![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।
আজ-কাল মানুষকে চেনা যায় না,
মানুষের মন পড়া যায় না
মনের গহীনে পৌঁছা যায় না।
ভাসা ভাসা কথা
ছাড়া ছাড়া ভাব
চিনেও না চেনার ভান
ভেতরে নেই কোন টান।
ছুটছে সবাই নিজের কাজে
কথা বলবে লাগলে কাজে
নেই স্বার্থ, নেই অর্থ
খামাখা সময় নষ্ট।
অন্যের জন্য কোন কাজ
বোকারাই করে আজ।
কোটারি স্বার্থে ঘুরছে মানুষ
সৃষ্টির সেরা নয়, রঙিন ফানুস।
১৬.১১.২০১৩ - দুপুর ১২:৩০
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
শাবা বলেছেন: শায়মা, কথাটা ঠিক বলেছেন। তবে আমি এ যুগের মানুষের স্বার্থপরতা ও অসরল মানসিকতাকে বুঝাতে চেয়েছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: মানুষ মানেই বৈচিত্রের মিলন মেলা
কবিতায় ভালো লাগা
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
শাবা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
শামীমুল বারী বলেছেন: আসলেই মানুষ আজ ভীষণ স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে এবং মনুষত্ববোধ হারিয়ে ফেলছে।
সুন্দর কবিতা।
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
শাবা বলেছেন: ঠিক কথা বলেছেন। ধন্যবাদ।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮
বেকার সব ০০৭ বলেছেন: মানুষ পরিবর্তনশীল আজকের ভাল মানুষ, কালকেই দেখি খারাপ
১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
শাবা বলেছেন: ঠিক বলেছেন, দিন দিন মানুষের মনুষত্ব কমে যাচ্ছে।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর। সত্য কবিতা।
১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
শাবা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪
ধূর্ত উঁই বলেছেন: কোটারি স্বার্থে ঘুরছে মানুষ
সৃষ্টির সেরা নয়, রঙিন ফানুস।
দারুণ বলেছেন।
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
শাবা বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১
রহস্যময়ী কন্যা বলেছেন: মানুষ চেনা বড় কঠিন
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
শাবা বলেছেন: তারপরও আমাদেরকে এই মানুষদের নিয়ে চলতে হয়।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষের সাথে পরিচয় হলেত মানুষ চিনবেন। যদি যগৎটা কে এমন করে দেখেন আপনাকে ঘিরে এই শুভযাত্রা, যদি মনে করেন আপনি যা পেয়েছেন যতেষ্ট, যদি পারেন নিজের ইচ্ছার লাগাম ধরতে দেখবেন আপনার সাথে দেরী করে হলে ও আচ্ছা কারুর পরিচয় হবে।
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
শাবা বলেছেন: দু:খিত, আমি সার্বিকভাবে বর্তমান যান্ত্রিক মানব সভ্যতাকে বুঝাতে চেয়েছি। আসলে দিন দিন মানুষের মানবিক বোধটা অনেক কমে যাচ্ছে। তবে এখনো অনেক ভাল মানুষ রয়েছে, যাদেরকে আপনিও চেনেন আমিও চিনি।
মনতাব্যের জন্য ধন্যবাদ।
৯| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ছুটছে সবাই নিজের কাজে
কথা বলবে লাগলে কাজে
নেই স্বার্থ, নেই অর্থ
খামাখা সময় নষ্ট।
ভাল লাগল+++
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
শাবা বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ।
১০| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
শুভজিৎ শুভ বলেছেন: jug palteche.. Manusher Rup paltacche.
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
শাবা বলেছেন: হ্যা, ঠিকই বলেছেন।ধন্যবাদ।
১১| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
ত্রিশোনকু বলেছেন: "আজ-কাল মানুষকে চেনা যায় না,
মানুষের মন পড়া যায় না
মনের গহীনে পৌঁছা যায় না।"
১২| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
ত্রিশোনকু বলেছেন: বাহ,।
১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
শাবা বলেছেন: ধন্যবাদ ত্রিশোনকু।
১৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৫
"সাদা কাগজ" বলেছেন: খুব ভাল লাগল
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
শাবা বলেছেন: ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন: কখনও কোনো যুগেই মানুষের মন পড়া সহজ নয়।