![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুন মাসের শেষ সপ্তাহে আমি আমার ফেসবুক আইডি ডিলেট করে দিছিলাম । এতদিনে তার চল্লিশাও হয়ে গেছে। আজ বিকেলে একজনকে ফোন দিয়েছিলাম । তিনি তার সমস্যার কথা বললেন । আমি বললাম , এত কিছু হয়ে গেছে অথচ কিছুই জানলাম না। তিনি আরও বললেন , ঐ সমস্যার কথা তিনি ফেসবুকে শেয়ার করেছেন। উনাকে কিছুই বললাম না। আসলে পারিবারিক ঝামেলার কথা ফেসবুকে শেয়ার না করাই ভাল। আর যদি জনগণের স্বার্থে করতে হয় , তবে তা হিসেব নিকেশ করেই করা উচিত।
মাস দুয়েক আগে আমি আমার সমস্যা নিয়ে ব্লগে কয়েকটা পোস্ট দিয়েছিলাম । অনেকেই আমার লেখাকে একপাক্ষিক হিসেবে উড়িয়ে দিয়েছেন। পরে সেইসব পোস্ট সরিয়ে ফেলি। তবে ভবিষ্যতে সেইসব নিয়ে আবারও লেখার ইচ্ছে আছে।
গত দুই দিন ধরে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর সেনাবাহিনীর ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট শেষ না হওয়ায় চট্টগ্রামবাসী জলে ভাসছে। চট্টগ্রামের মেয়রের বাড়িও জলে টইটুম্বর ।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিবাহবিচ্ছেদ হয়েছে । আমার ধারণা ফেসবুকে এটা নিয়ে কম লেখালেখি হয় নি। বিচ্ছেদের যন্ত্রণা কতটা ভয়াবহ এটা আগে না বুঝলেও গত বছর থেকে বুঝতে পারি। ওরা সভ্য বলে ওদের বিচ্ছেদের পদ্ধতিটা হয় সুন্দর । আর আমরা বেশিরভাগ অসভ্য বলে আমাদের বিচ্ছেদটা হয় কুৎসিতভাবে। ওদের ঐখানে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় স্বামী-স্ত্রী । আর আমাদের এখানে বেশিরভাগ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় পরিবার।
ফেসবুকে নাই বলে আজকাল অনেকের গুডবুকেও থাকি না আমি । অবশ্য আমি কোন কালে কারো গুডবুকে ছিলাম বলে মনে হয় না। সম্ভবত এই বছর আর ফেসবুকে একটিভ হবার সম্ভাবনা নেই। আশা করি এই বছরের মধ্যে মামলা সংক্রান্ত ঝামেলা শেষ হয়ে যাবে। তখন আমি মুক্ত মানুষ হিসেবে ফেসবুকে আবার সক্রিয় হব।
০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০২
ডার্ক ম্যান বলেছেন: চট্টগ্রামে আমার মত অনেক পুরুষ এখন এই মামলার খেসারত দিচ্ছেন ।
২| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫১
শায়মা বলেছেন: ফেসবুক না থাকলে অনেক বড় সমস্যা হবার কথা না। তবে হ্যাঁ মানুষ এখন অনেকভাবেই ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে উঠেছে।
০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০৩
ডার্ক ম্যান বলেছেন: আগে বন্ধুরা মোবাইলে খোঁজ নিত আর এখন ফেসবুকে নেয়।
৩| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০৮
শেরজা তপন বলেছেন: আশা করি অতি দ্রুত আপনি সব সমস্যা কাটিয়ে উঠবেন।
বড্ড ঝামেলায় আর মনঃকষ্টে আছেন বোঝা যাচ্ছে। ফেসবুকে পারিবারিক কোন কিছু শেয়ার করাই উচিৎ নয় বলে আমি মনে করি।
০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০৭
ডার্ক ম্যান বলেছেন: আমিও চেষ্টা করছি দ্রুত মামলা শেষ করে দিতে ।
শুধু ফেসবুক না , আত্মীয়-স্বজনের কাছেও কখনো পারিবারিক সমস্যা শেয়ার করা উচিত না। এতে হিতে বিপরীত হয়।
৪| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩৬
জ্যাক স্মিথ বলেছেন: ফেসবুক, ব্লগ কোথাও পরিবারিক কিছু শেয়ার করা ঠিক মনে করি না।
আশা করি শিগ্রই আপনার ঝামেলা দূর হবে।
০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০৮
ডার্ক ম্যান বলেছেন: আমিও বিশ্বাস করি , এই ঝামেলা শেষ হয়ে যাবে ।
৫| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
বিবাহবিচ্ছেদ ফ্যাশন হয়ে দাড়িয়েছে?
০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০৯
ডার্ক ম্যান বলেছেন: মেয়েদের ক্ষেত্রে তাই তো মনে হচ্ছে । অনেক মেয়ে আজ কাবিনের টাকা দিয়ে তরুণ উদ্যোক্তা হয়ে উঠছে।
৬| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১:০৭
খায়রুল আহসান বলেছেন: আপনার সমস্যাগুলো দ্রুত কাটিয়ে উঠে পুনরায় "মুক্ত মানুষ" হিসেবে সর্বত্র বিচরণ করুন, এ শুভকামনা রইলো।
০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১১
ডার্ক ম্যান বলেছেন: আমিও বিশ্বাস করি , এগুলো শেষ হয়ে যাবে । যা ক্ষতি হয়েছে আল্লাহ্ তার চেয়েও অনেক বেশি আমাকে দিবেন
৭| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:৫৭
কামাল১৮ বলেছেন: ফেসবুকে পাত্রি খুঁজে বেড়ালে আবার সমস্যায় পড়বেন।আমরা নিজেরাই সমস্যা তৈরি করি। বিচ্ছেদের সিধান্ত পরিবার নিবে কেন।
টুড্রুর বিচ্ছেদ নিয়ে বাংগালী কমিউনিটি নিম্ন মানের আলোচনা করছে।তাদের চিন্তা চেতনায় সমস্যা আছে।
০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৬
ডার্ক ম্যান বলেছেন: ফেসবুকে আমি কখনো পাত্রী খুঁজি নি ।
চট্টগ্রামে বেশিরভাগ মেয়েদের বিচ্ছেদ হয় পরিবারের গোঁয়ার্তুমির কারণে ।
৮| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৫৬
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: যেমনে বৃষ্টি পড়তেছে রাস্তায় কলাগাছ নামানো লাগবে। আপনার বুকশপটা কেমন চলে? পুরনো বইয়ের কি কোনো কালেকশন আছে?
