নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
হযরত শাহ জালাল (রহ)-এর অন্যতম সহযোগী হযরত সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালা্রের অভিযানের সময়ে তাঁর অনুসারীদের সাথে যখন সিলেটের তরফ রাজ্যের রাজা আচক নারায়ন কিছুতেই পারছিলো না, তখন, এই রাজা এক ফন্দি করে। আচক নারায়ণের নির্দেশে একজন নগ্ন নারীকে হযরত সৈয়দ নাসিরুদ্দিনের তাঁবু এবং যুদ্ধের ময়দানের মাঝখানে নর্তন-কুর্দন করতে পাঠিয়ে দেয়। হযরত সৈয়দ নাসিরুদ্দিন যদি সেই মেয়ের দিকে তাকাতেন, তাহলে, তাঁর অলৌকিক শক্তির ক্ষতি হতো। কি করবেন তিনি এখন? তাঁর সামনে এগুনোর রাস্তা বন্ধ!
এই সময়ে, হযরত সৈয়দ নাসিরুদ্দিনের এক সাথী, সৈয়দ আহম্মদ গেছুদারা্জ, তাঁর সাহায্যার্থে এগিয়ে এলেন। তিনি তাঁর কাছ থেকে যুদ্ধে নামার অনুমতি চাইলেন। সিপাহসালারের অনুমতি পেয়ে প্রথমেই নিজ গলায় তলোয়ার চালিয়ে নিজের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন যাতে সেই নগ্ন মেয়ের দিকে তাকাতে না হয়। এরপরে, যুদ্ধের ময়দানে তাঁর মাথা ছাড়া দেহটি যুদ্ধ করতে করতে শহীদ হয়।
শাইয়্যান, আল্লাহর উপরে ভরসা রাখবে, সব সময়। আর, সেইসব মানুষের কথা মনে রাখবে যাদের আত্মদানের উপর ভিত্তি করে তুমি আজ মুসলমান। তোমার দায়িত্ব তুমি পালন করছো কি? আর, মনে রাখবে- ''একজন আস্তিকের সাথে আর একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না।''
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
পড়ার জন্যে ধন্যবাদ। আর, তলোয়ার দেখে ভয় পাবার কিছু নেই।
ধন্যবাদ।
২| ২১ শে মার্চ, ২০২১ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
'সবচেয়ে অদক্ষ ব্লগার' হিসেবে নির্বাচিত হবেন আপনি।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আপনাকে ব্লগার নির্বাচনের দায়িত্ব দিলো কে?
জানাপু এমন কোন ঘোষনা দিয়েছেন বলে মনে পড়ে না যে!
আর, এরকম মনে হওয়ার কারণ জানালে ভালো লাগতো।
ধন্যবাদ।
৩| ২১ শে মার্চ, ২০২১ রাত ১:১৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই সব গল্পের দিন শেষ।পাগলেও বিশ্বাস করবে না কল্লা ছাড়া কেউ দাড়িয়ে থাকতে পারে,যুদ্ধ করাতো দুরের কথা।আপনি কি ব্লগারদের ছোট বাচ্চা মনে করেন।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
যিনি এই দেহ দিয়েছেন, তিনিই এই দেহকে কুদরতি ক্ষমতা দেখানোর সুযোগ করেছ দিয়েছেন।
আল্লাহর ওলীরা অনেক কিছুই পারেন।
আর, বিশ্বাস একটি আপেক্ষিক ব্যাপার।
ধন্যবাদ।
৪| ২১ শে মার্চ, ২০২১ রাত ১:৫১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য আর কোনো উপায় ছিল না ? এরকম চরম নিস্রংশ কিছু করতে হলো ?
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আপনার নিকের যে ছবি দিয়েছেন, সেখানে যে হাঁসি দেখাচ্ছে, সেটা অনেকের কাছেই খেলো লাগতে পারে।
তাতে কি! আপনার কাছে তা প্রয়োজনীয় মনে হয়েছে বলেই দিয়েছেন, তাই না? আমার কাছে তা প্রয়োজনীয় নাও মনে হতে পারে।
ধন্যবাদ।
৫| ২১ শে মার্চ, ২০২১ সকাল ৮:১৫
মেরুভাল্লুক বলেছেন: গল্পটি শুনে হাসিতে পেট কেপে উঠল। অনেক্ষন হাসলাম। আপনাকে ধন্যবাদ
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
মেরুভাল্লুকের হাঁসি!!!!!!!!!!!!! বাপ রে!!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ।
৬| ২১ শে মার্চ, ২০২১ সকাল ৯:১১
এমেরিকা বলেছেন: কল্লা ছাড়া যুদ্ধ করার কাহিনী দেখেছি পদ্মাবতী সিনেমায় - হিন্দু রাজপুতদের বীরত্ব দেখাতে গিয়ে লোক হাসিয়েছে।
সত্যিকার ঈমানদার ও বুদ্ধিমান হলে সৈয়দ নাসিরুদ্দিন কাউকে পাঠিয়ে সেই নারীকে ময়দান থেকে সরিয়ে দিতেন - এরকম হাস্যকর কমেডি রচনা করতেন না। আর যুদ্ধে জেতার জন্য বীরত্বের প্রয়োজন - আলৌকিক শক্তির নয়।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আপনি কি শিয়া গোত্রের লোক? অথবা আহলে হাদিসপন্থী? জানাবেন।
আপনার জন্যে একটা উত্তর চিন্তা করছিলাম।
ধন্যবাদ।
৭| ২১ শে মার্চ, ২০২১ সকাল ৯:৩৪
স্থিতধী বলেছেন: ৫ নং মন্তব্যের সাথে সহমত । ভাইয়া কি জিহাদ সাব্জেক্টের টিউটর নাকি?
