![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে ব্লক করা হয় নানা কারণে , কিন্তু ব্লগে ব্লক ঐটা একটু পীড়াদায়ক বটে ।
ব্লগারদের হজমশক্তি অনেক বেশি , তাই যে কাউকে ব্লক করে না সহজে ।
ব্লগে কেউ যখন আপনাকে ব্লক করবে , তখন ধরে নিবেন আপনি সীমা অতিক্রম করে ফেলেছেন ।
ফেসবুকে আমাকে অনেকেই ব্লক করেছে , কিন্তু ব্লগে ব্লক করেছে কিনা জানা নেই ।
ফেসবুকে ব্লক করলে সেটা তাড়াতাড়ি ভুলে যাবেন কারণ আপনি চোখের সামনে ঐ আইডির এক্তিভিটি দেখতে পাবেন না ।
ব্লগে ব্লক করলে আপনি কিছুটা হলেও ভুলতে পারবেন না। আপনি তার পোস্ট দেখতে পাচ্ছেন অথচ কমেন্ট করতে পারছেন না । ব্যাপারটা এমন আপনি তার চোখের সামনে আছেন কিন্তু ছুঁতে পারছেন না ।
কে কাকে ব্লক করবে সেটা তার নিজস্ব বিষয় । কেউ যদি আমাকে ব্লক করেন , তাহলে আমি কারণটা খোঁজার চেষ্টা করি । আমার কোথায় ভুল হয়েছে সেটা বের করে ভুল শোধরানোর চেষ্টা করি ।
ব্লগে একটা শ্রেণী আছে , যাদের পাঠক হিসেবে ধরে নেওয়া যায় । অনলাইন যখন লেখক পাঠককে একত্রিত হবার সুযোগ দিয়েছে তখন লেখকের উচিত পাঠককে মূল্যায়ন করা । পাঠককে মজার ছলে অপমান না করে ফেসবুকে পোস্ট না দেওয়া ।
ব্লগার চাদ্গাজিকে আরেকজন ব্লগার ব্লক করেছেন । সেটা ঠিক কি কারণে তা আমি জানি না । গাজি সাহেব যেহেতু তির্যক মন্তব্য করে থাকেন এটা ধরে নেওয়া যায় কমেন্টের কারণ একটা হতে পারে।
আমি কি কাউকে ব্লক করেছি, মনে করতে পারছি না ।
ভালো থাকুক সব ব্লগার ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
ডার্ক ম্যান বলেছেন: ব্লগে রেষারেষি চলুক সমস্যা নাই কিন্তু বাস্তব জীবনে যেন না থাকে
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
পবিত্র হোসাইন বলেছেন: অনেক প্রয়োজনীয় একটি পোস্ট করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ।
তবে সিফাত উল্লাহ সাহেবকে অনেকে অনেক কারনেই ব্লক করতে পারেন !!!!
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
ডার্ক ম্যান বলেছেন: আপনি কি সেফুদার কথা বলছেন
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগ থুক্কু ব্লক
আমি তো কাউকে করি না
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
ডার্ক ম্যান বলেছেন: আপনাকে কি কেউ করেছে
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
যোখার সারনায়েভ বলেছেন: এখানেও কামড়াকামড়ি হয় তাহলে!
