নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে কিছুদিন ধরে অনিয়মিত হওয়ায় কখন কি ঘটে জানি না।
কিছুক্ষণ আগে মিররডলের একটা পোস্টে জানতে পারলাম , ব্লগার আমি সাজিদ ঘোষণা দিয়ে ব্লগ ছেড়েছেন । তার সাথে আমার খুব বেশি সখ্যতা ছিল না।
আরও জানতে পারলাম, গাজি ভাইকে চিরতরে ব্যান করা হয়েছে। আমি সাজিদের বিদায় বলার সাথে কি এটার যোগসূত্র থাকতে পারে?
আমু সাজিদ লিখেছেন,
এই ব্লগটি বাংলা ব্লগের ইতিহাসে একটি তথ্যভাণ্ডার। নানা অজানা বিষয় জানার জন্য, ধর্ম/বর্ণ/রাজনৈতিক মতাদর্শ/ পেশা নির্বিশেষে নানা প্রান্তরের বাংলাদেশী/ বাঙালীদের একটি মিলন-মেলা। কতো ব্লগার এসেছে আবার চলে গেছে, কিন্তু ব্লগ তার স্ব-মহিমায় থেকেছে। এখন যদিও বাংলা ব্লগিং কিছুটা মিয়ম্রান, তবুও যারা ব্লগিং ভালোবাসেন, তারা ঠিকই খুঁজে বের করে এখানে জুড়ে যায়।
এটাই আমার শেষ পোস্ট। হয়তো ব্লগে লগ ইন/ মন্তব্য করা হবে না। নীরব পাঠক হিসেবেই থাকবো।
এখানে কারও মনে আঘাত দিয়ে থাকলে দুঃখিত। আসুন দল মতের উপরে উঠে সবাই নিজেকে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য যোগ্য করে গড়ে তুলি। দেশ ও দেশের মাটিকে ভালোবাসি।
তিনি যেখানেই থাকুন, ভাল থাকুন।
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ বলেছেন,
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…
আমি সাজিদ একটা বিষয় নিয়ে আপনার সাথে আলাপ ছিল। আপনার যদি মতিগতি ভাল থাকে তাহলে আমাকে একটা মেইল করেন।
[email protected]
২| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ চমৎকার লেখা
৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯
সৈয়দ কুতুব বলেছেন: চিরতরে ব্যান কিভাবে করে? আর ফিরতে পারবেন না?
৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
সৈয়দ কুতুব বলেছেন: ঝামেলার সূত্রপাত ব্লগার আমি সাজিদের একটি নিরীহ টাইপ ব্লগিংয়ে কমেন্ট করা নিয়ে।
৫| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
আজব লিংকন বলেছেন:
"যে যায় যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই
যতই কাঁদাও আমায়!
চলি একা পথে
৬| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
এসো চিন্তা করি বলেছেন: আমি নতুন আমাকে সাপোর্ট করবেন ভাই
৭| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে অনিয়মিত থাকায় কখন কী হয় বুঝতে পারি না। আর এটাও বুঝি না ব্লগকে এত সিরিয়াসলি নেওয়ার কী আছে?
৮| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
মিরোরডডল বলেছেন:
আমি মনে করি সাজিদ শান্তিপ্রিয় মানুষ।
কোন ঝামেলার মধ্যে সে নেই এবং সে চায় না কোন অপ্রীতিকর ঘটনায় তার নাম জড়িয়ে পড়ুক।
এরকম পরিস্থিতি তার জন্য অস্বস্তিকর।
ভালো থাকুক, যেভাবে তার ভালো লাগে।
৯| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
নিমো বলেছেন: খুবই ছেলেমানুসী সিদ্ধান্ত হয়ে গেছে। শুধু বলব ব্লগে পোস্ট না করলেও, মন্তব্য করে সক্রিয় থাকুন। ব্লগের জ-শি'র শেয়াল কুকুরগুলোকে দৌড়ের উপর রাখতে তাকে দরকার।
১০| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০১
নান্দাইলের ইউনুছ বলেছেন:
মানুষের মৃত্যুকে কেউ কোন ব্যাপারই মনে করছে না। সামান্য মশা মারা জন্য কারো কোন গরজ নেই। মশাকে কি আপনারা উপকারী প্রাণী মনে করে তাদের লালন পালন করতে চান নাকি?
সরকার ইচ্ছে করলেই মশা মেরে ফেলতে পারে। তাদের সেই ইচ্ছেটাই নেই। আছে কেবল বড় বড় কথা।
১১| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগে আছি অনেক বছর থেকে এখানে ক্যাচাল অনেক দেখেছি। ব্লগারদের সেতুবন্ধনে সদায় যারা কাজ করে যাচ্ছেন সবাইকে ধন্যবদা। এর মধ্যে অনেকে হয়তো একটু অভিমানী ; কী আর করার প্রত্যেকের ব্যাক্তি স্বাধীনতা বলে কথা। যে যেমন থাকতে পছন্দ করে থাকুক। আমি সাজিদও ভাল থাকুন।
১২| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৩
মেঠোপথ২৩ বলেছেন: কাহিনী কি? কোন পোস্টে ঝামেলা হল? এখানেই আমরা কেউ কাউকে চিনি না। অদৃষ্য মানবদের সাথে মান অভিমান বা রাগ করাটা আমার কাছে নিতান্তই হাস্যকর মনে হয়। আশা করি ব্লগার সাজিদ এমন ছেলেমানুষি সিদ্ধান্ত পরিবর্তন করে দ্রুত ফিরে আসবেন।
১৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৩
মেহবুবা বলেছেন: সাজিদ ফিরে আসুক যখন তার মনে হবে।
মাঝখান দিয়ে প্রিয় এ কবিতা পাওয়া গেল।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
মো: সাজ্জাদ আলী সাজু বলেছেন: Good Post
Top 5 Football Games for android