নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

একটি ভুল ধারণার বিপক্ষে কিছু তথ্য

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৮



মুসলমান সংখাগরিষ্ঠ দেশগুলো ভালো অবস্থায় নেই, ''৫৭টি দেশই সমস্যায় রয়েছে''। এমনই ধারণা রয়েছে কিছু ব্লগারের। আসলেই কি তা-ই? এটা কি ভুল ধারণা নয়? বাক-স্বাধীনতার নামে এমন মিথ্যা কথা প্রচার করা জরুরী কি? তাই কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছি।

বিশ্বব্যাংক এবং ইউনেস্কো-এর তথ্যানুযায়ী, ৫৭টি মুসলমান সংখাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ২৫টিতে স্বাক্ষরতার হার ৯০%-এর উপরে। এই দেশগুলোর মধ্যে যারা এগিয়ে রয়েছে তারা হচ্ছে- জর্ডান (৯৬%) সৌদি আরব (৯৫%), তুরস্ক (৯৫%), ইন্দোনেশিয়া (৯৪%), আরব আমিরাত (৯৪%), মালয়েশিয়া (৯৪%) এবং ইরান (৯০%)।

এবার আসি গড় আয়ের দিকে। বাহরাইনের আয় $২৩,৮৮৯, ব্রুনেইবাসীদের আয় $৩৭,৫১৭, গ্যাবনের আয় $১০,৮৮২, কাজাখিস্তানীদের আয় $২০,২৪৩, কুয়েতের অধুবাসীদের আয় $৪৪,৪৬৮, লিবিয়াবাসী'র আয় $১৬,১৪১, ওমানেবাসীদের আয় $২৪,৩২৪, তুরস্কের অধিবাসীদের আয় $১৪,৭৪৮, আরব আমিরাতের মানুষদের আয় $৬৭,৩৪৯ আর কাতারবাসীদের আয় $১,০৬,৩২০।

প্রথম ১০টি এইডস আক্রান্ত দেশের তুলনাতেও কোন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ নেই! শিশু দারিদ্রতা যেসব দেশগুলোতে বেশি তার মাঝে প্রথম ১০টি দেশের মাঝে রয়েছে শুধু একটি মাত্র দেশ- তুরস্ক। যেসব দেশ থেকে সবচেয়ে বেশি মানব পাচার হয় তার মাঝে প্রথম ১০টি দেশের কাতারে রয়েছে শুধু পাকিস্তান। পৃথিবী'র যেসব দেশে স্থুলতা সমস্যা রয়েছে, সেসব দেশের প্রথম ১০টি'র মাঝে ও,আই,সি-ভুক্ত কোন দেশ নেই! মানসিক সমস্যাক্রান্ত অধিবাসীদের সংখ্যায়ও মুসলিম দেশগুলো অগ্রগণ্য নয়।

তাহলে কি বুঝে আমেরিকা-প্রবাসী সিনিয়র একজন ব্লগার এমন একটি অপ-প্রচার করছেন!!!





মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



কতজন আমেরিকান, বৃটিশ, কানাডিয়ান মুসলমান দেশে পড়তে যাচ্ছে ও ইমিগ্রেশন চাচ্ছে?

মুসলমানেরা কোন দেশের ইমিগ্রেশনের জন্য কোটী কোটী ডিবি ভিসার ফরম পুরণ করে আসছে ৩০ বছর? লন্ডনে ২য় সিলেট কেন? যদি সব সিলেটবাসীকে বৃটিশ ভিসা দেয়া হয় তারা কোন দেশে বাস করতে চাইবেন?

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


এখানে কয়টি মুসলিম দেশের নাম পাচ্ছেন? -



আরো, তথ্য দেবো?

২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



যেসব দেশে মাথাপিছু আয় দেখায়েছেন, সেখানে মাথাপিছু ব্যয় কেমন?

মাদ্রাসা মক্তবে পড়লেও তাকে শিক্ষিত হিসেব করা হয়, এদের প্রফেশান থেকে এরা নিজ দেশে সুখে থাকার মতো আয় করতে পারেন কিনা?

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


নিজেই বের করে নিন না!!!!

গুগল মামা তো আছেনই!!!!