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
ডার্ক ম্যান বলেছেন: এখানে তর্ক-বিতর্ক হয় , কামড়াকামড়ি হয় না
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সীমা লংঘনকারীকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না। আর মানুষ তো কোন ছার
যখন একজন তীর্যক মন্তব্য করেন তখন মন মেজাজ খুবই খারাপ হয় এবং বাধ্যতামূলক ভাবে ব্লক করে রাখেন। এমন না যে কবিতা গল্প এসব বিষয়ে ভালো মন্দ। কিছু মানুষ আছে যারা অযথাই মনের মাঝে আঘাত করেন।
আমি কাউকে ব্লক করিনি এখনো। সুন্দর কাটুক সময় এখানে সবার সবার সাথে
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
ডার্ক ম্যান বলেছেন: মনের মাঝে সবাই আঘাত করতে পারে না । সবার আঘাত মন পর্যন্ত পৌঁছায় না । যখন কাউকে মনের মাঝে ঠায় দিবেন তখন তার আঘাত মন পর্যন্ত যেতে পারে ।
আপনাকে অনেক আগে থেকে চিনি । একসময় প্রথম আলো কিংবা শব্দনীড় ব্লগে বোধহয় ব্লগিং করতেন ।। শব্দনীড়ে সম্ভবত পুরস্কারও পেয়েছিলেন
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
খায়রুল আহসান বলেছেন: কামনা করি, কখনো যেন কাউকেও ব্লক করতে না হয়, এবং আমাকেও না করে। পছন্দ অপছন্দ তো প্রত্যেকেরই আছে। যার যেটা অপছন্দ, তার সাথে সেটা না করাই ভাল।
প্রথম মন্তব্যটা ভাল লেগেছে। +
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
ডার্ক ম্যান বলেছেন: সত্য কখনো কখনো অপ্রিয় হয়ে উঠে । ভালো থাকবেন স্যার
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
মোস্তফা সোহেল বলেছেন: এখনও পর্যন্ত এমন কোন বিষয় ঘটেনি আমার সাথে।হয়তো সামনেও এমন কিছু ঘটবে না।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
ডার্ক ম্যান বলেছেন: এমন জিনিস যাতে কারো সাথে না ঘটে
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমি নতুন মানুষ লেখা পড়াও তেমন করা হয়নি মাত্র ৬ কি ৭ ক্লাস পড়েছি তাই ব্লগ কালচার সম্পর্কে তেমন ধারণা নাই তবুও
যতটুকো সম্ভব ব্লগের সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবো আর নতুন হিসেবে ভুলত্রুটি গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন । আর
আমাকে দয়া করে ব্লক করবেননা ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
ডার্ক ম্যান বলেছেন: দেখে ভালভাবে পড়ে মন্তব্য করুন
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: ব্লক করা ঠিক না।
সহনশীল হতে হবে আমাদের।
চাঁদগাজী মন্তব্য সহ্য করতে পারলে ভালো ব্লগার হওয়া সম্ভব।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
ডার্ক ম্যান বলেছেন: গাজি সাহেব কখনো সীমা অতিক্রম করে ফেলেন । উনার বুঝা উচিত , ব্লগে সবাই উনার মত বিদগ্ধ না । উনি অনেক সময় আমাকেও তির্যক মন্তব্য করেছেন। আমিও করেছি।
অনেকের বয়স হলেও প্রাইমারি স্কুলের বাচ্চাদের মত স্বভাব রয়ে গেছে
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
