![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
রোগবালাইয়ে বোঝাই এ মন হতচ্ছাড়া,
ভোর থেকে আজ ঝিম মেরেছে এই বেচারা।
কেউ বোঝেনা কেউ বোঝেনা কোন কারণে-
স্যাঁতস্যাঁতে এই মন ভালো নেই কার বিহনে।
নিঝুম ঘরে হচ্ছেনা আজ দাপাদাপি।
গল্পবুড়ি ফোকলা ছুড়ির শূণ্য ঝাঁপি।
বাজছে না সুর হচ্ছেনা তো ধা-তিন নাচ
বন্ধ টিভি, দখলবিহীন রিমোটটা আজ।
তরকারি সব ঠান্ডা হলো টেবিল খালি,
ফুল গিয়েছে, গাছটিও নেই, একলা মালি।
মন হয়েছে আজ বিবাগী ছন্নছাড়া,
ভালবাসার আকুল ডাকেও দিশেহারা।
দখলদারের শীর্ণ হাতের শক্ত বাঁধন
কে ছুটালো- ভেবে ভেবে কাঁদছে এ মন!
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫১
শাফ্ক্বাত বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৫০
হাসান মাহবুব বলেছেন: আহারে!