নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

সরকারের সিদ্ধান্ত অমান্য করার জন্য বেসরকারী অনেক ইংরেজী নামধারী স্কুল প্রস্তুত ..

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৬



সরকার রোজার ছুটি এগিয়ে এনে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২৯ জুন থেকে বন্ধ ঘোষণা করলেও খোদ ঢাকা শহরে প্রতিস্ঠিত অনেক বেসরকারী ইংরেজী নামধারী স্কুল সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধা আঙুল দেখিয়ে ১০ রমজান বা ১৫ রমজান পযর্ন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে । শুধুমাত্র বেতন কালেকশনের উদ্দেশে স্কুলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ছাত্রছাত্রীদের বেতন পরিশোধের জন্য ও চাপ দেওয়া হচ্ছে ।



সিটি কপোরেশন থেকে শুধু ব্যবসার প্রতিস্ঠানের মতো একটি লাইসেন্স নিয়ে ব্যাঙের ছাতার মতো এসব স্কুল নামধারী প্রতিস্ঠান কোমলমতি শিশুদের ভবিষ্যতকে পুজি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা । যাত্রাবাড়ি,পুরান ঢাকা,গুলশান,উত্তরা বিভিন্ন স্থানে এসব প্রতিস্ঠান গড়ে উঠলেও সরকার কিংবা শিক্ষা মন্ত্রনালয়ের কোন মনিটরিং না থাকার ফলে তারা সরকারের সিদ্ধান্তকেও অমান্য করার সাহস তারা দেখাতে পারছে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৬

ঢাকাবাসী বলেছেন: সাহস পায় কারণ ওরা প্রচুর টাকা ঘুষ দিসে ঐসব কর্তাদের!

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঠিক বলেছেন ,

২| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:০৯

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ২/৩ টা স্কুলের নাম বলেন তো!! পারবেন না কারণ রোজা এখনো আসে নাই!! ফালতু পোষ্ট!!

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাইজান ধন্যবাদ , আমি বলেছে প্রস্তুতি নিচ্ছে এবং তার তথ্য প্রমান আমার হাতে আছে । রমজান শুরু হলেই নাম ধামসহ আপনাক জানাবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.