ঢাবিয়ান বলেছেন: ব্লগে কে কাকে ব্লক করবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যপার। এটা নিয়া অন্যদের কথা বলা নিতান্তই পরনিন্দা পর্চর্চার বিষয় যা বাঙ্গালীদের অত্যন্ত নোংরা একটি অভ্যাস।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
ডার্ক ম্যান বলেছেন: আমি এখনো বাঙালি রয়ে গেছি, আপনার মত পাশ্চাত্য শিক্ষিত হতে পারি নাই। আপনার উচিত ছিল আমার মত নোংরা মানুষের নোংরা পোস্টে কমেন্ট না করা
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
শায়মা বলেছেন: ব্লক জিনিসটা কতখানি বা কি তখনই মানুষ বুঝে যখন তাকে কেউ ব্লক করে। আমার লাইফে আমাকে একজনই ব্লক করেছিলো যে একটা সময় আমার অনেক প্রিয় মানুষ ছিলো। প্রিয় মানুষ ব্লক করলে কেমন লাগতে পারে আমি সেটা সেদিনই জানতে পেরেছিলাম।
কিন্তু প্রতিশোধ পরায়ন আমি সাথে সাথে তাকে উল্টা ব্লক করেছিলাম।
আমাকে ফেসবুকেও কেউ ব্লক করেছে জানতে পেলে আমি তাকে উল্টা ব্লক করি। ব্যাস..... আমাকে যার দরকার নেই তাকেও আমার দরকার নেই। যে ব্লক করে তাকে ব্লক করার একটা বিশেষ তরিকা আছে। কারো লাগলে আমার থেকে জেনে নিতে পারবে।
যাইহোক, ব্লক রাগে হোক, দুঃখে হোক, কষ্ট বা বিরক্তিতে হোক যে কেউ যাকে ইচ্ছা তাকে করতে পারে এতে এত উদ্বিঘ্ন হবার কিছু নেই। চাঁদগাজীভাইয়া বিশেষ অস্থির হয়ে উঠেছে কারণ কি বুঝলাম না। ভাইয়ার ধৈর্য্যের প্রতি আমার অগাধ আস্থা ছিলো। ত ঝড়ঝাপ্টা সহ্য করে এই ব্লকের প্রতি এমন অস্থিরতা খুবই বাজে ব্যপার। যার ইচ্ছা হয়েছে সে ব্লক করেছে তার ব্যপার। চাঁদগাজীভাইয়া তো ব্লক খাবার মত কাজ করেই অনেক সময়ই। কাজেই ভাইয়ার এত অস্থিরতার কারণ নেই। আপু ব্লক করেছে তার কাছে সেটাই সঠিক মনে হয়েছে করেছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
ডার্ক ম্যান বলেছেন: এখন মনে পড়ছে , আমিও একজনকে ব্লক করেছিলাম। তিনি আমাকে ব্লক করেছেন কিনা জানি না ।
ফেসবুকের টিপসটা আমাকে দিতে পারো ভাইয়ামনি । বিনিময়ে যে উপহার চাইবে তা দিব ।
গাজী ভাইয়ের কথা আমি না বললেও এসে যেত । কিন্তু আমি পোস্টটা দিয়েছে অন্য কারণে । তুমি অনেক রূপসী বুদ্ধিমতী , তোমার বিষয়টা বুঝা উচিত ছিল ।
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
অগ্নি সারথি বলেছেন: গ্যালারিতে পপকর্ন লইয়া বইলাম! দেহি ক্যাচাল লাগে নাকি।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
ডার্ক ম্যান বলেছেন: আপনি তো পাওয়ার ব্রোকার , মজা তো লুটবেন ।
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
তারেক_মাহমুদ বলেছেন: হে হে চলুক পক্ষে বিপক্ষে মন্তব্য প্রতিমন্তব্য, এই উপলক্ষে ব্লগে জমজমাট হয়ে উঠুক, হাছি-না, খা-লেদার পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কের চেয়ে এটা ভাল। আমরা সাধারণ দর্শকরা শুধু দেখবো আর তালি বাজাবো।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮
ডার্ক ম্যান বলেছেন: মায়ের বয়সী কারো নাম নিলে শুদ্ধভাবে নাম লিখা উচিত ।
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
