নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
২০ শে মার্চ, ২০২০ রাত ১০:১৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
২| ২০ শে মার্চ, ২০২০ রাত ২:৩৭
নেওয়াজ আলি বলেছেন: একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
২০ শে মার্চ, ২০২০ রাত ১০:১৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমিও তা-ই বিশ্বাস করি। শুভেচ্ছা।
৩| ২০ শে মার্চ, ২০২০ সকাল ৭:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
পৃথিবীর সকল মুমিন মুসলমান শেখ শাদি রচিত এই কবিতা/ সুন্দর দরুদ সম্বন্ধে বেশ অবগত ।
কিন্ত আমরা অনেকেই সুন্দর এই দরুদ/কবিতাটির বাংলা অর্থ জানি না ।
অন্তর ছুঁয়ে যাওয়া চমৎকার এই দরুদ শরীফটির সুন্দর বাংলা অনুবাদ দেয়ার জন্য ধন্যবাদ ।
কবিতা/দুরুদটির শেষ দুটি চরনে রয়েছে কি সুন্দর মুল্যবান কথামালা :-
যার আচরণ – ব্যবহার ছিল সৌন্দর্যের আকর ,
দরুদ তাঁর এবং তাঁর বংশধরগণের উপর ।
মহান আল্লাহ সর্বশ্রেষ্ট ও সকলের সেরা একথা অন্তরে ধারণ করে আসুন সকল মুসলমানই পড়ি
বিছমিল্লাহ হির রাহমানির রাহিম -
লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাল্লালাহু আলাইহিস সাল্লাম )
২০ শে মার্চ, ২০২০ রাত ১০:২১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমি আসলে অনুবাদের সাথে সাথে নিজেও কয়েকটি শব্দ যোগ করেছি। তাই, ভাবানুবাদ বলা যেতে পারে।
আপনার লেখা দু'টি লাইন সত্যিই অপূর্ব।
আপনার সাথে সাথে আমিও পড়ছি- লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ ( সাল্লালাহু আলাইহিস সাল্লাম )
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: হুম।