নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশুদ্ধ কোনো মানব নই, তুমি তোমার মতো করে শুদ্ধ করে নিও আমায় ।

ডার্ক ম্যান

...

ডার্ক ম্যান › বিস্তারিত পোস্টঃ

বই মেলা এখন অনেকটা বাণিজ্য মেলা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

বাংলাদেশের মাটি এখন কবি সাহিত্যিকদের উর্বর ভূমি । বইমেলা এলে যার দেখা মেলে ভূরি ভূরি । এদের ৮০ ভাগ নিজের টাকায় বই প্রকাশ করে লেখক হিসেবে নিজেকে অমর করে তুলতে চান ।
এবারের চট্টগ্রাম বইমেলায় একটা ঘটনা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। লেখক স্বয়ং উপস্থিত থেকে বই ক্রেতাকে অনন্য উপহার দিচ্ছেন । ব্লগারদের মধ্যে কেউ কি আছেন , যিনি এই কাজটা করেন ।
বাংলাদেশে প্রতি বছর প্রকাশনীর সংখ্যা বাড়ছে । আমি নিজেও একজন প্রকাশক হতে চেয়েছি। এই ব্যবসা এখন অত্যন্ত লাভজনক। চট্টগ্রামের বেশকিছু প্রতিষ্ঠান ঘুরে ঘুরে আমার এই অভিজ্ঞতা হয়েছে। যেহেতু বেশিরভাগ নতুন লেখক নিজের টাকায় বই প্রকাশ করেন তাই প্রকাশকের কোন ক্ষতি হয় না । আবার অনেক প্রকাশনা প্রতিষ্ঠান টাকা নিয়েও কথামত বই ছাপান না ।
নহলী প্রকাশনীর মালিক জেনারেল মিল্লাত স্যার এর সাথে ২০১৭ সালের সেপ্টেম্বরে কথা হয়েছিল , তিনি তখন শুধু লেখক ছিলেন। তিনি ঢাকার একটি অতি পরিচিত প্রকাশনীকে নিজের বই ছাপানোর জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন । তাঁর কাছ থেকে ৫০০ কপির টাকা নিয়ে ৩০০ কপি ছাপিয়েছিল।

এখন তথাকথিত লেখকদের জন্য তথাকথিত প্রকাশক রয়েছেন । লেখকরা টাকা লগ্নি করে নিজের বই বের করেন আর প্রকাশক সাইনবোর্ড দিয়ে টাকা ইনকাম করেন।

আবার অনেক প্রকাশনীতে ভাড়াটে কিছু লেখক আছেন , যারা টাকার বিনিময়ে আরেকজনের জন্য লিখেন। চট্টগ্রামের এমন একজন শিক্ষককে চিনি যিনি এই কাজটি করেন ।

ভাল লেখক আর ভাল প্রকাশনীর কদর সবসময় ছিল, আছে এবং থাকবে। লেখকের জীবন অনেক সংগ্রামের । সেলফি আর ফেসবুক লাইকের মাধ্যমে লেখক হয়ে উঠা হয় না। প্রকাশনা একটা ব্যবসা । যাদের নিজের টাকা বিনিয়োগ করার সামর্থ্য নাই , তাদের এখানে আসা উচিত নয়। রাতারাতি লেখক কিংবা প্রকাশক কোনটাই হওয়া যায় না। সবকিছুর জন্য সময় দিতে হয় ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: কথাগুল মিথ্যে নয়। +++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

ডার্ক ম্যান বলেছেন: চেষ্টা করি সত্য বলতে

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:





সহমত আপনার সাথে। ++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

ডার্ক ম্যান বলেছেন: আপনার বইয়ের অবস্থা কেমন

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: ভালো বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন।
আমি গোপনে খোঁজ নিয়ে জেনেছি- নতুন লেখকরা টাকার বিনিয়ে বই ছাপিয়েছেন। এদের মধ্যে ব্লগারদের সংখ্যা বেশি।
প্রকাশকদের লস নেই। তারা এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন।
ধরা খাচ্ছে নতুন লেখক কবিরা। তাদের বই বিক্রি হচ্ছে না। ধরে কয়ে, জোর করে যে ক'টা পারছে বিক্রি করছে। নতুন লেখকরা প্রকাশককে বলেছেন ১০০ বই কম পক্ষে বিক্রি হবে। যদি না হয় তাহলে আমরা নগদ টাকা দিয়ে কিনে নিব। কেউ কেউ দুই শ' বইও নগদ টাকা দিয়ে কিনে নিয়েছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

ডার্ক ম্যান বলেছেন: মাঝে মাঝে প্রকাশনী অফিসে আড্ডা দিবেন। আরও অনেক কিছু জানতে পারবেন

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দ্বিমত করার সুযোগ নেই। রাজীব ভাই তো প্রকাশনীর ব্যবসায় নামতে চেয়েছিলেন। এই সুযোগে নেমে পড়তে পারেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