নীল আকাশ বলেছেন: শায়মা আপু বলেছেন: যাইহোক, ব্লক রাগে হোক, দুঃখে হোক, কষ্ট বা বিরক্তিতে হোক যে কেউ যাকে ইচ্ছা তাকে করতে পারে এতে এত উদ্বিঘ্ন হবার কিছু নেই। চাঁদগাজী ভাইয়া বিশেষ অস্থির হয়ে উঠেছে কারণ কি বুঝলাম না। ভাইয়ার ধৈর্য্যের প্রতি আমার অগাধ আস্থা ছিলো। ত ঝড়ঝাপ্টা সহ্য করে এই ব্লকের প্রতি এমন অস্থিরতা খুবই বাজে ব্যপার। যার ইচ্ছা হয়েছে সে ব্লক করেছে তার ব্যাপার। চাঁদগাজীভাইয়া তো ব্লক খাবার মত কাজ করেই অনেক সময়ই। কাজেই ভাইয়ার এত অস্থিরতার কারণ নেই। আপু ব্লক করেছে তার কাছে সেটাই সঠিক মনে হয়েছে করেছে। - সহনশীলতার একটা মাত্রা থাকা উচিৎ। থু থু উপরের দিকে ছুড়ে মারলে সেটা ঠিক ঠিক নিজের দিকেই ফিরে আসে। এটা আর নতুন কি? যার যেটা প্রাপ্য সে সেটাই পেয়েছে.......।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২
ডার্ক ম্যান বলেছেন: ইট মারলে পাটকেল খেতে হয় । অনেকে জী হুজুর টাইপের কমেন্ট আশা করেন, তাদের জন্য সম্ভবত ব্লগ না।
গাজি ভাই রণক্ষেত্রের যোদ্ধা , তাই সম্ভবত উনি অনেক বেশি আক্রমণাত্মক
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
আমি ৎৎৎ বলেছেন: কিছু কিছু সিনিয়র ব্লগারদের মন্তব্য মাঝে মাঝে আমার এত ভাল লাগে....!
কু..............চি...............কু..........
(..............)
ভাল থাকুক সামু.........ভাল থাকুক ব্লগাররা।
আপনারা সবাই ভাল থাকুন, সবসময়।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
ডার্ক ম্যান বলেছেন: আপনি আমি সবাইকে নিয়ে ভাল থাকতে চাই । কিন্তু অনেকে আছে যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় না
১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
শায়মা বলেছেন: নিশ্চয় আমারটা ! তাই না ৎ ৎ ৎ ভাইয়া!!!!!!!!!
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
ডার্ক ম্যান বলেছেন: আপনি তো মাল্টি
সবাইকে ডাকেন ভাইটি
১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ.. তেমন কোনো সুন্দরী পাওয়া যায় নি
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
ডার্ক ম্যান বলেছেন: এক প্রকাশক আমাকে পরামর্শ দিয়েছেন , লেখিকাদের কাছ থেকে দূরে থাকতে
১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭
শায়মা বলেছেন: হা হা রূপসী বুদ্ধিমতী কি জিনিস ভাইয়া!
কথাটায় মনে পড়লো শুনেছিলাম রূপসীরা গাধা হয় !
যাইহোক তুমি পোস্টটা কেনো দিয়েছো তা বুঝার জন্য ফের পড়লাম পোস্টটা। তবে চাঁদগাজীভাইয়ার পোস্টগুলি ও রাবেয়া আপুর পোস্ট দেখে দেখে আমার উদাহরণ মনে এসে গেলো!
আর
(এখন মনে পড়ছে , আমিও একজনকে ব্লক করেছিলাম। তিনি আমাকে ব্লক করেছেন কিনা জানি না ।) এইতো তোমার মনে পড়ে গেলো-
কবে কোনখানে, এ ব্লগের কোনে
ব্লকিয়াছিলাম কাহুকে
সেও কিবা কভু আমা তরে তবু
ব্লকিয়াছিলেন আমাকে!
ফেসবুকের টিপসটা আমাকে দিতে পারো ভাইয়ামনি । বিনিময়ে যে উপহার চাইবে তা দিব ।
(দিয়ে দেবো। ইনবক্সের কানে। তার বদলে যা চাইবো তাহা দিবে বলিয়াছো! সাবধান সকলে সাক্ষী!
)
(গাজী ভাইয়ের কথা আমি না বললেও এসে যেত । কিন্তু আমি পোস্টটা দিয়েছে অন্য কারণে । তুমি অনেক রূপসী বুদ্ধিমতী , তোমার বিষয়টা বুঝা উচিত ছিল ।)
পোস্ট যে কারণেই দাও পোস্টেও গাজীভাইয়ার কথা বলেছো আমি দেখেছি!
