নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

মার্শাল আর্টঃ ধর্ষণ থেকে বাঁচার সহজ কিছু কৌশল

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১


গত কয়েক মাস ধরেই নারী অবমাননার কয়েকটি রোমহর্ষক খবর সারা দেশকে আন্দোলিত করেছে। ইতিমধ্যেই পাল্টা আঘাতের ঘোষনা দিয়েছেন নারী-নেতৃবৃন্দ। কিন্তু কিভাবে হবে সেই পাল্টা আঘাত? জন্মগত ভাবে নারীর শরীর দূর্বল। আক্রান্ত নারীরা কিভাবে দিবে সেই পাল্টা-আঘাত তা সত্যিই অনেক বড় প্রশ্ন। এমন যদি হতো, উন্নত দেশের নারীদের মত, আমাদের অঁজ-পাড়াগার বা গার্মেন্টসগুলোতে কাজ করা মেয়েদের কুংফু-কারাতে কিংবা মার্শাল আর্ট শিক্ষা দেওয়া যেতো।

সবাইকে না দেওয়া যাক, কিছু নারী তো নিজ থেকে উদ্যোগী হয়ে আত্মরক্ষার সহজ কৌশলগুলো বাসায় অবসর সময়ে রপ্ত করতে পারেন।









মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১

আরজু পনি বলেছেন:
ভালো পোস্ট ।


জন্মগত ভাবে নারীর শরীর দূর্বল...এই লাইনটা নিয়ে কৌতুহলী হলাম।
বিস্তারিত বললে জানতে সুবিধে হতো।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

এ ব্যাপারে মতান্তর আছে কি? থাকলে জানাবেন।

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনারাও এগিয়ে আসবেন কি?--- তনুর নামে আত্মরক্ষার প্রশিক্ষণ

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো পোস্ট। শেয়ার করলাম।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনারাও এগিয়ে আসবেন কি?--- তনুর নামে আত্মরক্ষার প্রশিক্ষণ

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: একা আসলে চোখ আর অন্ডকোষ টার্গেট করা যায়। দলবদ্ধ হলে কিছুতেই মনে হয় কাজ হবে না।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমি নিরাশার বাণী শোনাতে চাই না।

এই ভিডিও ক্লিপগুলো আশা জাগানোর জন্যে। যারা এগুলো রপ্ত করবেন, তারা অনেকের চেয়ে এগিয়ে যাবেন।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এই কৌশলগুলো দেখবেন সময় করে। এগুলো ঠিক মত কাজে লাগালে ২-৩ জনকে একসাথে ফেলে দেওয়া যাবে।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪

কালনী নদী বলেছেন: প্রিয়তে ঝুলালাম !

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনারাও এগিয়ে আসবেন কি?--- তনুর নামে আত্মরক্ষার প্রশিক্ষণ

৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০

তাসলিমা আক্তার বলেছেন: ভালো পোস্ট নি:সন্দেহে। মহৎ উদ্দেশ্য নিয়ে লিখেছেন। ঘুড়ে দাঁড়ানোর শিক্ষাটা জরুরী হয়ে পড়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

বাসায় এগুলো রপ্ত করবেন আশা করি।

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনারাও এগিয়ে আসবেন কি?--- তনুর নামে আত্মরক্ষার প্রশিক্ষণ

৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৯

সচেতনহ্যাপী বলেছেন: রপ্ত করাও কষ্ট এবং সময় সাপেক্ষ।।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: একটু কষ্ট তো হবেই। আর সময় সাপেক্ষ তো বটেই।

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনারাও এগিয়ে আসবেন কি?--- তনুর নামে আত্মরক্ষার প্রশিক্ষণ

৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

রোষানল বলেছেন: সবই দেখছি বিদেশী প্যান্ট পরা মেয়েদের টেলার।যদি কামিজ পরা মেয়ে হয় তাহলে ক্যামনে আর্তরক্ষা করবো দেখুনঃ
clik here

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: প্যান্ট পড়া কি কামিজ, সবার কাছ থেকেই শিখতে হবে।

ভিডিও ক্লিপটি শিক্ষণীয়। শেয়ারের জন্যে ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনারাও এগিয়ে আসবেন কি?--- তনুর নামে আত্মরক্ষার প্রশিক্ষণ

৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯

সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর এবং কাজের পোস্ট। ভাল থাকুন।

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

১০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮

সেলিম মোঃ রুম্মান বলেছেন: আপনার উদ্দেশ্য ভালো নি:সন্দেহে। কিন্তু এই কৌশলগুলো প্রয়োগ করার পূর্বশর্ত হলো মাথা ঠাণ্ডা রাখা, যেটা বিপদে পড়লে সবচেয়ে বেশি দরকার। যাইহোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

১১| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৮

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.