![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
সামু'র সর্বকালের শ্রেষ্ঠ ব্লগার নির্বাচন নিয়ে অনেকেই নাখোশ। হতেই পারেন। কারণ, নিজের পছন্দের ব্লগারদের নাম সেখানে না দেখতে পেয়ে যে কেউই অখুশি হতে পারেন। কিন্তু, এটাও মনে রাখতে হবে যে, সব্বাইকেই সেরা ১২-তে নিয়ে আসা সম্ভব নয়। কাউকে না কাউকে বাদ পড়তেই হবে। আর, যেখানে ভোটের বিষয়, সেখানে 'শ্যাম রাখি তো কূল যায়' অবস্থা হলে অবাক হওয়ার কিছু নেই।
আমাদের জেনে রাখা প্রয়োজন, রবীন্দ্রনাথকে মানুষ ভুলে যায়নি। ভুলে যায়নি নজরুলকে। এমনকি জসীমউদ্দিন, সত্যেন্দ্রানাথ কিংবা মধুসূদনকে কেউ ভুলে যায়নি। তাঁদেরকে ভুলে যাওয়া সম্ভব নয়।
কিন্তু, তাঁরা সবাই বেঁচে থাকাকালে, রবীন্দ্রনাথকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষনা করলে জসীমউদ্দীন অসম্মান বোধ করবেন কি?
সর্বোপরি, সব্বাইকে ধন্যবাদ অফুরান।
২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
তালগাছগুলোর একটিতেও বাবুই পাখীর বাসা নেই। কে যেন পুড়িয়ে দিয়েছে!
শুভেচ্ছা।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নির্বাচন বিষয়ে কি বলবো ভেবেছিলাম। কিন্তু আপনার শিরোনাম দেখে কিছু না বলেও পারছি না। নির্বাচন নিয়ে কিছু না বলার অনেক কারণ ছিল।
আচ্ছা রবীন্দ্রনাথ কে কি আমরা ভোট দিয়ে শ্রেষ্ঠ বানিয়েছিলাম? প্রার্থী ছিল কেকে,?
দ্বিতীয় প্যারাতে বলেছেন ভুলে যাওয়া নিয়ে কথা। খেয়াল করে দেখবেন আপনি কিংবা অনেকেই অনেক ব্লগার কে ভুলে গিয়েছে।
এধরনের নির্বাচন মানে বিভেদ সৃষ্ট করা , একে অপরের সাথে মনকষাকষির জন্ম দেয়া। যেমন ধরুন আমার এই কমেন্টে অনেকেই নাখোশ হবে। কিন্ত আমার সাথে কারো কোন বিরোধ নেই। আপনার সাথেও না।
২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
যাদেরকে ভুলে যাওয়া হয়েছে, তাঁদের জন্যে সমবেদনা। কিন্তু, তাঁদের অবদান স্বীকার করতেই হবে।
মন কষাকষি করার কোন কারণ নেই। আসল লেখকরা একেকজন শিল্পী। আর, শিল্পীরা কখনো মন কষাকষি করেন না।
শুভেচ্ছা।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নির্বাচন বিষয়ে কিছু বলবো না ভেবেছিলাম। কিন্তু আপনার শিরোনাম দেখে কিছু না বলেও পারছি না। নির্বাচন নিয়ে কিছু না বলার অনেক কারণ ছিল।
আচ্ছা রবীন্দ্রনাথ কে কি আমরা ভোট দিয়ে শ্রেষ্ঠ বানিয়েছিলাম? প্রার্থী ছিল কেকে,?