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
ডার্ক ম্যান বলেছেন: রূপসীরা গাধী হয় , মনে হয় ।
আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি।
এই পোস্টের আসল উদ্দেশ্য কেউ ধরতে পারলো না , সেটা চিন্তার বিষয় ।
সামু ব্লগে প্রথম পছন্দ খলিল ভাই, নারীদের মধ্যে প্রথম তুমি, তুমি যাহা বলিবে তাহাই হবে ।
১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমাকে অনেকই ব্লক করেছিলেন, এখনো করেন; অনেকে নিজের থেকেই আবার ব্লক তুলে নিয়েছেন; গতকাল, ব্লক নিয়ে আমি পোষ্ট দিয়েছিলাম, কারণ উনার পোষ্টে আমার কমেন্ট করার দরকার ছিলো; যেহেতু, কমেন্ট করতে পারিনি, এবং বিষয়টা উনাকে জানানোর দরকার ছিলো, সেজন্য বিষয়টা সবাই জেনেছেন।
সেটার সমাধনা হয়েছে; পোষ্ট না দিয়ে, অন্যভাবে উনার সাথে যোগাযোগ সম্ভবপর ছিলো না।
আমাকে মন্তব্যের কারণে ব্লক করা হয়; আমার মন্তব্যের ফলে অনেক ঘনিষ্ট পাঠক আমার থেকে দুরে চলে গেছেন, আমার পোষ্টে মন্তব্য করেন না, কেহ কেহ আমাকে ব্লক করেছেন; আমি সহজভাবেই নেই, আমার বক্তব্য কোনদিন বদলায়নি; আমি ব্লগিংকে ব্লগিং হিসেবে নিই, মতামত প্রকাশের ও লেখার প্লাটফরম হিসেবে নিই; ব্লগিংকে, লেখার মাধ্যমে বন্ধুত্ব করার যায়গা হিসেবে নিইনি আমি।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
ডার্ক ম্যান বলেছেন: আপনার কথা উল্লেখ না করলেও চলে আসতো ।
অনলাইনের কল্যাণে নিজের ভাষা প্রকাশ করা অনেক সহজ ।
আপনি লেখার মাধ্যম বন্ধুত্ব হিসেবে না নিলেও অনেকে নিয়েছেন ।
সবাই আপনার মত না , এই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত ।
২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: সমালোচনা সহ্যক্ষমতা বা সহজে নেওয়া ব্লগারদের অন্যতম একটি গুণ। যাদের এই গুণ নেই, তাদের ব্লগার ভাবতে আমি রাজি নই।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১
ডার্ক ম্যান বলেছেন: আপনার বা আমার ভাবাভাবিতে অনেকের কিছু যায় আসে না । আসলে আমরা জাতি হিসেবে বড্ড বেশি অস্থির ।
২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
আরোগ্য বলেছেন: ব্লগে আসলে বিতর্ক হবেই এটা স্বাভাবিক কিন্তু তাই বলে ব্লক করা ঠিক না।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
ডার্ক ম্যান বলেছেন: ব্লক করা নিজস্ব বিষয় । লেখালেখি নিয়ে তর্ক-বিতর্ক ভালো জিনিস
২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: এক প্রকাশক আমাকে পরামর্শ দিয়েছেন , লেখিকাদের কাছ থেকে দূরে থাকতে
তাইলে তো লেখক হতে হবে
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
ডার্ক ম্যান বলেছেন: আপনি কি লেখিকা ????
