নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
[গুরু প্রামানিক ভাইয়ের 'জগাই-মগাই' অবলম্বনে]
বলছি আমি আলসে ছেলে
জগাই কেন কাঁদে,
মগাই কেন বোকার মত
পড়লো একি ফাঁদে।
জগাই আর মগাই মিলে
করছে এসব কি!
গ্রাম যে গেলো রসাতলে
সবাই বলে ছিঃ।
জগাই যদি ডানে যায়
মগাই বলে বা,
আজব দেশের মানুষ বলে
তোরা পানটা চাবা।
জগাই আর মগাই মিলে
করে ঢিসুম-ঢুসুম,
মুখে তাদের লেপ্টে আছে
ডিমের হলুদ কুসুম।
আসুন দেখি তরা করে
জগাই খাচ্ছে ধাওয়া,
মগাই বুঝি পার পাবে না
এটুকুই তার চাওয়া।
একটু একটু করে সবাই,
হইসে মহা ক্ষ্যাপা,
জগাই-মগাই দুটোই খারাপ
গন্ধ যেমন চেপা।
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: নুর মোহাম্মদ নূরু ভাই জানিয়েছেন যে- গুরু এখন ঢাকার বাইরে।
প্লাস ও মন্তব্যে ধন্যবাদ নিরন্তর।
শুভেচ্ছা।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: প্রামানিক দা বটে শুভ কামনা ছড়াকার প্রামানিক দা
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: তা তো বোটেই! গুরু প্রামানিক ভাই বলে কথা।
শুভেচ্ছা।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পিলাস
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইটি। শুভেচ্ছা।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: মজা পেলুম। ধন্যবাদ নিন।
১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: মজা দিতে পেরেছি জেনে আনন্দিত হলাম। যদিও, ছড়ার চরিত্র দু'টি প্রামানিক ভাইয়ের।
শুভেচ্ছা।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: জগাই মগাই ভালো লাগলো।
১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ, রাজীব নুর ভাই। শুভেচ্ছা।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
বাকপ্রবাস বলেছেন: জগাই মগাই ঝাগড়া করুক ওসব বিষয় ছাড়ুন
আপনার গুরু কোথায় গেল সেই খবরটাই আনুন
১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
নূর মোহাম্মদ নূরু ভাই জানিয়েছেন যে, গুরু এখন ঢাকার বাইরে।
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২০
বিজন রয় বলেছেন: কিন্তু আপনার গুরু কোথায়?
তার তো কোন খোঁজ নাই।