নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

আমাদের নির্বাচিত সামু\'র সর্বকালের সেরা ১২ ব্লগার

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৯



সামু'র সর্বকালের সেরা ১২-জন ব্লগারের নাম নির্বাচন করা বেশ কঠিন একটি কাজ। এই নির্বাচন নিয়ে প্রশ্ন থাকবেই। কারণ, 'সেরা' কথাটার অর্থ অনেক ভাবেই হতে পারে। পোস্ট দিয়ে সেরা, কমেন্ট করে সেরা, ভিউয়ের দিক দিয়ে সেরা - কত ভাবেই না 'সেরা' হওয়া যায়! আমি সামুর কিছু ব্লগারের ভোটের মাধ্যমে 'সেরা'-দের বেছে নিয়েছি। ভোটের সংখ্যা স্বল্প হোক, তবু আমরা ব্লগারদের ভোট থেকে সর্বকালের সেরা ১২-জনের নাম বের করে নিয়ে আসতে পেরেছি। তাঁরা হচ্ছেন-

১) সোনাগাজী

ব্লগার সোনাগাজীর পূর্ব নিক 'চাঁদগাজী'। তিনি সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ বলে মনে করেন। তাঁর মতে- ''শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।'' পোস্ট করেছেন: ১৯৮৯টি, মন্তব্য করেছেন: ৯২১৪৪টি, মন্তব্য পেয়েছেন: ৮৭২৯০টি, ব্লগ লিখেছেন: ৬ বছর ১১ মাস
তাঁকে অনুসরণ করছেন: ৩৫৯ জন ব্লগার এবং তিনি অনুসরণ করছেন: ৭৭৬ জন-কে।

২) রাজীব নুর

পুরো নাম- রাজীব নূর খান। এই ব্লগারের ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে তাঁর বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসেন। সেই সাথে, সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করেন। তিনি নিজেকে একজন ভাল মানুষ বলেই দাবী করেন। কারো দ্বিমত থাকলে সেটা দ্বিমতকারীর সমস্যা। পোস্ট করেছেন: ৪৩৮২টি, মন্তব্য করেছেন: ১০৬৩৫৫টি, মন্তব্য পেয়েছেন: ৭৯৩২২টি, ব্লগ লিখেছেন: ১২ বছর ১ সপ্তাহ। ব্লগার রাজীব অনুসরণ করছেন: ০ জন-কে এবং তাঁকে অনুসরণ করছেন: ৭৭৯ জন ব্লগার।

৩) ডঃ এম এ আলী

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লিখেন ও মুক্ত আলোচনা করেন। তিনি নিজেকে একজন সাধারণ পাঠক ও লেখক হিসেবে মনে করেন। পোস্ট করেছেন: ১৮৫টি, মন্তব্য করেছেন: ১৩৬৯২টি, মন্তব্য পেয়েছেন: ৭৯৫০টি, ব্লগ লিখেছেন: ৫ বছর ১০ মাস, অনুসরণ করছেন: ৫২ জন ব্লগারকে এবং তাঁকে অনুসরণ করছেন: ২৪৭ জন।

৪) আহমেদ জী এস

তিনি পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । তিনি মনে করেন- 'আমি যা আমি তাই ই'। তিনি শয়তানও নন, কিম্বা ফেরেশতা। তিনি একজন মানুষ। আমাদের মতোই দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আমাদের মতো একজন মানুষ। তিনি নিজেকে প্রচন্ড রকমের রোমান্টিক, আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী বলে মনে করেন। পোস্ট করেছেন: ৩৩২টি, মন্তব্য করেছেন: ১৮৮৯৯টি, মন্তব্য পেয়েছেন: ১৩৮৪২টি, ব্লগ লিখেছেন: ১০ বছর ৯ মাস, তিনি অনুসরণ করছেন: ২৬ জন ব্লগারকে এবং তাঁকে অনুসরণ করছেন: ৩৬৮ জন।

৫) হাসান মাহবুব

তিনি অনেক উঁচু মানের ব্লগার। এই ব্লগার তাঁর পেইজে এই বাণী লিখে রেখেছেন- ''আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা''। পোস্ট করেছেন: ৩৭৯টি, মন্তব্য করেছেন: ৭৩২০৬টি, মন্তব্য পেয়েছেন: ৫৭১৪৪টি, ব্লগ লিখেছেন: ১৩ বছর ৪ সপ্তাহ, অনুসরণ করছেন: ৯১৫ জন ব্লগারকে এবং তিনি অনুসরণ করছেন: ১৪৪৯ জনকে।