০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২১
ডার্ক ম্যান বলেছেন: সেই কলাগাছে ভাসতে ভাসতে আমরা দুইজন কক্সবাজার চলে যাব ।
বুকশপ আপাতত বন্ধ। ঝামেলা শেষ হলে আবার খুলবো ।
আমার মূল লক্ষ্য হচ্ছে ভাল বই প্রকাশ করা। দরকার হলে ৫ বছরে একটা বই বের করবো ।
৯| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৩
কাছের-মানুষ বলেছেন: এখন নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে যান। সামাজীক মাধম্যে পরিমিত সময় দিলে কোন সমস্যা হবার কথা নয়! ফেসবুক-বিহীন কেমন কাটছে সময় এখন?
০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২৪
ডার্ক ম্যান বলেছেন: আমি বিশ্বাস করি , আমার এগিয়ে যাওয়া নিশ্চিত ।
খারাপ কাটছে না সময় । এখন তো অফুরন্ত অবসর । বই পড়ি । নাটক, সিনেমা , ওয়েব সিরিজ দেখছি ।
১০| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২৩
অপু তানভীর বলেছেন: ফেসবুক থেকে যে সংবাদ জানা যায় সেসব না জানলেও খুব একটা ক্ষতি নেই । না জানলে কিছুই যাবে আসবে না । যদি পারেন তো আর চালু নাই করেন । জীবনে শান্তি বিরাজ করবে ।
০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩১
ডার্ক ম্যান বলেছেন: আমার একটা আইডি চালু আছে । তবে খুব একটা একটিভ না। আমার ছোট ভাই বাইরে থাকে তার সাথে মাঝে মাঝে যোগাযোগ করতে হয় ।
ফেসবুক অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে উঠেছে। একা থাকার মত শান্তি আসলে কোথাও নেই।
১১| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৩
অপু তানভীর বলেছেন: হ্যা এটা সত্যি যে ফেসবুক অনেক ক্ষেত্রেই অনেকের জন্য প্রয়োজনীয় । বিশেষ করে যারা ফেসবুকে ব্যবসা করেন তাদের জন্য। আমার যোগাযোগের সবাই ফেসবুক আর হোয়াটসএপে । আমি না চাইলেও ফেসবুক ব্যবহার করতে হয় । আমি আগে প্রচুর সময় কাটাতাম ফেসবুকে । কত রকমের পেইজ মানুষের সাথে কানেক্টেড ছিলাম । এখন সেই আগের আইডি ডিজেবল । নতুন আইডিতে কেবল মা্ত্র যাদের সাথে বাস্তব জীবনে পরিচয় আছে আর ব্লগের কয়েকজন বাড দিয়ে আর কারো সাথে এড নেই । যারা রাজনীতির সাথে যুক্ত এমন সব মানুষকে আনফলো করে রাখা । সকল ধরনের নিউজপেপারের পেইজ আনফলো করা । কেবল কয়েকটা পেইঝ যা আমি পছন্দ করি সেগুলো ফলো করা । ফেসবুকে যে সময় দিবেন তার প্রায় সব টুকুই বৃথাই যাবে যদি না ফেসবুকে আপনার কাজ না থাকে ।
০৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৭
ডার্ক ম্যান বলেছেন: একটা সময় ফেসবুকে প্রচুর সময় নষ্ট করেছি। আবার কিছু ভাল জিনিসও হয়েছে। ফেসবুকের কল্যাণে কয়েকজনের সাথে পরিচয় হয়েছিল ।
সোনাবীজ ভাইয়ের ফেসবুক পোস্টের সুত্র ধরে ব্লগার মাহমুদ ০০৭ এর সাথে পরিচয় হয়েছিল । আবার মাহমুদ ভাই এর মাধ্যমে ডি মুন ভাই এর সাথে পরিচয় হয়েছিল ।
২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে আরও একজনের সাথে পরিচয় হয়েছিল। যদিও ৪ মাসের বেশি সম্পর্ক থাকে নি। তিনি এখন সস্ত্রীক আমেরিকায় থাকেন ।
১২| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৯
মোগল সম্রাট বলেছেন:
ফেজবুক না থাকলে দুনিয়া আরো ভালো থাকতো।
০৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৮
ডার্ক ম্যান বলেছেন: অন্তত দাম্পত্য দুনিয়া ভাল থাকতো বলে আমি বিশ্বাস করি। এছাড়া সামাজিক বন্ধন আরও দৃঢ় হত ।
১৩| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: পোস্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
ফেসবুক ব্যবহার না করাই ভালো।
০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৯
ডার্ক ম্যান বলেছেন: ভাল মন্দ উভয় দিক আছে
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
মামলার বিষয়ে যারা জানেন না তাদের এই বিষয়ে না বলা ভালো অযথা কথা বলে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না।