দ্বিতীয় প্যারাতে বলেছেন ভুলে যাওয়া নিয়ে কথা। খেয়াল করে দেখবেন আপনি কিংবা অনেকেই অনেক ব্লগার কে ভুলে গিয়েছে।
এধরনের নির্বাচন মানে বিভেদ সৃষ্ট করা , একে অপরের সাথে মনকষাকষির জন্ম দেয়া। যেমন ধরুন আমার এই কমেন্টে অনেকেই নাখোশ হবে। কিন্ত আমার সাথে কারো কোন বিরোধ নেই। আপনার সাথেও না।
২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
শিল্পীরা মন কষাকষি করেন না।
শুভেচ্ছা।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনার মনে একটা আইডিয়া এসেছিলো, আপনি সেটা করে দেখেছেন; অন্য কারো ইচ্ছা থাকলে উহা করে দেখুক। যেহেতু, এটা কোন অফিসিয়েল প্রচেষ্টা ছিলো না, ইহা নিয়ে কান্নাকাটি করা অপ্রয়োজনীয় কাজ।
২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
ভালো আইডিয়াকে প্রয়োগ করতে হবে। পাইলট আকারে হলেও।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৬
সোবুজ বলেছেন: আমার বয়স মাত্র এক সপ্তাহ।কাউকে চিনি না,তাই ভোট দানে বিরত।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
কোন অসুবিধা নাই, ভাইটি। শুভ ব্লগিং!
ভালো থাকুন।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৬
আমারে স্যার ডাকবা বলেছেন: রবীন্দ্রনাথ এর সাথে তুলনা? একটু কম হয়ে গেলো না? শেক্সপিয়র বা মার্ক টোয়েনের সাথে তুলনা দিলে ভালো হতো।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আপনার কাছ থেকে এরকম মন্তব্যই আশা করছিলাম।
আপনি পোস্টের লেখার টোন ধরতে পারেন না। আজও পারলেন না।
এটা একটা সমস্যা। আপনার 'স্যার' হওয়ার পথে অন্তরায়।
ধন্যবাদ।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৭
হাসান মাহবুব বলেছেন: যদিও আমার নাম আছে এতে, তারপরেও আমি বলবো, এটা কোনভাবেই সর্বকালের সেরা ব্লগার নির্বাচনের মাপকাঠি হতে পারে না। এখানে শুধুমাত্র বর্তমানকালের একটিভ ব্লগারদের স্থান হয়েছে, ইমন জুবায়ের ভাই বাদে। আপনি যদি এভাবে বলতেন যে বর্তমানের জনপ্রিয় কিছু ব্লগার, সেটা যথাযথ হতো।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
যারা সর্বকালের লিস্টে আছে, তাদের দায়িত্ব অনেক সামুকে নিয়ে।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৭
তারেক_মাহমুদ বলেছেন: আমি প্রায় দেড় বছর পর ব্লগে আসলাম, এই ইস্যুতে নানামুখী পোস্টে ব্লগপাড়া এখন সরগরম।
আপনার নির্বাচন ঠিক আছে তবে এটা সর্বকালের সেরা ব্লগার নির্বাচন হতে পারে না হাসান মাহবুব ভাইয়ের মতো আমিও বলতে চাই এটা বর্তমান সময়ের একটিভ ব্লগার নির্বাচন।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে মুল পোস্টটা পড়ে আসি
১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩২
রাজীব নুর বলেছেন: আপনি এক পোষ্ট দিয়ে সামুকে গরম করে দিয়েছেন।
এখন সামু যেন প্রান ফিরে পেয়েছে। অবশ্য কিছু নির্বোধের তাতে শরীর জ্বলছে। যন্ত্রনা হচ্ছে। ওদের জন্য আমার ভীষন মায়া হচ্ছে।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৪৭
নেওয়াজ আলি বলেছেন: আর ইউ ঔই দেখা যায় তাল গাছ, ওই আমাদের.............
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৭
বাংলার এয়ানা বলেছেন: এইত রাতের ভোটের মতন অবস্থা। আমার ত মাত্র জন্ম হলো নাজানি কি বলতে কি বলে ফেললাম।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
আরইউ বলেছেন: একদম ঠিক বলেছেন। নিন সবগুলো তালগাছ আপনার।