নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

বৌ খুজচি বৌ, দেবে কি তোমরা কেউ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫



'হত্তা দিয়ে পা্ত্রী খুঁজে
যাচ্ছো কোথা মুখটি বুজে,
এমন পাত্রী পাবে না আর,
লক্ষ্মীছাড়া, যেন গোপাল ভাঁড়।'

চুলগুলো তার বাঁশের ঝাড়!
'ভালো বলছো? হলাম বেজার।'
হাতগুলো যেন পাটকাঠি!,
'একী বলছো! কথাটা খাঁটি!'

রঙটা বটে ফ্যাকাশে সাদা,
'ওমন মেয়ে, হয় যে হাঁদা!'
মুখের গঠন? বাংলার পাঁচ,
'ওরে বাবা, পালিয়ে বাঁচ!'



ভাইগুলো তার বহুত সেয়ানা,
'দিবে কি তারা মোর খানা?'
মামা-চাচারা সব বিলাতে থাকে,
'সেখানে গেলে, কে চিনে কাকে?'

পড়ালেখায় অনার্স ফেল,
'বুকের মাঝে মারলে শেল।'
আরে, তার বংশ যে ভালো,
'সেটা কি ঘর করবে আলো?'

এমন পাত্রী ফেলে দিলে!
'সব শুনে মোর কাঁপছে পিলে'।
কোথা দিবে এ ছেলের বিয়ে?
'এমন বৌ নেবো না ফ্রি-এ।'


উৎসর্গঃ ছড়ার রাজা সুকুমার রায়

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

হাহ হাহ হাহ হা হা হা হা
=p~ =p~ =p~



ভাবতাছি কাওসার ভাইরে নিয়ে একটা চিরকুমার সংগঠন খুলবো ;)
আপনাকে সেখানে সেক্রেটারি রাখা হবে; এমনটাই ভেতরে ভেতরে স্বীদ্ধান্ত হচ্ছিলো! কিন্তু আপনি এ কী করলেন দাদা ;) ;)



আইম স্যারি! সিলেট আসছিলাম ঠিকই, তবে দেখা করতে পারিনি (!) ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: চিরকুমার সংঘে যোগদান!!! কাভি নেহি!

বুড়া বয়সে গিয়ে একলা একলা থাকতে পারবো না, ভূতে ধরবে।


আমি ঢাকায় আছি আগামী কয়েক সপ্তাহ। আল্লাহ চাহে তো দেখা হয়ে যাবে শীঘ্রই।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তাহলে তো বইমেলায় দেখা হচ্ছেই! ;)

আমি কল দিব ইনশাআল্লাহ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অপেক্ষায় থাকবো। :)

ভালো থাকুন নিরন্তর।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: মজার।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
অনেক ধন্যবাদ, দার্শনিক ব্লগার রাজীব নুর।

ভালো থাকুন সর্বময়।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: :D :D :D

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: প্লাস ও পাঠে অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! বেশ ভালো লাগলো রম্য ছড়া !!

শুভকামনা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.