নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
কোনটি ভালো- দেশ দরিদ্র, দেশের নাগরিক ধনী...নাকি...ধনী দেশ, কিন্তু, দেশের নাগরিক দরিদ্র? আসলেই, কি এমন হতে পারে? বাংলাদেশ বহির্বিশ্বে দরিদ্র একটি দেশ বলে পরিচিত। বাংলাদেশের কাতারে থাকা কিংবা তার থেকে পিছিয়ে পড়া দেশকে তো দরিদ্র বলতেই হবে। কিন্তু, কেউ যদি বলে বেলজিয়াম, নিউজিল্যান্ড, মরক্কো, ওমান, জর্ডান, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়া দেশ, তখন তো চমকে উঠতে হয়।
আসলেই তাই! ফরেন এক্সচেঞ্জ রিসার্ভের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান যখন পুরো বিশ্বে ৫১-তম, তখন এইসব দেশের স্থান বাংলাদেশের পরে। তাহলে, কি দাঁড়ালো? এইসব দেশ কি বাংলাদেশের মতো দেশ থেকে পিছিয়ে পড়া নয়? অথচ, এই দেশগুলোর মানুষ ধনী বলে পরিচিত।
তাহলে, কোথায় ফারাক? দেশ হিসেবে বাংলাদেশ ধনীদের কাতারে হয়েও এদেশের বেশির ভাগ মানুষ দারিদ্রতার কষাঘাতে জর্জরিত কেন? বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়া সত্ত্বেও ঐসব দেশগুলো কিভাবে করে তার ভূমির মানুষদের ধনী করে রেখেছে?
সত্যিই, আমাদের অনেক কিছু শেখার আছে।
২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমাদের দেশ দরিদ্র নয়। দেশের বেশ কিছু মানুষ দরিদ্র। ধন্যবাদ।
২| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
দারিদ্রতা মাপা হয়, পরিবারের আয় ও মাথাপিছু ইনকাম থেকে; একটা দেশের জীবনাযাত্রার মান অনুসারে, কোন একটা পরিমাণকে 'দরিদ্র সীমা' ধরা হয়; আমেরিকায় ১৪ হাজার ডলার।
আপনি বিবিএ, নাকি এমবিএ করেছেন; আপনার পোষ্টগুলো আপনাকে "প্রশ্নফাঁস" জেনারেশনের সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনি মনে হয় আমার কথা বুঝেননি। অথবা, না বুঝার ভান করেছেন।
জিডিপি বা জিএনপি'র ভাষাটা দূর্বোধ্য হলেও কিছুটা বুঝি। আমি কিন্তু, সেইদিকে আলোচনাটা নিয়ে যেতে চাইনি।
আমি বলতে চেয়েছি, যেসব দেশ আমাদের চেয়ে পিছে, তারা হয়তো তাদের হাতে থাকা রিসোর্স খুব ভালো ভাবে ইউটিলাইজ করতে পারছে যা আমরা পারছি না।।
তবে, একটা কথা ঠিক বলেছেন। আমি "প্রশ্নফাঁস" জেনারেশনের সদস্য। আমার কলেজে এমন একজন ফিজিক্সের টিচার ছিলেন যিনি টাকা দিয়ে প্রশ্ন ফাঁস করতেন।
আর, ভার্সিটিতে একজন লেফটিস্ট টিচার ছিলেন যিনি একই কাজ করতেন।
৩| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "জিডিপি বা জিএনপি'র ভাষাটা দূর্বোধ্য হলেও কিছুটা বুঝি। আমি কিন্তু, সেইদিকে আলোচনাটা নিয়ে যেতে চাইনি। "
- আপনি জিডিপি বা জিএনপি বুঝেন; কিন্তু পোষ্ট লিখছেন অমুলক ভাবনা থেকে; এগুলো কি পোষ্ট হচ্ছে? সরকার অকারণে যদি প্রয়োজনের চেয়ে বেশী রিজার্ব আটকে রেখে মানুষের জন্য ব্যয় না করে, সেটা একটা সমস্যা। আপনার পোষ্টে সেগুলো উঠে আসেনি। আপনি বলছেন, সেদিকে যেতে চাননি, কোনদিকে গেছে আপনার পোষ্ট?
২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এই তো, এভাবেই প্রশ্ন করে জানতে হয়।
অমূলক ভাবনা কি না এখনো জানি না। আমি একটি রাষ্ট্রের ধনী-গরীব হওয়ার সেকেলে সংজ্ঞা থেকে বেরিয়ে আসা যায় কি না তা বুঝার চেষ্টা করছি।
বাংলাদেশ যদি গরীব হবে, তাহলে, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র কিভাবে এতো টাকা আয় করে ধরে রাখলো?
আর, যা-ই বলুন, বাংলাদেশ তা করিয়ে দেখেছে।
এখন, দেখুন, এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে যারা পিছিয়ে আছে, অর্থাৎ, যাদের হাতে কাঁচা টাকা কম, তারা নিশ্চিত কোন না কোন উপায় অবলম্বন করে তাদের দেশের মানুষকে ধনী রেখেছে।
সেই ব্যাপারটা বুঝার দরকার আছে।
৪| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার লজিকগুলো হাস্যকর
পোস্টে উল্লেখিত দেশগুলোর(বেলজিয়াম, নিউজিল্যান্ড, মরক্কো, ওমান, জর্ডান, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড) মোট জনসংখ্যা বাংলাদেশের চেয়ে কম ; তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো??
