নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
পালাচ্ছ কোথায়, হে দিগ্বিজয়ী বিচারি!
ভেবে দেখেছ কি আমার এ খোলা জমিনে আবার ফিরে আসতেই হবে তোমারই? তোমা-আমার আগে কত অবিবেচকই না তা নিয়ে অনুতাপে ভুগেছে। বলো তো আজ কোথায় তাদের স্থান হয়েছে? মনে করতে পারো কি, কত প্রান্তিক জনগোষ্ঠী আর মরুভূমি তুমি একা পাড়ি দিয়েছো। এ জীবনের কত সুন্দর সময়ই না তুমি ধুলায় লুটিয়েছো। এমন করে কত সময়ই বা আর হারাবে, কত শত-কে হারিয়ে যেতে দিবে সময়ের অতল গহ্বরে?
ওহে আগুন্তুক, আর কতদিন পালিয়ে হবে ভিনদেশী!
তুমি কি জানো না কপালের লিখন আর সময় কখনো পিছু ছাড়েনি তোমারই? হৃদয়ে এতো হাহাকারের জন্ম কোথা থেকে জাগে তোমার? কেনইবা তুমি এমন অসুখীর মতো এ পথে দাঁড়িয়ে? মনে করে দেখেছ কি কিভাবে তুমি জীবনের অশেষ বাধাগুলোকে পার করে দাও? সে বাধা পেরিয়ে তূমি তা থেকে কি শিখতে পাও? শেখো কি না শেখো, জীবনের এ স্রোতের নিজ পথে চলা আমি কি করে রুখবো! তোমার-আমার যৌবনের মতোই, দিবসগুলো কেমন যেন অফুরান থেকেই যায়। ওহ, কি দুর্ভাগ্যই না আমাতে!
হে জীবনের পাললিক দেশে পরিভ্রমণকারী,
এই উপদেশ তো তোমারই জন্যে জানি। কেনার আগে দেখে নিয়েছো কি নিজের পোশাকের কি গতি! ওহে ঘুমন্ত নাগরী, বলতে কি পারো আমার কি ব্রতি? তুমি জানো কি, তোমার সে খবর আমার কাছে পৌঁছেছে। আমি জানি, আমার সাথে যা ঘটেছিলো তা-ই তোমার ভাগ্যে ঘটেছে। তবে কি আমাদের এই দু'হৃদয় ছুটে চলেছে সেই অদৃষ্টপানে?
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: যারা আত্মহত্যা করে তারা হয় পাগল নাহয় কাপুরুষ।
ধন্যবাদ।
২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮
চাঙ্কু বলেছেন: সুন্দর লেখা!
১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩
উদাসী স্বপ্ন বলেছেন: চিন্তা কইরেন না, ১০-১২ বছর পর বাংলাদেশ থাকবে পানির নিচে। তখন দেশের মানুষ বাধ্য হবে বার্মাতে ভিক্ষা করতে নাইলে ভারতে
১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: Waterworld দেখেছেন? না দেখে থাকলে জলদি মুভিটি দেখে নিন। ধন্যবাদ।
৪| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২২
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: সুন্দর লেখনী। শুভকামনা রইলো।
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: চেষ্টা করেছি। ধন্যবাদ।
৫| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৬
উদাসী স্বপ্ন বলেছেন: কুটিকালে দেখা। আপনে কি মনে করেন সাইফাই মুভির মতে এমনে বাইচ্চা থাকবেন?? হাসাইলেন
বয়স কত?
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বুদ্ধি খাটাতে বয়স লাগে, এই প্রথম শুনলাম!
হলিউডের মুভিগুলোতে বাস্তবতা থাকে। যুক্তি নির্ভর হয়।
আপনি মনে হয় জানেন যে, পৃথিবীতে এক সময় পানির পরিমাণই বেশি ছিলো।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল লেখা।
না মানুষের পালিয়ে যাবার জায়গা নেই।
তাই বাধ হয়ে কেউ কেউ আত্মহত্যা করে।