![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নিরুদ্দেশ পথিক সামুর একজন ব্লগার আর অন্যদিকে পিনাকী ভট্টাচার্য সামুর একজন সাবেক ব্লগার যিনি ২০১৫ সালের পর সামুতে আর পোস্ট দেন নি।
পিনাকী তার ইউটিউব চ্যানেলে গত দুই দিন আগে একটা ভিডিও দেন । সরব হইতেছে ইন্ডিয়ার দালালেরা । সেখানে তিনি "এক নিরুদ্দেশ পথিক খ্যাত লেখক ফয়েজ আহমদ তৈয়বকে নিয়ে কিছু কথা বলেন।
২| ২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৩ লাইনে সারমর্ম লিখুন।
৩| ২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: পিনাকী ছাগুর গার্বেজ ভিডিও দেখার কি মানে?
৪| ২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৪৯
জ্যাকেল বলেছেন: বর্তমানে ইনারা কেহই সামুতে ব্লগিং করে না। কি লাভ ইনাদের এখানে এনে?
৫| ২৫ শে জুন, ২০২৩ রাত ১:১৪
কামাল১৮ বলেছেন: এটাকি ঐ মোল্লা পিনাকির কথা বলছেন?
৬| ২৫ শে জুন, ২০২৩ রাত ১:২৪
জ্যাক স্মিথ বলেছেন: পিনাকির চ্যানেলের ভিউয়ার হচ্ছে; -
মাদ্রসার হুজুর এবং ছাত্র,
এছাড়া
রহিমা খালা- বাসার কাজে বুয়া,
আব্দুল আজিজ- দারোয়ান,
কেরামত আলী- ডেরাইভার,
করম ব্যাপারি- মুদি দোকানদার,
মালেক মিয়া- চায়ের দোকানদার,
চঞ্চল হোসেন- রাজমিস্ত্রির জোগানদার,
মানিক মিয়া-মুরগি ব্যবসায়ী,
সেলিম- ভ্যান চালক,
সেলিম খান- মদখোর,
আবু সাঈদ- মসজিদের ফ্যান চোর,
সাঈদুর মোল্লা- গাজাখোর,
ফরহাদ- ম্যনহোলের ঢাকনা চোর,
লিমন ব্যাপারি- ইয়াবা খোর,
সিয়ামে মা- ঝগড়াটে মহিলা,
আপনের মা- পরকিয়ায় আসক্ত,
টেনু মোল্লা- গরু, ছাগল এবং মসজিদের জুতা চোর,
ওয়াকির উদ্দিন- সবজি, ফল চোর,
আলতু- লেগুনার হেল্পার
তপন শীল- নাপিত
বাবু- পুলিশের সোর্স।
সিরাজ হাউলাদার- ইট, রড চোর
দিলীপ- টোকাই
কুদ্দুস মৃধা- ইট ভাটার মাটি চোর....
মহাসিন ব্যাপারি- কলা চাষী
হযরত আলী- ভুট্রা ব্যাপারি....
ইত্যাদি সহ আরও অনেকে যাদের নাম উল্লেখ করা সম্ভব হলো না।
================================
উপরে উল্লেখিত সম্মানিত ব্যক্তি বর্গগণ "আল্লামা পিনাকি'র" ভিডিওর ভক্ত, এরা নিয়মিত "আল্লামা পিনাকি'র" ভিডিও দেখে থাকেন, এবং তেনারা পিনাকীর ভিডিও নিয়ে আলাপ আলোচনা করে থাকেন।
উপরে যাদের নাম উল্লেখ করেছি তাদের সবাইকে আমি ব্যক্তিগতাবে চিনি। সুতরাং পিনাকির ওই গার্বেজ দেখার একদম ইচ্ছে আমার নেই।
৭| ২৫ শে জুন, ২০২৩ সকাল ৮:৫৪
শেরজা তপন বলেছেন: জ্যাকেল বলেছেন: বর্তমানে ইনারা কেহই সামুতে ব্লগিং করে না। কি লাভ ইনাদের এখানে এনে?
