নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
নারায়নগঞ্জের ওসমান পরিবার ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে বেশ ক বছর । আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই পরিবারটি আলোচনায় চলে আসে । ওসমান পরিবারের সন্তান শামিম এর জন্যই পরিবারটিকে নিয়ে এতো আলোচনা এবং সমালোচনা ।
একটি দৈনিকের পাতা খুললেই দেখা যায় শামিম ওসমান এবং ওসমান পরিবারের নামে সত্য মিথ্যা নানান খবরের পশরা খুলে বসেছে । অবস্থা এমন যে, দেশে যেন আর কোন খবর নেই ।
শামিম ওসমান তার ভাল-মন্দ কর্মের জন্য যতোটা না আলোচিত তার চেয়ে অনেক বেশি পরিচিত ঐ দৈনিকটির কারণে । আমি মাঝে মাঝে অবাক হই এতো চাপ নিয়ে শামিম ওসমান যে বেচে আছে কিভাবে ?
নারায়নগঞ্জের সাত খুন ,তৈকি হত্যা , উপনির্বাচন নিয়ে,নানান কারণে শামিম ওসমান আলোচিত এবং সমালোচিত । উপনির্বাচন নিয়ে পরিস্থিতি এমন করে তুলে হলো যে, সারা নারায়নগঞ্জবাসি একদিকে এর আর ওসমান পরিবার অন্যদিকে । কিন্তু নির্বাচনের ফলাফল বলে অন্য কথা । নারায়নগঞ্জের জনগন ওসমান পরিবারকেই বেছে নিয়েছে । আর নির্বাচনে হয়েছে অপসাংবাদিকতা আর আইভির যক্রান্ত ।
নারায়নগঞ্জের মেয়র নির্বাচনে শামিম ওসমানের বিরুদ্ধে আইভি রহমান বিশাল ব্যবধানে বিজয়ি হয়ে ভেবেছিল দেশ জয় করে ফেলেছে । সত্য বলতে তো ঐ বজয় ছিল বিএনপির । বিএনপির প্রাথি সরে না দাড়ালে সেখানে আইভির ভোট আঙুল দিয়ে গননা করা যেত ।
মেধাবী ছাত্র তৈকি হত্যাকান্ড নি:সন্দেহে একটি গহিত কাজ । এবং যারা এ কাজ করেছে তাদের বিচার হওয়া দরকার । কিন্তু নিহত তৈকিকে নিয়ে যা করা হয়েছে বা হচ্ছে তা আরো কলন্কজনক । এতে করে খুনিরা পার পেয়ে গেছে । শামিম ওসমানের ভাইয়ের ছেলে খুনি হয়ে থাকলেও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে । সবই হয়েছে আইভি এবং হলুদ সাংবাদিকতার জন্য উপনিবাচনের পরে শামিম ওসমান সাংবাদিকদের সর্ম্পকে যা বলেছে তার শতকরা ৯০ জন শাংবাদিকদের ক্ষেত্রে সত্য । যদি সত্য না হতো তবে সাগর-রুনির হত্যাকারীরা আজ জেলে থাকতো ।
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:২৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: চেতেন কে ? আগে পুরাটা পড়েন .....
২| ৩০ শে জুন, ২০১৪ রাত ১১:১০
মতিউর রহমান মিঠু বলেছেন: হলুদ সাংবাদিকতা নাকি হলুদ ব্লগিং !! ওসমান পরিবারতো আপনার কাছে ফেরেস্তার সমতুল্য!!
কোন নির্বাচনে জনগন ওসমান পরিবারকে মেনে নিয়েছে ৫ তারিখেরটা? নাকি পাতানো উপনির্বাচন কোনটা?? হায়রে দালালী....এমন নগ্নভাবে ব্লগে দালালী বেমানান মি.বাবন।
আজমেরির যে টর্চার সেলগুলো আবিস্কার হলো তা কি সব বানোয়াট? এই পবিত্র রমজানের মাসে আল্লাহর দোহাই দয়াকরে এমন হলুদ ব্লগিং করবেন না।
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৩০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মি: মতিউর রহমান মিঠু আমি পক্ষপাত দুষ্ট নই , আমি জানি আমি লিখতে বসেছি । নারায়নগঞ্জের একটি সাধারণ পরিবার দেখাতে পারবেন না যারা ওসমান পরিবার দ্ধারা নির্যাতিত হয়েছে । তবে নারায়নগঞ্জে যে খুনের হত্যার রাজনীতি চলমান হয়েছে তার সঙ্গে দু'টো পক্ষই জড়িত । তবে ওসমান পরিবারের নাম ভাঙিয়ে অনেক সন্ত্রাসী সন্ত্রাস করেছে । আর তাতে যে মদদ দিয়েছে - আজমেরি তাতে সন্দেহ নেই ।
৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১:২৭
মতিউর রহমান মিঠু বলেছেন: ভাইজান, আমি অধম মিডিয়ার একজন ছোট খাটো কর্মী, আর নির্যাতিত ১টা না অনেকগুলো পরিবার আমি দেখাতে পারবো। তবে যদি দেখাই তারপর ঐসব পরিবার ও আমার নিরাপত্তা কে দিবে? আপনি দিবেন?
''তবে ওসমান পরিবারের নাম ভাঙিয়ে অনেক সন্ত্রাসী সন্ত্রাস করেছে । আর তাতে যে মদদ দিয়েছে - আজমেরি তাতে সন্দেহ নেই । ''
তাহলে কি দাড়ালো ভাই? অর্থ তো একই, সন্ত্রাসী সন্ত্রাসের মদত দেয়া কি অন্যায় কিছু নয়!!
আজমেরীকে কেন এসব কাজ থেকে বিরত রাখেনি বলেন? বাবা ও চাচা যেহেতু এসব কাজে বাধা দেয়নি সেহেতু তারাও তো অপরাধী নাকি??
আর সন্ত্রাস স্বশরীরে করলেই শুধু সন্ত্রাসী হয়না, অন্যকে টাকা দিয়ে করালেও সেটা সন্ত্রাসীর পর্যায়ে পরে বা তার চেয়েও বড় যেটা ওসমান সাহেবের বর্তমান উপাধী ''গড ফাদার''।
যাক বাহাস করে লাভ নেই, আপনি যদি ওসমান পরিবারকে ফেরেশতার পর্যায়ে দেখেন তবে সেটা আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে সত্য কখনো চাপা থাকেনা তা যতো চেষ্টাই করা হোকনা কেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৮
রেজাল্টস বাংলা ডট কম বলেছেন: এখন থেকে তাইলে শামীম উসমানরে করা শুরু করেন। বাল পোস্ট।