নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টো পথিক

সয়ূজ

আমি কী তাই যা আমি হতে চেয়েছি? আমি কী তাই যা আমি হতে পেরেছি?

সয়ূজ › বিস্তারিত পোস্টঃ

বিভ্রান্ত রাত

২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৫

ম্যাসেঞ্জারে অনুরোধ এলো একটি গবেষণায় কিঞ্চিৎ সাহায্য করতে হবে। ছোট্ট একটা প্রশ্নের বিশদ উত্তর প্রদান। আমি তৈরি। প্রশ্ন ভেসে এলো- "রোহিঙ্গা ক্যাম্পে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কি ধরণের ক্যাম্পেইন ফলপ্রসূ হতে পারে?"
আঙ্গুল মটকে লিখা শুরু করি- কোন ক্যাম্পেইনের 'ক' ও কার্যকর হবেনা। তার চাইতে আমি উপায় বাতলাতে পারি। পুরো ক্যাম্পের অধিবাসীদের বন্ধ্যা এবং অক্ষম করে দেয়া। এ কাজের উপযোগি কোন ওষুধ স্প্রে'র মাধ্যমে সেখানের বাতাসে কিংবা পানির সরবরাহে মিশিয়ে দেয়া যেতে পারে। পুরো জনগোষ্ঠী-ই প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলবে।
ও পাশ থেকে অবাক হবার ইমোজি।
-আর যদি তাতে আমাদের দেশীয় লোকদেরও ক্ষতি হয়?
- হতেই পারে। এত বড় কর্মযজ্ঞে কোলাট্যারাল ড্যামেজ কে ধর্তব্যে নিতে নেই।
এবার আর অবাক হবার কোন ইমো নেই। সরাসরি আক্রমণ। "আপনি ইনসেইন। আপনার দ্রুত সাইক্রিয়াটিস্ট দেখানো উচিৎ।"
- ডাক্তার আর কী বলবে? আমি সোশ্যিওপ্যাথ না সাইকোপ্যাথ তার কিছু গৎবাঁধা আলতু-ফালতু টেস্ট করবে। ওগুলো সহজে-ই ম্যানিপুলেট করা সম্ভব। ওগুলো আমি ভাজা ভাজা করে খেয়েছি। ওসব বাদ দাও। তুমি বরং আমার তত্ত্বে মন দাও। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো...
- আমি আর কিচ্ছু শুনতে চাইনা। আমি গেলাম।
আমি জানি সে শুনবে। তাই চুপ করে যাই। উত্তর আসে পাঁচ মিনিট বাদে। "গুড নাইট।" অতএব সে অপেক্ষায়।
আমার উত্তর দেয়ার নিয়ম নেই। মানুষকে বিভ্রান্ত করা বড়ই সহজ। আজ রাত তার বিভ্রান্তির রাত।
গবেষণায় প্রচুর ভাবতে হয়। সে ভাবুক। ক্যাম্পেইন নয় তার মাথায় ঘুরবে আমার তত্ত্ব।
আমি "গুড নাইট" ম্যাসেজ সিন ও করিনা। তার চেয়ে তো ঘুম উত্তম।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪১

আকতার আর হোসাইন বলেছেন: হাহাহা...

তারচেয়ে ঘুমই উত্তমম। অতএব ঘুমিয়ে পড়ুন..

২| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৩৭

রাজীব নুর বলেছেন: আসলেই ঘুম উত্তম। আরাম করে ঘুম দেওয়া শরীরের জন্য খুব দরকার।

৩| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:০০

মাহমুদুর রহমান বলেছেন: রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ ।তবুও তাঁদের স্থান না দিয়েও তো উপায় নেই কারন এ দেশ থেকে বেরলেই তাঁদের মৃত্যু অবধারিত।আল্লাহ আমাদের রক্ষা করুন দেশ ও বিদেশী শত্রু থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.