![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
জাতীয় পার্টির উপদেষ্টা পরিচয় দিয়ে এক টাউট রাজনীতিবীদ আমার সাথে কয়েক মাস আগে যোগাযোগ করছিলো। তিনি বললেন- আমার আত্মিয়দের ৫ লক্ষ টাকার বিনিময়ে প্রাইভেট ব্যাংকে চাকরি দেওয়ায় দিবে!!! বংগবন্ধুর সময়ে জেল খাটা সেই রাজনৈতিক নেতা বেশ হুমকির সাথেই টাকা দাবি করেন আমার কাছে।
দিছি ভাগায়!!!
২| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভালো কাজ করেছেন। লোকটিকে অর্ধেক কাপ চা খাওয়ার জন্য জোড়াজোড়ি করে বিদায় দিতে পারতেন! অর্ধেক কাপ চা কেনো? সেই গল্প অন্য একদিন হবে।
৩| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার সাহস আছে বটে!!
৪| ০৫ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৫
ইমরোজ৭৫ বলেছেন: বাংলাদেশে থেকে কি লাভ? বিদেশে তো এমন বাটপারি হয় না। বিদেশের মানুষ কত ভালো।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:২৮
পুরানা দামান বলেছেন: সরকারী ক্ষেত্রে ৯ম বা তার নীচের গ্রেডের চাকুরীগুলোর সিংহভাগই টাকা ছাড়া হয় না। প্রাইভেটেও কোথাও কোথাও এটার চল শুরু হয়ে গেছে, কিন্তু নিশ্চিত হলেও এখানে টাকা দিয়ে চাকুরী নেওয়া চরম বোকামি।