওহর রিজভিকে তখন কেউ চিনতো না, তখন এই লোক কাদিয়ানী মতাবলম্বী রিজভিকে নিজের প্রতিষ্ঠিত ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। আর সুফি মিজানের সাথে এই কাদিয়ানী প্রফেসর ডক্টর গওহর রিজভিকে পরিচয় করিয়ে দেয় ভারতের এক প্রভাবশালী কাদিয়ানী।



সবুজ টুপি পরিহিত ভারতের প্রভাবশালী এই কাদিয়ানী নেতাকে বাংলাদেশে নিয়ে আসে সুফি মিজানুর রহমান মিজান



ভারতের সেই প্রভাবশালী কাদিয়ানী নেতা গত ২০০৯ এ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে একই বিমানে ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, প্রফেসর ডক্টর গওহর রিজভির সাথে বাংলাদেশে আসে।

কিছুদিন আগে চট্টগ্রামে এইচএসবিসি’র উদ্যোগে একটি পোগ্রামে অনুষ্ঠিত হয় নগরীর অভিজাত রেস্টুরেন্ট অ্যাম্ব্রোশিয়ায়। সেখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল মাত্র ১২০ জন। অনুষ্ঠানে গান শোনাতে ভারত থেকে আনা হয় শ্রীকান্ত, ভূপিন্দর সিংহ ও মিতালী মুখার্জিকে। অনুষ্ঠানের এক পর্যায়ে সুফি মিজানুর রহমান মিজান মঞ্চে উঠে মিতালী মুখার্জিকে জড়িয়ে ধরে মা বলে সম্বোধন করে। এরপর তার রাতের বিমানের টিকেট ক্যান্সেল করে তাকে তার নিজ বাড়িতে নিয়ে যায় । সেখানে তার জন্য করা হয় আলোকসজ্জাসহ রাজকীয় আয়োজন। রাতে মিতালীকে নিয়ে গানের আসর বসায় নিজ বাড়িতে।



মিতালীকে নিয়ে মিজান







অন্তরঙ্গ মুহুর্তে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৩

শিকদার বলেছেন: আমিতো মনে করছিলাম ওনি মিতালি মুখার্জির সাথে একই মঞ্চে গান গাইতে উঠছিলেন। :!> :!> :!> :!>

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩১

পাগল হয়ে যাবো বলেছেন: ৥শিকদার ভাইয়ের ধারণা দেখি অনেক অর্ধে।
ধন্যবাদ।

২| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৬

সেরকম পেইন বলেছেন: /:) :-B B:-) পুরাইতো খুইলা দিলেন অ্যারাবিয়ান হর্স লুঙ্গি।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩১

পাগল হয়ে যাবো বলেছেন: একটু চেষ্টা করলাম আর কি।
ধন্যবাদ।

৩| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৮

মাহাবুব চৌধুরী বলেছেন: আপনার নামের সাথে আপনার পোষ্ট এর অনেক মিল আছে।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩২

পাগল হয়ে যাবো বলেছেন: নামের সাথে মিল পেলেন কই। কি নাম দেখলেন, কি যেনো বললেন।
ধন্যবাদ।

৪| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯

শার্লক বলেছেন: আগেও এ ব্যাপারে একটা পোস্ট পড়েছিলাম। কুখ্যাত ব্যক্তি।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৩

পাগল হয়ে যাবো বলেছেন: মনে হয় পড়েছেন!!!
আবার পড়ার জন্য ধন্যবাদ।

৫| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯

Neeljosona বলেছেন: লোকটা যে এত বড় ভন্ড জানা ছিলো না।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৪

পাগল হয়ে যাবো বলেছেন: বলেন তো এই লোক কি ছূফী? এরাই সূফীত্ববাদকে ধ্বংস করে দিচ্ছে। পুরো ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে।

৬| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৫

জিহরুল ইনলাম কামাল বলেছেন: শালারা সবগোলা র-এর এজেন্ট....

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৮

পাগল হয়ে যাবো বলেছেন: ধন্যবাদ।

৭| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৭

s r jony বলেছেন: কয় কি???? B:-) B:-) B:-)

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯

পাগল হয়ে যাবো বলেছেন: এটাই ঠিক!

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪২

পাগল হয়ে যাবো বলেছেন: এটাই তার আসল চেহারা।

৮| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪১

ভেজাল* বলেছেন: Allah bichar korbe....

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৩

পাগল হয়ে যাবো বলেছেন: ঠিক কিইছেন। কিন্তু মানুষকে তো ভালোমন্দ যাচাই করতে হবে। আর বাহ্যিকভাবে বিভ্রান্ত না হয়ে মন্দটিকে ছুঁড়ে ফেলতে হবে।

৯| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৫

লেখোয়াড় বলেছেন:
ওদের মুখোশ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ।
ওরা এরকমই।

আপনার কাছে মিতালী মুখার্জী কি দোষী??

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৭

পাগল হয়ে যাবো বলেছেন: মিতালী মনে হয় তাদের সহযোগী।

১০| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫১

সাঈদ আহাম্মদ শাহীন বলেছেন: এই হালা সবচেয়ে বেশি চাপাবাজি করে ১২ ই রবিউল আউয়ালে

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৮

পাগল হয়ে যাবো বলেছেন: এটাই তার ভন্ডামী। অর্থাৎ সে ধর্মকে ব্যবহার করে।

১১| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৪

ডিগবাজি বলেছেন: এই শালাদের নামে কোন গন্ধ আপনি পাবেননা। এরা প্রকৃত ধর্মব্যাবসায়ি, কিন্তু এরা নানা প্রকার অধর্মিয় কাজ করে দাড়ি টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়ালে সমস্যা নাই কিন্তু আপনি একটু দেশের স্বার্থ বিবেচনা করে ভারত বিরোধি (শুধু বিরোধিতা করার জন্য বিরধিতা নয়, যেমন টিপাই মুখ বাধ) কথা বলেন আপনি হবেন রাজাকার, যুদ্ধাপরাধী , নানা কিচ্চা কাহিনী।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২০

পাগল হয়ে যাবো বলেছেন: সহমত

১২| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৫

রফিক রেহমান বলেছেন: পুরাই টাস্কি খাইলাম!!! সুফি সাহেব দেখি সেইরম কারবারী!!!!!

গওহর রিজভীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সঙ্গী হিসেবে যে নারীকে দেখা যাচ্ছে উনি জনাব রিজভীর স্ত্রী। ইতালিয়ান। আমি গত স্বরসতী পুজায় জগন্নাথ হলে উনাদের দুজনকে একসঙ্গে দেখেছি। ফেসবুকেও একসময় এই ছবিটা উনার প্রোপিক হিসেবে ছিল।

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২০

পাগল হয়ে যাবো বলেছেন: পুরাই টাস্কি খাইলাম!!! সুফি সাহেব দেখি সেইরম কারবারী!!!!!

১৩| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৫

shahinur70 বলেছেন: ভাই আপনি অনেক অজানা তথ্য জানিয়ে দিলেন। এই লোকটার অনেক তথ্যই অনেকে জানেনা। ধন্যবাদ। ভাল থাকুন।

১৪| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৯

আজাইরা িচল্লাই না বলেছেন: এই শালা অনেক আগের ভন্ড। এগুলি রে আগে মারা দরকার। নাস্তিক রা এদের চেয়ে অনেক অনেক ভাল।

এখন নতুন ভন্ডামি শুরু করছে জশনে জুলুস। ওইটা আবার টিভি তেও দেখান হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.