না ব্রাদার ব্লগার এক নিরুদ্দেশ পথিক ব্লগিং করেন নিয়মিত।
উনার মতের বাইরে যে যাবে তাকেই তিনি তুলোধুনো করেন- নিজেকে অতীব জ্ঞানী ভাবলে যা হয় আর কি। ব্লগার আসিফ মহিউদ্দিনকে নিয়ে একদা যা বলেছিলেন, সেখানে ব্লগারদের মন্তব্যের প্রতিউত্তরে নিজেকে আর ডিফেন্ড করতে পারেননি। কিছু একটা বলে দিয়ে সবার ম্নে সন্দেহ ঢুকিয়ে তিনি একেবারে চেপে যান।
৮| ২৫ শে জুন, ২০২৩ সকাল ১১:১৩
আমি সাজিদ বলেছেন: পিনাকীরা নানা গ্রুপে বিভক্ত। এরা আর কি গনতন্ত্রের কথা বলবে?
এক নিরুদ্দেশ পথিকের মাপের ব্লগার বর্তমানে সামুতে খুব কম আছে। আমি তার যতগুলো লেখা পড়েছি, সস্তা কথা দেখি নাই।
৯| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১২:১৪
নিমো বলেছেন: হা-হা! হা-হা! দুই কুকুরের হাড্ডি নিয়ে সমস্যা!
১০| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১২:২২
নিমো বলেছেন: আমি সাজিদ বলেছেন:এক নিরুদ্দেশ পথিকের মাপের ব্লগার বর্তমানে সামুতে খুব কম আছে। আমি তার যতগুলো লেখা পড়েছি, সস্তা কথা দেখি নাই।
তাই, তা সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের লেখা পড়েছেন ? মনে হয় না, তাহলে অন্তত আবর্জনায় সুবাস খুঁজেও পাওয়ার কথা না।
১১| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:২৯
নতুন বলেছেন: পিনাকি সম্ভবত হাসিনাফোবিয়ায় ভুগছে। সকল ভিডিওই খুবই পক্ষপাতদুস্ট এবং ঘুরিয়ে পেচিয়ে শেখ হাসিনার দোস দেবার জন্যই বানান তিনি। সত্যিকারের সমস্যা তুলে ধরা বা সমাধান খোজার জন্য না।
আরেকটা কারন আছে যদি আপনার আর্বজনাতে ৬ লক্ষ ভিউ হয় আর ১০ লাখ ফলোয়ার থাকে তবে আপনি যেন এই আয়ের উতস ছেড়ে দেবেন?
উনি উনার ভিডিওতে যেই ভাবে হাসিনা নাম জপ করেন সেই ভাবে যদি সৃস্টিকর্তার নাম জপ করে তবে তিনি চ্যালচ্যালাইয়া বেহেস্তে চলে যাবেন।
১২| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: পিনাকি দিন দিন নিজেকে কমেডিয়ান বানাচ্ছেন।
১৩| ২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০২
ঢাবিয়ান বলেছেন: এক নিরুদ্দেশ পথিক ব্লগে নিয়মিত নয়। উনার সাথে পিনাকী ভট্টাচার্যও যদি মাঝেসাঝে ব্লগে লিখত তবে সামু ব্লগের ভিউয়ার লাখ লাখ ছাড়িয়ে যাবে। ব্যক্তিগতভাবে যারা উনাদের চেনেন, একটা অনুরোধ করে দেখতে পারেন।
১৪| ২৫ শে জুন, ২০২৩ রাত ৮:০৪
এইযেদুনিয়া বলেছেন: এটা একটা অহেতুক পোস্ট মনে হইসে।
১৫| ২৫ শে জুন, ২০২৩ রাত ১০:০১
রানার ব্লগ বলেছেন: পিনাকি সম্ভাবত পিনিকেই থাকতে পছন্দ করে ।
১৬| ২৬ শে জুন, ২০২৩ সকাল ৯:২৯
অক্পটে বলেছেন: পিনাকী ওয়াশিং পাউডার।
খুব ভালো করে কচলায়ে কচলায়ে ধুতে পারে। তথ্য ভিত্তিক কচলানো।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০২৩ রাত ১২:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
এত বড় ভিডিও আবর্জনা সবটা দেখার কোন মানে হয় না। আমি এইসব আবর্জনা কখনো দেখি না।
কি বলতে চাচ্ছে সংক্ষিপ্ত ভাবে দুই তিন লাইন বলেন।