![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'Spot a tail' বিষয়টা শেখার পর থেকেই আরো বেশি পরিমাণে সন্দেহবাতিক হয়ে পড়েছি। রাস্তায় বের হলেই খালি মনে হয় আশেপাশের সবাই যেন আমাকে ফলো করছে।
আর পাশে বউ থাকলে তো কথাই নয়। মহা মুসিবত। স্বল্পদিনের ছুটিতে এসে পাশে থাকা বউকে দেখব নাকি সন্দেহ মেটাবো?
বউ এর সাথে ঘুরতে বের হয়েছি। ঘাড় যথাসম্ভব সোজা রেখে কালো চশমার ভেতর দিয়ে শুধু দৃষ্টি ঘোরাচ্ছি।
- অ্যাই কী দেখছো চারপাশে? কাকে খুঁজছো? এখন তো আর প্রেমিকা না, বউ পাশে নিয়ে ঘুরতেও ভয়?
- আরে না। ল্যাঞ্জা খুঁজি।
- হুম। তুমি যে লেজ ছাড়া বানর সেটা আর কেউ না জানলেও আমি তো জানি। তা এতদিন পর কার লেজ খুঁজো।
- বানর না। আমি হলাম শেয়াল। বিয়ের পর আমার লেজ কাটা গেছে তো। তাই আশেপাশের সবার লেজ খুঁজি। ওগুলো কাটাতে পারলে নিজের দুঃখটা হালকা হোত।
মুখ ঝামটা খেয়েও বেশ হাসিমুখেই বউ এর উত্তর,
- শেয়ালের কাছে আঙ্গুর ফল টক-ই লাগে।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০
বিজন রয় বলেছেন: সাবধান।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হা হা হা ভালোইতো।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: হুম।