ডার্ক ম্যান বলেছেন: আপনিও নেমে পড়ুন । দারুণ খেলা

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই অবস্থা,তাহলেতো সর্বনাশ!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

ডার্ক ম্যান বলেছেন: সর্বনাশ গত চার বছর ধরে অনেক বেড়েছে

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

ভুয়া মফিজ বলেছেন: ভালো লিখেছেন। অবস্থা তো দেখছি ভয়াবহ!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

ডার্ক ম্যান বলেছেন: অনন্ত জলিল ভাই এর অবস্থা হতে পারে

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫

নীল আকাশ বলেছেন: রাজীব নুর বলেছেন: ভালো বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন।
আমি গোপনে খোঁজ নিয়ে জেনেছি- নতুন লেখকরা টাকার বিনিয়ে বই ছাপিয়েছেন। এদের মধ্যে ব্লগারদের সংখ্যা বেশি।
প্রকাশকদের লস নেই। তারা এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন।
ধরা খাচ্ছে নতুন লেখক কবিরা। তাদের বই বিক্রি হচ্ছে না। ধরে কয়ে, জোর করে যে ক'টা পারছে বিক্রি করছে। নতুন লেখকরা প্রকাশককে বলেছেন ১০০ বই কম পক্ষে বিক্রি হবে। যদি না হয় তাহলে আমরা নগদ টাকা দিয়ে কিনে নিব। কেউ কেউ দুই শ' বইও নগদ টাকা দিয়ে কিনে নিয়েছেন।


শ্রদ্ধেয় রাজীব ভাই এত সুন্দর করে বলার আর বুঝিয়ে দেয়ার পর আর আসলে কিছুই বলার থাকে না........

চমৎকার সময়োপযুগী একটা বিষয় নিয়ে লেখার জন্য অভিনন্দন রইল!
ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

ডার্ক ম্যান বলেছেন: নানান ধরনের ঘটনা ঘটে । রাজীব ভাই সিনিয়র মানুষ , উনার অভিজ্ঞতার ঝুলি সীমাবদ্ধ

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ২০০৮ সালের দিকে আমিও একবার প্রতারনার শিকার হয়েছিলাম। '১৩ সালে দুটো বই প্রকাশ করে আপাতত প্রায়শ্চিত্ত করছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

ডার্ক ম্যান বলেছেন: আপনার মত অনেকেই আছে। লজ্জার ভয়ে মুখ খুলে না

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

বাকপ্রবাস বলেছেন: হুম, অনেকেই পয়সা খরচ করে হলেও একটা আনন্দ পেতে চায় আমার একটা বই আছে ভেবে, পয়সা বেশী থাকলে বই এর সংখ্যাও বাড়ায়, আর এদের উৎসাহ দেয় প্রকাশকরা, কারন কৈ এর তেলে কৈ ভাজে। নতুন নতুন প্রকাশক এরও উদ্ভব হল তায়।

মান বাড়ছে কিনা সেটাই বিবেচ্য। যারা নতুন বই বের করছে তার মধ্যে বেশীর ভাগই দেখা যাবে প্রকাশক কথা দিয়ে কথা রাখেনি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

ডার্ক ম্যান বলেছেন: মান কমছে।
এইসব নব্য তথাকথিত লেখকরা আবার অনন্ত জলিল কিংবা মাহফুজুর সাহেবদের সমালোচনা করে

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


নিজের বই কেনার মাঝে আনন্দ থাকার কথা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

ডার্ক ম্যান বলেছেন: অনেকটা নিজের পোস্টে লাইক দেওয়ার মত আনন্দ

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫

ঢাবিয়ান বলেছেন: শিরোনামটা একেবারে যথার্থ হয়েছে। বইমেলা এখন বানিজ্যমেলাতে পরিনত হয়েছে যেখানে সাহিত্য হচ্ছে ''পন্য''। এই পন্যের প্রসার চলছে বিজ্ঞাপন , উপহার, আড্ডার নেমন্ত্রন, লেখকেরা একে অপরের লেখার প্রসংসার মাধ্যমে। রাতারাতি সাহিত্যিক বনে যাবার এক শর্টকাট তড়িকা আবিস্কৃত হয়েছে এই দেশে।

বিশিষ্ট লেখিকা নাসরিন জাহান এক সাক্ষাৎকারে বলেছেন -
বইমেলায় এখন সারাদিন ‘বই উন্মোচন’ হয় আর টেলিভিশনে দেখানো হয়। এদের অনেক বই-ই যাচ্ছে তাই। আমরা প্রচুর কষ্ট করে লেখা ছাপাতাম। সাহিত্য পাতায় লেখা ছাপতাম। এসব তরুণ প্রজন্মকে জানাই। সবসময় বলি, পত্রপত্রিকায় দিয়ে লেখাটা পরিচিত করো আগে সাহিত্য মহলে। আমরা কিন্তু অনেক জুনিয়র অবস্থায় আনিসুজ্জামান এবং আরো অনেকের কাছে যেতাম। জানতে চাইতাম লেখা কিছু হলো কিনা। তখন লেখকরা আমাকে অনেক সহযোগিতা করতেন। এখন তারা করে কিনা জানিনা।