৬) শায়মা

''দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...'' - বাক্যটি তাঁর খুব প্রিয়। শায়মা'র প্রিয় গানের কয়েকটি কলি- ''দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...।'' পোস্ট করেছেন: ২০৭টি, মন্তব্য করেছেন: ৬১৬৩৩টি, মন্তব্য পেয়েছেন: ৫৯১৬৯টি, ব্লগ লিখেছেন: ১১ বছর ৯ মাস,
অনুসরণ করছেন : ০ জন ব্লগারকে এবং তাঁকে অনুসরণ করছেন: ১৫৭৫ জন।

৭) নতুন

তিনি স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের, সোনার বাংলা। শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্ব দেখার। অবসর সঙ্গী কম্পিউটার আর বই। ভালবাসেন- আমার জানটুপুটুসকে, নিজেকে, তাঁর মা, মাটি আর দেশকে। পোস্ট করেছেন: ৩১৯টি, মন্তব্য করেছেন: ২০৯১৪টি, মন্তব্য পেয়েছেন : ৭৬৪৭টি, ব্লগ লিখছেন: ১৫ বছর ১০ মাস ধরে, অনুসরণ করছেন: ১০২ জন ব্লগারকে এবং তিনি অনুসরণ করছেন: ৪০৯ জনকে।

৮) জুন

তিনি ব্লগের ইবনে বতুতা। হ্যালেন কেলারের এই উক্তিটি তাঁর খুব প্রিয়- ''The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart,'' পোস্ট করেছেন: ৩২২টি, মন্তব্য করেছেন: ৩৬২৭০টি, মন্তব্য পেয়েছেন: ৩৬০৮২টি, ব্লগ লিখেছেন: ১১ বছর ১০ মাস, অনুসরণ করছেন: ২০ জন ব্লগারকে এবং তাঁকে অনুসরণ করছেন: ৭২৬ জন।

৯) ইমন জুবায়ের

প্রয়াত এই ব্লগার একজন অন্ত্যজ বাঙালী ও আতরাফ মুসলমান ছিলেন। 'জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন, জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন' - এই বাণীটি তাঁরই। পোস্ট করেছেন: ১৫০০টি, মন্তব্য করেছেন: ২৫৫২৩টি, মন্তব্য পেয়েছেন: ৪২৩৭৭টি, ব্লগ লিখেছেন: ১৩ বছর ২ মাস, তিনি অনুসরণ করছেন: ১ জন ব্লগারকে এবং তাঁকে এখনো অনুসরণ করছেন: ১২৮৯ জন।

১০) আখেনাটেন

তাঁর মনটা যদি তুষারের মতো হতো তাহলে কি হতো তা নিয়ে তাঁকে চিন্তিত মনে হয়েছে। তিনি নিজেকে চেনার জন্যে বিনিদ্র রজনী কাটিয়েছেন একা একা। তারপরও, একটুও কূল-কিনারা পাননি কিংবা 'তার' কেশমাত্র দেখা মিলেনি এই ব্লগারের। এভাবেই না চিনতে চিনতেই কি মহাকালের পথে আঁচড় কাটবে শেষ রেখা? - এই চিন্তাতেই লিখে যাচ্ছেন এই ব্লগার। পোস্ট করেছেন: ৪৪টি, মন্তব্য করেছেন: ৬৯১০টি, মন্তব্য পেয়েছেন: ৩৬৩০টি, ব্লগ লিখেছেন: ৬ বছর ১ মাস, তিনি অনুসরণ করছেন: ১ জন ব্লগারকে এবং তাঁকে অনুসরণ করছে: ১০০ জন।

১১) প্রামানিক

ব্লগের ছড়ার রাজা। এটুকু পরিচয়ই মনে হয় যথেষ্ট তাঁর জন্যে। পোস্ট করেছেন: ৬৫১টি, মন্তব্য করেছেন: ২৯০১৭টি, মন্তব্য পেয়েছেন: ২৮৩১৭টি, ব্লগ লিখেছেন: ১০ বছর ৩ মাস, তিনি অনুসরণ করছেন: ১৩৩ জনকে এবং তাঁকে অনুসরণ করছেন: ৩৮০ জন ব্লগার।

১২) কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমেরই অংশ বলে তিনি মনে করেন। পোস্ট করেছেন: ৩৫৫টি, মন্তব্য করেছেন: ৯৮৮৮টি, মন্তব্য পেয়েছেন: ৫৭১৯টি, ব্লগ লিখেছেন: ১১ বছর ৯ মাস, অনুসরণ করছেন: ০ জন ব্লগারকে এবং তাঁকে অনুসরণ করছেন: ১১১ জন।


সামু'র সর্বকালের সেরা নির্বাচিত হওয়ায় এই ১২-জন ব্লগারকে শুভেচ্ছা ও অভিনন্দন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.