নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
এন্টার্কটিকা!... স্বপ্নের এন্টার্কটিকা...আর মাত্র কিছুদূর! বাংলাদেশী দুই অভিযাত্রীর নৌকা যেখানে দাঁড়িয়ে আছে, তার থেকে আর মাত্র কিছুদূর গেলেই পৌঁছে যাবেন তারা এন্টার্কটিকার সীমানায়, ইতিহাসের খাতায় নাম উঠে যাবে তাঁদের প্রথম বাংলাদেশী হিসেবে এই ধবল সাদা মহাদেশটি জয় করবার তালিকায়। সেই আর্জেন্টিনা থেকে বৈঠা ঠেলে ক্লান্তির শেষ সীমানায় দু'জনই। শক্তি প্রায় নিঃশেষ।
আসার পথে কত না এডভেঞ্চার। সেই কাহিনী দেশের মানুষকে শোনানোর জন্যে অধীর আগ্রহে লগ বুকে সব টুকে রাখছেন তাঁরা।
''আর একটু দূর! ওহ আল্লাহ, একটু শক্তি দাও।'' ডুকরে কেঁদে উঠলেন একজন।
...............তারপর? আমি জানি না ঐ অভিযাত্রী দল এন্টার্কটিকা পৌছাতে পেরেছিলেন কিনা। হয়তো পেরেছিলেন, হয়তো নয়। কিন্তু, সেটা কোন বিষয় নয়। তাঁরা চেষ্টা তো করেছিলেন!
পর্বত অভিযানে তো অনেকেই গিয়েছেন বা যাচ্ছেন। এন্টার্কটিকা তাহলে বাদ থাকবে কেন!
আছেন কি কেউ এখানে যিনি এগিয়ে যেতে চান সেই সম্মানের পানে?
©somewhere in net ltd.