নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
তোমার আর আমার মাঝে শুধুই স্বচ্ছ কাঁচ। ভেবে দেখো, আমার ভালোবাসা কতই না নির্ভেজাল!
তুমি হয়তো শুনে থাকবে, আমাদের মনের মাঝে এমন একটি জানালা আছে যা আমাদের মাঝে সদা বহমান চিন্তাগুলোকে একের সাথে অন্যকে পরিচয় করিয়ে দেয়।
অথচ, যদি তোমা আমার মাঝে কোন দেয়ালই না থাকে, তাহলে সেই জানালা আর তার খিড়কীটা কোথায় লাগাবে, শুনি?
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ও কি! দেশে কি একটাই হাত পাখা নাকি!!!
২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২১
ইয়োডা বলেছেন: শিরোনাম সুন্দর । এটা কি ? গল্প,অনুগল্প,কবিতা?বিশাল পোস্ট দম বন্ধ হয়ে আসছে।বাতাস করেন।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১১
রাজীব নুর বলেছেন: হাত পাখা নিয়ে সুন্দর একটা গান আছে।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি তো! হাত পাখার বিজ্ঞাপন ভেবেছিলাম। হাতপাখা দলের। পরে দেখি অন্য কিছু
৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০
সাত সাগরের মাঝি ২ বলেছেন: জাহিদ হাসান বলেছেন: ইসলামী আন্দোলনে মার্কা হাতপাখা। ফ্রি বিজ্ঞাপন দিয়া দিলেন নাকি?
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২২
জাহিদ হাসান বলেছেন: ইসলামী আন্দোলনে মার্কা হাতপাখা। ফ্রি বিজ্ঞাপন দিয়া দিলেন নাকি?