লেখক হয়ে ওঠার যে ধাপগুলো আগের প্রজন্মের সাহিত্যিকেরা অনুসরন করতেন তা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে এই বানিজ্যমেলার জমানায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০

ডার্ক ম্যান বলেছেন: এখন সবাই বালের সেলিব্রেটি হতে চাচ্ছে। নিজের টাকায় বই বের না করে কোন গবেষণাগ্রন্থকে পৃষ্টপোষকতা জরুরি। ২০১৩ সালের পর থেকে এইটা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতি বছর নিজের টাকায় বই বের করছে। অফিসের কলিগদের উপহার দিচ্ছে।
আমাদের লেখকরা অনেক প্রতিভাধর। এরা প্রতি বছর বছর অনেক বই বের করে।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: সুন্দর এবং সত্য বলেছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

ডার্ক ম্যান বলেছেন: সত্য সবসময় সুন্দর হয় তবে মুখোশধারীদের জন্য তিতা হয়

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

করুণাধারা বলেছেন: নিজের নামে একখান বই বের করা এখন সাম্প্রতিক ফ্যাশন অথবা হুজুগ!!!! ভালো লিখেছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

ডার্ক ম্যান বলেছেন: ম্যাডাম , আপনার কি কোন বই আছে

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬

কাওসার চৌধুরী বলেছেন:



একজন নতুন ও অপরিচিত লেখক হিসেবে আমার বায়স্কোপ বইটি ভালই চলছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

ডার্ক ম্যান বলেছেন: প্রতি বছর কি বই বের করার প্ল্যান আছে নাকি

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: বিষয়টি সম্পর্কে আমি একেবারেই অজ্ঞ। শুনে স্তম্ভিত হলাম। আমারও একটু সাধ জেগেছিলো। কিন্তু আজকের পরে নৈব নৈব চ ।


শুভেচ্ছা নিয়েন ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

ডার্ক ম্যান বলেছেন: কলকাতার বিষয়টা আমাদের সাথে শেয়ার করুন। বই অবশ্যই লিখবেন । তবে লেখক হিসেবে

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

ঢাবিয়ান বলেছেন: কাওসার চৌধুরী, আপনার প্রতি অনুরোধ যে আপনিও গতানগতিক নব্য কবি সাহিত্যিকদের দলে না ভীড়ে বরং সাহিত্যিক অঙ্গনে নিজেকে তুলে ধরার চেষ্টা করুন। পত্র পত্রিকায় নিয়মিত লিখুন।শুধু ব্লগ নয় , এর বাইরেও ছড়িয়ে পড়ুক আপনার পরিচিতি। সেটাই আসল সাফল্য। আপনার দীর্ঘমেয়াদী সাফল্য কামনা করছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

ডার্ক ম্যান বলেছেন: শুধু ব্লগাররাই কিনলে অনেক বই বিক্রি হয়ে যেত । ব্লগ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আজও । পত্রিকা কিংবা নিউজ পোর্টাল অনেক ভাল অপশন

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: শেষ অনুচ্ছেদটার জন্য আপনার এ পোস্টে প্লাস + দিয়ে গেলাম।
ভাল লিখেছেন, তবে কোথাও কোথাও ভাষাটা একটু কর্কশ হয়ে গেছে।
কবিতা শুধু চোখ দিয়ে পড়ার জিনিস নয়, তাই অনেকে কেনেন না।
নিজের বই কেনার মাঝে আনন্দ থাকার কথা - @চাঁদগাজী, তা তো থাকেই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

ডার্ক ম্যান বলেছেন: ডার্ক ম্যান এর ভাষা কর্কশ হয়ে থাকে। কবিতার বই সবচেয়ে বেশি ছাপা হয় আবার সবচেয়ে বেশি অবিক্রীত থাকে কবিতার বই।
আত্মজীবনী কিংবা গবেষণাগ্রন্থ নিজের টাকায় বের করাতে আপত্তি নাই।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

জুন বলেছেন: ভাড়াটিয়া লেখক :-&

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

ডার্ক ম্যান বলেছেন: মহান কবি এরশাদের সব কবিতা ভাড়াটিয়া কবিরা লিখতেন

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: রাতারাতি লেখক কিংবা প্রকাশক কোনটাই হওয়া যায় না। সবকিছুর জন্য সময় দিতে হয় ।

এইটাই সার সংক্ষেপ!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.