নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
==============১=================
কবি?
সে তো সেই ব্যক্তি যে আলোককে একটি কাপে ঢেলে,
তোমার দগ্ধ, মোলায়েম, পবিত্র ঠোঁটের
তৃষ্ণা মেটাতে পারে।
==============২=================
তাদের জন্যে এটা বড় এক বিপদ
যারা উচ্চাকাঙ্খী
এ পথে।
যবে থেকে কেউ বিশ্বাসের পথে হেঁটে
কাজ করা শুরু করে-
সেটা অনেকটা
যেন এরকম-
দশ হাজার বোকা লোক বহুদিন ধরে
ভিতরে ছড়ি ঘুরিয়ে
শাসন করতো-
এখন তারা তল্পি-তল্পা গুটিয়ে
হয় এই তল্লাট ছেড়ে ভেগেছে-
নাহয় তারা এখন মৃত।
==========৩============
সেই শিখার সন্ধান কর, সেই ভালবাসা,
সেই অপূর্ব মানুষটিকে-
তোমারই জন্যে
যে পানির নীচে
ডুবে যেতে
পারে।
আর কি কোন আলো আছে জানা
যা তোমার জন্যে
খাবার বানাতে
পারবে।
============================
========পারস্যের কবি হাফিজ=======
============================
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জী, কবিতাটি একটু কঠিন। এটা মনে হয় আমার হাতে ভাষান্তরের কারণেই। ধন্যবাদ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:১২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কবিতাটি মাথার অনেক উপর দিয়ে চলে গেলো | তবে শিরোনামটি মরহুম কবি লেজে হোমো এরশাদের কথা মনে করিয়ে দিলো | কবি হিসাবে তিনি কতটুকু সার্থক তা বিতর্কের বিষয়, তবে তার সমর্থক বোকার সংখ্যা দশ হাজার নয় বরং তার চাইতে অনেক গুন্ বেশি |
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: কবিতার তো কিছুই বুঝলাম না।
এর চেয়ে রবীন্দ্রনাথের কবিতা সহজ।