২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ
ছেলে
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২
ডার্ক ম্যান বলেছেন: ভাল লেখক হন। পাঠকদের মূল্যায়ন করুন
২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই মানুষের মন বুঝা বড় মুশকিল।
আমি একজনের ছবি ব্লগে প্রথম মন্তব্য করতে গেছি। কয়েকবার চেষ্টা করেও যখন পারিনি তখন বুঝতে পারলাম আমাকে ব্লক করেছে। ব্লগে তিনিই একমাত্র ব্যক্তি যে আমাকে ব্লক করেছে । কিন্তু আমি কোন কারণ খুজে পাইনি। কারণ তিনি আমার লেখায় কখনো মন্তব্য করেননি এবং আমিও তার লেখায় করিনি। যখন করতে গেলাম তখনই ব্যাপারটা চোখে পড়ল।
এর কি ব্যাখা হতে পারে ?
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০১
ডার্ক ম্যান বলেছেন: আমার ধারণা , তিনি একজন মাল্টিনিকধারি ব্লগার । তার অন্যকোন নিকের অন্য কোন পোস্টে হয়ত মন্তব্য করেছিলেন, যিনি তা হজম করতে পারেন নাই।
আবার ট্রাই করে দেখতে পারেন।
২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
খাঁজা বাবা বলেছেন: ব্লগে কমেন্টের বিষয় টা ভালই লাগে।
তবে এখানে একটা কমেন্টে একাধিক রিপ্লাই দেয়া যায় না। এটা একটা সমস্যা। বা একটা কমেন্টে ৩য় কেউ রিপ্লাই দিতে পারে না।
এ সুযোগটা থাকলে ব্যপারটা আরো জমত বলে মনে করি।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
ডার্ক ম্যান বলেছেন: ইষ্টিশন ব্লগে এই বিষয়টা ছিল । এটা করলে দারুণ এক কাজ হত।
আমি দুই তিন বছর আগে কোন একটা পোস্টে এই কথা বলেছিলাম । আসলে প্রযুক্তির এই যুগে সময়ের সাথে আপডেট হতে হয় ।
২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: নিজের ব্লগকে সেইফ রাখার জন্যে ব্লক একটি ভালো টুলস
সবারই সহ্য ক্ষমতার একটা সীমা থাকে। সেই সীমারেখা কোন ব্লগার অতিক্রম করলে তাকে ব্লক করা যেতেই পারে।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
ডার্ক ম্যান বলেছেন: কোন কোন ব্লগারের সহ্য ক্ষমতার সীমা কম বলে আমার কাছে মনে হয় । এখানে অনেকেই আসেন নাম কামানোর মহৎ লক্ষ্য নিয়ে । ব্লগ অনেক শক্তিশালী মাধ্যম । আপনি যদি লেখায় লাইক মার্কা কমেন্ট পেতে চান, তাহলে আপনার জন্য ফেসবুক ।
এখন নব্য একটা লেখক শ্রেণীর উদ্ভাবন হয়েছে। যারা নিজের টাকায় বই ছাপিয়ে নিজেকে অনেক বড় লেখক মনে করে। এরা আবার মাহফুজুর রহমানকে নিয়ে ট্রল করে । চট্টগ্রামের বাতিঘরে তেমন একজনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাহমুদ ভাই। সেই বিখ্যাত লেখক আবার এক কাঠি সরেস। কিছু ভক্তকে লালন পালন করেন । বইমেলার আগে এদের নিয়ে কিছু একটা লিখবো ।
লেখা নিয়ে যেকেউ সমালোচনা করুক আপনার বা আমার আপত্তি নেই। কিন্তু কেউ যখন ইনিয়ে বিনিয়ে অপমান করার চেষ্টা চালায় , আমি তাকে ছেড়ে দিই না ।
অফটপিক ঃ আপনার ব্লগডে কেমন হল সিলেটে
২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
শামীম সরদার নিশু বলেছেন: বিষয়টা পীড়াদায়ক। অটুট থাকুক ব্লগ পরিবারের বন্ধন.....।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
ডার্ক ম্যান বলেছেন: সবাই মিলেমিশে একাকার হোক
২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, ব্লগ ডে ভালো হয়েছে।