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আমার কোন সামরিক ট্রেইনিং নেই। যার সামরিক ট্রেইনিং নেই, তাঁর উপর কিভাবে জিহাদ ফরজ হয়!
আর, জিহাদ না করে থাকলে ট্রেইনিং দিবো কি!!!
ধন্যবাদ।
৮| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১১:১৮
নতুন বলেছেন: সিরিয়াসলি আপনি এই কাহিনি সত্য বলে বিশ্বাস করেন?
একজন নগ্ন নারী কে না দেখতে হলে তরোয়াল দিয়ে মাথা কেটে ফেলতে হয়?
নিজ হাতে তরোয়াল দিয়ে নিজের মাথা কাটা সম্ভভ?
মাথা কাটার পরে যুদ্ধ? বলিউড ছাড়া অন্য কোথাও ছবিতেও দেখায় না এই সব।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আপনি কি যুদ্ধে গিয়েছেন কখনো?
না গিয়ে থাকলে, কিভাবে বুঝবেন সেখানে কি প্রয়োজন আর কি প্রয়োজন নয়???
ধন্যবাদ।
৯| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৩
সোনালি কাবিন বলেছেন: স্থিতধী বলেছেন: ৫ নং মন্তব্যের সাথে সহমত । ভাইয়া কি জিহাদ সাব্জেক্টের টিউটর নাকি?
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আমার কোন সামরিক ট্রেইনিং নেই। যার সামরিক ট্রেইনিং নেই, তাঁর উপর কিভাবে জিহাদ ফরজ হয়!
আর, জিহাদ না করে থাকলে ট্রেইনিং দিবো কি!!!
ধন্যবাদ।
১০| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।
২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
ফিরে আসার জন্যে অনেক অনেক ধন্যবাদ, ভাইটি।
শুভেচ্ছা।
১১| ২১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩১
নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনি কি যুদ্ধে গিয়েছেন কখনো? না গিয়ে থাকলে, কিভাবে বুঝবেন সেখানে কি প্রয়োজন আর কি প্রয়োজন নয়??? ধন্যবাদ।
নিজে হাতে তলোয়ার দিয়ে কল্লা কাটা, কাটা কল্লা নিয়ে যুদ্ধ করার জন্য যুদ্ধে যেতে হয় না। একটা কমনসেন্স থাকতে হয়। একটু বিজ্ঞানের জ্ঞান থাকতে হয়।
আপনি যদি এমন অযৌক্তিক কাহিনিকে ধর্মীয় কাহিনি বলে বিশ্বাস করতে চান সেটা আপনার ব্যাপার।
কিন্তু এটা যদি ব্লগে সবাইকে বলে গ্রহনযোগ্য বানাতে চান তবে সেটা ভুল।
অবশ্য এই জামানায় সাধারন মানুসের এইটুকু জ্ঞান আছে যে এই কল্লাকাটা কাহিনি বিশ্বাস করবে না।
২১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
বিজ্ঞানের কথা আর বলবেন না! এই একটা কথাকে ঠিক বলবে, আবার, কয়েক দিন পরে বিপরীত কথাকে ধর্তব্যে আনবে।
বিজ্ঞান সদা পরিবর্তনশীল।
বিজ্ঞান সম্পর্কে ভালো করে জেনে একে উদাহরণ হিসেবে নিয়ে আসতে হয়।
একই কথা খাটে যুক্তির ক্ষেত্রে।
আর, বিশ্বাস একটি আপেক্ষিক ব্যাপার। এই কাহিনী বিশ্বাস না করলে মানুষ কাফের হয়ে যাবে না।
ধন্যবাদ।
১২| ২২ শে মার্চ, ২০২১ রাত ১২:৫০
জিকোব্লগ বলেছেন:
আপনি আজগুবি কাহিনী দিয়ে আত্নহত্যা
করতে উৎসাহিত করছেন। ইসলাম ইহাকে
সমর্থন করে না।মস্তিস্ক সুস্থ রেখে ভালো
থাকুন।
১৩| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ২:২৮
সোনালি কাবিন বলেছেন: ২২ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৭
০
এমেরিকা বলেছেন: নিজের কল্লা নিজে কেটে বেগানা নারীর শরীর হতে দৃষ্টি অন্যদিকে সরানো। কল্লা ছাড়াই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাওয়া - এ ধরণের বুজরুকি ঘটনার মধ্যে যত অলৌকিকত্বই থাকুক না কেন - আমি বিশ্বাস করিনা। পদ্মাবতী সিনেমায় এরকম দৃশ্য দেশে আমি পাঁচ মিনিট হেসেছিলাম।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: চুপ করে শুধু পড়ে গেলাম।
ছবিতে ছুরি অথবা তরোয়াল দেখে ভয় পেয়েছি।