নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
খোদা কালো মদটাকে এতোটাই ক্ষমতাশালী করে পাঠিয়েছেন যে, তা পান করে আমরা দু'টি জীবনকেই ত্যাগ করি। অন্যদিকে, খোদা হাশিশের মাঝে দিয়েছেন এমন এক ক্ষমতা যা আমাদের আত্মপলদ্ধি'র সীমা রেখাকে বুঝতে সাহায্য করে। আর, ঘুমকে খোদা তৈরী করেছেন এমন করে যেন তা প্রতিটি চিন্তাকে মুছে দিতে পারে। খোদা মজনুকে এমন ভাবে বানিয়েছেন যে লায়লার কুকুরের শত ঘেউ ঘেউ ডাকও তার ভালোবাসার মাঝে কোন দ্বিধা তৈরী করতে পারে না।
এ নশ্বর পৃথিবীতে হাজারো রকমের মদ রয়েছে যা আমাদের মাথা ঘুরিয়ে দিতে পারে। তাই বলে এটা ভেবো না যে, এগুলোর প্রত্যেকেটী আমাদের সমান আনন্দ উপহার দেয়! নিজেকে জিজ্ঞাসা করে দেখো তো, ঈসা যে সময়ে খোদার ভালোবাসায় নিজেকে বিলীন করে দিয়েছিলেন, তখন তাঁর গাধাটি বার্লির গামলায় বুঁদ হয়ে থাকেনি?
খোদার ভালোবাসায় হারিয়ে যাওয়া সাধুরা যখন তোমার সামনে এসে উপস্থিত হোন, তখন শুধু তাঁদের দেওয়া পানীয়ের পেয়ালাতেই চুমুক দাও, অন্য কারো কাছ থেকে নয়। মনে রেখো, প্রত্যেকটি বস্তু, প্রতিটি জীব আমোদের একেকটি পাত্র। রস পান করার ক্ষেত্রে একজন দক্ষ পন্ডিত হিসেবে নিজেকে তৈরী করো, আর সাবধানতার সাথে মদ বাছাই করে তার স্বাদ নাও।
যে কোন মদই তোমাকে মাতালতার চরম সীমানায় নিয়ে যেতে পারে। অনেকগুলোর মাঝ থেকে একটিকে বাছাই করে নেওয়ার বেলায়, একজন বিচক্ষণ রাজার মতো সব কিছু বিচার করে সবচেয়ে খাঁটিটি হাতে তুলে নাও। সেই মদটি গলায় ঢালো যা নির্ভেজাল ভীতি তৈরী করে কিংবা 'এই মুহুর্তে কি করা প্রয়োজন' সে সম্পর্কে তাড়না জাগায়।
সেই মদটিই পান করো যা তোমাকে জাগিয়ে তুলে সামনে বাড়তে সাহায্য করবে, ঠিক যেমন একটি উট একত্বের আভিজাত্যে ধীর পায়ে সামনে এগিয়ে যায়।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সরল রেখা টানাটা বেশ কঠিন একটি কাজ। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: সহজ সরল পোষ্ট।