নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যালিন

শাহ্ মোঃ অ্যালিন

আমি রাজনীতি পছন্দ করি।

শাহ্ মোঃ অ্যালিন › বিস্তারিত পোস্টঃ

চোর-পুলিশ

২১ শে জুলাই, ২০২১ রাত ১০:৪১

শীঘ্রই শুরু হতে যাচ্ছে চোর-পুলিশ খেলা।এ গেইমটা কার কাছে কেমন লাগে জানি না তবে আমি খুব এনজয় করি।এ খেলায় অংশগ্রহণ করে গত বছর ২ হাজার টাকা জরিমানা দিয়েছিলাম।আরও অনেকেই গত কয়েকদিন পূর্ব পর্যন্ত দিয়ে আসছেন।পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এ খেলায় বিরতি দেয়া হয়।তবে নিরাশ হবার কিছুই নেই।আগামী পরশু থেকেই জাঁকজমকপূর্ণ ভাবে চোর-পুলিশ খেলা পুরোদমে, শ্বাসরুদ্ধকর অবস্থায় শুরু হবে। জেল-জরিমানার জন্য প্রস্তুত হও বাঙালী। Game must go on.Carry on.তবে আমাদেরকে মাননীয় "উনি" আবারও স্মরন করিয়ে আমাদের ধন্য করেছেন-বাঙালী জাতি বীরের জাতি। তবে বীরেরা কেন চোর হয়ে যায় এটা আর বুঝলাম না।তবে কি আমরা চোরের জাতি? প্রাইম মিনিস্টার কি তাহলে মিথ্যে কথা বলেন?

এরকম প্রশ্ন উঠতেই পারে।

চোর-পুলিশ খেলায় আমরা অবশ্যই চোর।আর এ খেলা আমাদেরকে সমাধী পর্যন্ত টেনে নিয়ে যাবে।যে জাতির পদে পদে লাঞ্চনা যে জাতি বীরের জাতি হয় কি করে?

এরকম প্রশ্ন উঠতেই পারে।

তবে আমরা যে ত্যাগী জাতি এটা অনস্বীকার্য। আমাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের আমাদের এই বাক স্বাধীনতা। আজকের আমাদের সার্বভৌমত্ব।

তাই সুধীজনকে বেশী ভাবতে হবে না।দরকার হলে অনাহারে ধুকে ধুকে মরে হলেও কিংবা জেল-জরিমানা খেটে হলেও এ দেশকে করোনা মুক্ত করব ইনশাআল্লাহ্।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২১ সকাল ৮:০৬

বিজন রয় বলেছেন: ভাল টিটকারী করলেন।

এ জাতি বড়ই নির্লজ্জ্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.