![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
বাংলাদেশের মাস্তুল ফাউন্ডেশনের কর্মীরা অসামান্য সাহসের সাথে মিশর থেকে ফিলিস্তিনিদের সাহায্য করে যাচ্ছেন। আমি ফিলিস্তিনে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে আমার বইগুলো বিক্রি করে ফান্ড যোগাড় করছি।
আমার চারটি বই আন্তর্জাতিক ১৩টি বুকস্টোরে ২২টি দেশে বিক্রি হচ্ছে। এছাড়াও, দুটি বই বাংলাদেশের মওলা ব্রাদার্সদের ছোট ভাইয়ের 'উত্তরণ প্রকাশন' থেকে বের হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে অনেক দিন ধরেই।
আমার বই বিক্রি থেকে আসা শতভাগ অর্থ আমি মাস্তুল ফাউন্ডেশনের ফিলিস্তিন ফান্ডে দিয়ে দিচ্ছি। যেমন - আজ রাতে আমার দুটি ই-বুক বিক্রি হয়। আমি সেই টাকা মাস্তুল ফাউন্ডেশনে জমা দিয়েছি। উপরে এই জমা রশিদ দেখানো হয়েছে।
আপনিও চাইলে, আমার বই কেনার মাধ্যমে এই মহৎ কাজে শরীক হতে পারেন।
আমি বর্তমানে নিচের বইগুলো এনক্রিপ্টেড পিডিএফ আকারে প্রতিটি ১০০ টাকা দামে বিক্রি করছি। আপনি আপনার মোবাইলফোনে হোয়াটসএপে অথবা ইমেইল এড্রেসে এই বইগুলো পেতে পারেন।
প্রসেসঃ
১) আমার বিকাশে খরচ-সহ মোট ১১০ টাকা পাঠাতে হবে।
২) তারপরে, হোয়াটসএপে আমাকে স্ক্রিনশট বা যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটি দিতে হবে।
৩) আমি আপনার হোয়াটসএপে বা আপনার দেওয়া ইমেইল এড্রেসে পিডিএফ করা আপনার পছন্দের বইটি এবং পাসওয়ার্ডটি পাঠিয়ে দিবো।
৪) মাস্তুল ফাউন্ডেশনে টাকা জমা দিয়ে আমি আপনাকে জমা রশিদের স্ক্রিনশট পাঠাবো।
আশা করি, আপনি পাশে থাকবেন।
আমার bKash & WhatsApp নাম্বার- 01864-624644
যে বইগুলো আমি বিক্রি করে ফান্ড যোগাড় করছি, সেগুলো এখানে দেওয়া হলো -
০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
নাহ! সামুতে তেমন মানুষ থাকবে না।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:০৮
কামাল১৮ বলেছেন: বন্যার্তদের জন্য তোলা বার লক্ষ টাকা নাই হয়ে গেলো।আমাদের দেশে এইগুলি একটা ব্যবসা।বিনা পুজিকে ব্যবসা।।
০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
ঠিক বলেছেন। সামাজিক ব্যবসা।
ধন্যবাদ নিরন্তর।
৩| ০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪৪
অপু তানভীর বলেছেন: আপনার বই এপেল বুকস বিক্রি হচ্ছে? বই কেনার লিংকগুলো যুক্ত করে দিন দেখি। সেখান থেকেই কেনা যাক।
০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
না, সেখানে থেকে আপনি কিনতে পারবেন না। ক্রেডিট কার্ড লাগবে।
৪| ০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫৫
অপু তানভীর বলেছেন: একটু খোজ করতেই বইয়ের খোজ পেলাম। আপনার লেখার ভাষা দেখে বেশ মজাই লাগল! ''১৩টি বুক স্টোরে ২২ দেশে বিক্রি হচ্ছে''। শুনলে মনে হবে ও মাই গড! কত বড় ব্যাপার!
আপনার প্রতিটা বই হচ্ছে সেলফ পাবলিশড। তারপর সকল আগ্রহ উবে গেল!
০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
সামুতে কাকের সংখ্যা বেড়ে যাচ্ছে।
৫| ০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৪
মেঘনা বলেছেন: ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য ট্রাম্প আছে, আরব বিশ্ব আছে।
আপনার দরকার কি?
০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
দরকার আছে।
আপনারও দরকার আছে। এগিয়ে আসুন, প্লিজ!
শুভেচ্ছা নিরন্তর।
৬| ০৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২২
হাসান মাহবুব বলেছেন: আপনি না একজন বিলিওনিয়ার? আপনাকেও বিকাশে খরচ সহ পাঠাতে হবে? খরচটা মওকুফ করা যায় না?
০৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:০৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
'বিলিওনিয়ার' পরিচয় সত্যপথিক নিকের।
আপনি যে একাউন্টে মন্তব্য করেছেন, সেটায় আমি একজন 'বিজনেস কোচ'।
আর, এই মহৎ কাজে অংশগ্রহণটাই আসল, সংখ্যা কোন বিবেচ্য বিষয় নয়!!!
ধন্যবাদ নিরন্তর।
৭| ০৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫০
জুল ভার্ন বলেছেন: গুড জব।
০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৪
বিজন রয় বলেছেন: উপরের কয়েকজনের মন্তব্য পড়ে ধন্দে পড়ে গেলাম।
কি করবো বুঝতে পারছি না।
০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
পজিটিভ নেগেটিভ মানুষ নিয়েই গড়া মনুষ্য সমাজ।
শুভেচ্ছা নিরন্তর।
৯| ০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৩
জনারণ্যে একজন বলেছেন: কোনো এক স্বঘোষিত বিলিয়নেয়ার এবং টাউটের গত মাসেই উচ্চশিক্ষার্থে বিলেত গমন করার কথা ছিল। ওই সুবাদে এক এক "চটি এবং সস্তা" রেজুমেও এই প্লাটফর্মে সাবমিট করেছিলেন উনি।
মাগার টাকা-পয়সার অভাবে বিলেত গমন ক্যানসেল হয়ে যাওয়ার ফলাফল স্বরূপ ওনার স্বকরুণ আর্তনাদ আমার কানে পৌঁছেছে।
আকাশ-পাতাল বিদীর্ণ করা সেই আর্তনাদ।
০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আপনি কি আমাকে উদ্দেশ্য করে এগুলো বলছেন?
আমি বিলিয়নিয়ার নই। এবং, টাউট নই।
আপনি এসব বলে আমাকে অপমান করছেন।
এই মন্তব্যকে একটি নোটিশ হিসেবে গণ্য করবেন।
১০| ০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: এই টাকাটা যে ফিলিস্তিনিদের কাছে পৌঁছায়ছে আমরা বুঝবো কিভাবে?
০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আমি মাস্তুল ফাউন্ডেশনকে বিশ্বাস করি।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০২৫ ভোর ৪:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অত্যন্ত ভালো উদ্যোগ
.................................................................
আশাকরি সামুর সদস্যরা এ বিষয়ে এগিয়ে আসবে ।