নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যালিন

শাহ্ মোঃ অ্যালিন

আমি রাজনীতি পছন্দ করি।

শাহ্ মোঃ অ্যালিন › বিস্তারিত পোস্টঃ

অস্বস্তিকর অবস্থায় কি আছে ব্যবস্থা..?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১২

ফেইসবুকে নিউজফিড স্কল করলে প্রায়ই দেখা যায় কিছু পাবলিকের নোংরামি। এরা স্ট্যাটাস দেয়-

◾পারলে বাল ফালা..
◾পাতার নাম পুদিনা, মাগী তরে চুদি না।
◾জীবনে কি বাল ফালাইলাম..?
◾আমি কোন বাল পাকনামি করি না।
◾ধুরু বাল
◾তর মত মাগীরে চুদি না
◾খাইয়া ছাইড়া দিসি
◾রেডি আছি
◾বড় দুদু ওয়ালা গার্লফ্রেন্ড একটাই যথেষ্ট।
◾দেখাই দিছি
◾রাতের ভোদকা পার্টিটা জোস ছিল।
◾সরি কনডম নিতে ভুইল্লা গেছিলাম।
◾কাল খেলা হবে
◾হে আমার বালের নায়ক
◾বাইঞ্চুদের জন্য হারলাম।
◾তরারে কুত্তাও পুটকি মারে না।

আচ্ছা এগুলো কি সামাজিক কোন মানুষের আচরণ?এরা কোন জ্ঞানে এসব স্ট্যাটাস দেয়..?এরা সামাজিক মাধ্যমকে অসামাজিক করে তুলছে। আমি চাই এসকল পাবলিককে আইনের আওতায় আনা হোক। আমি আইনজীবী নই তাই এদের বিরুদ্ধে আইনের কোন ধারা প্রয়োগ করা যায় তা আমি জানি না।তবে এরা যে উশৃংখল এটা তো নিঃসন্দেহে বলা যায়।তারা সন্ত্রাসী ও বটে।তাদের হুমকি-ধমকিতে সামাজিক মাধ্যম কলুষিত হচ্ছে।এই প্লাটফর্মে নামকরা সাংবাদিক, লেখক,ব্লগার,রাজনীতিবিদ,আইনজীবী আছেন।অনুগ্রহপূর্বক আপনাদেরকে এ বিষয়টি নিয়ে ভাববার অনুরোধ রইল।

এখন আমি সবার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি-এজন্য যে, আমার খোলামেলা উপস্থাপনায় ও চরম অশ্লীলতা ও নোংরামি প্রকাশ পেয়েছে। এ জন্য আবারও আপনাদের নিকট আমি ক্ষমাপ্রার্থী। তবে এ সমাজকে এসব থেকে মুক্তি দিব ইনশাআল্লাহ্।এ হোক আমাদের অঙ্গীকার।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২৬

বিষন্ন পথিক বলেছেন: শিখলাম :-<

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৩

কবিতা ক্থ্য বলেছেন: ডিসকোনারী, থুক্কু ডিকসনারীতে অনেক শব্দ মিসিং।
তাদের আইনের আওতায় না আইনা, বাংলা একাডেমীরে ডিকসনারী সংসোধন করতে বলতে হবে, তবেই জাতির উন্নতি হইবেক।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪

নীল আকাশ বলেছেন: আপনি যে এইসব নোংরা শব্দ এখানে দিয়ে ব্লগের পরিবেশ নষ্ট করছেন সেটা খেয়াল আছে?
নোংরা শব্দ ***** দিয়েও লেখা যায়।
কারা এইসব শব্দ লেখা বুঝে যাচ্ছে।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮

নতুন বলেছেন: যারা ব্লগিং করে তারা এমনটা করেনা। এখানে এই পোস্ট তেমন দরকারী না্ । ফেবুকে দিন।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: যারা এরকম নোংরা স্ট্যাটাস দেয়, তাদের ফ্রেন্ড লিস্টে রাখেন কেন?

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮

মেহেদি_হাসান. বলেছেন: এসব ফেইসবুকে স্বাভাবিক কিন্তু ব্লগে না ফেইসবুকে এর চেয়েও খারাপ ভাষা প্রকাশ হয় এবং খোলামেলাভাবেই হয় কেউ কিছু মনে করেনা বরং এনজয় করে।
ভালো কথা ফেইসবুকে কিছু পাব্লিক বলে খারাপ ভাষা ইউস না করলে নাকি স্মার্ট হওয়া যায়না। আজিব!

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: এইসব অরুচিকর কথা সবাই লিখে না এবং দেখেও না।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপরের একটি বাক্যও আমি ফেসবুকে দেখিনি।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০১

অনল চৌধুরী বলেছেন: ফেসবুকে এরকম ভাষা ব্যবহার করা অপরাধে আমি ২০১৩ থেকে এ পর্যন্ত ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি ।
এদের মধ্যে ২ জন তাদের পিতা প্রদত্ব জীবনে দ্বিতীয়বার আর এসব অপরাধ করবে না বলে পা ধরে মাফ চেয়েছে।
তবে তৃতীয় জনের ক্ষমা নাই। তাকে শাস্তি পেতেই হবে।


ব্যাক্তির ভাষা ও ব্যবহার থেকে তার পারিবারিক শিক্ষা আর অবস্থার পরিচয় পাওয়া যায়।
যাকে গালি দেয়া হয়, সে আইনগত ব্যবস্থা নিতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.