নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
আপনি কি কখনো কোন নির্জন কবরের পাশে রাত্রি যাপন করেছেন?...চারদিক অন্ধকার, পাশেই কবরটি, যেখানে একদিন সবাইকে যেতে হবে...সেই কবরের পাশে বসে আল্লাহ'র অনুপম সৃষ্টিসমূহ আর বিশ্বজগৎ নিয়ে চিন্তা-ভাবনা (আধুনিক ভাষায় যাকে মেডিটেশন বলে)।
গ্রামের নির্জন কবরস্থানগুলো এরজন্যে সবচেয়ে উপযুক্ত জায়গা। সেখানে থাকতে ভয় করলে, চলে যান শহরের আলোঘেরা কোন কবরস্থানে। ছুটির দিনগুলোর কোন এক ফাঁকে আত্ম-শুদ্ধির এই সুযোগ হেলায় হারাবন না যেন।
চেষ্টা করেই দেখুন না একবার।
০১ লা মে, ২০১৬ রাত ৯:২৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সেটা দূর হওয়ার একটা পথও এটা হতে পারে।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৬ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
মাথায় সমস্যা?