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫২

এস এম মামুন অর রশীদ বলেছেন: যিনি একজন প্রচণ্ড মানসিক রোগী, অসৎ উদ্দেশ্যে মাল্টিপল নিক চালান, আর অশ্লীল আচরণ ও বেয়াদবির কারণে মাঝে মাঝে ব্লগ কর্তৃপক্ষের ডান্ডাবেড়ি খান, তার অসৎ উদ্দেশ্য বুঝতে তো রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আমি উনার মনের কথা জানি না।

কিন্তু, উনার হতাশা বুঝতে পারি। তাই, তথ্যগুলো দিলাম।

ধন্যবাদ নিরন্তর।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি লন্ডন থেকে বাংলাদেশে আসার পর, চাকুরী খুঁজেছিলেন কিনা?

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

খুজেছিলাম। কেন?

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



এস এম মামুন অর রশীদ বলেছেন:, "যিনি একজন প্রচণ্ড মানসিক রোগী, অসৎ উদ্দেশ্যে মাল্টিপল নিক চালান, আর অশ্লীল আচরণ ও বেয়াদবির কারণে মাঝে মাঝে ব্লগ কর্তৃপক্ষের ডান্ডাবেড়ি খান, তার অসৎ উদ্দেশ্য বুঝতে তো রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। "

-আপনি কিন্তু জন্ম থেকেই রকেট সায়েন্টিষ্ট; আপনি নিজে টের না পেলেও ব্লগারেরা জানেন।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

অহেতুক কথা বলে যারা তারা বেকুব ধরণের হয়ে থাকে।

কি দরকার একজনের পিছনে লাগার!!!

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মুসলমানদের আছে শ্রেষ্ট কিতাব শ্রেষ্ট নবী,সেই অনুপাতে এই ৫৭ টি দেশ ইউরোপ থেকে কতটা এগিয়ে,বাকি বিশ্ব বাদই দিলাম।এর একটা কারন অবশ্যই আছে,কি সেই কারন খুঁজে বের করতে হবে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

আপনার কি আমার দেওয়া তথ্যগুলো থেকে কোন সমাধানে আসতে কষ্ট হচ্ছে?

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "খুজেছিলাম। কেন? "

-আমি মাঝে মাঝে ছোট সহজ প্রশ্ন করতে ভালোবাসি।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

জানলাম। ধন্যবাদ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৭

নেওয়াজ আলি বলেছেন: আমি আপনার সাথে সহমত। তধ্যপাচ্যে সৌদি এবং ইরান কিছুটা নষ্টের ধারক বাহক

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

কাউকে খোঁচানোর দরকার নেই। ভালো থাকুন।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: এই পোষ্টের জন্য আপনাকে তীব্র নিন্দা জানাই।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


নিন্দা প্রস্তাব রেকর্ড থেকে এক্সপাঞ্জ করা হলো।

ধন্যবাদ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৮

এস এম মামুন অর রশীদ বলেছেন: @রাজীব নুর বলেছেন: এই পোষ্টের জন্য আপনাকে তীব্র নিন্দা জানাই।

এ-ই হচ্ছে ব্লগের সবচেয়ে উৎপাদনশীল লেখকের মন্তব্য। এই ভদ্রলোক কখনো পোস্ট পড়ে বা বুঝে মন্তব্য করেন না। না হলে, এ পোস্টে নিন্দা জানানোর কী আছে?

২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

উনি নিন্দা জানিয়ে একটু ব্যাখ্যা করলে বুঝতে পারতাম কেন আমি নিন্দিত।

ধন্যবাদ।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২০

রাকু হাসান বলেছেন:

মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক অনৈক্য। আয়,সাক্ষরতার হার বড় ইস্যু মনে করি না।

২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

রাজনৈতিক ঐক্য কোন দেশে আছে বলুন তো? পশ্চিমা বড় বড় দেশগুলোতে কি অবস্থা দেখেছেন তো!!!

আমেরিকার নির্বাচনটি উদাহরণ হিসেবে দেখুন না!

তাহলে?

ধন্যবাদ।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জ্বালানি তেলের চাহিদা না থাকলে সৌদি বা বাহরাইনীরা তাদের এই মাথাপিছু আয় বা জনগণের সুযোগ সুবিধা প্রদান করতে সক্ষম হবে কি ? আপনাকে যদি সৌদি আরব ও নিউজিল্যান্ড এই দুই দেশের মধ্যে একটি থাকার জন্য বেছে নিতে বলা হয় আপনি কোনটিতে যাবেন ? সৌদিরা পাকি বা বাঙালি মিসকীনকে কোনোদিন সে দেশের নাগরিকত্ব দিবে কি ? দক্ষিণ এশীয় বোট পিউপাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকার পরও কেন তুরস্কে স্থায়ীভাবে থাকার চেষ্টা না করে ফ্রান্স বা জার্মানিতে পাড়ি দিতে চায় ?

