নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশুদ্ধ কোনো মানব নই, তুমি তোমার মতো করে শুদ্ধ করে নিও আমায় ।

ডার্ক ম্যান

...

ডার্ক ম্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মাহের ইসলাম এর বইয়ের কথা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২



এই বছর অনেক ব্লগার বই বের করেছেন। নানান কিসিমের বই। গত বছর অনেক নতুন লেখকের বই কিনেছিলাম । তবে এই বছর কিনবো না।
ব্লগার মাহের ইসলাম ভাই, তার অনেক দিনের পরিশ্রমের ফসল একটা গবেষণা গ্রন্থ আমাকে উপহার দিয়েছেন। আমার সুযোগ থাকলে কমপক্ষে ১০ কপি কিনতাম। ।
বইটি পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত । এইদেশের তথাকথিত সুশীলরা সব সময় পাহাড়ি সন্ত্রাসীদের পক্ষে সাফাই গান। বাংলাদেশ সেনাবাহিনীকে কোন প্রমাণ ছাড়াই কাঠগড়াই দাঁড় করান। এই বইটিতে তার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।
পাহাড়ের বহুল আলোচিত ঘটনা কল্পনা চাকমা বিষয়টি খোলাসা করেছেন। আরও অনেক স্পর্শকাতর বিষয় তুলে ধরেছেন।
বইয়ের নামঃ প্রেক্ষিত পার্বত্য চট্টগ্রাম , সত্য মিথ্যা অপপ্রচার ।
লেখক ঃ মাহের ইসলাম
প্রকাশনী ঃ জ্ঞান বিতরণী
স্টল নাম্বার ঃ ৬৩৫, ৬৩৬ রফিক চত্বর , সোহরাওয়ার্দী উদ্যান
রকমারি লিঙ্ক ঃ Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: বাংলাদেশে থাকলে বইটি কিনতাম। যদিও আমি নির্মোহ লেখার ফ্যান। আপনার কথ শুনে ("অপপ্রচারের দাতভাংগা জবাব";) মনে হচ্ছে বইটি এক দিক থেকে দেখে লেখা। মানে, একপেশে।

এজন্য আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী না করে পারছি না। ক্রিটিক্যাল থিংকিং জিনিসটি বাংলাদেশে একেবারেই অনুপস্থিত। দল মত নির্বিশেষে সবার জন্যে সত্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২

ডার্ক ম্যান বলেছেন: বইটি একপেশে নয় ,

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



উনি কি লিখেছেন, পড়ে দেখার দরকার! উনার বসত কোথায়?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

ডার্ক ম্যান বলেছেন: উনার বসত রাঙামাটিতে

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: জানলাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

ডার্ক ম্যান বলেছেন: জানাইলাম

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লাগলো পোস্টটি দেখে ও বইটি প্রকাশিত হয়েছে শুনে। আমি প্রিয় মাহের ভাইয়ের পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে যতদূর সম্ভব সব পোস্টগুলো পড়েছি । অত্যন্ত পরিশ্রমী পোস্টগুলো এবং সাধ্যমত নিরপেক্ষ ভাবে লেখার চেষ্টা করেছেন । এমন পোস্টগুলো মলাটবন্ধ হওয়াই অত্যন্ত আনন্দের। অভিনন্দন জানাচ্ছি প্রিয় লেখককে।
বইটির বহুল বাণিজ্যিক সাফল্য কামনা করছি । ধন্যবাদ আপনাকেও, পোস্ট আকারে বিষয়টি তুলে ধরে সামু পরিবারের সকল সদস্যবৃন্দকে জানানোর জন্য ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৫

ডার্ক ম্যান বলেছেন: বাণিজ্যিক সফলতা না পেলেও আফসোস নাই। ইতিহাসগ্রন্থের কোন বাণিজ্য মূল্য থাকে না, তবে ভবিষ্যৎ মূল্য আছে

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

মাহের ইসলাম বলেছেন: গত প্রায় এক সপ্তাহ ধরে কি যে এক যাতনা ভোগ করেছি, সামু'তে আসতে না পেরে।
যাই হোক, শেষ পর্যন্ত আজ লগ ইন করতে পারলাম।

আপনার পোষ্টটি প্রিয়তে নিয়েছি, স্বাভাবিক কারণেই।
সত্যি বলতে কি, আমার বই নিয়ে সামু'তে আপনার এই পোস্ট দেখে অসম্ভব খুশী হয়েছি, কৃতজ্ঞবোধ করছি।

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভ কামনা রইল, ভালো থাকবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি পণ করেছেন, আমার সাথে কথা বলবেন না । আপনার মোবাইল অফ। আপনাকে কিছু বই দিতে চেয়েছিলাম। মেইলে বিস্তারিত জানিয়েছি।

৬| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৫

মাহের ইসলাম বলেছেন: আশা করি ভালো আছেন।
শুভ কামনা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:০৫

ডার্ক ম্যান বলেছেন: ভাল আছি জনাব ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: বইটির সাফল্য কামনা করছি। লেখকের অধ্যবসায়কে সাধুবাদ!

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৭

ডার্ক ম্যান বলেছেন: লেখক ভবিষ্যতে এই ধরণের গ্রন্থ আরও উপহার দিবেন সেই আশা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.