ধন্যবাদ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
ডার্ক ম্যান বলেছেন: ধন্যবাদ
২৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১
কালীদাস বলেছেন: ব্লগের ব্লক অপশনটা খুবই কার্যকরী একটা টুল এবং অনেক ক্ষেত্রে ব্লক না করে উপায় থাকেনা। মডারেটর ব্লগে ২৪ ঘন্টা থাকে না, কাজেই পাবলিক ন্যুইসেন্স ঠেকানোর জন্যই ব্লগারদের হাতে অন্তত একটা অল্টারনেটিভ এই ব্লক অপশন। নিচের তিনটা লাইনের সাথে সহমত পোষণ করছি।
ফেসবুকে ব্লক করা হয় নানা কারণে , কিন্তু ব্লগে ব্লক ঐটা একটু পীড়াদায়ক বটে ।
ব্লগারদের হজমশক্তি অনেক বেশি , তাই যে কাউকে ব্লক করে না সহজে ।
ব্লগে কেউ যখন আপনাকে ব্লক করবে , তখন ধরে নিবেন আপনি সীমা অতিক্রম করে ফেলেছেন ।
অল্পতেই ব্লক করে এরকম ব্লগার এখন কেউই নেই। পারসোনালি কারও তীর্যক কমেন্টের জন্যও কাউকে ব্লক করিনি আজ পর্যন্ত, করেছি যখন সেটা ব্যক্তি আক্রমণের পর্যায়ে গেছে। ইদানিং ব্লগে সমালোচনার দোহাই দিয়ে বাজে রকমের ব্যাক্তি আক্রমণ করছে কয়েকজন (আপনার উল্লেখিত নিকটি তাদের একজন), কোন ব্লগার অফেন্ডেড ফিল করলে ব্লক করতেই পারে এবং সেটা ব্লগের নীতিমালার বাইরে যায় না। একটা লাইন গঠনমূলক ক্রিটিসিজম নেই, বিনা কারণে ব্যক্তি আক্রমণ; এই ফাতরামির ব্লগিং কি কাজে আসে?
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ । আমি এখনো পর্যন্ত একজনকে ব্লক করেছি, শুধুমাত্র উনার অহংকারী আচরণের জন্য ।
ব্লগে লাইক মার্কা কমেন্ট পাবার আশায় যারা পোস্ট দেন , তাদের নিয়ে কিছু বলার নাই ।
৩০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৬
মনিরা সুলতানা বলেছেন: আমি ব্লগে মনে হয় না কাউকে ব্লক করেছি ;
তবে ব্লগার কালীদাসের পয়েন্ট গুলোর সাথে একমত।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৪
ডার্ক ম্যান বলেছেন: আমি তো আপনাকে ব্লক করেছিলাম
৩১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !! আচ্ছা !
আবার ব্লক খুলে ও দিয়েছেন
ধন্যবাদ ধন্যবাদ!
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪
ডার্ক ম্যান বলেছেন: ধন্যবাদ , অনেকদিন ভাল ছিলেন । এবার খারাপ থাকুন
৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬
মনিরা সুলতানা বলেছেন: জ্বি জ্বি আপনাদের দোয়া ।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬
ডার্ক ম্যান বলেছেন:
৩৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:২৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: ব্লক নিয়ে অহেতুক মাথা ঘামানোর দরকার নেই। তবে আমি কতজনের ব্লগে ব্লকড জনতে পারলে খুশী হতাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৭
ডার্ক ম্যান বলেছেন: আমি নিজেই কয়জনের ব্লকড সেটা জানি না
৩৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন এক জন ব্লগার , নাম মনে নেই। উনি আমাকে ব্যান করেছেন। জানি না কি কারণে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৯
ডার্ক ম্যান বলেছেন: হয়ত আপনার কোন আচরণে অসন্তুষ্ট হয়েছেন
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: উফ
কেন এই রেষারেষি
সব দ্বন্দ্ব মিটে মিলেমিশে যাক সবাই এই কামনা 