২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

জ্বালানী তেলের যখন চাহিদা ছিলো না, তখন আরব দেশগুলোর মানুষগুলো কেমন করে ধনী ছিলো? কেন ব্যবসায়ী হিসেবে তাদের নাম-ডাক ছিলো? অন্যান্য মুসলিম দেশগুলোরও তো খারাপ অবস্থা ছিলো বলে শুনিনি!!!

আর, আমি সৌদি আরব না যাই, অন্যান্য মুসলিম দেশ তো আছে!!! আর, পর্যটনের ক্ষেত্রে আবার মুসলিম-অমুসলিম দেশের ভেদা-ভেদ করছেন কেন!!! সবখানেই তো কিছু না কিছু কিছু আছে। আর, থাকার জন্যে সৌদি আরব বা অন্য কোন আরব দেশ ভালো নয় এটা আপনাকে কে বললো!!! সম্মানজনক চাকরি থাকলে যে কোন দেশই ভালো। আর, ভালো ইনকাম না থাকলে, কোন দেশই ভালো নয় থাকার জন্যে।

আবেগের বশবর্তী হবেন না দয়া করে। একটু বুদ্ধি দিয়ে বিবেচনা করুন।

ধন্যবাদ।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩১

মেহেদি_হাসান. বলেছেন: আসলে ভালো মন্দ সব দেশেই আছে।

২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

আমিও তা-ই মনে করি। ধন্যবাদ।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

এমেরিকা বলেছেন: কেউ মুসলিম গরিষ্ঠ দেশে বসবাস করতে চাইবেনা কারণ সেইসব দেশে অশান্তি আছে।
- বেশিরভাগ দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে বাইরের প্রভাবশালী শক্তি। রাজনীতির মাঠ সবসময় গরম থাকে।
- ঐসব দেশে ওলামায়ে কেরাম জনগণের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করে। তারা বেশির ভাগ সময়ে সরকারের বিরুদ্ধে যায়। যে কারণে আহমদ ইবনে হাম্বল, মুজাদ্দেদ আলফেসানী, আবু হানিফা, হাসানুল বান্নাকে নির্যাতন ভোগ করতে হয়েছে।
- সেসব দেশের অর্থনীতি অনেকাংশে রপ্তানী তথা সুদ নির্ভর।
- বেশির ভাগ মুসলিম দেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ নয়।
- মুসলিম দেশ গুলো অন্য মুসলিম দেশের সাথে অর্থনৈতিক জোট গড়তে আগ্রহী নয়।
- সামগ্রিক ভাবে মুসলিম দেশগুলোর মধ্যে কোন ঐক্য নেই বা ঐক্যের পরিবেশ নেই।

২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


১১ নং এবং ১২ নং কমেন্টের উত্তরে যা বলেছি তা একবার দেখে নিবেন, প্লিজ।

ধন্যবাদ।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এস এম মামুন অর রশীদ বলেছেন: @রাজীব নুর বলেছেন: এই পোষ্টের জন্য আপনাকে তীব্র নিন্দা জানাই।

এ-ই হচ্ছে ব্লগের সবচেয়ে উৎপাদনশীল লেখকের মন্তব্য। এই ভদ্রলোক কখনো পোস্ট পড়ে বা বুঝে মন্তব্য করেন না। না হলে, এ পোস্টে নিন্দা জানানোর কী আছে?


চরিত্র উদ্ঘাটনের জন্য আপনাকে ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


ধন্যবাদ।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২১

রাকু হাসান বলেছেন:
রাকু হাসান বলেছেন:
মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক অনৈক্য। আয়,সাক্ষরতার হার বড় ইস্যু মনে করি
লেখক বলেছেন:
রাজনৈতিক ঐক্য কোন দেশে আছে বলুন তো? পশ্চিমা বড় বড় দেশগুলোতে কি অবস্থা দেখেছেন তো!!!
আমেরিকার নির্বাচনটি উদাহরণ হিসেবে দেখুন না!
তাহলে?
ধন্যবাদ।


