নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জীবন, খোলা বই, খোলা পাতা

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

শাফ্‌ক্বাত

একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

শাফ্‌ক্বাত › বিস্তারিত পোস্টঃ

টেবিলের ঐ পাশটা

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

আমার আম্মু।

স্ট্রং।
ডিসিপ্লিন্ড।
ডিপেন্ডেবল।
রেস্পনসিবল।
বুদ্ধিমান, হিউমারাস।
গাইতে জানেন, অসাধারণ রান্না, আড্ডা জমাতে জানেন, শাসন করতে জানেন। বুকে জড়িয়ে ধরে আদর করতে জানেন।
ইন্টার্মেডিয়েটে কেমিস্ট্রি পরীক্ষার আগের রাতে আমাকে কাঁদতে দেখে, এক লহমায় অধাতুর সমস্ত সমীকরণ শিখিয়ে দিয়েছিলেন, যাতে অন্তত কেমিক্যাল রি একশনের প্রশ্নগুলায় ফুল মারক্স পেয়ে যাই।

আজকাল খুব রাগ হয় আম্মুর উপর।
আম্মু অকারণে টেনশন করে।
আম্মু অনেক কিছু ভুলে যায়।
আম্মু একই কথা বারবার বলে।
বোকার মত কথা বলে, কথায় কোনও লজিক খুঁজে পাইনা।
কি আশ্চর্য আম্মুর বুদ্ধিগুলা কই গেলো। আম্মু এতো উইক কেন আমার আম্মুর তো বরাবরই স্ট্রং থাকার কথা।
এই তো দুইদিন আগেও আম্মুকে অনেক বকে আসলাম। আজকে, এই যে রাত নয়টা সাড়ে নয়টার দিকে ফোনে আম্মুর বোকা বোকা কথায় ভীষণ মেজাজ খারাপ করে কিছু কথা শুনিয়ে দিলাম। আম্মু কেমন চুপ করে গেলো। বোকা বোকা একটা হাবভাব। আমার আরো মেজাজ খারাপ হলো তাই ফোন রেখে দিলাম।

একটু আগে একটা নাটক দেখে কাঁদতে বসলাম। ঈশিতা, হাসান ইমামের অভিনয় করা নাটক। সত্যি এমন হয়?! এমন ঘটনাও হয়? আর আমরা ধরেই নেই যে ওনারা সারাজীবন স্ট্রং থাকবেন, আমাদের খেয়াল রাখবেন, আমরা ওনাদের ঘাড়ে সব চাপিয়ে নিশ্চন্তে বাদাম খাবো!
মেনে নিতে কষ্ট হয়, কিংবা মানতে চাইনা, যে সেই আগের আম্মু আর আগের মতো আর নাই। একটু একটু করে কখন যে শক্ত থেকে নরম হয়ে গিয়েছেন, সেটা টের পেয়ে খুব অসহায় লাগছে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১:৪০

মাহমুদুর রহমান বলেছেন: অনেক সময় বাবা-মায়েরা এমন কিছু কথা বলে যা সন্তানের শুনতে খারাপ লাগে,বা বাবা মাকে সন্তান বোকা বলে গন্য করে।বয়স হতে হতে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায় সেই সাথে সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধিপায়।কিন্তু বাবা-মায়ের জ্ঞান বুদ্ধির তুলনায় সেই জ্ঞানটা অতি নগন্য।বাবা-মায়ের প্রতিটি কথায় সন্তানের মঙ্গল নিহিত। উচিৎ কাজ হচ্ছে বাবা-মা যাই বলুক তাঁদের কথা মনযোগ দিয়ে শোনা এবং পালন করা।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

শাফ্‌ক্বাত বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, আপনার আম্মুর জন্য দোয়া করছি, তিনি যেন আগের মত স্ট্রং, ডিসিপ্লিনড, ডিপেন্ডেবল, রেস্পন্সিবল, বুদ্ধিমান এবং হিউমারাস না থাকতে পারলেও,অন্ততঃ সুস্থ থাকেন এবং তাঁর সন্তানদের আদরে ভালবাসায় থাকেন, যেমন করে তাদের শৈশবে তিনি আদরে ভালবাসায় রেখেছিলেন। মানুষ শিশু হয়ে জন্ম নেয়, আবার যাবার সময়েও শিশু হয়েই চলে যায় বেশীরভাগ ক্ষেত্রেই। শিশুরা মাসুম, তাদের ভালবাসা প্রয়োজন, তারা ভালবাসা প্রত্যাশী।
সুন্দর শিরোনামে সুন্দর একটা বিষয়কে অল্প কথায় সুন্দরভাবে পাঠকদের কাছে তুলে ধরার জন্য আপনাকে সাধুবাদ। লেখাটি আমাকে স্পর্শ করেছে, তাই পোস্টে ভাল লাগা রেখে গেলাম। + +

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

শাফ্‌ক্বাত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

রাজীব নুর বলেছেন: মা জাতিটা এই রকমই ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

শাফ্‌ক্বাত বলেছেন: :(

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২০

মনিরা সুলতানা বলেছেন: আমি নিজের পরিবর্তন ও টের পাই , এখন অনেক কিছু 'ই বাচ্চাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেই ।

ভালো থাকুক আমাদের মায়ে'রা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.