![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাস্টমার দোকানের লক্ষী..
তাই আজ একটা লক্ষীকে পিঞ্জিরায় আটকাইছি।
কাস্টমারঃ ভাই এটার ব্যাটারী কত?
আমিঃ iPhone 8 plus এর ব্যাটারী ৯০০৳ পড়বে কোন ওয়ারেন্টি নেই।
কাস্টমারঃ ডাকাতি করতে বসছেন মিয়া দেন দেন, মোবাইল দেন।
আমিঃ ভাই কত দিবেন..?
কাস্টমারঃ দেন দেন মোবাইল দেন।ডাকাতের দল(বিড়বিড় করে বলতে বলতে যাচ্ছে)
আমিঃ ও ভাই একটা ব্যাটারী আছে ১৫০৳ (৮ মাসের গ্যারান্টি)
কাস্টমারঃ এখন দিতে পারবেন(ফিরে তাকিয়ে বলল)
আমিঃ একটু সময় লাগবে।
কাস্টমারঃ কতক্ষণ সময় লাগবে..?
আমিঃ বসেন একটু, চেক করে জানাচ্ছি।
কাস্টমারঃ কি দেখলেন ভাই..?
আমিঃ আমাদের স্টক তো শেষ ভাই, তিন সপ্তাহ সময় লাগবে ব্যাটারিটা আসতে।
কাস্টমারঃ তাহলে সেটটা রাখেন।আর এই নেন ১৫০৳ এটাও রাখেন।আমি তিন সপ্তাহ্ পরে আসব।
আমিঃ মনে মনে বলি- লে.... আপাতত তিন সপ্তাহের ধরে লক্ষী আমার দোকানে সার্ভিস দিবে।
০১ লা মে, ২০২২ দুপুর ২:০৫
শাহ্ মোঃ অ্যালিন বলেছেন: এ ধরনের ক্রেতাা ব্যাবসার অন্তরায়।
২| ০১ লা মে, ২০২২ রাত ২:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা কি কৌতুক লিখছেন?
আমাদেরকে কি এখন হাসতে হবে?
০১ লা মে, ২০২২ দুপুর ২:০৬
শাহ্ মোঃ অ্যালিন বলেছেন: একটু হাসুন না
৩| ০১ লা মে, ২০২২ রাত ২:১৯
কবীর হুমায়ূন বলেছেন: পুরোটাই পড়লাম। কিন্তু গূঢ় মর্মার্থ বুঝতে পারলাম না কেনো? ভালোবাসা রেখে গেলাম শাহ্ মোঃ অ্যালিন।
০১ লা মে, ২০২২ দুপুর ২:০৬
শাহ্ মোঃ অ্যালিন বলেছেন: আপনার ভালবাসায় কি কি আছে স্যার..??
৪| ০১ লা মে, ২০২২ সকাল ৭:৪৭
বিজন রয় বলেছেন: আচ্ছা, কস্টমারদের প্রতি খেয়াল রাখবেন।
০১ লা মে, ২০২২ দুপুর ২:০৮
শাহ্ মোঃ অ্যালিন বলেছেন: বরং লক্ষীর প্রতি খেয়াল রাখতে বলেন।
৫| ০১ লা মে, ২০২২ দুপুর ১২:৩০
শায়মা বলেছেন: আমি তো কিছুই বুঝলাম না ভাইয়া।
০১ লা মে, ২০২২ দুপুর ২:০৯
শাহ্ মোঃ অ্যালিন বলেছেন: বুঝার জন্য হটলাইনে কল করুন।
৬| ০১ লা মে, ২০২২ দুপুর ২:২২
শায়মা বলেছেন: হটলাইনের নাম্বার কি?
৭| ০১ লা মে, ২০২২ বিকাল ৫:৫৭
কালো যাদুকর বলেছেন: বুঝলাম দোকানদার কাষ্টমারের সাথে প্রতারনা করল ৷
৮| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৭:২০
জ্যাকেল বলেছেন: Murad Takla
৯| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি বিচি কলার সাথে সহ্মত প্রকাশ করছি।
এটা সত্যি এক ধরনের প্রাতারণা। আমার ভয়
হচ্ছে বেচারা তার মোবাইলের কল কব্জা ঠিক
মতো ফেরত পাবে কিনা? আচ্ছা আপনার
দোকান কি গুলিস্থানে? যদি উত্তর হ্যাঁ হয়
তা হলে কাষ্টমারের আম ছালা দুটাই গেলো!
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০২২ রাত ১:৫৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: এগুলান খুব খারাপ!