আমেরিকার কথা বলছেন! তাদের ১ শ বছরের রাজনৈতির আমলনামা দেখলেই পরিষ্কার। এবার যা হয়েছে
তা একদমই হয় না।একটা নির্বাচন দিয়ে মূল্যায়ন করে ফেললেন!! অধিকাংশ মুসলিম দেশে গণতান্ত্রিক পরিবেশই নেই।সে তুলনায় ওরা এগিয়ে খোলা চোখেই দেখা যায়। ট্রাম্পের চাপ রাখ ঢাক না রেখেই অনেকে প্রকাশ করছে,পদত্যাগ ও করছে,সংবিধান রক্ষার ক্ষেত্রে ওদের দায়িত্বশীল মনে হয়েছে।ট্রাম্প শাসনামলে রাষ্ট্রের স্তম্ভ গুলোকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু পারল কতটুকু? রাষ্ট্র্রীয় স্তম্ভগুলোকে ধ্বংস করে ক্ষমতায় থাকার নজির আপনার চারপাশ খেয়াল করলেই দেখবেন।নিশ্চই জানেন আরব দেশগুলোর রাজনৈতিক ঐক্যের ব্যাপারটা।

রাজনৈতিক ঐক্যের ব্যাপারে আপনার সাথে একমত হতে পারলাম না।গণতন্ত্র /রাজনৈতিক ঐক্যের ব্যাপারে পশ্চিমাদের পাল্লা ভারীই রাখব।মুসলিম ভ্রাতৃত্ববোধের বিচারে... আপনি সেই রাজনৈতিক ঐক্য দিয়ে করবেন যেখানে অবরোধ ঠেকানোর মত সাহসই নেই।আপনি কি সেই রাজনৈতিক ঐক্যের কথা বলছেন যে রাজনৈতিক ঐক্য অমুসলিম একজন মন্ত্রী কে দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করে সকল মুসলিম প্রতিনিধির মাঝে। মুসলিম সম্মেলনে। এর কিছু আগেই কাশ্মীরা অধিকার হারল।অথচ তিনি দাওয়াত পাওয়ারই কথা ছিল না।পশ্চিমারা মিত্র শক্তি ব্যবহার এখনও ব্যাপক প্রভাব বিশ্বময়।আমাদের মিত্রশক্তি? সৌদি জোটের ইয়ামেনে
বর্বরতার ম্যান্ডেট আপনি দিবেন? কয়টা মুসলিম দেশ দিয়েছে? এটাই কি আমাদের রাজনৈতিক ঐক্য? ওআইসি কি করছে, রাজনৈতিক ঐক্য করে। শুনেছেন কোন দিন কোন পশ্চিমা দেশ একত্রিত হয়ে নিজ স্বজাতি দেশের উপর হামলা চালাতে? শুনে থাকলে সংখ্যা কত হবে? নাকি কূটনীতিক ভাবে সমাধান করার চেষ্টা করেছে। দুই দশকে কয়টা পশ্চিমা দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে? ক্ষমতাচ্যুত হয়েছে সরকার! পক্ষান্তরে মুসলিম দেশগুলো? এগুলোকি রাজনৈতিক ঐক্যের সংকট নয়?

এগুলো দূরের হিসাব। আপনি নিজে ভালো একটি কাজ(ইসলামিক) করতে যাবেন,সেখানে কি সর্বস্তরের মুসলমানদের পাবেন? এখন স্তরের কথা বলতে হচ্ছে। অথচ ইসলাম কোন স্তর রাখেনি।

আপনার পোস্টের মাধ্যমে যা বলতে চেয়েছেন তা হল, যদি ভুল না করি।মুসলিম দেশগুলোর সমস্যা বড়ো করে দেখা হয়। পশ্চিমাদের সমস্যা বড়ো করে দেখা, প্রকাশ এসব কিছু হয়ে না।নন্দনালের দোষ সব। এমন কিছু।

এক্ষেত্রে অনেকাংশেই সহমত।এটা বাস্তবতা। মিডিয়া বলেন, রাষ্ট্র্র ব্যবস্থা বলেন, বিশ্বব্যাপী ওদের কাঠামোকেই ফলো করে।ওরা বাড়তি সুবিধা পাচ্ছে।ইসলাম কে হেয় করার ট্রেন্ড প্রতিনিয়ত।আমরা কিছুটা ঘটায়,ওরা তার চেয়ে বেশি রটায়।পোস্টের বিষয় বস্তু বস্তু নিষ্ঠ হলে ভাল লাগত আরও।দুই পাল্লায় রেখে বিশ্লেষণ মিস করেছি।

অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না। ভাল থাকুন।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন " সম্মানজনক চাকরি থাকলে যে কোন দেশই ভালো। "

উন্নত দেশগুলোতে সকল কাজই সম্মানজনক। ডেলিভারিম্যান থেকে শুরু করে সিটির গার্বেজ কালেকটর সবার কাজেরই সম্মান আছে। তাদের সাথে কেউ দাস-দাসী বা যৌনদাসীর মতো ব্যবহার করে না মধ্যপ্রাচ্যের বর্বরগুলোর মতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.