মোবাইলে সমস্যা, মন্তব্য আর করতে পারবো না। একটু পড়াশোনা করে পোস্ট করবেন...
২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: উপরের দিকে থাকা অনেক দেশেরও তো জনসংখ্যা বাংলাদেশের চেয়ে কম। তাহলে কি দাঁড়ালো?
৫| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩
মাহের ইসলাম বলেছেন: শুধু কি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দিয়ে দারিদ্রতা মাপা যাবে?
জিডিপি, পার ক্যাপিটা ইনকাম ইত্যাদি কি কি যেন আছে।
২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সেগুলো তো আছে। ওগুলো'র মধ্যে একটু ভেজালও আছে।
তবে, রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রের জনগ্ণের অবস্থা যদি দুই রকম হয়, তখন ধনী-গরীব সংজ্ঞা নিয়ে দ্বিধা জাগে।
যেমন ধরুন, কোন পরিবারের অনেক সম্পদ। কিন্তু, সেই পরিবারের বেশির ভাগ সদস্যদের বর্তমান আয় কম। তখন, ঐ পরিবারকে ধনী বলবেন নাকি গরীব?
যাদের নামের আগে 'চৌধুরী' বসে গিয়েছে, তারা আবার কিভাবে অবনেদি লোক হয়! সেই পরিবারের সবচেয়ে খারাপ লোকটাও তো চৌধুরীই! নাকি!
ধন্যবাদ।
৬| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৮
মাহের ইসলাম বলেছেন: নামের আগে চৌধুরী থাকলে আমি নির্ঘাত তাকে বনেদি তকমা দিবো।
তবে, পিছনে থাকলে, নাও দিতে পারি।
২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কথাটা চিন্তার দাবীদার। শুভেচ্ছা রইলো।
৭| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩২
নতুন বলেছেন: আমাদের দেশের খনিজ সম্পদ কম। জনগন কাজ করে আয় করে কম।
বাইরের দেশে কামলা দিয়ে টাকা আয় করে তাই রিজাভে ডলার বেশি।
তবে দেশের মানুষের জন্য কাজ করলে দেশের মানুষ আরো ভালো থাকবে....
শিক্ষায় বিনিয়গ করলে সবার জন্য উন্নতমানের শিক্ষা অনেক কম খরচে দেওয়া সম্বব।
সবার জন্য চিকিতসা সেটা নিশ্চিত করা সম্ভব।
যারা ভিক্ষা করে তাদের পুনবাসন সম্ভব।
শিশু শ্রম বন্ধ করা সম্ভব।
এই গুলি করলে দেশের মানুষ অনেক ভালো বোধ করবে।
২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কথাগুলোতে সহমত। আমি শুধু আমার চিন্তা শেয়ার করেছি। ধন্যবাদ।
৮| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১. আপনি ফরেক্স/ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ঠিকমত বোঝেন না। দেশ ধনী, দরিদ্র হবার বিষয়টা এর উপর তেমন নির্ভর করে না।
২. লেখার সময় কি আর কী এর ব্যবহার ঠিকমত করবেন।
৩. বাংলাদেশ নিন্ম মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ। যা জিডিপিতে ৪১তম, মাথাপিছু আয়ে ১৫০/১৫১তম । আমাদের মোট অর্থ প্রায় ৩০০বিলিয়ন $। এর অর্থ আমাদের সম্পদ আছে কিন্তু অধিক জনসংখ্যা আর ধনী দারিদ্র্যের মধ্যে বৈষম্য বেশী থাকায়, অনেক কম সম্পদশালী দেশও অামাদের চেয়ে ভালো অবস্থানে আছে।
[ধনী বৃদ্ধির হারে বিশ্বে তৃতীয় বাংলাদেশ। অতিধনী বৃদ্ধির হারে প্রথম। গরীব মানুষের সংখ্যায় বিশ্বে ৫ম। দেশে হতদরিদ্র ২.৪১ কোটি, নিন্ম মধ্যম আয়ের মানুষ ৮.৬২কোটি।]
৪। ত্যানা না পাকালে খুশি হব।
২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনি যেগুলো বলেছেন সেগুলো তো সবাই জানে। আমি যা বললাম, তা সবাই জানে না।
এখানে রাগ করার কিছু নেই। আমি আপনাকে ক্ষমা করে দিলাম।
৯| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৭
আখেনাটেন বলেছেন: ফরেক্স রিজার্ভ দিয়ে দেশের ধনী-গরীব নির্ধারণ করা হাস্যকর হয়ে গেছে।
যেমন ধরুন, যুক্তরাষ্ট্রের চেয়ে ইন্ডিয়া বা ইরানের ফরেক্স রিজার্ভ বেশি, তাই বলে কি ভারত বা ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে ধনী দেশ।
ধনী গরীব নির্ধারণের ভালো উপায় হচ্ছে মানুষের মাথাপিছু ক্রয়ক্ষমতার উপর ভিত্তি করে যে সূচক করা হয় সেটি।
১০| ২২ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:১৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাঙালিরা মানসিকভাবে খুবই দরিদ্র ! শর্টকাট পথে বড়োলোক হতে বেশি আগ্রহী |
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: আমাদের দেশ দরিদ্র। খুব বেশি দরিদ্র।
দেশ উন্নয়নের মহাসড়কে, তারপরও মানুষ রাস্তায় ঘুমায়। ভিক্ষা করে। চুরী করে। ছিনতাই করে।