![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল থেকে শুরু হচ্ছে ১৪ দিনের কঠোর লকডাউন। লকডাউন কতটা কঠোর হবে ও কি বিশেষত্ব রয়েছে এ লকডাউনে এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন-
প্রতিমন্ত্রীঃ কঠোর বিধিনিষেধ মেনে নিজের বাঁচা নিজে বাঁচতে হবে।
লকডাউনে প্রায় সবাই চোর পুলিশ খেলায় মেতে উঠেন।পুলিশ আসলে সবাই দৌড়ে পালায় আবার পুলিশ চলে গেলে দোকান খোলা।এবার কি এর কোন ভিন্ন চিত্র দেখা যাবে?
প্রতিমন্ত্রীঃ আমরা এ পর্যন্ত অনেক গুলো সংকট কাটিয়েছি।এবার আমরা পড়া মহল্লার সুধীজনদের নিয়ে কমিটি গঠন করে সবাইকে সচেতন করবো।এই ১৪ দিনে আমরা মফস্বল থেকে শুরু করে শহর পর্যন্ত সবাইকে সচেতন করে গড়ে তুলব।সবাই ডাবল মাস্ক পড়বে ও সামাজিক দূরত্ব বজায় রাখবে।আর এই লকডাউন তো ইয়ে মানে সচেতন থাকলে এবং সামাজিক দূরত্ব বজায় রাখলে পরিবেশ সূস্থ থাকে।আর যারা এই ঈদে বাড়ী ফিরেছেেন তাদের কর্মসংস্থান বন্ধ থাকবে যেহেতু, সেহেতু আপনারা পরিবার পরিজনকে নিয়ে আরও সচেতন হোন।আর অকারণে সংক্রমিত হওয়ার দরকার নেই।
২| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪২
নিয়াজ মোর্শেদ বলেছেন: কঠোর লকডাউন।
৩| ২৩ শে জুলাই, ২০২১ সকাল ১১:২৭
বিষন্ন পথিক বলেছেন: শুধু 'অস্হির লকডাউন' বাকি আছে
৪| ২৩ শে জুলাই, ২০২১ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: দেশের লোকজন তো কিছুই মানছে না। একটা দেশের জনগন কেন সরকারের কথা মানবে না??
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারো আদেশ মানিনা আমি চির স্বাধীন!
আমি না মানি আইন, আমি না কারো অধীন!
যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমিই সঠিক!
কেবল আমিই সত্য, পুরা দুনিয়া ব্যাঠিক!