নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
সময়ের মহানায়ককে অপমান করে-
তোমরা গাইলে শান্তির জয় গান!!!
অথচ আমরা জানি কুফার কাহিনী-
যেখানে ছিল রক্তের নদী বহমান।
.
ভয়ে ছিল সত্যের আলো
হোসাইনের নামে ছিলো বদনাম
কী কঠিন সময় ছিলো তখন
সত্যের ছিলো না কোন দাম।
.
জালেমের দল ভেবেছো তোমরা
ওম শান্তি-ওম শান্তিতে বেঁচে যাবে
স্মরণ রেখো ইতিহাসের পাতায়
তোমরা ওদের মতো ঘৃণিত হবে।
.
ভুলে যেও না শিমারের ইতিহাস
ইয়াজিদ কিংবা চেঙ্গিস খান
সর্বদা পৃথিবী অন্ধকার থাকে না
এখানেও উড়বে আলোর নিশান।
[সময়ের মহানায়ক আল্লামা আহমদ শফিকে যারা হত্যা করেছে, তাদের উদ্দেশ্যে এই কবিতা]
০২ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আল্লামা শফি হুজুরকে কি তেঁতুল হুজুর নামে ডাকা হয়?
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: আপনি কি তেঁতুল হুজুরের কথা বলছেন?
তাকে আবার কে হত্যা করলো?
বয়স হয়েছে মরে গেছে।