নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশুদ্ধ কোন মানব নই, তুমি তোমার মত করে শুদ্ধ করে নিও আমায়।

ডার্ক ম্যান

...

ডার্ক ম্যান › বিস্তারিত পোস্টঃ

ছবি কখনো কখনো কিছু ইঙ্গিত দেয়!

০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭



গতকাল ভারতীয় সেনাপ্রধানের সাথে বাংলাদেশ সেনাপ্রধান এর ভার্চুয়ালি কথা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী তাদের অফিসায়াল এক্স পোস্টে এই ছবি পোস্ট করে জানিয়েছে।

ভারতীয় সেনাপ্রধানের পিছনে একটা ছবি ছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নিয়াজীর আত্মসমর্পণে ছবি।
এটা ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে।
চট্টগ্রামে গত ৫ তারিখ সেনাবাহিনীর অপারেশনে প্রায় ৮৩ জন আটক করা হয়েছে। এদের সবাই হিন্দু।

সেনাবাহিনী এসময় এসে এই ফাঁদে কেন পা দিল সেটা কিছুটা বুঝতে পারছি। সেখানে সেনাবাহিনী কি করেছে তা মিডিয়ায় না আসলেও ব্যক্তিগত ভাবে যে নিউজ পেয়েছি তা খুব বেশি ভালো না।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

সৈয়দ কুতুব বলেছেন: চিটাগাং এমন হয়ে গেলো কেন? আমার মা বুবু কে স্কুলে নিয়ে গেলে আমাকে এক হিন্দু আন্টির বাসায় রেখে যেত।তাদের বাসায় খেয়েছি, খেলেছি তার ছেলের সাথে। সবাই সবার উৎসবে যেতাম। আর এখন এত ভেদাভেদ!

২| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

স্বপ্নের চৌকাঠ বলেছেন: ইন্ডিয়ান আর্মির ইতিহাসে আর কেও তাগো কাছে সারেন্ডার করে নাই নিয়াজী ছাড়া। ছবি ও ওই একটাই। এটা ছাড়া আর টাঙ্গাইবো কি ?

৩| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৬

প্রহররাজা বলেছেন: পাকিস্তানপন্থী ওয়াকার কে বুঝিয়েছে যে তোমার আব্বু আমাদের কাছে আত্মসমর্পণ করেছিলো।

৪| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪০

মেঠোপথ২৩ বলেছেন: ছাত্র–জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা এখান থেকে আগেই বলেছি যে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।’

আপনি কি ভয় দেখানোর চেষ্টা করছেন ? দেখাতে থাকুন !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.